DIY (এসো নিজে করি) একটি ফোন হাতে ছবি অঙ্কন [10% beneficiaries for @shy-fox]

in hive-129948 •  3 years ago  (edited)
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। ২০২১ আমাদের জীবন থেকে চলে গিয়েছে অনেক কিছু নিয়ে গিয়েছে এবং দিয়ে গিয়েছে। সব থেকে যে বিষয়টি আমাদের ভোগিয়েছে তা হচ্ছে করোনা। সারাবিশ্ব বিপর্যস্ত ছিল মহামারী করোনা কারণে। 2022 আবারো সেই মহামারী করোনা ওমিক্রণ আঘাত হানছে সেই আঘাত থেকে আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুরক্ষা প্রত্যাশা করছি। এই পরিবারের সকল সদস্য ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো একজন সদস্য যদি ভালো না থাকে পরিবারের সবাই ব্যতীত হবো।
যাই হোক আজ আমি আপনাদের সাথে একটি ব্যতিক্রমধর্মী অঙ্কন নিয়ে হাজির হয়েছি। আমার অংকন এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মোবাইলে আসক্ত আমাদের জীবন। মোবাইল ফোন আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে 10 মিনিট যদি আমাদের কাছে ফোন না থাকে বা ফোন ছাড়া থাকি তাহলে পাগলপ্রায় হয়ে যাই আমরা। আমাদের মাঝে অস্থিরতা কাজ করে। বর্তমান সমাজে ফোনে আসক্ত হচ্ছে সবাই বিশেষ করে শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলছে মোবাইল আসক্ত। কিন্তু বর্তমানে শিশু, কিশোর,বৃদ্ধ সবাই মোবাইলে প্রতি ঝুঁকে পড়েছে। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে সবকিছুর আগেই আমরা মোবাইল ফোন কে বেশি প্রাধান্য দিচ্ছি। সেই মোবাইল ফোনের আসক্তির ওপর আমি একটি অঙ্কন। করেছি চলুন দেখি।

20220104_152846.jpg

siam,.png

উপকরণ


আর্ট পেপার
পেন্সিল
রাবার
স্কেল

siam,.png

ধাপ-১

IMG-20211220-WA0049.jpg

siam,.png

হাতের বেড়ি অঙ্কনের জন্য প্রথমে একটু বাঁকা করে দাগ করে নিয়েছি।

ধাপ-২

IMG-20211220-WA0048.jpg

siam,.png

বেড়ি যেহেতু হাতে পড়বে সে জন্য হাত অঙ্কনের জন্য দাগ টেনে নিয়েছি।

ধাপ-৩

IMG-20211220-WA0058.jpg

siam,.png

এই পর্যায়ে বেড়ির সাথে কড়া অঙ্কন করে নিয়েছি যার সাথে শিকল লাগানো থাকবে।

ধাপ-৪

IMG-20211220-WA0053.jpg

siam,.png

এই পর্যায়ে হাতের বৃদ্ধা আঙুল অঙ্কন করে নিয়েছি।

ধাপ-৫

IMG-20211220-WA0056.jpg

siam,.png

এই পর্যায়ে হাতে ফোন আর্ট করার জন্য ফোনের আকৃতি করে এঁকে নিয়েছি।

ধাপ-৬

IMG-20211220-WA0051.jpg

siam,.png

এই পর্যায়ে ফোন ধরার জন্য একটি আঙুল অঙ্কন করেছি। যেহেতু ফোন ধরা আমাদের সব গুলো আঙুল ব্যবহার করি সেই ক্ষেত্রে সব গুলো আঙুল ধাপে ধাপে আর্ট করা দেখাবো।

ধাপ-৭

IMG-20211220-WA0050.jpg

siam,.png

এই পর্যায়ে দ্বিতীয় আঙুল অঙ্কন করেছি।

ধাপ-৮

IMG-20211220-WA0075.jpg

siam,.png

এই পর্যায়ে আমরা যেটাকে কানি আঙুল বলে থাকি সেটি অঙ্কন করলাম।

ধাপ-৯

IMG-20211220-WA0054.jpg

siam,.png

এই পর্যায়ে হাত অঙ্কনের পর হাতের বেড়ির সাথে শিকল অঙ্কন করে নিয়ে যা ফোনের সাথে লাগানো।

ধাপ-১০

IMG-20211220-WA0055.jpg

siam,.png

এই পর্যায়ে হাতের নক ডিজাইন করেছি সেই সাথে ফোনের ডিসপ্লে অঙ্কন করে নিয়েছি।

ধাপ-১১

IMG-20211220-WA0060.jpg

siam,.png

এই পর্যায়ে নক গুলো যাতে অরিজিনাল দেখায় সেই জন্য আরো ডিজাইন করেছি এবং ডিসপ্লে কালো কালার করেছি।
সেই সাথে অঙ্কন শেষ

ফাইনাল ধাপ

20220104_152846.jpg

siam,.png

আমার এই অঙ্কনের মূল প্রতিপাদ্য হচ্ছে ফোন আসক্তি কমানোর জন্য একটি প্রতীকী সচেতনতা মূলক আর্ট। বিষয়টি আমি এমন ভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের হাত সব সময় ফোন থাকে এবং আমাদের তা ফেসের সামনে রাখি। শত চেষ্টায় ফোন চোখের সামনে থেকে যেন সরেনা। আমি প্রত্যাশা করব আমাদের সন্তানদের ফোনের আসক্তি থেকে দূরে রাখার। আমাদের প্রযুক্তি প্রয়োজন আছে কিন্তু তা যে অপব্যবহার না হয়ে, অভিশাপ না হয় আমাদের জন্য।

siam,.png

DIYহাতে শিকল বন্দি ফোন
আর্ট@abidatasnimora
CameraSamsung Galaxy S6

siam,.png


break.png

banner-abb23.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছবিটি বেশ অর্থবহ।
মোবাইল ফোন আসক্তি খুব মারাত্মক রুপ নিয়েছে এখন আমাদের সমাজে। অঙ্কন ভালো ছিল। শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

ধন্যবাদ ভাই আমার। আপনার জন্য শুভকামনা রইল।

মোবাইল ফোন ছাড়া এখন কোন কিছু চিন্তা করা যায় না। এখন প্রতিটি মানুষের হাতে হাতে মোবাইল। ছবিটির মধ্যে আমি একটি তাৎপর্য খুঁজে পেলাম। শিকল দিয়ে বাঁধা মোবাইলটি হাতের সাথে। সত্যি যান্ত্রিকতা আমাদেরকে গ্রাস করে ফেলছে।এটা আমার অভিমত। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন।

আপু আপনি একদম ঠিক বলেছেন ছোট বড় বৃদ্ধ আজকাল সবাই মোবাইল ফোনের প্রতি ভীষণ ভাবে আসক্ত। ১০ মিনিট মোবাইল ফোন কাছে না থাকলে সত্যিই আমরা প্রায় পাগল হয়ে যায়। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক দুই দিক ই সমান ভাবে লক্ষণীয়।
একটি ফোন হাতে ছবি অংকন টি খুবি সুন্দর হয়েছে আপু। বিশেষ করে হাতের আঙুলগুলো আঁকানো খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।আপনার জন্য শুভকামনা রইল।

আপনি ঠিকই বলেছেন আমাদের দিনদিন মোবাইল আসক্তি বেড়ে যাচ্ছে। ৫ মিনিটও মোবাইল ছাড়া চলে না ।আপনার আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটি শিক্ষণীয় আর্ট করেছেন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুবই সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আপনি আপনার আজকে অঙ্কনটি করেছেন। আসলে আমাদের সকলেরই একই অবস্থা মোবাইলের আসক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে মোবাইল ছাড়া আমাদের একটা মিনিট চলে না। আমাদের সাথে সাথে বাচ্চারাও এই আসক্তিতে জড়িয়ে পড়ছে। আমাদের সকলের উচিত এই আসক্তি থেকে বেরিয়ে আসা। আপনার অংকনটি খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।আপনার জন্য শুভকামনা রইল।

দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আপনি আপু। আপনার ড্রয়িং এর কনসেপ্ট টিও অনেক ভাল ছিল। প্রত্যেকটি জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। আমাদের উচিত মোবাইলের সকল ভালো দিকগুলোকে গ্রহণ করে খারাপ দিকগুলো বর্জন করা।
সব মিলিয়ে ফোন হাতে ছবিটি দারুণভাবে অঙ্কন করেছেন আপনি। শুভকামনা রইল আপু আপনার জন্য।

আপনি একদম ঠিক বলেছেন প্রতিটি জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও আপু আপনি খুব সুন্দর ভাবে একটি ফোন হাতের ছবি আর্ট করেছেন। আপনার আর্ট গুলো আমার সব সময় খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত আটটি সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার ভাল লেগেছে দেখে খুব ভালো লাগলো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফোন আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে 10 মিনিট যদি আমাদের কাছে ফোন না থাকে বা ফোন ছাড়া থাকি তাহলে পাগলপ্রায় হয়ে যাই আমরা।

আপু আপনি একদম ঠিক বলেছেন। মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলেনা। দিনে দিনে আমরা আসক্ত হয়ে যাচ্ছি ফোনের প্রতি। ফোন হাতে ছবি অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু।আমার খুবই ভালো লেগেছে আপনার অঙ্কন চিত্রটি। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।🥰🥰

ধন্যবাদ আপু আপনাকে ।আপনার ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগলো।

আপু, আপনি ঠিক বলেছেন 2021 সাল টি দুখে সুখে মিলে ছিল এ সালটি ।2021 সালে করোনার তাণ্ডবে অনেক আপন মানুষ হারিয়ে অর্থ-সম্পদ হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে।যাইহোক আপু,আপনার ড্রয়িং করা হাতে শিকল বন্ধি ফোন অসাধারণ হয়েছে। একদম নিখুঁত ভাবে এই ড্রয়িং টি করেছেন। ড্রয়িং করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর মত প্রকাশ করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।

ফোন হাতে ছবি অঙ্কন দেখে মনে হচ্ছে আপনি সেলফি নিচ্ছেন অনেকে সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দারুন হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার অঙ্কন করা চিত্রটি খুবই সুন্দর হয়েছে।হাত এবং হাতের সঙ্গে থাকা মোবাইল খুব সুন্দরভাবে একেছেন।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

জাস্ট অসাধারণ আপনার চমৎকার ভাবে ফোন হাতে রাখা একটি অনেক সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখছি। আপনার অঙ্কিত এই বিষয়টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

siam,.png

একটি হাতে ফোনের অংকনটি অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অসাধারণ ভাব্ব উপাস্থপনা করেছেন। শুভকামনা আপু💗💗💗

siam,.png

আপনি অনেক সুন্দর ভাবে একটি মুঠোফোন এর ছবি অঙ্কন করেছেন। দেখে একদম বাস্তব মুঠোফোন মনে হচ্ছে। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি মাঝে মধ্যেই এমন চিত্র আরো দেখতে পারবো
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

@sikakon