লেভেল 'তিন' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 03 Exam]

in hive-129948 •  3 years ago  (edited)

Professor : @rex-sumon



ইতিমধ্যেই আপনি লেভেল ২ ব্যাজ অর্জন করেছেন। আপনাকে অভিনন্দন। লেভেল ওয়ানে' স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। এরপর সিকিউরিটি এবং ওয়ালেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এখন সময় এসেছে পোষ্টের গুণগত মানের দিকে মনোনিবেশ করার। এ পর্যায়ে এসে আপনার প্রফেসর আপনাকে যেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দান করেছে সেগুলো হলঃ-

  • Learning Markdown Coding
  • Content Category
  • Curation

  • Learning Markdown Coding.

যদি একটি পোস্ট যত্নসহকারে বিভিন্ন মার্কডাউন কোড ব্যবহার করে তৈরি করার পর পাঠকদের সামনে উপস্থাপন করা হয় , তখন সেই কন্টেন্টটি পাঠকদের কাছে বেশি আকর্ষণীয় হয় । মার্কডাউনের বিকল্প নেই। একটি কনটেন্টের বিভিন্ন অংশে বিভিন্ন রকম মেসেজ দেয়ার প্রয়োজন হয়ে থাকে। কনটেন্টটি যদি ঢালাওভাবে লিখে যাওয়া হয় তাহলে গুরুত্বপূর্ণ অংশ গুলো পাঠকরা বুঝতে পারবে না। এজন্য সে ক্ষেত্রে বিভিন্ন মার্কডাউন কোড যেমন ইন্ডিকেটর, হাইলাইট, টেক্সট জাস্টিফাই, সাবস্ক্রিপ্ট ইত্যাদি ব্যবহার করা হয়। সকল ধরনের মার্কডাউন কোড কনটেন্ট গুলোকে আরো বেশি তথ্যবহুল এবং আকর্ষনীয় করে তুলতে সাহায্য করে । এজন্য স্টিমেট প্ল্যাটফর্মের একজন ভাল মানের ব্লগার হতে হলে মার্কডাউন কোড সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে।

  • Content Category

বিভিন্ন প্রকার কনটেন্ট আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে পারবেন । যেমন: বাংলা যে কোনো আর্টিকেল, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও, আর্ট, মিউজিক ইত্যাদি । এই বিষয়গুলো সম্পর্কে লেভেল ৩ এর প্রফেসর ইউজারদেরকে যথেষ্ট ধারণা দিয়েছেন । ইউজারদের কনটেন্ট ক্যাটাগরি সম্পর্কে ধারণা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে কনটেন্টের টপিকস নির্বাচন এবং সঠিক নিয়মে পোস্ট করার ক্ষেত্রে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট জ্ঞান অর্জন অত্যাবশ্যক।

  • Curation

কিউরেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কোন ব্লগে ভোট প্রদান করবেন তখন সেখান থেকে ৫০% রেওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এ বিষয় গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ । কারণ আপনাদের যখন ভোট দেয়ার মত যোগ্যতা তৈরি হবে তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে কোথায় ভোট দিবেন ,কিভাবে ভোট দিবেন এবং সেখান থেকে আপনি কতটুকু বেনিফিটেড হবেন। আপনার প্রফেসর ইতিমধ্যেই এ বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছে। এখন আপনাদের সময় এসেছে পরীক্ষা দেওয়ার । আর আপনারা যদি এই পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে স্বভাবতই পরবর্তী লেভেলের ট্যাগ প্রাপ্তির জন্য যোগ্যতা অর্জন করবেন।



লেভেল ৩ এর পরীক্ষায় আপনারা ঐ সকল বিষয়গুলো উল্লেখ করবেন যেগুলো আপনার প্রফেসর আপনাদেরকে শিখিয়েছেন । তবে বিষয়গুলো লেখতে যেন আপনাদের সুবিধা হয় এইজন্য এই পোষ্টের মধ্যে নির্দিষ্ট কিছু পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি । আপনারা এই পয়েন্টগুলোর সঠিক উত্তর লিখবেন আপনাদের লেভেল ৩ এর লিখিত পরীক্ষায়।

প্র শ্ন প ত্রঃ-


  • মার্কডাউন কি ?

  • মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

  • পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

যেমনঃ-
নিচের ছবির দিকে লক্ষ্য করুন:
IMG_20211107_113445.jpg

  • নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

IMG_20211107_112805.jpg

  • সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
  • বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

Polish_20211107_115927166.jpg

  • টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

  • কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

  • কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

  • ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

  • সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

  • নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

লিখিত পরীক্ষায় উপরোক্ত প্রশ্নগুলো সম্পর্কে যথাযথ উত্তর লিখতে হবে । এর বাইরে আপনি বেশি কিছু জেনে থাকলে সেগুলো লিখতে পারেন ।যত বেশি ইনফর্মেশন থাকবে আপনার উত্তরপত্রের মধ্যে ,ততো বেশি সম্ভাবনা আপনার লেভেল উন্নতি হওয়ার । নিজে যেটা পারেন সেটাই লেখার চেষ্টা করুন । প্রয়োজনে আপনার প্রফেসর আপনাকে হেল্প করবে । তবুও কখনোই ভুলেও অন্যের পোস্ট কপি করতে যাবেন না । তাহলে আবার লেভেল ওয়ান এ নামিয়ে দেয়া হবে এবং প্রথম থেকে ক্লাস করতে হবে আবার।

নোটঃ-লেভেল ৩ এর পরীক্ষা দেওয়ার সময় আপনারা এই টাইটেল আর ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন।

টাইটেল: লেভেল ৩ হতে আমার অর্জন - By @your-user-name
ট্যাগ: #abb-level03

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার দেখার জীবনের আসলেই এই কমিউনিটি খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে।এখানে সকলে ভালোভাবে শিখতে পারে। যত জানার আছে আমাদের প্রফেসর সঠিকভাবে জ্ঞান দান দিয়েছে সবাইকে ।আসলেই তুলনা হয় না সকলের প্রতি ভালোবাসা রইল। সকলে এ যেন ভালোভাবে ক্লাস গুলো করতে পারে

আশা করছি শিয়াল পন্ডিতের পাঠশালার মাধ্যমে সবাই আরো বেশী পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ধারণা নিয়ে এগিয়ে যেতে পারবে এবং আমার বাংলা ব্লগের সবাই আরো গুনগতমান সম্পন্ন পোষ্ট শেয়ার করতে সক্ষম হবে।

❤️আমি খুব এক্সাইটেড লেভেল ৩ ক্লাস করার জন্য ❤️✌️ইনশাআল্লাহ অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো আর নিজেকেও ইম্প্রুভ করতে পারবো।
ধন্যবাদ জানাই সবাইকে.....

শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারছি যার কারণে প্রায় কপিরাইট পোষ্টের সংখ্যা অনেক কমে গেছে এবং আমাদের কমিউনিটিতে মানসম্মত পোস্ট সবচেয়ে বেশি এ সময়ে। Level3 এর জন্য যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারব তারপরও আমার অনেক কিছু শেখার আছে শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে। ধন্যবাদ ভাই সুন্দর একটি প্রশ্ন পত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আলহামদুলিল্লাহ নতুনদের জন্য অনেক অনেক উপকারি একটা পোস্ট এটা। এই ক্লাস গুলি আমি মনে করি নতুন পুরাতন সবার করা উচিত। কারন অনেক পুরাতন আমরা আছি যারা অনেক কিছুই জানি না। ভেরিফাইড মেম্বার হয়ে গেছি এটা ভেবে নেয়া বোকামি। শিখার অনেক কিছু আছে। আর জানা বিষয় গুলি আবার দেখলে অনেক উপকার হয় । সব মাথায় ভালো ভাবে থাকে ।

