আমার প্রথম পোস্টার রঙ দিয়ে সূর্যাস্তের দৃশ্য অংকন (১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য)

in hive-129948 •  3 years ago 
কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সেইসাথে আজ আমি আপনাদের সাথে আমার নতুন এক পথচলা শেয়ার করব। এ যাবত পর্যন্ত আমি ভিবিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনার সাথে হাজির হয়েছি।তার মধ্য ছিল আর্ট, জেনারেল রাইটিং, মুভি রিভিউ, উপন্যাস রিভিউ, রেসিপি, ডাই । কিন্তু আমি কখনোই পোস্টার রং দিকে কোনো কিছু অর্জন করিনি। দীর্ঘ দিন পর আমার মনে হলো আপনাদের সাথে পোস্টার রং দিয়ে কিছু অঙ্কন করা উচিত। নিজের কাজ এর ভিন্নতা আনার জন্য পোস্টার রং দিয়ে অংকন করা শুরু করলাম। যেহেতু আমি প্রথম শুরু করছি তাই হয়তবা আপনাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে তবে যেহেতু আমি শুরু করলাম এবং শিখছি আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমি ভালো কিছু দিতে পারব এবং মোটামুটি শিখে নিতে পারব। যেহেতু শেখার কোন বয়স নেই এবং কেউ যদি কোন কিছু শিখতে চাই তার পিছনে লেগে থাকে, পরিশ্রম করে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আমিও বিশ্বাস করি আমি পরিশ্রম করব এবং পোস্টার রং দিয়ে ভালো ভালো অংকন করে আপনাদের সাথে শেয়ার করতে পারব । আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো করে আপনাদের সামনে দারুন দারুন অংক নিয়ে আসতে পারি। তবে চলুন দেখা যাক আমার প্রথম পোষ্ট দিয়ে অঙ্কন।
IMG-20220315-WA0009.jpg

siam,.png

উপকরণ

  • আর্ট পেপার
  • লাল রং
  • সিঁদুর রং
  • কালো রং
  • কমলা রং
  • হলুদ রং
  • বাদামী রং।
  • ব্রাশ
  • কসটেপ
ধাপ -১
IMG-20220315-WA0000.jpg

siam,.png

IMG-20220315-WA0001.jpg

siam,.png

প্রথমে আর্ট পেপারটি কসটেপ দিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি যাতে রং গুলো বাইরে ছড়িয়ে না যায়। এরপর লাল রং দিয়ে কিছু দূর অঙ্কন করে নিয়েছি।

ধাপ -২
IMG-20220315-WA0002.jpg

siam,.png

লাল রং দিয়ে প্রায় মধ্য পর্যন্ত অংকন করেছি।

ধাপ -৩
IMG-20220315-WA0004.jpg

siam,.png

এই পর্যায়ে লাল দিয়ে করার পরের অংশটুকু সিঁদুর রং দিয়ে অঙ্কন করে নিয়েছি।

ধাপ -৪
IMG-20220315-WA0005.jpg

siam,.png

এ পর্যায়ে লাল, সিঁদুর ও হলুদ রং মিক্সড করে ফিনিশিং দিয়েছি যাতে আলাদা কোনো রং বোঝা না যায়।

ধাপ -৫
IMG-20220315-WA0006.jpg

siam,.png

এই পর্যায়ে কালো রং দিয়ে পাহাড় অংকন করেছিল।

ধাপ -৬
IMG-20220315-WA0007.jpg

siam,.png

পাহাড় অংকন করার পরে কমলা, হলুদ ও বাদামী রঙ একসাথে মিশিয়ে নিয়ে সূর্য অংকন করেছে। অর্থাৎ সূর্য অস্তের দৃশ্যটি পুরো অংকন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ফাইনাল ধাপ
IMG-20220315-WA0009.jpg

siam,.png

IMG-20220315-WA0011.jpg

siam,.png

এই পর্যায়ে অংকনটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কসটেপ তুলেছি। কসটেপ তোলার পর এখন আমাদের সূর্যাস্তের দৃশ্যটি সুন্দর লাগছে। এই ভাবেই আমার প্রথম পোস্টার রং দিয়ে একটি দৃশ্য অংকন সম্পূর্ণ হলো।

DIYসূর্যাস্তের দৃশ্য অংকন
আর্ট@abidatasnimora
CameraSamsung Galaxy A20

siam,.png


break.png

banner-abb23.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমবার হলেও কিন্তু মোটেও খারাপ আকেন নি আপনি। বেশ ভালই ছিল আপনার উপস্থাপনা এবং ঠিকঠাক মতোই সবকিছু সম্পন্ন করেছেন। চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ একদিন আরও ভাল কিছু উপহার দিবেন আমাদেরকে। সেই প্রত্যাশাই রইল।

জ্বী ভাইয়া দোয়া করবেন আমি যেন চালিয়ে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দর ভাবে সূর্যাস্তের একটি চিত্র অঙ্কন করেছেন আপু। সূর্যাস্তের চিত্র অংকন করার পদ্ধতিটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। চিত্রটি অঙ্কন কর যার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার প্রথম পেইন্টিং আপনার ভাল লেগেছে শুনে ভালো লাগলো ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পোস্টার রং দিয়ে তৈরি করা আপনার সূর্যাস্তের দৃশ্য অংকন টি দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। আপনার এই সুন্দর ক্রিয়েটিভিটি দেখে সত্যি আমি অনেক মুগ্ধ আপনি দারুন ভাবে পোস্টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার পোস্টটা দেখে আমি পেইন্টিং করতে অনেক আগ্রহী হলাম । ভাবছে আমিও একবার চেষ্টা করবো ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি অনেক অনুপ্রেরণা মূলক মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

পাহাড় কেন্দ্রিক সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি জলরং এর মাধ্যমে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চিত্রটি দেখতে একদম বাস্তব রূপে হয়েছে। বিশেষ করে লাল মেঘের সাথে সুর্যের দারুন মিল রয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারণ আপু, পোস্টার রং ব্যবহার করে দারুন একটি সূর্যাস্তের চিত্রাংকন করেছেন আপনি। চিত্রাংকন টি সত্যি অসাধারণ হয়েছে, একদম নিখুঁত ভাবে পুরো চিত্র কোনটি আপনি সম্পন্ন করেছেন। আমার কাছে আপনার চিত্রাংকন এবং উপস্থাপনা দুইই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

দিদি যে কথাটি না বললেই নয় প্রথমবারেই রং তুলি হাতে নিয়ে আপনি বাজিমাত করে দিয়েছেন। ভীষণ সুন্দর ফিনিশিং এসেছে আপনার হাতের কাজের। পাহাড় তো আমার সব সময় অনেক পছন্দের। আর সূর্যাস্তের দৃশ্য টা এত চমৎকার ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে আমিও সূর্যাস্ত দেখছি। এভাবেই চেষ্টা চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রইল।

দিদি আপনার থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। আমি শুধু চেষ্টা করেছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি

পোস্টার রং দিয়ে আপনি সূর্যাস্তের খুবই সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন। যদিও এটা আপনার প্রথম তবুও ভালোই হয়েছে। আশা করি আরো চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর চিত্র অঙ্কন আমাদেরকে উপহার দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

হা ভাইয়া এটা আমার প্রথম এবং আমি একটু চেষ্টা করেছি। আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপু। আমি তো আঁকতেই পারিনা। তবে তবে কমিউনিটির ড্রইং গুলা দেখলে প্রচন্ড ভালো লাগে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার ডিজিটাল আর্ট গুলো ভালো লাগে ভাইয়া। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর করে সূর্যাস্ত যাওয়ার চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কনের ধাপগুলো খুব সুন্দর করে ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন। এই পদ্ধতিতে যে কেউ খুব সুন্দর চিত্র অংকন করতে পারবে। ধন্যবাদ শুভকামনার জন্য।

আপনি ঠিক বলেছেন এই পদ্ধতি অনুসরণ করে যে কেউ অংকন করতে পারবে। আপনাকে ধন্যবাদ।

পোস্টার রং দিয়ে অসাধারণ একটি সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন আপু। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার এই পোস্টটার রংয়ের কাজ গুলো অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আমার প্রথম পোস্টার কালার দিয়ে আঁকা দৃশ্য আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

