আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা নিজের বয়স লুকাতে,চুল আর রুপের যত্ন নেওয়ার অতিরিক্ত টেনশনে ২০ তেই বুড়ি।আর ছেলেদের এমন আজাইরা টেনশন করে না তাই ৮০ তে ও যুবক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন টেনশন এর জন্যই তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানসিকতার কারনে, প্রতারণার করার অভিশাপে মেয়েরা দ্রুত বুড়ি হয়ে যায় আর ধোকা খেয়েও সঠিক মানসিকতার কারনে ছেলেরা ষ্ট্রং থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতি সব সময় ব্যালেন্স পছন্দ করে।মেয়েরা সমবয়সী ছেলেদের পাত্তা না দিয়ে সরকারী চাকুরিজীবী কাকুদের বিয়ে করে তাই ব্যালেন্স এর জন্য প্রকৃতি তাদেরকুড়িতেই বুড়ি বানায়।এর পেছনে সমবয়সী ছেলেদের দীর্ঘশ্বাস ও দায়ি।অন্যদিকে ছেলেরা নিজেদের থেকে ছোটদের বিয়ে করে,তাই প্রকৃতি ব্যালেন্স এর জন্য তাদের আশিতেও যুবক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার বলেছেন। ভালো ছিলো এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে ছেলেদের প্রপোজ এসেপ্ট না করে তাদেরকে ব্লক লিষ্টে রাখে, সেই ছেলেদের অভিসাপে মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যায়। আর ছেলেরা তেমন কোন অভিসাপ পায় না যার কারনে আশিতেও যুবক থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলেদের মন নিয়ে খেলা কি চাট্টিখানি কথা!! এত পরিমাণ পরিশ্রম হয়েছে যে ওরা কুড়িতেই বুড়ি হয়ে যায়।
আর ছেলেরা!! ছেলেরা তো এক একটা রত্ন। রত্ন কখনো বৃদ্ধ হয় না। হেহেহে 😉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় বলে না অকালপক্ক ফল দ্রুত গাছ থেকে পড়ে যায়। মেয়েরাও এমনই অল্প বয়সে এরা অনেক বুঝতে শিখে যায়। এইজন্য তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়। আর ছেলেরা ধীরে ধীরে বিকশিত হয়। সেজন্য তারা আশিতেও যুবক থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহারে ছেলেরা কত অসহায়। কে যে তাদেরকে এই মিথ্যা সান্ত্বনা দেয় এটাই বুঝি না। 😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলেরা অসহায়, হা হা হা হা হা সারা জীবন শুনে আসলাম নারীরা অবলা অসহায়, আজ দেখি উল্টে ফেললেন সব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা বয়স লুকাতে পটু। তারা এমন ভাবে বয়স লুকায় যেনো ৫০ বছর হলেও তাকে ২০ বছর লাগে। তাই তারা কুড়িতে বুড়ি হয়ে যায়। আর ছেলেদের ব্যাপার টা আলাদা। আমরা ভাই কোনো কিছু লুকাতে পারিনা কষ্ট ছাড়া। বয়সটাও আমাদের যা তাই বলে দেই। তাই আমাদের আশিতেও যুবক লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন বলেছেন তো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি একটি সামাজিক প্রচলিত কথা। কারণ মেয়েরা বেশী পরিমাণ মিথ্যা কথা ও অগ্রিম কথা বলে এবং নিজেকে বুদ্ধি মান প্রমান করতে চায়। এই জন্য সমাজ তাদের কে কুড়িতেই বুড়ি বানিয়ে দিয়েছে। আর ছেলেরা হচ্ছে সহজ সরল যা কিছু ভাবে মন থেকে ভাবে। ছেলেদের আশি বছর পরেও মন যুবক থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলেরা সব সময় তরুন, যুবক থাকতে চায়😏।
আমরা আবার এতো ডং করিনা। বেশির ভাগ ক্ষেত্রে ছেলেরা যত যুবকই হোকনা কেন মেয়েদের আগে ছেলেরাই পরপারে যায়। সো এতো যুবক যুবক করে লাভ নেই। আমরাই যুবতী থাকি😁😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যুবতি থাকলেন কিভাবে? কুড়িতেই তো আপনারা বুড়ি হয়ে যান।🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা সব সময় বয়স লুকানোর ওস্তাদ আসলে মুখে কুড়ি বললেও তলে তলে অনেক দূর !!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েদের বয়স কুড়ি হলেই মেয়ের বাপের চিন্তা বাড়ে বিয়ে দেওয়ার এবং দুস্টু সমাজ মেয়েদের মুখেই বুড়ি বানিয়ে দেয়।কিন্তু ছেলেদের বয়স আশিবছর পার হয়ে জমালয়ে যাওয়ার ডাক এলেও বিয়ে করার শখ ১৬ আনায় থাকে তাই সমাজ তাকে যুবক বানিয়ে দেয়।এটা সমাজের দোষ😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বামীরা বউকে কম খাওয়ায় এবং নিজেরা বেশি বেশি খায় এইজন্য মেয়েরা কুড়িতেই বুড়ি আর ছেলেরা আশিতেও যুবক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা তাই বুঝি বিয়ের পর মেয়েরা মোটা হয় আর ছেলেরা শুকনা হয়ে যায়, খাওনগুলো তাহলে কে খায়?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম যতই মানান হোক গাছে থাকতেই পোকা ধরে যায়, আর ক্ষীর খাজুর দীর্ঘদিন থাকলেও নষ্ট হয় না। ছেলে মেয়ের পার্থক্য ঠিক তেমন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা অল্প বয়সে নিজেকে বেশি বড় মনে করে তাই মেয়েরা কুড়িতেই বুড়ি এবং ছেলেরা আশিতেও তারা নিজেকে তরুন মনে করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে আশি=ভালোবাসি, তাই ছেলেদের আশি হলেও ভালোবাসা ফুরায় না। আর মেয়েদের বিশের পরেই ভালোবাসা ফুরিয়ে যায় তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা অল্প বয়সে বয়সে বেশি সাজগোজ পছন্দ করে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সাজগোজ ছেড়ে দেয়। তাই ২০ বছরের মেয়েদের বুড়ি মনে হয়।ছেলেরা কখনো সাজগোজ করে না। তাই ৮০ বছরে ছেলেদেরকে যুবক মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা হলো চায়না ব্র্যান্ড।তাই আটা,ময়দা দিয়ে কতদিন টিকে রাখা যায়। কিন্তু ছেলেরা হল দেশি ব্র্যান্ড তাই টেকে বহুবছর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাগ্যিস আপনার কমেন্টটা এখনো কোন বুড়ির চোখে পড়েনি। না হলে এতক্ষণ আক্রমণে অস্থির হয়ে যেতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা ঠিক বলেছেন ভাই 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে বললো কে
মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যায়🤔🤔
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বলেছি । এটা আমার question ছিল । হে হে ;)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি মেয়েদের পিছনে লাগছেন কেন? ঘর ভর্তি প্রেমিকার শখ কি চলে গেছে? এমন করলে ঘর ভর্তি কেন এক কোনায় একটাও পাবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই যায় কখনোই পাগল ? ষোলো আনা আছে :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রশ্নপত্র ভুল ⛔
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি সর্বনাশ? এটাকে ভুল বলছেন? ছোটবেলা থেকেই শুনে আসছি মেয়েরা কুড়িতেই বুড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই জন্য মেয়েদের মাধ্যমিক না টপকাতেই বিয়ের জন্য পাগল হয় কেনো পরিবার ,সেটা বুঝতে হবে ...কি বলেন। আর ছেলেরা অনার্স ও মাস্টাস কমপ্লিট করেও আসে না ।তাহলে বুঝেন ।কথা সত্য মেয়েরা কুড়ি হয়ার এগেই বুড়ি হয়ে যায়...😃 😄 😁 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটাতো ছেলেদেরকে সান্ত্বনা দেয়ার জন্য বলা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে যত তাড়াতাড়ি পাকে তত তাড়াতাড়ি পচে যায়। মেয়েদের হয়েছে সেই অবস্থা আর কি।😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফরমালিন দেয়া জিনিস কম সময়ে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক, যেটাতে ফরমালিন থাকবে না সেটা তো অনেক সময় ভালো থাকবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফরমালিন খুব বেশী দিন টিকে না সব ক্ষেত্রে হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফরমালিন দেওয়া জিনিস ছাড়া তো আবার ছেলেরা চলতেও পারে না, পিওর জিনিস কই পারেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই মেয়রা কুড়িতেই বুড়ি বাকিটা সময় মেকাপ দিয়ে যুবতী থাকার চেষ্টা করে ৷ আর ছেলেরা আশিতেও যুবক৷ কেন , কারণ নেই ৷ কথা সত্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বর্ন ১০০বার পোড়ালেও স্বর্ণ
মাটি একবার পুড়েই ইট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলেদের মনের বয়স ১৮ সেজন্য ছেলেরা আশিতেই যুবক আর মেয়েদের মনের বয়স ১৮ তে শেষ সেজন্য তারা অল্পতেই বুড়ি হয়ে যায়।🤩🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আসলে মন ব্যাপার,ছেলেদের মন কখন ও বুড়ো হয় না। বয়স বাড়ে আর শরীরে রুপ চলে যায়। তারপর তারা মনে করে এখন ও ১৮বছর ছেলে মনে করে। আসলে বুড়া হয়ে শরীর ফ্যাকাসে হয়ে গেছে। মেয়েদের রুপ সৌন্দর্য সব থাকে ২০পার হলে। কোথায় আশি কোথায় বিশ আকাশ পাতাল ব্যবধান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি না মেয়েরা কুঁড়িতে বুড়ি হয় না কুঁড়িতে মেয়েদের সৌন্দর্য্য বেশি বৃদ্ধি পায় তাই ওই সময় ছেলেরা মেয়েদেরকে বুড়ি বানিয়ে দেয় যাতে মেয়েদের পিছনে ঘুরতে সুবিধা হয়, কারণ একজন বুড়ির পেছনে একজন যবুক ঘুরলে কেউ কিছু মনে করবে না কিন্তু ইয়াং একজন মেয়ের পেছনে বেশি ঘোরাঘুরি করলে মার খেয়ে টাক ফাটার সম্ভাবনা আছে তাই মেয়েদেরকে কুঁড়িতে বুড়ি বানানো হয়। আর ছেলেরা এত বেহায়া যে আশি বছর হয়ে গেলেও যুবক সেজে বুড়িদের পেছনে ঘুরতেই থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি মনে করি যে, এইটা একটা কথা মাত্র, আর এই কথাটার কারণ হচ্ছে যে তারা খুব অল্প বয়সে ছেলেদের তুলনায় তুলনামূলক বুদ্ধিমতী বেশি হয়ে থাকে। আসলে আমি মনে করি যে এই কাহিনীর পর থেকেই মেয়েদেরকে কুড়িতেই বুড়ি বলা হয় আর ছেলেদেরকে আশি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা অল্প বয়সে বেশি পাকনা হয়ে যায়, যার কারণে তারা কুড়ি বছরে বুড়িতে পরিণত হয়। আর সেই সময় থেকে ছেলেরা মাত্র বুঝতে শুরু করে তাই ছেলেরা আশিতেও যুবক থেকে যায়।
কথায় আছে না ওকালে ফাঁকিলে ফল দুঃখ থাকে চিরকাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েদের কুড়িতে বুড়ি বলে সমাজ। কারন মেয়েরা কুড়িতে এত সব অভিজ্ঞতা অর্জন করে, ছেলেরা আশিতেও তা পারে না। এখানে অভিজ্ঞতাকে রুপক অর্থে বুড়ি বলা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা সংসারে কাজ করে প্রচুর। কিন্তু খায় খুব কম।তাছাড়া মাছের মাথা থেকে শুরু করে ভালো ভালো খাবার গুলো বাড়ির পুরুষকেই খাওয়ানো হয়।পুরুষরা সব সময় খাওয়ার আগে থাকে এবং নারীরা সব সময় পেছন অর্থাৎ পরে বেঁচে যাওয়া খাবার গুলো খেয়ে থাকে এছাড়া প্রকৃতিগত কারণেই অনেকখানি দায়ী।