পারফেক্ট প্রশ্ন ছিলো। খুব একটা কঠিন নয় আবার খুব একটা সহজ নয়। পরীক্ষার প্রশ্ন গুলো এমনই হওয়া উচিত। যদি খুব বেশি কঠিন হয় তখন কেউ পারবেনা আবার যদি খুব সহজ হয় তাহলে কারো মেধা যাচাই ও হবে না । মি মনে করি আমাদের প্রফেসরদের শিখানো গুলো মন দিয়ে রপ্ত করে,পরীক্ষার প্রশ্ন মতো সকলেই খুব সুন্দরভাবে পরীক্ষা দিবে। সকলের জন্য শুভকামনা রইলো।

শেয়াল পণ্ডিত এর ক্লাশ থেকে পাশ করা প্রতিটা ইউজার কে অভিনন্দন সেই সাথে তাদের শেষ এক্সাম লেভেল ৩ এর জন্য শুভ কামনা আশা করবো তারা খুব সুন্দর ভাবে গুছিয়ে সব প্রশ্ন গুলোর আন্সার করবে।ধন্যবাদ প্রফেসর সুমন ভাইয়াকে

এবিবি স্কুল একটি সময়োপযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। level3 থেকে উত্তীর্ণ সদস্যগণ অত্যন্ত দক্ষ হবে বলে আমি মনে করি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং দোয়া রইল।

খুব গুরুত্পুর্ন প্রশ্ন গুলো ছিলো ।এই সাইটে কাজ করতে হলে অবশ্যই জানা থাকা দরকার ।না হলে পোষ্ট মান ভালো হবে না আর সাপোর্ট পাওয়া যাবে না ।তাই সবার চোখে পরার মতো পোষ্ট হতে হলে মার্কডাউনের জ্ঞান থাকা একান্ত জরুরি ।চলুন নিজে শিখি ।ধন্যবাদ শিয়াল পন্ডিতের পাঠশালা ।

খুব চমৎকার কিছু প্রশ্নপত্র তৈরি করেছেন এবং আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে এই লেভেলে সর্বোচ্চ পরিমাণ জ্ঞান আহরণ করতে পারবে। ধন্যবাদ খুব সুন্দর করে লেভেল 3 এর প্রশ্নপত্র তৈরি করার জন্য।

কথায় আছে শিক্ষার কোন বয়স নেই মানুষ মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের এই কমিউনিটিতে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শিয়াল পন্ডিতের পাঠশালা যোগদান করা খুবই জরুরী বলে আমি মনে করি এই শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এবং জানতে পারব বলে আশা রাখি সেই সাথে কমিউনিটি তে সুন্দর ও সাবলীল ভাবে কাজ করতে পারবো বলেও আশা ব্যক্ত করি এই মহৎ কাজের উদ্দেশ্যে যাদের অবদান তাদের জানাই অসংখ্য ধন্যবাদ

অনেক বেশি গোছানো তথ্য বহুল লেখা। এই লেখা লেভেল ৩ পরীক্ষার জন্য সাহায্য করবে আমাকে। ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে প্রশ্নপত্র। এই লেভেল ৩ এ আমরা মার্কডাউন নিয়ে অনেক কিছু জানতে পারি। বর্তমানে মার্কডাউন অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের লেখার স্টাইলের জন্য এই মার্কডাউন অত্যান্ত গুরুত্বপূর্ণ। খুব দ্রুত আশা করি লেভেল ৩ ভাইনাল পরিক্ষা দিবো।
ধন্যবাদ সুমন ভাই

আমি সব প্রথম এবিবি স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তাদের মূল্যবান সময় ব্যয় এবং জ্ঞান বিতরণের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় শেখার সুযোগ পাচ্ছি। স্কুলের সম্মানিত প্রফেসর এবং সহকারি প্রফেসর গণ নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। আমি ক্লাসের মাধ্যমে অনেকগুলো বিষয় শিখতে পেরেছি। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর যথাযথ ভাবে দিতে পারবে, ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি।