লেভেল ওয়ানের' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 01 Exam]

in hive-129948 •  3 years ago  (edited)

level 1 exam [Prof: @rex-sumon]

লেভেল ওয়ানের' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা।

Polish_20211102_233336025.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেলিং সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে। একজন নতুন ইউজার কমিউনিটিতে জয়েন করার পর তার একটা পরিচয় মূলক পোস্ট করতে হয়। পরিচয় মূলক পোষ্ট টি যাচাই-বাছাই করে তাকে লেভেল ওয়ানে' উন্নতি করা হয়। 'লেভেল ওয়ান' ট্যাগ প্রাপ্ত ইউজারদের আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রফেসর দের দ্বারা ক্লাস নেওয়া হয়। লেভেল ওয়ান থেকে লেভেল ২ তে যেতে হলে প্রত্যেকটি ইউজারের কিছু বেসিক বিষয় জানতে হয়। লেভেল ওয়ানের' ক্লাসে প্রফেসরগণ ইউজারদেরকে সেগুলো শিখিয়ে থাকেন।

লেভেল ওয়ানে যে সমস্ত বিষয়গুলো শেখানো হয় তা হলঃ

spamming কি, abusing & copyright infringement কি , পোষ্ট করার সঠিক নিয়ম, কমিউনিটির নিয়মাবলী ইত্যাদি।

উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সফলভাবে শিক্ষা গ্রহণ শেষ হলে সেই ইউজার লেভেল টু তে যেতে পারবে। তবে লেভেল টু তে যেতে হলে ইউজারদের দুইটি পরীক্ষা দিতে হবে । প্রথম পরীক্ষা ইউজারের প্রফেসর ডিসকর্ড চ্যানেল থেকেই মৌখিকভাবে গ্রহণ করবে । দ্বিতীয় পরীক্ষা হিসেবে ইউজারদেরকে কমিউনিটিতে একটি পোস্ট লিখতে হবে। যে পোস্টে ইউজারদের উল্লেখ করতে হবে, সে কি কি বিষয় শিখতে পেরেছ। পরীক্ষার্থীদের ওই পোস্টের মধ্যে থাকা ইনফরমেশন গুলো দেখে, তার প্রফেসর যদি সন্তুষ্ট হতে পারে তাহলে তাকে লেবেল টু তে উন্নতি করে দিবে। আর তা না হলে, পুনরায় ওই শিক্ষার্থীকে আবারো নতুন করে ক্লাস করতে হবে।

একটি ইউজার যখন সফলভাবে তার প্রফেসরের কাছ থেকে মৌখিক পরীক্ষায় পাশ করে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কমিউনিটিতে পোস্ট লিখবে তখন ওই ইউজার যেসকল বিষয়ে শিক্ষা পেয়েছে সে সকল বিষয়গুলো তার লেখা পোস্ট এর মধ্যে উল্লেখ করবে।

ইউজারদের সুবিধার জন্য কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে ইউজাররা তার পোস্টের মধ্যে অবশ্যই উল্লেখ করবেন। নিম্নে উল্লেখ করা পয়েন্টগুলো ছাড়াও ইউজাররা ইচ্ছা করলে নিজেদের মতো করে আরও কিছু লিখতে পারবে।

  • কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

  • ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

  • তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

  • পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

  • আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

  • প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

  • re-write আর্টিকেল কাকে বলে?

  • ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

  • একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

  • প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

একটি ইউজার এই বিষয়গুলো যত বেশি ভালো ভাবে উপস্থাপন করতে পারবে তার লেভেল টু তে যাওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকবে। কেউ অন্যের লেখা কপি করবেন না। সবাই নিজের মত করে লেখার চেষ্টা করবেন। কোন ধরনের কপি-পেস্ট ধরা পড়লে আবার প্রথম থেকে ক্লাস করতে হবে। নিজে লেখার চেষ্টা করুন। কোনো ভুল-ভ্রান্তি হলে আপনার প্রফেসর আপনাকে সমাধান দিয়ে দিবে।

নোটঃ- পরীক্ষা দেওয়ার সময় আপনারা এই টাইটেল আর ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন।

টাইটেল: লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @your-user-name
ট্যাগ: #abb-level01

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন ইউজারদের জন্য তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ পোষ্ট এটি। নতুন ইউজারদের কিভাবে মৌখিক এবং লিখিত পরীক্ষা দিতে হবে তা স্পষ্ট ভাবে এই পোস্টে তুলে ধরা হয়েছে। আমি মনে করি নতুন ইউজাররা যদি এই পোস্টটি ভালোভাবে পড়ে তাহলে তাদের জন্য লেভেল আপ করা খুবই সহজতর হবে।

Loading...

এই পোষ্টয়ের মাধ্যমে খুবই উপকৃত হবে নতুন ইউজাররা। তারা এখন সঠিকভাবে বুঝতে পারবে কিভাবে লেভেল ১ কমপ্লিট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

খুবই অনবদ্য উদ্যোগ। abb-school এ ক্লাসের মধ্যে দিয়ে কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করা । কিভাবে স্বচ্ছ ভাবে সঠিক নিয়ম মেনে কাজ করা এবং কমিউনিটি সম্পর্কে সকল কিছু সহজবোধ্যভাবে বুঝতে পারবে। নতুনরাও সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে পারবে। সত্যিই সেলুট করি বাংলা ব্লগের এই উদ্যোগকে। অসংখ্য ধন্যবাদ দাদা পোস্ট টি করার জন্য।

তথ্যবহুল পোস্ট সকল নতুন ইউজারদের জন্য।

আশাকরি সকল নতুন ইউজার abb-school এর সকল লেভেল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে "আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে কাজ করার সুযোগ পাবে। কাজ করার জন্য অনেক অভিজ্ঞতা লাভ করবে। নতুনদের জন্য শুভকামনা রইল।

খুবই চমৎকার হয়েছে এই পোস্টটি। যারা নতুন ইউজার বিশেষ করে লেভেল ওয়ানের' জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই প্রয়োজনীয়। এটা একটা সুন্দর গাইডলাইন হয়েছে।

১০ টি প্রশ্ন দেয়াতে এটা অনেক স্পেসিফিক ও সুন্দর হয়েছে। যে কেউ এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করে প্রথম লেভেল পাশ করা একজন ভাল ব্যবহারকারী হতে পারবে। ধন্যবাদ।

সত্যি অনেক ভালো লাগছে অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট হয়েছে এটি। আমাদের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দাদা এবং সকল এডমিন মডারেটর সকলে পরিশ্রম করে যাচ্ছেন। সকলের প্রতি ভালোবাসা রইলো। নতুনদের জন্য খুবই সহায়ক হবে এটি

সত্যিই খুব ভালো একটি উদ্যেগ এটি।কারণ এখন সবাই ই সব কিছু জানতে এবং শিখতে পাবেন।আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো কোনো কমিউনিটি ই হয়তো এইভাবে সাহায্য করবেনা।

ইনশাআল্লাহ নতুন পুরাতন ইউজার সবাই উপকৃত হবে।

অনেক অজানাকে জানার চেস্টা করছি আমাদের প্রফেসর শুভ ভাই অনেক ডেডিকেটেড একজন পারসন, অনেক ভালো লাগছে ক্লাস করে।

একটা প্রব্লেম এর কারণে লেভেল ১ এর পোস্ট দিতে পারি নাই। ইনশাআল্লাহ কাল দিয়ে দিবো

খুবই ভালো একটি উদ্যোগ।আমরাও চাই পরিপক্ক হয়ে কমিউনিটিতে থাকতে।

সেরা পোস্ট ছিল। যারা নতুন তাদের জন্য খুব উপকারি পোস্ট ছিল এটা। কোন কোন বিষয় এর উপর নজর দেয়া উচিত আমি মনে করি এই পোস্ট এর মাধ্যমে তারা যেনে যাবে। এত সুন্দর পোস্ত করার জন্য ধন্যবাদ দাদা।

খুবই চমৎকার হয়েছে পোস্টটি। নতুন ইউজারদের জন্য আমার বাংলা ব্লগ সম্পর্কে জানা এবং শিখতে অনেক সহজ হয়ে গেছে। প্রশ্নগুলো ছিল অসাধারণ সুন্দর।

এখন বিষয়টি আরো সহজ হয়ে যাবে নতুন ইউজারদের জন্য, কারন বিগত কয়েকদিন অনেকেই ঠিক মতো লেভেল-১ আপ হওযার পোষ্টটি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন নাই। ধন্যবাদ

নতুন ব্যবহারকারীদের জন্য এক দুর্দান্ত সুযোগ এবিবি স্কুল। নির্দেশনাগুলো এবং level-1 ক্রস করার মাধ্যমে তারা অবশ্যই ভালো কিছু করতে সক্ষম।

এবিবি-স্কুল সুন্দর ও জ্ঞানমুলক একটি প্রজেক্ট।যা নতুনসহ সকল স্টিমিয়ান ইউজারদের অনেক উপকার হবে।
আমরা বিভিন্ন ভুল করে ফেলি,এখানে ক্লাস করলে আমাদের আর এই ধরণের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
ধন্যবাদ আপনাকে।

এবিবি স্কুলের ক্লাসের মাধ্যমে অনেক ইউজার নতুন কিছু শিখতে পারবে, অজানা বিষয়গুলো জানতে পারবে৷ আমার বাংলা ব্লগ এর একটি বিশেষ প্রচেষ্টা এটি৷

পোস্টটিতে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে সিলেবাসের টপিকসগুলো তুলে ধরা হইয়েছে।এতে আমাদের গুছিয়ে পড়তে অনেক সুবিধা হবে। ধন্যবাদ

খুবই সুন্দর উদ্যোগ নতুনদের জন্য।নতুনরা সহজেই বুঝতে পারবে বিষয়গুলি সম্পর্কে।ধন্যবাদ দাদা।

অনেক ভালো একটি উদ্যোগ নতুনদের জন্য অনেক সুবিধা হবে।
আমরাও নতুন কিছু শিখতে পারছি।
ইনশাআল্লাহ একদিন আমার বাংলা ব্লগ অনেক দূর এগিয়ে যাবে।
অনেক শুভকামনা রইলো

আমি এখানে একদম নতুন। গতকাল একাউন্ট করেছি। প্ল্যাটফর্ম সম্পর্কে বিশেষ জানিনা। কি করতে হবে আমাকে একটু নির্দেশনা দিতে পারবেন ভাইয়া?

আমি কি যে কোনো সময় লেভেল ১ এর জন্য পরিক্ষা দিতে পারবো???
পোস্ট করে কি কমেন্টে পোস্ট লিংক দিতে হবে????
দয়াকরে কউ রিপ্লাই দিলে খুশি হতাম!!
ধন্যবাদ

আশা করছি আমিও খুব তাড়াতাড়ি মৌখিক পরীক্ষা দিয়ে level 1 এর পোস্ট করবো....

ধন্যবাদ ভাইয়া

আপনার পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ যা লেভেল-১ হতে ২ এ উত্তীর্ণ হতে একজন শিক্ষার্থীকে ব্যাপক সহায়তা করবে।বিশেষ করে আপনার উপস্থাপন ছিল সুন্দর যা সহজেই বোধগম্য। এর মাধ্যমে আমিসহ নতুনরা বেশ উপকৃত হয়ে থাকবো।
ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ অনেক কিছুর বিষয়ে জানতে পেলাম

@abbschool আমি কি এই কমিউনিটিতে পরিচয় মূলক পোস্ট করতে পারি?

ধন্যবাদ অনেক বিষয় জানা ছিল না, পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে অনেক বিষয় পরিষ্কার জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।