বিসমিল্লাহির রহমানির রাহিম ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু
প্রিয় সাথী বৃন্দ আজকে আমি আপনাদের সাথে অত্যাচার জুলুম এবং মাজলুম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম।
অত্যাচার আর জুলুম নিজের প্রতি হতে পারে আবার অপর মানুষের সাথে ও হতে পারে। প্রথমে আমরা নিজের প্রতি জুলুম নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে নিজের প্রতি জুলুম এর কথাই বলা যাক। আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠাইয়াছেন। যাও বান্দা তোমাদের দলে দলে পৃথিবীতে পাঠাইলাম, তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ হতে পারে ।আমি আল্লাহর হুকুম আহকাম এবং যার সময় যে নবী আগমন ঘটে তার সুন্নাত কতটুকু মানতে পারো। যদি মানতে পারো তবে তোমাদের জন্য আমি এক আবাদান আবাদান জিন্দেগি তৈরি করে রেখেছি, তোমাদের শান্তি সুখের জন্য আর যদি মানতে না পারো, ভালো না করতে পারো, আমার হুকুম না মান, নবীর তরীকায় না চলো, তবে তোমাদের জন্য রেখেছি আবাদান আবাদান জিন্দেগি যা দুঃখে ভরপুর। তাই আমাদের প্রতিনিয়ত আল্লাহর হুকুম, নবীর তরিকায়, ইসলামী শরিয়া মতে চলাফেরা, লেনদেন, ওঠাবসা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা ইত্যাদি করতে হবে। যদি না করি তবে সেটা হবে নিজের প্রতি জুলুম। আমি যদি নামাজ না পড়ি তবে নিজের প্রতি জুলুম করা হয়। আমি যদি রোজা না করি তবে নিজের প্রতি জুলুম করা হয়। আমি যদি অন্য কোন বেগানা নারীর দিকে তাকায় তবে কবিরা গুনা হয় সেটাও নিজের প্রতি জুলুম হয়। আমি যদি আমার অঙ্গ পতঙ্গ কে সঠিকভাবে হালাল কাজে ব্যাবহার না করি সেটাও নিজের প্রতি জুলুম করা হয়। অযথা যেন আমরা নিজের প্রতি জুলুম হয় এমন কাজ না করি। যেমনঃ বিপদাপদে হুহতাশ করা নিজের প্রতি জুলুম, বিপদে উচ্চস্বরে কাদাঁ নিজের প্রতি জুলুম, মিথ্যা কথা বলা নিজের প্রতি জুলুম, মানুষকে গালিগালাজ করা নিজের প্রতি জুলুম, মানুষের গীবত গাওয়া তাও নিজের প্রতি জুলুম, অন্যায় অবিচার এর দিকে চলা তাও নিজের প্রতি জুলুম, কারণ এগুলো করলে আমি কাল হাশরের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবো এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং আমার ফায়সালা মহা কষ্টের জায়গা জাহান্নাম হতে পারে তাই আমরা নিজের প্রতি জুলুম হতে বেঁচে থাকি আল্লাহকে মানে আল্লাহর রাসূলকে মানি ইসলাম মতে চলি এবং সুন্দর জীবন গড়ি। আসুন আমরা প্রথমে নিজের প্রতি যুলুম বন্ধ করি নিজের প্রতি রহম করি এবং জান্নাতের উপযুক্ত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি নবীর শাফায়াত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।
আমার বাংলা ব্লগে ধর্ম এবং রাজনীতি নিয়ে যেকোন ধরনের পোস্ট করা নিষেধ। এবং আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আগে আপনাকে একটি পরিচিতি মুলক পোস্ট করতে হবে। এবং আমার বাংলা ব্লগের নিয়মগুলো ভালো করে পড়ুন। তারপর কাজ করুন। ধন্যবাদ।
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
এই পোস্ট টা ভালো করে পড়ে নিবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কমিউনিটিতে ধর্ম ও রাজনৈতিক বিষয়ক কোন ধরনের পোস্ট করা নিষিদ্ধ। আপনি কমিউনিটির এডমিন ও মডারেটর দের সাথে ডিসকর্ডে কথা বলুন এবং নিয়ম কানুন জেনে নিন। আর প্রথমে আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে । তারপর abb-school থেকে ক্লাস করে এবং পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হতে হবে। আশা করছি আপনি বিষয়টা বুঝবেন । ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
➤ ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে । অতএব, এই সকল বিষয়ের উপরে লেখা এখানে শেয়ার না করাই শ্রেয় । তবে আপনি ধর্মীয় উৎসব সম্পর্কে অবশ্যই পোস্ট করতে পারবেন, কিন্তু religion affiliation সম্পর্কিত কোনো পোস্ট করলে সেটিকে mute করে দেয়া হবে ।
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://niamotalinayan.wordpress.com/2020/02/13/%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A7/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit