# ঢাকার খাল বাঁচলে, বাঁঁচবে ঢাকা ( 10% @for shy-fox)

in hive-129948 •  3 years ago 
কেমন আছেন সবাই? বাংলা ভাষাভাষীদের বাংলা ব্লগিং করার একমাত্র প্লাটফর্ম আমার বাংলা ব্লগের দীর্ঘস্থায়ী কামনা আজ শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় খাল বাঁচলে বাঁচবে ঢাকা

received_1348830828598607.jpeg

উপরে আপনারা যে ছবিটি দেখছেন এটি ঢাকার ধানমন্ডি লেকের ছবি।ছবিটি আমি করোনার আগে তুলেছিলাম। আজ আমার গ্যালারি স্ক্রল করার সময় ছবিটি পেলাম।

প্রানকেন্দ্র ঢাকা

বাংলাদেশীদের কাছে ঢাকা হলো প্রাণের শহর, যাদুর শহর। এই শহরকে রক্ষার জন্য বা এই শহরের পরিবেশ রক্ষার জন্য বহুকাল থেকে পরিবেশবাদীরা আন্দোলন করে আসছে।নগরবিজ্ঞানীরা তাদের ঢাকাকে নিয়ে চিন্তা ভাবনার কথা বলছে সেই মতাবেক সরকার ঢাকাকে নিয়ে ডেল্টা প্লান করেছে।তবে আজ আমি সে আলোচনায় যাবোনা।উপরের ছবিটি দেখে বোঝার উপাই নাই যে এইটি ঢাকার ভিতরের একটি ছবি। কতো মনোরম পরিবেশ আর স্নিগ্ধ বাতাস। অন্যদিকে রমনা পার্ক বাহাদুর শাহ পার্ক,জাতীয় চিড়িয়াখানা, জিয়া উদ্যানসহ ঢাকার বুকে অসখ্য চিরসবুজ এলাকা আছে যা ঢাকার ফুসফুস। এই লেকটিকে ঘিরে বিনোদন কেন্দ্র। যা ঢাকাবাসীদের সপ্তাহ জুড়ে হাজার ব্যস্ততার মাঝে ছুটির দিনে একটু স্বস্তি দেয়। রাতের ঢাকার আলোর ঝলকানি মনোমুগ্ধকর। তবে এসব কিছুই ম্লান হয়ে যায় যখন জ্যাম আর জলাবদ্ধতা, বায়ুদূষণ,শব্দদূষণ নগরবাসীদের জীবন অতিষ্ঠ করে দেয়। তবে আজ মুলত আলোচনা খাল বা লেক নিয়ে।

ঢাকার খালের বর্তমান অবস্থাঃ

বাংলাদেশের পুরো মানচিত্র জুড়ে যেমন নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক তেমনি ঢাকার বুকে খাল জালের মতো ছড়িয়ে আছে। কিন্তু নদী গুলোর থেকেও বেহাল অবস্থা এই খালের। সেই প্রশস্ত খাল আজ ড্রেনের থেকেও সরু। কোথাও কোথাও খালের কোনো অস্তিত্বই নাই। আমাদের ক্লাসে স্যার বলেছিলেন ঢাকার ভিতরের খাল আর চারপাশের নদীই ছিল ঢাকার বিশেষত্ব। পুরো ঢাকা ঘোড়া যেত খালের মাধ্যমে। অথচ আজ দেখ খালের নিশানা পর্যন্ত নাই। দখলদারিত্বের মাধ্যমে ঢাকার সব খালকে মেরে ফেলা হয়েছে।

নগরবাসীর সমস্যাঃ

সারাবছর বিভিন্ন সমস্যার মাঝে বর্ষা কালে নগরবাসিদের জন্য শনি হয়ে এসে জলাবদ্ধতা। একটি বৃষ্টি হলে ঢাকার রাজপথে কমর পর্যন্ত পানি। দেশের প্রধান একটি শহরে এই অবস্থা বেমানান। ভি আই পি স্থাপনা গুলোর সামনেও হাটু জল থাকে। বড় গাড়িগুলো চলাচল করতে পারলেও পায়ে চলা রিক্সায় চলা কষ্টকর হয়ে যায়।যারা ফুটপাতে সামান্য দোকান দিয়ে সংসার চালায় তাদের অবস্থা করুন হয়। সব মিলে ঢাকা হয়ে পরে স্থবির।

নগরবাসিদের দায়ঃ

আমি বলব বর্তমান এই দূর্ভোগের জন্য অনেকাংশে নগরবাসিদের দায়কে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কেননা কিছুদিন আগেই খবরে দেখলাম ঢাকা উত্তরের মেয়র সাহেব খাল পরিস্কার অভিযানে খালের ভিতর ফ্রীজ,ছোফা,আলমারি, ডাবের খোসা সহ গৃহস্থালির যাবতীয় জিনিসপত্র যা আমরা সারাবছর খালে ফেলি। এতে খাল সম্পূর্ণ ভাবে পানি চলাচলের অযোগ্য হয়ে যায়।যার দরুন দেখা দেয় জলাবদ্ধতার মতো জনদূর্ভোগ। একটা দেশ, একটা সমাজ কখনোই সামনে আগাইতে পারবেনা যদি না ঐ দেশের নাগরিক সচেতন না হয়। তাদের কর্তব্যর ব্যাপারে সচেতন না হয়। এই খালগুলো যদি পরিস্কার রাখতে পারতাম আমরা তাহলে জলাবদ্ধতা দেখতে হতোনা। অন্যদিকে খাল দখল করে প্রভাবশালীরা উচ্চভবন নির্মান করে,কলকারখানা স্থাপন করে,বাসা বাড়ি তৈরি করে যার ফলে বিভিন্ন জনদূর্ভোগ সৃষ্টি হয়।

খাল ঘিরে মহাপরিকল্পনা

বর্তমানে আমরা খাল নিয়ে বিভিন্ন মহলের দৌড়ঝাপ দেখতে পাচ্ছি যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। ঢাকাকে বাঁচাতে হলে অতিদ্রুত খাল উদ্ধার করে খালের পাশে সামাজিক বনায়ন, বিনোদন কেদ্রে,ওয়াক ওয়ে নির্মাণের পরিকল্পনা সরকার নিয়েছে। যার ফলে আমরা যে বিষয়গুলো থেকে রেহায় পাবো

  • জলাবদ্ধতা থেকে
  • খাল দিয়ে নৌযান চলাচল করলে জ্যাম থেকে
  • আমাদের হাজারো কর্মঘণ্টা বাঁচবে
  • সাচ্ছন্দ্য যেখানে সেখানে যেতে পারব।

আসুন আমরা সচেতন হই,খাল বাঁচায়,খাল বাঁচলে বাঁচবে প্রানের শহর ঢাকা।

পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের সবার উচিত পরিবেশকে রক্ষা করা । তা না হলে আমাদের নিজেদের জীবনই বিপর্যের মাঝে পড়ে যাবে। আপনে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

প্রাণকেন্দ্র ঢাকা আমাদের শহর। এই শহরে তেমন খাল নেই বললেই চলে তবুও যা আছে সেগুলো যেন দিন দিন নর্দমায় পরিনিত হচ্ছে। জানিনা এসবের শেষ পরিণীতি কি হতে পারে।

ঢাকাতে প্রায় কয়েকশ খাল ছিল।বর্তমানে নাই বল্লেই চলে।
ধন্যবাদ আপনাকে

  ·  3 years ago (edited)

ঢাকায় একটু বৃষ্টি হলেই যে বন্যা হয়ে এই সমস্যা দূরীভূত হবে খাল এর মাধ্যমে।সব মিলিয়ে একটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে। খুবই ভালো একটা প্ল্যান আমার মতে।শেয়ার করার জন্য ধন্যবাদ।ছবিতে w3w location ব্যবহার করুন

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর লিখেছেন,আপনে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল।

আপনাকেও ধন্যবাদ

আসলেই আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগা জায়গাটিই মনে হয় ঢাকা।এখানে বাসিন্দাদের এক বড় সমস্যা হলো জল বদ্ধতা। সামান্য বৃষ্টিতেও সেখানে জলে ডুবে যায়।ধন্যবাদ আপু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আআলোচনা করেছেন।

ধন্যবাদ আপনাকে

পরিবেশকে আমাদের প্রাণকেন্দ্র বলা যায় পরিবেশ সম্পর্কে খুব সুন্দর তথ্য তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল আপনার পরবর্তী লেখা পড়ার অপেক্ষায়।