আগে বিটিভিতে একটা এ্যড দেখতাম। পোলিও নির্মূলের জন্য ঘোষণা করা হতো "বাদ যাবেনা কোন শিশু"। আপনাদের সবার ছবি আঁকা দেখে এখন মনে হচ্ছে ছবি আঁকাতেও বাদ যাবেনা কোন সদস্য।😆 প্রথম আঁকা ছবি হিসেবে ৮/১০ দিলাম আপনাকে। অনেক ভালো একেছেন অন্য যে কারো চাইতে। চালিয়ে যান, শুভকামনা রইল

😆😆😆 আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাহ পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর সূর্যাস্তের চিত্র অংকন করেছেন। সত্যি আমার কাছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাছে অনেক সুন্দর লাগছে শুনে খুব খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য।

পোস্টার রং এর মাধ্যমে সূর্যাস্তের চিত্রটি অসাধারণ হয়েছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অসুবিধা হয়েছে
শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

পোস্টার রং দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে সূর্য এবং পাহাড়ের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পোস্টার রং দিয়ে আমি চিত্র অঙ্কন করতে পারিনা। আপনার এই পোস্টটি দেখে অনেক কিছু শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

আমার আঁকা চিত্র আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পোস্টার রং দিয়ে ড্রইং তৈরি করা অনেক কষ্টের একটি বিষয়, আপনি খুব চমৎকারভাবে এটি ব্যবহার করে ড্রইং তৈরি করেছেন বেশ ভালো লাগলো। আপনার ড্রইং করার দক্ষতা আছে এভাবেই এগিয়ে যেতে থাকুন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনি ঠিক বলেছেন পোস্টার রং দিয়ে অংকন করা আসলেই কষ্ট কর। শুভকামনা রইল আপনার জন্য।

জল রং দিয়ে খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আপনার প্রথম চিত্র কিন্তু ভালো হয়েছে। পরবর্তীতে আরো সুন্দর চিত্র অঙ্কন আপনার কাছ থেকে উপহার পাবো। সে আশায় রইলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

জীবনে প্রথমবার বেশ ভালো ছিল আপু। সত্যি বলতে আমিও আপনার মত প্রথমত এই রকম একটি পেইন্টিং করেছিলাম। সত্যি বলতে তখন আপনারা উৎসাহ দিয়েছিলো অনেকে।আসলে তখন আপনাদের উৎসাহে কিন্তু আমি মোটামুটি শিখে গিয়েছি। আপনিও পারবেন আপু আপনার টাও অনেক ভালো হয়েছে।ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু আমরা আশা করব এবং এটার প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনার অনুপ্রেরণা দেখে ভালো। আপনি যখন প্রথমবার করেছিলেন এবং এখন যখন করছেন এর মধ্যে এক বিস্তর পার্থক্য আছে। ইনশাল্লাহ আমিও এই পার্থক্য তৈরি করব। ধন্যবাদ আপনাকে।

গোধূলি লগ্নের সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দরভাবে আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো দেখে বোঝার উপায় নেই যে আপনি এটা প্রথম প্রস্তুত করেছেন আরো ভালো ভালো চিত্র প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করবেন এই আশাই রইল

আমার আঁকা প্রথম অংকন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনি প্রথম পোস্টার রঙ দিয়ে সূর্যাস্তের দৃশ্যটি অসাধারনভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে সূর্যাস্তের অনেক সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের সকলের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন। পোস্টার রং দিয়ে আপনি প্রথম যে প্রথম অংকনটা করেছেন সেটি প্রথমবারেই অনেক ফাটাফাটি হয়েছে। পরবর্তীতে চেষ্টা করলে আপনি আরো সুন্দর অঙ্কন করতে পারবেন। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো সেই সাথে অনুপ্রেরণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

যেহেতু শেখার কোন বয়স নেই এবং কেউ যদি কোন কিছু শিখতে চাই তার পিছনে লেগে থাকে, পরিশ্রম করে সে অবশ্যই ভালো কিছু করতে

একদম যথার্থ বলেছেন আপু। আশা করি কয়েকদিনের মধ্যেই পোস্টার রঙের আর্ট আয়ত্ত করে ফেলতে পারবেন। যায়হোক আজকের সূর্যাস্তের দৃশ্যটি কিন্তু সুন্দর হয়েছে। আরও পোস্টার রঙের আর্ট দেখার অপেক্ষায় রইলাম আপু।

এভাবে কমেন্ট অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।