তবে বর্তমানের দেখা যায়,,80 বছরের নারীর যে সক্ষমতা থাকে 25 বছরের যুবকের তা থাকে না।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্যন্ত একটা ছেলেকেও তো দেখলাম না ৮০ বছর বয়সেও যুবক আছে। মেয়েদের কষ্ট যদি ছেলেরা কেউ বুঝতো তাহলে এই প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে মেয়েদের পাশে থাকার চেষ্টা করতো।হিহিহি মেয়েদের বাচ্চা হওয়ার কারণে তাড়াতাড়ি বুড়ী দেখায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা আসলে অল্পতেই অনেক পেকে যায়
তাই তাদের দ্রুত বিয়ে হয়ে যায় এ কারণে তাদের বুড়ি হতেও সময় লাগে না। অপরদিকে ছেলেদের বিয়ের বয়স শুরু হয় ত্রিশের পরে তাই তারা ৮০ বছরেও চিরসবুজ প্রাণবন্ত যুবক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাই কোনো কিছু যাচাই করা যাইনা সব কিছুতে প্রমান লাগে।
একজন ২০ বছরের মেয়ে আর একজন ৮০ বছরের ছেলে কে এক সাথে দার করালেই বুঝা যাবে কে বুড়ি আর কে যুবক। তখন ওই যুবক লাঠি হাতে বলবে আমমমার তো আশি বছররর চলছে কিভাবে যুবক থাকিকইইই। এহ এহ এহ 😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, চক চক করিলেই সোনা হয় না, ভুলে গেলেন নাকি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুজন পাশাপাশি দাঁড়ালেও কুড়ি বছর বয়সী মেয়েটা চেষ্টা করবে তার বয়স আরো দু চার বছর কমিয়ে বলার। কিন্তু পুরুষটা আশি বছরের হলেও কনফিডেন্স এর সাথে নিজের সঠিক বয়সটাই বলে দেবে। কারণ পুরুষ বয়স বেশি হলেও মনে মনে সে চীরযুবক। আর মেয়েদের বয়স যত কমই হোক সে আরও কমাতে চায়। এজন্য সে কুড়িতেই বুড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না না তাই বলে সবাই লুকায়না😒😒😏😏😏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা ঠান্ডা খাবার খায়,আর ছেলেরা সব সময় টাটকা খাবার খায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেলেরা রূপচর্চা করে,জিম করে বয়স কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু মেয়েরা তো এসব করে না। মেয়েরা গড গিফটেড সুন্দরী। তাই মেয়েরা কুড়িতেই বুড়ি,আর ছেলেরা আশিতেও যুবক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২০ তে মেয়েরা বুড়ি হয়ে যায় মেনে নিলাম কিন্তু ৮০তে কে যুবক থাকে একটু শুনি 🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন ছেলেদের মন ঐ ২০ যা থাকে ৮০ তা থাকে , এদের বিয়ের করার শখ ৮০তেও থেকে যায় দিদি, তাই ছেলেরা ৮০তেও যুবক 😃 😄 😁 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা সব সময় বেশি পাকনামো করে তাই , কুড়িতে বুড়ি হয়ে যায়। আর এরা তাদের স্বামীর উপোর বেশি বুদ্ধিবতি প্রকাশ করতে চায়, যার কারনে এরা কুড়িতে বুড়ি ,হাহাহহ...।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না পারলাম না, এভাবে মেয়েদের পিছনে লেগে থাকলে মেয়েরা কেমনে ঠিক থাকবে।মেয়েরা বেশ ভালো ছেলেদের প্যারায় অল্প বয়ছে বুড়ি হয়,আর ছেলেদের তো কোন প্যারা নাই, খালি খায় আর খায় তাই আরকি এমন।তাছাড়া আশিতে যুবক থাকে কি মরে গিয়ে?😉😉আর যদি যুবক থাকে তাহলে প্রমান চাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েদের ম্যাচুরিটি বয়সের তুলনায় তাড়াতাড়ি হয়,তাই মেয়েরা কুড়িতে বুড়ি ,আর ছেলেদেরা ম্যাচুরিটি আশিতেও হয় না তাই!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় কিন্তু মেয়েদের মেকাপের কারণে তারা টিকে থাকে। আসলে মেয়েদের নিজস্ব কোন সৌন্দর্য নেই সবই তাদের মেকআপ এর ক্ষমতা 😁
আর ছেলেরা হলো ন্যাচারাল সুন্দর তাই ছেলেদের সৌন্দর্য অটুট থাকে।
সহজ কথায় বলতে গেলে ফরমালিনযুক্ত ফল হল মেয়েরা আর গাছের টাটকা ন্যাচারাল ফল হচ্ছে ছেলেরা 💁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit