বাস্তব গল্প - আমার ছোট বোনরে সাথে ঘটা প্রেম প্রতারণার গল্প -১ (১০ভাগ🦊🦊)

in hive-129948 •  3 years ago 

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। আজ আমি আপনাদের সাথে একটি হৃদয় ভাঙ্গার গল্প শোনাবো। আমাদের চারপাশে প্রতিনিয়ত কত প্রেমিক-প্রেমিকার হৃদয় ভাঙছে তার ইয়ত্তা নেই। তবে সেই হৃদয় ভাঙ্গার গল্প যদি আপনার খুব কাছের মানুষের হয় তাহলে বিষয়টা অনেক বেদনার। আমার খুব কাছের এক ছোট বোনের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।

scam-4126798__480.webp.jpg

Image Source

মেয়েটির নাম মৌ। আমার ভাবির ফুফাতো বোন। খুব ভালো ছাত্রী। তার ইচ্ছা সে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে প্রায় কয়েক বছর ধরে আমি তাকে গাইড করে আসছি। আমি যেভাবে পড়তাম ও সেই ভাবে পড়তো ওর একটাই কথা যেভাবে হোক আপু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেই হবে। সে বিজ্ঞানের ছাত্রী থাকা সত্ত্বেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় নি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিচ্ছিল। তার একটাই কথা আপু আমি আপনার সাথে থাকবো। গত কাল যখন আমি তার সাথে কথা বলছিলাম কত হাসিখুশি ভাবে সে কথা বলছিল আমার সাথে। আমার জন্মদিনে আমাকে উইশ করেছে আর বলছে আপু আগামী বছর ঢাকাতে আপনার সাথে জন্মদিন পালন করতে চাই আপনার। আমি বললাম অবশ্যই পারবে। কয়টা দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো।

pair-707502__480.webp

Image Source

কিন্তু আজ দুপুরে হঠাৎ আমাকে ফোন দিয়ে উচ্চস্বরে কান্না শুরু করছে। আমি কিছু বুঝে উঠার আগেই সে বলছে আপু আমার জীবনটা শেষ হয়ে গেল! আমার সাথে কেন এমন হচ্ছে। আমার সামনে পরীক্ষা আর আজ আমার সাথে কি হয়ে গেল!! আমি বললাম কি হয়েছে আমাকে বল কান্না করছো কেন?? আমার কথা না শুনে সে বললো আপু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি বাসায় চলে যাব আজকে। আমি বললাম মাথা ঠান্ডা করো আমাকে বল কী হয়েছে? সবকিছু খুলে বল এমন করছ কেন।? তখন সে কান্না করতে করতে বলে আপু আমি আপনাকে বলিনি তার জন্য সরি। আমি প্রায় অনেকদিন ধরে একটা ছেলেকে খুব ভালোবাসতাম আমাদের নিয়মিত কথা, হতো দেখা হতো। আমরা ইয়ারমেট ছিলাম একসঙ্গে পড়াশোনা করতাম। আমি বললাম একসাথে বলতে তুমি তো গার্লস কলেজে পড়াশোনা করেছ তখন সে বলে আপু আমাদের কোচিং এ একসাথে পরিচয়। উদ্ভাসে পড়াশোনা করত তারা। তারপর সে আমাকে বলে আপু কয়েকদিন ধরে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমি কিছুই বুঝতে পারছি না। তাকে আমি এতো বলছি কি হয়েছে আমার সাথে এমন করছ কেন? আমি কি ভুল করেছি? কিন্তু সে কিছুই বলছে না। আজ যখন আমি কোচিং এ পরীক্ষা দিতে গিয়েছি তখন দেখি তার ফোনে আমার এক বান্ধবীর ফোন করেছে। তখন আমার একটু সন্দেহ হয় ও কেন ফোন করবে? আমি নাম্বার দেখেছি বলে সে আমার সাথে অপরাধীর মতো তাকিয়ে মাথা নিচু করে। তখন আমার সন্দেহটা আরো মজবুত হয়। আমার ভেতর টা কাপছিল আপু মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।

divorce-619195__480.webp

Image Source

আমি রুমে এসেই আমার বান্ধবীকে ফোন দিয়েছি তোর সাথে রাকিবের কি সম্পর্ক বল তো। তখন সে বলে আমার সাথে ওর দু'বছরে রিলেশন। কথাটা শোনা মাত্রই বিনা মেঘে বজ্রপাতের মত আমি ভেঙে পড়ে গেলাম দুচোখ দিয়ে আমার অজস্র জল পড়ছে আমি কান্না করছি দেখে আমার বান্ধবি কিছুটা বুঝতে পারছে কারণ তার সাথেও প্রতারণা করা হলো।আপু মণি আমি কল্পনা করতে পারতেছি না যে ছেলেটাকে আমি এত ভালোবাসতাম সে আমার সাথে এরকম প্রতারণা করবে। আমি কি করি নি বলেন আপু। তার মেসে রান্না হত না আমি রান্না করে তাকে খাওয়াতাম। গতকালই তার দুপুরে মিল হয়নি আমি নিজে না খেয়ে আমার ওকে দিয়ে এসেছি। ও টাকা থাকতো না আমি নিজেকে টাকা দিতাম। আমার মেসের সামনে এসে আমার কথা বলতাম কিন্তু আজ দেখেন আমার সাথে কিভাবে প্রতারণা করল। তখন আমি বললাম দেখো যে প্রতারক , যে মিথ্যাবাদী তার জন্য তুমি কেন কান্নাকাটি করছ। বরং তোমার আজ আনন্দ করার কথা! তুমি একজন প্রতারক এর মুখোশ উন্মোচন করেছে। তোমার সাথে অনেক কিছুই হতে পারতো তারপরও যদি তুমি জানতে সে প্রতারক তাহলে কি করতে বল!! তখন সে আমাকে বলে আপু আপনি ঠিক বলেছেন সে আমাকে অনেকদিন প্রস্তাব দিয়েছে দূরে কোথাও যেতে, ঘুরতে যেতো কিন্তু আমি যাইনি আমি বলেছি আমার পরীক্ষা পরীক্ষার পরে কোথাও ঘুরতে যাব। তারপর আপু আমি কি করবো আমি পারছিনা আমি এখানে থাকলে মরে যাব আমি বাসায় যেতে চাই।

tears-4551435__480.webp

Image Source

আমি তাকে অনেক করে বুঝালাম দেখো ভুল করা যাবেনা, একটা ভুল করেছো নেক্সট আমি আর তোমাকে ভুল করতে দিব না। বাসায় যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দাও। আর মাত্র ১০ দিন আছে ভালো করে পড়তে হবে। তোমাকে চান্স পাইতেই হবে। একটা জিনিস ভেবে দেখো ও চাইছিলো তোমাদের দুইজনকেই হাতে রাখতে। ও একটা কথা বলি আমি ওই মেয়ে আসলে কয়েকদিন আগেই বিইউপিতে চান্স পেয়েছে। যেহেতু এর এখনো কখনো কোথাও পরীক্ষা হয়নি তখন সেই ছেলে ভাবছে এই মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাই তার সাথে রিলেশনটা কনটিনিউ করব।এর সাথে যেনতেনভাবে খারাপ ব্যবহার করবো। আমি ওকে বললাম দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাও সে কিন্তু তোমার পেছনে লাগত তোমাকে ছাড়তো না। তুমিও তার মুখোশ উন্মোচন করতে পারতে না কিন্তু তুমি একজন প্রতারক এর সাথে জীবন যাপন করতে। আমি তোমাকে বলছি আজ তোমার ঈদের দিন তোমার সবথেকে খুশীর দিন হওয়া উচিত। যে একজন মিথ্যাবাদী, বেইমান, স্বার্থপর প্রতারকের মুখোশ উন্মোচন করেছে। নিজের জীবনকে বাঁচিয়েছে। এর মধ্যেই তার বান্ধবীর ফোন এসেছে তার বান্ধবী বলছে রাকিব আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে...........

চলবে....

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু ঘটনাটি শুনে আমার একেবারে গা শিউরে উঠেছে। আসলেই আমরা অনেক মানুষকে বিশ্বাস করে বসি চোখ বন্ধ করে। আপনার বোন প্রতারকের সম্মুখে পড়ে অনেক বড় ভুল করেছে। যাইহোক ভুলের সীমারেখার অনেকদূর পর্যন্ত এগিয়ে যাওয়ার আগেই ভুল শুধরে নিতে পারবে। আর ভবিষ্যতের জন্য সতর্ক থাকা খুবই জরুরী তার। ঠিক বলেছেন এমন প্রতারকের কাছ থেকে দূরে সরে আসার ঈদের দিনের মতোই।

একদম ঠিক বলেছেন আপু আপনি ভবিষ্যতে এই দিকে যাতে পা না বাড়ায় আমি সেই চেষ্টা করব। আমাদের আশেপাশে মুখোশ পড়া মানুষের অভাব নেই।

না খেয়ে বয়ফ্রেন্ডের মুখে খাবার তুলে দিয়েছে । ছিহ তারপরেও এমন প্রতারনা! ধিক্কার সেই সব রাকিবদের। আমার নামের সাথে কিছুটা মিল থাকলেও ব্যাটাকে ধরতে পারলে মেরে ওর নাম চেঞ্জ করতে বলতাম। অনেক খারাপ লাগলো আপনার বোনের গল্প পড়ে।

🤭🤭 আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া যদিও ছেলেটির আপনার নামের সাথে একটু মিল আছে। আশা করছি আপনি অনেক ভালো মন মানসিকতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য প্রস্তুতি শেষ হয়ে গেল আপনার ছোটবোনের। আসলে প্রেম ভালোবাসা মানুষের লাইফ কে ধ্বংস করে দেয় ।অনেক সময় যাইহোক এটা থেকে পরিত্রান পাওয়া খুবই কঠিন তবুও তাকে সবসময় সাপোর্ট দেবেন আপু।

আপু ঘটনাটা শুনে একদম মর্মাহত হলাম। কিন্তু আপনি আপনার বোনকে একদম ঠিক কথা বলেছেন। এইরকম প্রতারক এর জন্য কান্নাকাটি করা একদম উচিত নয়। বরং তার মুখোশ সামনে এসেছে জেনে আনন্দ করা উচিত। না বলেন যতদিন যেত আরো বেশি সমস্যায় পড়তে হতো। এই বিষয়ে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরকম একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।