# খাঁচার পাখি মুক্ত করা অঙ্কন (10% beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago 
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি নিয়ে হাজির হয়েছি। খাঁচার পাখিকে মুক্ত করে দেওয়া আর্ট। আসলে বন্ধি জীবন আমাদের কারোই ভালো লাগেনা যার বাস্তব প্রমাণ এই করোনা কালীন সময়ে উপলব্ধি করে পেরেছি অথচ আমরা দিনের পর দিন পাখি খাঁচায় বন্ধি করে রাখি। অথচ তাদের মুক্ত আকাশে ডানা মেলা উড়ে বেড়ানোর কথা।শিশুকে যেমন মায়ের কোলে মানায় তেমনি পাখিকে মুক্ত আকাশেই বেশি মানায়। এই চিন্তা ধারা নিয়ে আমি এই চিত্রটি অঙ্কন করেছি। চলুন দেখা যাক আমি ধাপে ধাপে কিভাবে এঁকেছি।

IMG-20210920-WA0027.jpg

উপকরণ

  • পেন্সিল
  • রাবার
  • কাগজ
  • কলম
  • স্কেল

ধাপ-১

IMG-20210920-WA0000.jpg

IMG-20210920-WA0025.jpg

প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি এবং স্কেল টেনে পেন্সিল দিয়ে দাগ করে নিয়েছি। প্রথমে আমি আগে হাত এঁকে নিবো

ধাপ-২

IMG-20210920-WA0024.jpg

IMG-20210920-WA0023.jpg

IMG-20210920-WA0022.jpg

IMG-20210920-WA0021.jpg

এই পর্যায়ে আমি হাত আঁকানোর জন্য পেন্সিল দিয়ে আবছা করে এঁকে নিয়েছি এবং বৃদ্ধা আঙুল আঁকানোর চেষ্টা করেছি।

ধাপ-৩

IMG-20210920-WA0018.jpg

IMG-20210920-WA0016.jpg

IMG-20210920-WA0014.jpg

IMG-20210920-WA0007.jpg

এই পর্যায়ে নক গুলো আঁকানোর মাধ্যমে আমাদের হাত আঁকানো শেষ।

ধাপ-৪

IMG-20210920-WA0019.jpg

IMG-20210920-WA0015.jpg

এই পর্যায়ে খাঁচার উপরের অংশ গোল করে এঁকে নিয়েছি।

ধাপ-৫

IMG-20210920-WA0013.jpg

IMG-20210920-WA0012.jpg

এই পর্যায়ে খাঁচার শলা গুলো আঁকানোর চেষ্টা করেছি।

ধাপ-৬

IMG-20210920-WA0010.jpg

IMG-20210920-WA0009.jpg

এই পর্যায়ে কাঁচা বানানো শেষ হলে পাখি আঁকানোর জন্য ছোট করে গোল দাগ করে নিয়েছি।

ধাপ-৭

IMG-20210920-WA0008.jpg

IMG-20210920-WA0006.jpg

এই পর্যায়ে পাখির লেজ ও ডানা এঁকে নিয়েছি।

ধাপ-৮

IMG-20210920-WA0004.jpg

IMG-20210920-WA0003.jpg

এই পর্যায়ে একটি কাগজ গোল করে কেটে নিয়ে খাঁচার উপর রেখে পেন্সিলের কালি দিয়ে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৯

IMG-20210920-WA0002.jpg

IMG-20210920-WA0001.jpg

এই পর্যায়ে আমাদের খাঁচা ও পাখি কালো রং করে নিয়েছি।

ফাইনাল চিত্র

IMG-20210920-WA0027.jpg
সম্পূর্ণ অঙ্কন করে নেওয়ার পর।

প্রজেক্টখাঁচা ছেড়ে পাখি মুক্ত হওয়ার দৃশ্য
CameraSamsung galaxy S6
photo by@abidatasnimora
Art by@abidatasnimora

received_1699772656872624.jpeg

আমি @abidatasnimora একজন শিক্ষার্থী। স্বাধীনচেতা,মুক্তচিন্তা, বাকস্বাধীনতায় বিশ্বাসী। বই পড়া, ব্লগিং করা ও ভ্রমণ করতে ভালবাসি। নিজের উপর বিশ্বাস রেখে অগ্রসর হই। @amarbanglablog কমিউনিটি আমার পরিবার এটি সম্পূর্ণভাবে মনে ধারণ করি।

আর্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার অংকন করার দৃশ্যটি অসাধারণ হয়েছে সাথে সুন্দর বর্ণনা করেছেন এবং ধাপে ধাপে সুন্দর করে অংকন বুঝিয়ে দিয়েছেন আপনার জন্য শুভকামনা বনের পাখি খাচায় থাকেনা বনেরও পাখি বনের মায়া ছাড়ে না

ধন্যবাদ আপনাকে

আপু আপনি খাঁচা থেকে পাখিটি মুক্ত করলেন এমন একটা টপিক নিয়ে আপনি অঙ্কন ঠিক করলেন। যা অসম্ভব সুন্দর ছিল অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপে ধাপে পরিবেশন করছেন। এটা অনেক ভালো লেগেছে। আপনার প্রতি শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

বাহ খুব সুন্দর ড্রয়িং করেছেন তো!
কিন্তু একটা বিষয় খেয়াল করেছি পাখিটি মুক্ত করছে কোন মেয়ে মানুষের হাত, যার নোখগুলো কিছুটা বড়, হে হে হে

প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপন করেছেন, আমার কাছে ড্রয়িংটি ভালো লেগেছে। ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া আমরা মেয়েরা একটু দরদি বেশি হই 😊😊

আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে খাচার পাখি মুক্ত করার দৃশ্য অংকন করেছেন। শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে

অসাধারন হয়েছে আপু।ইন্টারনেট এ এরকম একটা ছবি দেখেছিলাম।ঠিক সেই রকম আর্ট হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপনাকে আপনার আর্ট দক্ষতা আমাদের মাঝে প্রদর্শন করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকেও ধন্যবাদ

আপনি দারুণ এঁকেছেন আপু।খাঁচা ও পাখি খুবই সুন্দর হয়েছে।অনেক শুভকামনা রইলো আপু।

ধন্যবাদ আপনাকে আপু

আপনার আটটি খুবই সুন্দর হয়েছে ।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

খুবই চমৎকার হয়েছে আপু আপনার আর্টটি। খাঁচা আর পাখিটা কি কিউট লাগছে।আমার বাচ্চার ভাষায় বলতে হয় দেখে কি মায়া লাগছে পাখিটাকে আদর করতে ইচ্ছে করছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে আপু

অনেক সুন্দর ড্রইং করেছেন। প্রতিটি ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার খুব ভালো লেগেছে আপনার আর্টটি।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

ধন্যবাদ বৌদি।পাশে থাকবেন

খুবই চমৎকার হয়েছে আপু আপনার আর্টটি।, শুভকামনা আপনার জন্য। ❤️❤️

ধন্যবাদ ভাইয়া আপনাকে

অসাধারণ আর্ট করেছেন আপনি। পাখিকে খাঁচা থেকে মুক্ত করার বিষয়টি আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে

সত্যিই আপু আপনার হাট অনেক সুন্দর আপনার জন্য শুভকামনা রইল ভালোবাসা অবিরাম

আপু কাল রাতে দেখলাম আর আজকে পুরো পোস্টটিই দেখলাম।খুব বেশি সুন্দর হয়েছে।
আপনার ছবি আঁকার কনসেপ্টটিও খুব ভালো ছিলো আপু।সব মিলিয়ে দারুণ।

ধন্যবাদ আপু