ঈমান ও কুফর এবং মুসলমান ও কাফের
আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে প্রতিবেশিত্ব কিংবা ঘনিষ্ঠ বংশীয় সম্পর্ক থাকলেই কেউ আল্লা্হ তা’আলার সন্তুষ্টির অধিকারী বা মুসলমান বলে সাব্যস্ত হতে পারেনা ।যদি তার ভিতরে ঈমান ও ইসলামের স্বীকৃতি ও আনুগত্য না থাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , হযরত আবু বকর সিদ্দিক (রা:) , হযরত ওমর ফারুক (রা:) , হযরত ওসমান গনি (রা:) ও হযরত আলী (রা:)সহ অনেক মহামর্যাদার অধিকারী ব্যক্তিবর্গের সাথে বংশীয় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আবু জাহেলের। সে ইসলামের সাথে শত্রুতা করে কাফের সাব্যস্ত হয়েছে। শুধু তাই নয়; বরং কোনো শীর্ষস্থানীয় মুসলিম পরিবারে মুসলিম পিতামাতার ঔরসে জন্মপ্রাপ্ত হয়ে কোন লোক যদি ঈমান ও ইসলামবিরোধী পক্ষ অবলম্বন করে এবং ইসলামকে অস্বীকার করে, তবে তাকে কুরআন ও সুন্নাহর ফয়সালায় কাফের বলে সাব্যস্ত হতে হবে। হযরত নূহ (আ) এর প্রতি আল্লাহ তা’আলার পক্ষ হতে আগত ওহীর উপর ঈমার না আনার কারণে তার সন্তান ’কেনআন’ কাফের সাব্যস্ত হয়েছিল। এ প্রসঙ্গে শেখ সাদী (রহ:) বলেন-
”কেনআনের প্রকৃতি ঈমানী শিক্ষা দীক্ষায় অপ্রশিক্ষিত ছিল, ফলে পয়গম্বরের সন্তান হয়েও তার মর্যাদা ও সম্মান বর্ধিত হয়নি। “
ইসলামের সুস্পষ্ট সিদ্ধান্ত হলো, কোন অমুসলিম পরিবারে অমুসলিম পিতামাতার জন্মপ্রাপ্ত লোক যদি ঈমান ও ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে নেয়, তবে সে অবশ্যই মুমিন ও মুসলিম বলে স্বীকৃতি হবে। পক্ষান্তরে কোন লোক যদি মুসলিম পরিবারে মুসলিম পিতামাতার জন্মপ্রাপ্ত হয়, আর ইসলামকে প্রত্যাখ্যান , তবে সে মুরতাদ নামের কাফের বলে সাব্যস্ত হতে বাধ্য। যে ব্যক্তি তার দ্বীন ও ইসলামকে পরিত্যাগ করে কাফের হলো, শরীয়তের পরিভাষায় তাকেই বলে মুরতাদ। কুরআন ও সুন্নাহর আলোকে মুসলিম উম্মাহর মহামান্য আইনবেত্তাগন ঈমান, কুফর, ও দ্বীন বর্জনের ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু ঈমানদার ব্যক্তি ঈমান থেকে কুফরের দিকে প্রত্যাবর্তন করেই মুরতাদ হয়। এজন্য ঈমানের সজ্ঞা নিয়ে আলোচনা প্রয়োজন, সাথে সাথে কুফরের সংজ্ঞাও জানতে হবে।
আল্লামা শামী (রহ:) বলেন-
”সে সকল বিষয়াদিতে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে নির্দ্বি
ধায় বিশ্বাস করাই হলো ঈমান, যা তিনি আল্লাহ তা’আলার পক্ষ হতে উপস্থাপন করেছেন। তবে সেসব বিষয়াদিকে এমনি পর্যায়ের হতে হবে, যা অপরিহার্যভাবে মেনে চলার জন্য নির্ধারিত হয়েছে।
ধন্যবাদ
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
GETTY IMAGES
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ। রুলস এ্যাণ্ড রেগুলেশন আগে পড়া হয়নি, এখন পড়ে নিয়েছি। আর ভুল হবে না ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit