রাতভর ভাবনা, সেই মায়াভরা মুখখানা,
স্মৃতির আকাশে যখন দেই হানা।।
বুকচিরে উঠে আসে হারানোর দীর্ঘশ্বাস.
যেন নিবিড় আচ্ছন্ন তিমিরে, বেদনা নির্বাক।।
যেন নিবিড় বনপ্রান্তে আমি একা, হঠাৎ উদ্ভাসিত হয়
তোমার নিস্প্রভ রুপের ঝলক দেখে।।
তীব্রগতি নিয়ে ছুটে চলা মন পবনের নাও,
ছুটে চলে তরঙ্গ বিক্ষুব্দ মোহনায়।।
তুমি আছ আমার মুখোমুখি বসে, যেন স্বর্গের অপ্সরি,
আমি ভাবি -শুধুই ভাবি! আর হয়ে যাই আত্নহারা।।
সেই স্মৃতিমাখা দিনগুলো নিয়ে দীর্ঘরাত একা জেগে আছি,
অপেক্ষায়, কবে আসবে তুমি।।
তুমি কি শুনছো আমাকে? নাকি হারিয়ে গেছো?
কোন সুরের যাদুতে, ছায়চ্ছন্ন গভীর প্রহরে।।
কখনও বা হই দিশেহারা, তাকাই মেঘের পানে,
তখনই দেখি এলোলায়িত কেশ আর শুভ্র বসনে।
চাঁদের স্নিগ্ধ আলোর কিরণে, মেঘমালার দেশে,
নিবিড় পথ ধরে চলেছ তুমি , স্বপ্ন পরীর বেশে।।
আমি আজও জেগে আছি, দীর্ঘরাত একাই,
অপেক্ষায়, কবে আসবে তুমি ।।
সমস্ত দিনের শেষে , সব কোলাহল থেমে গেলে,
সব পাখিরা যখন নীড়ে ফিরে আসে।।
বুকভরা ব্যাথা -সোনালী সব স্মৃতি নিয়ে,
জীবনের পান্ডুলিপি তখন করি উম্মেচন।।
নিভে যায় যখন সকল কামনা,
জেগে উঠে মুখমুখি বসার বাসনা।।
আমি জানি তুমি আছো কোন অশরীর ছদ্মবেশে,
মন্থর হাওয়া, সজাগ প্রহরীর মত আশে পাশে।।
তবুও ভবি, রাতভর ভাবি, সেই মায়াবী মুখখানা,
স্মৃতির আকাশে যখন দেই হানা ।।
উল্কার গতি নিয়ে ছুটে চলে সময়, উদ্দাম চঞ্চল,
ভাবনার আকাশে সংবিৎ ফিরে আসে।।
সুরেলা কন্ঠের মুয়াযেযমের আযানের ধ্বনি শুনে,
আমি জেগে আছি, সব বেদনার বুকভরা স্মৃতি নিয়ে।।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতে হলে প্রথমে পরিচিত মূলক পোস্ট করতে হবে। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির যে সকল দিক নির্দেশনা রয়েছে সেগুলোর প্রতি অবগত হবেন সেটাই কামনা করি। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্যার,
আমি সম্পূর্ন নতুন স্টিমিট প্লাটফরমে , আশাকরি আমার অপারগতা কে ইচ্ছাকৃত ভুল হিসাবে নিবেন না, ইনশাল্লাহ আমি দ্রুতই পরিচতমূলক পোস্ট করবো স্যার।
দু:খিত আমার এই অনিচ্ছকৃত ভূলের জন্য।
আপনার সদয় সহযোগীতা কামনা করছি ভবিষ্যেতের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit