এবিবি ফান প্রশ্ন- ৫৩৪ | ভালোবাসা অমর কেন ?

in hive-129948 •  5 days ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালোবাসা অমর কেন ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কারন দুটি মানুষের মৃত্যু হলেও তাদের স্মৃতিগুলো মুছে যায় না, খুনসুটিগুলি ধূসর হয় না সবসময় জীবন্ত থাকে তাই ভালোবাসা অমর।

ভালোবাসা অমর, কারণ এটা হার্টে থাকে, হার্ট আবার চার্জ দিতে লাগে না। মোবাইলের চার্জ শেষ হতে পারে, কিন্তু প্রেমের চার্জ? সেটা তো ইমোশনাল পাওয়ার ব্যাংকে অনন্তকাল টিকে থাকে😆❤️

এজন্যই ভালোবাসা অমর, চার্জ ফুল থাকে।

সব সময় ১০০% Love love love😁😁

ভালোবাসা অমর কারণ একে খালি চোখে দেখা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় সেজন্যই তো ভালোবাসা অমর হাহাহা।🤩🤩

ভালোবাসা অমর কেন ?

ভালোবাসা অমর কারণ এটা "ফ্রি Wi-Fi" এর মতো—কখনো বন্ধ হয় না!**
আপনি যেখানেই যান, ভালোবাসার সংযোগ পাবেন। 📶

তাহলে তো ভাই ভালোই হতো 😂

সুন্দর কথা বলেছেন তো আপনি। ভালো লাগলো শুনে মন্তব্য আপনার।

ভালোবাসা অমর কেন ?

পৃথিবীতে এই ভালোবাসার কোন অল্টারনেটিভ হয় না। আমরা মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতেই পারিনা। শুধু আমাদের সামনের মানুষ টা পরিবর্তন হয় কিন্তু ভালোবাসা টা ঐভাবেই থাকে।

আপনার যুক্তি কিন্তু ভালো লাগলো।

ভালোবাসা অমর কেন ?

সত্যিকারের ভালোবাসা আসলেই অমর। কারণ ভালোবাসার মানুষের মৃত্যু হয় ঠিকই, কিন্তু স্মৃতি গুলোর কখনোই মৃত্যু হয় না। তাইতো ভালোবাসা অমর।

এখন সত্যিকারের ভালোবাসা খুব কমে পাওয়া যায়।

ভালোবাসা হলো একটা অনুভূতি, মানুষ মারা যায় কিন্তু মানুষের অনুভূতিগুলো রয়ে যায় তাই ভালোবাসা সেই অনুভূতির সাথে জীবিত থাকে।

ভালোবাসা সত্যি সেই অনুভূতি গুলোর সাথে থেকে যায়।

ভালোবাসা হচ্ছে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ। যা চোখে দেখা যায় না ছোঁয়া যায়না। যা অনুভূতির সাথে মিশে থাকে এজন্যই সে অমর।

হ্যাঁ এটা অনুভূতির সাথে সবসময় মিশে থাকে।

অমর কথার অর্থ যাহা মরে না বা চিরস্থায়ী।ভালোলাগা থেকে আসে ভালোবাসা।উদাহরণ দেওয়া যায়।একটা মানুষের গোলাপ ফুল পছন্দ হতে পারে মানে সে তার কাছে ফুলটিকে ভালোলাগে।ভালোলাগতে লাগতে একটা মূহুর্তে সে গোলাপ ফুল ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। এটা ভালোবাসা।যদি পূর্বেই তার অন্য আরেকটি ফুল কে ভালো লাগতো তখন ওটা হবে ভালোলাগা।

ভালোবাসা অমর কারণ, এটি এমন একটি অ্যাপ যে যতবারই ইন্সটল করেনা কেনো, সমস্যা দেখা দেয়। তবো শেষমেশ আমরা আবারো এগ্রি চাপি 🤭🤭।

হাহাহা,দারুণ বলেছেন আপু।

ভালোবাসার অমর হওয়ার পিছনে অনেকগুলো কারণ হতে পারে। তবে আমার কাছে মনে হয় ভালোবাসা অমর এ কারণেই যার কারণে আমার হৃদয়ে ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে। এটা এমন এক অদ্ভূত অনুভূতি যা কখনো যায়। এমনকি আমার জীবনে যদি মানুষটাকে যদি নাও পায় তার পরেও তার প্রতি জন্মানো ভালোবাসার অনুভূতি সেটা কিন্তু ঠিকই থেকে যায়। মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা নয়। 🌸

সত্যি, মানুষ বদলে গেলেও ভালোবাসা বদলায় না।

ভালোবাসা অমর কারণ এটা কোনো বস্তু নয়, যে নষ্ট হয়ে যাবে, বা কোনো সফটওয়্যার নয়, যে আপডেট বন্ধ হলে চলে যাবে!

এটা মানুষের অনুভূতি, যা সময়ের সঙ্গে রূপ বদলায় কিন্তু হারিয়ে যায় না।

আমিও মনে করি সময়ের সাথে এটা রূপ বদলালেও হারিয়ে যায় না।

ভালোবাসা মানুষের অন্তর থেকে জন্মায়। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা মানুষের মনের গভীর থেকে সৃষ্টি হয় ।আর এই ভালোবাসা হাজার চেষ্টা করেও কেউ কখনো ভুলতে পারে না। তাই ভালোবাসা অমর।

ঠিক বলেছেন ভালোবাসা কখনোই কেউ ভুলতে পারেনা হাজারো চেষ্টা করার পরেও।

ভালোবাসা অমর কেন ?

এটার মূল কারণ হচ্ছে, সবকিছুর মৃত্যু হলেও ভালোবাসার কখনো মৃত্যু হয় না। সারা জীবন ভালোবাসাটা থেকে যায়, থেকে যায় সকল স্মৃতিগুলো। আর এই জন্যই তো ভালোবাসাকে অমর বলা হয়।

প্রত্যেকটা ভালোবাসা জন্ম নেয়ার আগেই অমর হওয়ার সাধনা করেছিল।তাই শত বাধা বিপত্তির পরও ভালোবাসা অমর।

ভালোবাসা অমর এই কারণে। কারণ ভালোবাসা মানুষকে তিল তিলে ক্ষত করে। আর শতকরা বেশিরভাগ লোকে ভালোবাসা কারণে কষ্ট হয়। এবং এই কষ্টগুলো মৃত্যুর আগ পর্যন্ত ভুলা যায় না। এই কারণে ভালোবাসা অমর মনে করে অনেকে।

ভালোবাসা অমর কারন ভালোবাসা বেঁচে থাকা বিভিন্ন রুপে। কখনও মা বাবার প্রতি ভালোবাসা,কখনও স্ত্রী বা স্বামীর প্রতি ভালোবাসা,কখনও প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা আবার কখনও বা ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা। ভালবাসা কেবল রুপ বদলায়। মরে না।

ঠিক বলেছেন ভালোবাসা অমর কারণ ভালোবাসা বেঁচে থাকার বিভিন্ন রূপ থাকে।

ভালোবাসাকে যেভাবে নেই ঐরকমই হয়। কারো কাছে ভালোবাসা অমর হয়ে থাকে। আবার কারো কাছে ভালোবাসা বিষাক্ত সাপের মত লাগে। আর ভালবাসা স্মৃতি বা কষ্টগুলো সহজে ভুলা যায় না এই কারণে অমর হয়ে থাকে।

ভালোবাসা অমর কেন ?

নতুন করে যারা প্রেম ভালোবাসা করবে তারা যেন পূর্বের মানুষের ভালোবাসা থেকে শিক্ষা অর্জন করে অন্যকে বাঁশ দিতে পারে সে জন্য,হা হা হা।😅

দারুন বলেছেন আপনি 🤣🤣।