এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ ব্যাচ নং - ৮, ৯ ,১০ ]

in hive-129948 •  3 years ago 

20220103_0033071.gif

প্রায় আট মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

এ সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

SerialStudent NameLevelProfile
1@shabab7Verified MemberLink ✅
2@saymaakterVerified MemberLink ✅
3@parves23Verified MemberLink ✅
4@iraniahmedVerified MemberLink ✅
5@robinsiddiqueVerified MemberLink ✅
6@joynalabedinVerified MemberLink ✅
7@mdemaislam00Verified MemberLink ✅
8@marufhhVerified MemberLink ✅
9@amitabVerified MemberLink ✅


যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-

AbsenceConsidered for re-examination
@ripon999@parul19

যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সাধনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে যারা এবিবি স্কুলের গ্রেজুয়েশন কমপ্লিট করতে পেরেছে, সবাইকে অনেক অনেক অভিনন্দন।

এ.বি.বি আমার স্কুলের জন্য অনেক ইউজার সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছে। তারা আসলেই ভাল মানের ইউজার হয়েছেন। তাছাড়া এ.বি বি স্কুল থেকে ভেরিফাইড মেম্বাররাও অনেক কিছু শিখতে পেরেছে। আশা করি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড লেভেল পেয়েছে তারা কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে কাজ করবে। আমি আমার সহকর্মী পেয়ে খুবই আনন্দিত। ‌

এবিবি স্কুলের পাঠ্যক্রম শেষ করে যারা ভেরিফাইড মেম্বারের লেভেল অর্জন করেছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আপনারা আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে যথাযথভাবে নিয়মিত পোস্ট করে যাবেন এবং আপনাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবেন। আপনাদের সকলের অভিনন্দন এবং ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি‌‌।

এবিবি স্কুলকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর ভাবে আমাদের সকল বিষয় শিখানোর জন্য।

এবিবি স্কুলে ক্লাসের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করে ভেরিফাইড লেভেল পাওয়াতে সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি কমিউনিটি নিয়ম মেনে পরবর্তী কাজ গুলো আরো ভাল করবেন, এই দোয়া রইল।

সবাই কে আন্তরিক ভাবে অভিনন্দন। আশা করি সকল নিয়ম কানুন মেনে আমাদের পাশেই থাকবে।ধন্যবাদ

এবিবি স্কুল থেকে জ্ঞান অর্জন করে ভেরিফাইড মেম্বার হওয়া সদস্যদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

  ·  3 years ago (edited)

এবিবি স্কুলের যারা নতুন ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তারা লেভেলের ক্লাস গুলো তো সঠিক জ্ঞান অর্জন করেছেন। এখন সমস্ত নিয়মকানুন মেনে প্রতিনিয়ত কনটেন্ট শেয়ার করে সামনে এগিয়ে যাবার পালা। সকলের জন্য শুভকামনা রইল।

এবিবি স্কুল হতে গ্রাজুয়েশন শেষ করা সকল ভেরিফাইড মেম্বারদের কে জানাচ্ছি অভিনন্দন। আশা করি সামনের দিনগুলোতে তারা আমাদের এই কমিউনিটিকে সমৃদ্ধশালী করতে তাদের সর্বোচ্চ ভূমিকা রাখবেন সেইসঙ্গে কমিউনিটির সকল নিয়ম কানুন এর প্রতি যত্নবান থাকবেন। ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদ প্রিয় @abb-school কে আমরা যারা নতুন ইউজার ছিলাম তাদের এতটা দ্রুত এবং যত্নের সাথে প্রয়োজনীয় সকাল প্রকার শিক্ষাদান করে গ্রাজুয়েট হতে সহোযোগিতা করেছে। আসলে আমরা যারা এখান থেকে গ্রাজুয়েশন সম্পুর্ণ করলাম, অতীতে যারা করেছে এবং ভবিষ্যতে যারা করবে তারা সব সময় অনুভব করবে এই শিক্ষাটা আমাদের ব্লগিং জার্নিতে কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় @abb-school শতবছর দীর্ঘজীবি হও।

এবিবি স্কুলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। এবিবি স্কুল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। যারা এবিবি স্কুল এর মাধ্যমে ভেরিফাইড মেম্বার হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এবিবি স্কুলের ভেরিফাইড লেভেল অর্জন করা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকগুলো ধাপ পেরিয়ে আজকের এই সফলতা। আশা করি আগামী দিনের পথ চলা শুভ হবে সেটাই কামনা করি।

এবিবি স্কুল থেকে কৃতকার্য হওয়া সকল ইউজারদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করি সকল কৃতকার্য বন্ধুগণ আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে যথাযথভাবে নিয়মিত হবে কাজ করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দীর্ঘদিন পরে হলেও তাদের যোগ্যতা অনুযায়ী তারা পাশ করে করেছে এবং তাদের গ্র্যাজুয়েট ট্যাগ দিতে পেরে আমারও খুশি । তাদের জন্য শুভেচ্ছা রইল।

দীর্ঘ একটি পথ পেরিয়ে তারা আজ ভেরিফাইড মেম্বার হয়েছে। তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, এবিবি স্কুল এর সাথে থাকার জন্য এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে থাকার জন্য ধন্যবাদ।

অনেকটা পথ পাড়ি দিয়ে তারা আজ ভেরিফাইড মেম্বার হয়েছে, তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তারা সকলেই সবসময় সততার সাথে কাজ করবে। শুভকামনা রইল সকলের জন্য।

নতুন যারা ভেরিফাইড হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই। আশা করি আপনারা সুন্দর মত সব সময় আমার বাংলা ব্লগ এর পাশে থাকবেন। সবার জন্য শুভকামনার রইলো।

আমার বাংলা ব্লগ কমিউনিটি নতুন ভেরিফাইড মেম্বারদের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

কিছু পরিচিত মানুষ কিছু পরিচিত মুখ অবিরাম পরিশ্রম করে আমাদের মাঝে ফিরিয়ে এসেছে নতুন পরিচয়, এখন তারা এবিবি ভেরিফাইড মেম্বার। তাদের পরিশ্রম তাদের মেধা তাদেরকে এতদূর নিয়ে এসেছে, আমি সবার শুভ কামনা করছি।

এ.বি.বি স্কুলে শিখতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। এবিপি স্কুলেরপ্রতিটি লেভেলের শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের এই আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার rme দাদার কথা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজ আমি ভীষণ খুশি এই এ.বি.বি স্কুল পাশ করতে পেরে। আপনাদের সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালোবাসা এবং শুভকামনা।

লিস্টে নিজের নাম দেখে ভাল লাগছে।

এবিবি স্কুলকে অনেক ধন্যবাদ ব্লগারদের সঠিক গাইডলাইন প্রদান করার জন্য এবং ভেরিফাইড মেম্বারদের ও অনেক কিছু শেখানোর জন্য। যারা গ্রাজুয়েশন শেষ করেছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সব নিয়ম কানুন মেনে কাজ করার জন্য আহবান জানাচ্ছি। ধন্যবাদ এবিবি স্কুল।

আমার বাংলা ব্লগের এ বি বি স্কুল ব্লগারদের জন্য একটি অপরিহার্য্য শিক্ষা ব্যবস্থা। আমরা যারা ব্লগার হতে চাচ্ছি তাদের জন্য এ বি বি স্কুলের প্রফেসারগন অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আর এ বি বি স্কুল না থাকলে আমরা তো কিছুই শিখতে পারতাম না। তাই ধন্যবাদ এ বিবি স্কুল, ধন্যবাদ আমার বাংলা ব্লগের সকল এডমিন ও মডারেটর দের কে।