এবিবি-ফান প্রশ্ন-১২ || মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?

in hive-129948 •  2 years ago 

Fun Cover-3.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেয়েরা নিজের বয়স লুকাতে,চুল আর রুপের যত্ন নেওয়ার অতিরিক্ত টেনশনে ২০ তেই বুড়ি।আর ছেলেদের এমন আজাইরা টেনশন করে না তাই ৮০ তে ও যুবক।

ঠিক বলেছেন টেনশন এর জন্যই তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়।

মানসিকতার কারনে, প্রতারণার করার অভিশাপে মেয়েরা দ্রুত বুড়ি হয়ে যায় আর ধোকা খেয়েও সঠিক মানসিকতার কারনে ছেলেরা ষ্ট্রং থাকে।

প্রকৃতি সব সময় ব্যালেন্স পছন্দ করে।মেয়েরা সমবয়সী ছেলেদের পাত্তা না দিয়ে সরকারী চাকুরিজীবী কাকুদের বিয়ে করে তাই ব্যালেন্স এর জন্য প্রকৃতি তাদেরকুড়িতেই বুড়ি বানায়।এর পেছনে সমবয়সী ছেলেদের দীর্ঘশ্বাস ও দায়ি।অন্যদিকে ছেলেরা নিজেদের থেকে ছোটদের বিয়ে করে,তাই প্রকৃতি ব্যালেন্স এর জন্য তাদের আশিতেও যুবক।

চমৎকার বলেছেন। ভালো ছিলো এটা।

অনেক ধন্যবাদ ভাইয়া।

যে ছেলেদের প্রপোজ এসেপ্ট না করে তাদেরকে ব্লক লিষ্টে রাখে, সেই ছেলেদের অভিসাপে মেয়েরা কুড়িতে ‍বুড়ি হয়ে যায়। আর ছেলেরা তেমন কোন অভিসাপ পায় না যার কারনে আশিতেও যুবক থাকে।

ছেলেদের মন নিয়ে খেলা কি চাট্টিখানি কথা!! এত পরিমাণ পরিশ্রম হয়েছে যে ওরা কুড়িতেই বুড়ি হয়ে যায়।

আর ছেলেরা!! ছেলেরা তো এক একটা রত্ন। রত্ন কখনো বৃদ্ধ হয় না। হেহেহে 😉

কথায় বলে না অকালপক্ক ফল দ্রুত গাছ থেকে পড়ে যায়। মেয়েরাও এমনই অল্প বয়সে এরা অনেক বুঝতে শিখে যায়। এইজন্য তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়। আর ছেলেরা ধীরে ধীরে বিকশিত হয়। সেজন্য তারা আশিতেও যুবক থাকে।

আহারে ছেলেরা কত অসহায়। কে যে তাদেরকে এই মিথ্যা সান্ত্বনা দেয় এটাই বুঝি না। 😅😅

ছেলেরা অসহায়, হা হা হা হা হা সারা জীবন শুনে আসলাম নারীরা অবলা অসহায়, আজ দেখি উল্টে ফেললেন সব।

মেয়েরা বয়স লুকাতে পটু। তারা এমন ভাবে বয়স লুকায় যেনো ৫০ বছর হলেও তাকে ২০ বছর লাগে। তাই তারা কুড়িতে বুড়ি হয়ে যায়। আর ছেলেদের ব্যাপার টা আলাদা। আমরা ভাই কোনো কিছু লুকাতে পারিনা কষ্ট ছাড়া। বয়সটাও আমাদের যা তাই বলে দেই। তাই আমাদের আশিতেও যুবক লাগে।

দারুন বলেছেন তো।

মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?

এটি একটি সামাজিক প্রচলিত কথা। কারণ মেয়েরা বেশী পরিমাণ মিথ্যা কথা ও অগ্রিম কথা বলে এবং নিজেকে বুদ্ধি মান প্রমান করতে চায়। এই জন্য সমাজ তাদের কে কুড়িতেই বুড়ি বানিয়ে দিয়েছে। আর ছেলেরা হচ্ছে সহজ সরল যা কিছু ভাবে মন থেকে ভাবে। ছেলেদের আশি বছর পরেও মন যুবক থাকে।

ছেলেরা সব সময় তরুন, যুবক থাকতে চায়😏।
আমরা আবার এতো ডং করিনা। বেশির ভাগ ক্ষেত্রে ছেলেরা যত যুবকই হোকনা কেন মেয়েদের আগে ছেলেরাই পরপারে যায়। সো এতো যুবক যুবক করে লাভ নেই। আমরাই যুবতী থাকি😁😁।

যুবতি থাকলেন কিভাবে? কুড়িতেই তো আপনারা বুড়ি হয়ে যান।🤣

মেয়েরা সব সময় বয়স লুকানোর ওস্তাদ আসলে মুখে কুড়ি বললেও তলে তলে অনেক দূর !!!

মেয়েদের বয়স কুড়ি হলেই মেয়ের বাপের চিন্তা বাড়ে বিয়ে দেওয়ার এবং দুস্টু সমাজ মেয়েদের মুখেই বুড়ি বানিয়ে দেয়।কিন্তু ছেলেদের বয়স আশিবছর পার হয়ে জমালয়ে যাওয়ার ডাক এলেও বিয়ে করার শখ ১৬ আনায় থাকে তাই সমাজ তাকে যুবক বানিয়ে দেয়।এটা সমাজের দোষ😁।

স্বামীরা বউকে কম খাওয়ায় এবং নিজেরা বেশি বেশি খায় এইজন্য মেয়েরা কুড়িতেই বুড়ি আর ছেলেরা আশিতেও যুবক।

আচ্ছা তাই বুঝি বিয়ের পর মেয়েরা মোটা হয় আর ছেলেরা শুকনা হয়ে যায়, খাওনগুলো তাহলে কে খায়?

আম যতই মানান হোক গাছে থাকতেই পোকা ধরে যায়, আর ক্ষীর খাজুর দীর্ঘদিন থাকলেও নষ্ট হয় না। ছেলে মেয়ের পার্থক্য ঠিক তেমন।

মেয়েরা অল্প বয়সে নিজেকে বেশি বড় মনে করে তাই মেয়েরা কুড়িতেই বুড়ি এবং ছেলেরা আশিতেও তারা নিজেকে তরুন মনে করে।

কথায় আছে আশি=ভালোবাসি, তাই ছেলেদের আশি হলেও ভালোবাসা ফুরায় না। আর মেয়েদের বিশের পরেই ভালোবাসা ফুরিয়ে যায় তাই।

মেয়েরা অল্প বয়সে বয়সে বেশি সাজগোজ পছন্দ করে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সাজগোজ ছেড়ে দেয়। তাই ২০ বছরের মেয়েদের বুড়ি মনে হয়।ছেলেরা কখনো সাজগোজ করে না। তাই ৮০ বছরে ছেলেদেরকে যুবক মনে হয়।

মেয়েরা হলো চায়না ব্র্যান্ড।তাই আটা,ময়দা দিয়ে কতদিন টিকে রাখা যায়। কিন্তু ছেলেরা হল দেশি ব্র্যান্ড তাই টেকে বহুবছর।

ভাগ্যিস আপনার কমেন্টটা এখনো কোন বুড়ির চোখে পড়েনি। না হলে এতক্ষণ আক্রমণে অস্থির হয়ে যেতেন।

হাহাহা ঠিক বলেছেন ভাই 🤣

আপনাকে বললো কে
মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যায়🤔🤔

আমি বলেছি । এটা আমার question ছিল । হে হে ;)

আপনি মেয়েদের পিছনে লাগছেন কেন? ঘর ভর্তি প্রেমিকার শখ কি চলে গেছে? এমন করলে ঘর ভর্তি কেন এক কোনায় একটাও পাবেন না।

তাই যায় কখনোই পাগল ? ষোলো আনা আছে :)

প্রশ্নপত্র ভুল ⛔

কি সর্বনাশ? এটাকে ভুল বলছেন? ছোটবেলা থেকেই শুনে আসছি মেয়েরা কুড়িতেই বুড়ি।

ভাই এই জন্য মেয়েদের মাধ্যমিক না টপকাতেই বিয়ের জন্য পাগল হয় কেনো পরিবার ,সেটা বুঝতে হবে ...কি বলেন। আর ছেলেরা অনার্স ও মাস্টাস কমপ্লিট করেও আসে না ।তাহলে বুঝেন ।কথা সত্য মেয়েরা কুড়ি হয়ার এগেই বুড়ি হয়ে যায়...😃 😄 😁 😆

এটাতো ছেলেদেরকে সান্ত্বনা দেয়ার জন্য বলা হয়।

কথায় আছে যত তাড়াতাড়ি পাকে তত তাড়াতাড়ি পচে যায়। মেয়েদের হয়েছে সেই অবস্থা আর কি।😅😅

ফরমালিন দেয়া জিনিস কম সময়ে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক, যেটাতে ফরমালিন থাকবে না সেটা তো অনেক সময় ভালো থাকবেই।

ফরমালিন খুব বেশী দিন টিকে না সব ক্ষেত্রে হি হি হি

ফরমালিন দেওয়া জিনিস ছাড়া তো আবার ছেলেরা চলতেও পারে না, পিওর জিনিস কই পারেন?

আহারে...😞 ছেলেদের আর কতকাল এই ভুল প্রবাদ দিয়ে সান্তনা দেওয়া হবে। এক সময় ছিল যখন মেয়েদের ছয়-সাত বছর বয়সে বিয়ে হয়ে যেত। তখনকার সময় হলে এই কথাটি মোটামুটি ঠিক ছিল। মানসিক টেনসনে পুরুষ মানুষ বিলুপ্ত হয়ে যাচ্ছে ভাই। দয়া করে প্রবাদ টা উল্টে দিন।

সত্যিই মেয়রা কুড়িতেই বুড়ি বাকিটা সময় মেকাপ দিয়ে যুবতী থাকার চেষ্টা করে ৷ আর ছেলেরা আশিতেও যুবক৷ কেন , কারণ নেই ৷ কথা সত্য ৷

স্বর্ন ১০০বার পোড়ালেও স্বর্ণ
মাটি একবার পুড়েই ইট।

ছেলেদের মনের বয়স ১৮ সেজন্য ছেলেরা আশিতেই যুবক আর মেয়েদের মনের বয়স ১৮ তে শেষ সেজন্য তারা অল্পতেই বুড়ি হয়ে যায়।🤩🤩

এটা আসলে মন ব্যাপার,ছেলেদের মন কখন ও বুড়ো হয় না। বয়স বাড়ে আর শরীরে রুপ চলে যায়। তারপর তারা মনে করে এখন ও ১৮বছর ছেলে মনে করে। আসলে বুড়া হয়ে শরীর ফ্যাকাসে হয়ে গেছে। মেয়েদের রুপ সৌন্দর্য সব থাকে ২০পার হলে। কোথায় আশি কোথায় বিশ আকাশ পাতাল ব্যবধান।

জি না মেয়েরা কুঁড়িতে বুড়ি হয় না কুঁড়িতে মেয়েদের সৌন্দর্য্য বেশি বৃদ্ধি পায় তাই ওই সময় ছেলেরা মেয়েদেরকে বুড়ি বানিয়ে দেয় যাতে মেয়েদের পিছনে ঘুরতে সুবিধা হয়, কারণ একজন বুড়ির পেছনে একজন যবুক ঘুরলে কেউ কিছু মনে করবে না কিন্তু ইয়াং একজন মেয়ের পেছনে বেশি ঘোরাঘুরি করলে মার খেয়ে টাক ফাটার সম্ভাবনা আছে তাই মেয়েদেরকে কুঁড়িতে বুড়ি বানানো হয়। আর ছেলেরা এত বেহায়া যে আশি বছর হয়ে গেলেও যুবক সেজে বুড়িদের পেছনে ঘুরতেই থাকে।

আসলে আমি মনে করি যে, এইটা একটা কথা মাত্র, আর এই কথাটার কারণ হচ্ছে যে তারা খুব অল্প বয়সে ছেলেদের তুলনায় তুলনামূলক বুদ্ধিমতী বেশি হয়ে থাকে। আসলে আমি মনে করি যে এই কাহিনীর পর থেকেই মেয়েদেরকে কুড়িতেই বুড়ি বলা হয় আর ছেলেদেরকে আশি ।

মেয়েরা অল্প বয়সে বেশি পাকনা হয়ে যায়, যার কারণে তারা কুড়ি বছরে বুড়িতে পরিণত হয়। আর সেই সময় থেকে ছেলেরা মাত্র বুঝতে শুরু করে তাই ছেলেরা আশিতেও যুবক থেকে যায়।
কথায় আছে না ওকালে ফাঁকিলে ফল দুঃখ থাকে চিরকাল।

মেয়েদের কুড়িতে বুড়ি বলে সমাজ। কারন মেয়েরা কুড়িতে এত সব অভিজ্ঞতা অর্জন করে, ছেলেরা আশিতেও তা পারে না। এখানে অভিজ্ঞতাকে রুপক অর্থে বুড়ি বলা হয়েছে।

মেয়েরা সংসারে কাজ করে প্রচুর। কিন্তু খায় খুব কম।তাছাড়া মাছের মাথা থেকে শুরু করে ভালো ভালো খাবার গুলো বাড়ির পুরুষকেই খাওয়ানো হয়।পুরুষরা সব সময় খাওয়ার আগে থাকে এবং নারীরা সব সময় পেছন অর্থাৎ পরে বেঁচে যাওয়া খাবার গুলো খেয়ে থাকে এছাড়া প্রকৃতিগত কারণেই অনেকখানি দায়ী।

তবে বর্তমানের দেখা যায়,,80 বছরের নারীর যে সক্ষমতা থাকে 25 বছরের যুবকের তা থাকে না।
♥♥

মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?

এই পর্যন্ত একটা ছেলেকেও তো দেখলাম না ৮০ বছর বয়সেও যুবক আছে। মেয়েদের কষ্ট যদি ছেলেরা কেউ বুঝতো তাহলে এই প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে মেয়েদের পাশে থাকার চেষ্টা করতো।হিহিহি মেয়েদের বাচ্চা হওয়ার কারণে তাড়াতাড়ি বুড়ী দেখায়।

মেয়েরা আসলে অল্পতেই অনেক পেকে যায়
তাই তাদের দ্রুত বিয়ে হয়ে যায় এ কারণে তাদের বুড়ি হতেও সময় লাগে না। অপরদিকে ছেলেদের বিয়ের বয়স শুরু হয় ত্রিশের পরে তাই তারা ৮০ বছরেও চিরসবুজ প্রাণবন্ত যুবক।

কথাই কোনো কিছু যাচাই করা যাইনা সব কিছুতে প্রমান লাগে।
একজন ২০ বছরের মেয়ে আর একজন ৮০ বছরের ছেলে কে এক সাথে দার করালেই বুঝা যাবে কে বুড়ি আর কে যুবক। তখন ওই যুবক লাঠি হাতে বলবে আমমমার তো আশি বছররর চলছে কিভাবে যুবক থাকিকইইই। এহ এহ এহ 😅

হুম, চক চক করিলেই সোনা হয় না, ভুলে গেলেন নাকি

দুজন পাশাপাশি দাঁড়ালেও কুড়ি বছর বয়সী মেয়েটা চেষ্টা করবে তার বয়স আরো দু চার বছর কমিয়ে বলার। কিন্তু পুরুষটা আশি বছরের হলেও কনফিডেন্স এর সাথে নিজের সঠিক বয়সটাই বলে দেবে। কারণ পুরুষ বয়স বেশি হলেও মনে মনে সে চীরযুবক। আর মেয়েদের বয়স যত কমই হোক সে আরও কমাতে চায়। এজন্য সে কুড়িতেই বুড়ি।

না না তাই বলে সবাই লুকায়না😒😒😏😏😏

মেয়েরা ঠান্ডা খাবার খায়,আর ছেলেরা সব সময় টাটকা খাবার খায়।

ছেলেরা রূপচর্চা করে,জিম করে বয়স কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু মেয়েরা তো এসব করে না। মেয়েরা গড গিফটেড সুন্দরী। তাই মেয়েরা কুড়িতেই বুড়ি,আর ছেলেরা আশিতেও যুবক।

২০ তে মেয়েরা বুড়ি হয়ে যায় মেনে নিলাম কিন্তু ৮০তে কে যুবক থাকে একটু শুনি 🤣🤣🤣

কারন ছেলেদের মন ঐ ২০ যা থাকে ৮০ তা থাকে , এদের বিয়ের করার শখ ৮০তেও থেকে যায় দিদি, তাই ছেলেরা ৮০তেও যুবক 😃 😄 😁 😆

মেয়েরা সব সময় বেশি পাকনামো করে তাই , কুড়িতে বুড়ি হয়ে যায়। আর এরা তাদের স্বামীর উপোর বেশি বুদ্ধিবতি প্রকাশ করতে চায়, যার কারনে এরা কুড়িতে বুড়ি ,হাহাহহ...।

না পারলাম না, এভাবে মেয়েদের পিছনে লেগে থাকলে মেয়েরা কেমনে ঠিক থাকবে।মেয়েরা বেশ ভালো ছেলেদের প্যারায় অল্প বয়ছে বুড়ি হয়,আর ছেলেদের তো কোন প্যারা নাই, খালি খায় আর খায় তাই আরকি এমন।তাছাড়া আশিতে যুবক থাকে কি মরে গিয়ে?😉😉আর যদি যুবক থাকে তাহলে প্রমান চাই

মেয়েদের ম্যাচুরিটি বয়সের তুলনায় তাড়াতাড়ি হয়,তাই মেয়েরা কুড়িতে বুড়ি ,আর ছেলেদেরা ম্যাচুরিটি আশিতেও হয় না তাই!

মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় কিন্তু মেয়েদের মেকাপের কারণে তারা টিকে থাকে। আসলে মেয়েদের নিজস্ব কোন সৌন্দর্য নেই সবই তাদের মেকআপ এর ক্ষমতা 😁
আর ছেলেরা হলো ন্যাচারাল সুন্দর তাই ছেলেদের সৌন্দর্য অটুট থাকে।
সহজ কথায় বলতে গেলে ফরমালিনযুক্ত ফল হল মেয়েরা আর গাছের টাটকা ন্যাচারাল ফল হচ্ছে ছেলেরা 💁