কুমিল্লা ভ্রমণ পর্ব-২ (শালবন বিহার বা ময়নামতি।১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য।

in hive-129948 •  3 years ago 
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। আর মাত্র একদিন পর রমজান মাস শুরু হবে। এই রমজান আমাদের কাছে অনেক মহামান্বিত একটি মাস। এ মাস কে কেন্দ্র করে আমাদের নানান ধরনের আয়োজন থাকে। রমজান মাসে আমাদের ধর্মীয়ভাবে একটি তাৎপর্যময় মাস। এ মাসে ২৯/৩০ টি রোজা পালন করতে হয় আমাদের ।আবার এ মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রহমত ,মাগফিরাত ও নাজাত। এ মাসকে বলা হয় পরিশুদ্ধির মাস, আত্মশুদ্ধির মাস। যাই হোক আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমার কুমিল্লা ভ্রমণের দ্বিতীয় পর্ব।

20220318_155009.jpg
w3w

siam,.png

কুমিল্লা ভ্রমনের প্রথম পর্বে আমি আপনাদের সাথে বার্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে কুমিল্লার ঐতিহাসিক একটি স্থান কুমিল্লার ময়নামতি শালবন বিহার নিয়ে আলোচনা করব। কুমিল্লার শালবন বিহার একটি ঐতিহাসিক স্থাপনা। এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। কুমিল্লার ময়নামতি পূর্ব নাম ছিল রোহিতগিরি। ঐতিহাসিক দিক দিয়ে জায়গাটা অনেক তাৎপর্য রয়েছে অন্যদিকে এ অঞ্চলকে লাইমাই বলা হয়ে থাকে। গত পর্বে আমি আপনাদের লালমাই পাহাড়ের কথা বলেছিলাম। তবে বর্তমানে এই বিহার মূলত ধ্বংসাবশেষ রয়েছে সেটি প্রাচীনকালে বৌদ্ধদের একটি নগরী ছিল। এখানে বৌদ্ধ ভিক্ষু বসবাস করত বলে ইতিহাস থেকে জানা যায় । বর্তমানে সেই বৌদ্ধবিহারের শুধু ধ্বংসাবশেষের রয়েছে রয়েছে বিভিন্ন ছোট ছোট টিলা,। আমরা যখন ময়নামতিতে অনেক আগ্রহ নিয়ে প্রবেশ করলাম তখন এক ধরনের ভালোলাগা ছিল। প্রথমে গেট দিয়ে ঢুকে পাশে লক্ষ্য করলাম ফুলে ভরা মাঠ সেই মাঠগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমরা যে পাশ দিয়ে হাটছিলাম সেই রাস্তার দুই পাশে হরেক রকমের ফুলের গাছ লাগানো আছে । কুমিল্লার ময়নামতিতে বিভিন্ন ধরনের খননকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এর জাদুঘরে আমার যাওয়া হয় নাই তবে একটি সাইনবোর্ড থেকে বিষয়গুলো জেনেছি । আমরা যখন সেখানে পৌঁছলাম তার পাশে ছিল একটি বন। এই বনের নাম শালবন। ছোটবেলায় সামাজিক বিজ্ঞান বইতে এই বনের নাম অনেক পড়েছি । তবে এ বিহারটি বেশি বড় না আয়তনে ছোট অন্যান্য বৌদ্ধ বিহারগুলো থেকে যেমন আমি পাহাড়পুর গিয়েছিলাম। পাহাড়পুর থেকে এই বিহার অনেক ছোট। তৎকালীন বৌদ্ধরা মূলত শিক্ষা বিস্তারের জন্য এই বিহারগুলো ব্যবহার করত। সাধারণত ধারণা করা হয় খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথমভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন।

20220318_155004.jpg

siam,.png

20220318_154913.jpg

siam,.png

20220318_154848.jpg

w3w

siam,.png

এখানে একটি কূপ দেখা যাচ্ছে এটি মূলত ২০২০ সালে খনন করা হয়েছে। এই কূপের মাধ্যমে সেই সময় সমগ্র বিহারে পানি সরবরাহ করা হতো বলে মনে করা হয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন। আমি মাঝখানে দাঁড়িয়ে ছিলাম সেখানে থেকেই চারপাশে ছবিগুলো তুলেছি আমার কাছে এই বিহারে কাঠামো দারুন ভালো লেগেছে তখনকার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়েছি। কত সুন্দর ভাবে ঘরগুলোকে সাজিয়েছিল তারা এইগুলো দেখে বোঝা যায় তখনকার স্থাপত্যবিদ্যা বেশ মজবুত ও শক্তিশালী ছিল। প্রতিটি দেয়ালের পুরুত্ব কয়েক মিটার করে। এই ইতিহাস বাঙ্গালীদের প্রাচীন ইতিহাসের নিদর্শন। এই অঞ্চলের পূর্ব থেকেই শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ ছিল তারই প্রমাণ। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে পাহাড়পুর,মহাস্থানগড়, উয়ারী বটেশ্বর ও ময়নামতি।

20220318_154851.jpg

siam,.png

20220318_154909.jpg

siam,.png

20220318_154425.jpg

siam,.png

20220318_154440.jpg

siam,.png

20220318_154707.jpg

siam,.png

20220318_154018.jpg
w3w

siam,.png

আমরা যখন এই বিহারের ঠিক মাঝে গেলাম সেখান থেকে চারপাশে লক্ষ করলাম বেশ সুন্দর লাগছিল। তবে একটা জিনিস দেখেছি এই বিহারগুলোর দেয়াল অনেক পুরু থাকে । আর যেহেতু তখন সিমেন্টের ব্যাপার ছিলোনা ধারণা করা হয় চুনের সাথে বালি মিশিয়ে দেয়ালগুলো তৈরি করা হতো। এই দেওয়ালগুলো সাধারণত বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা হতো। যাতে আক্রমণে দেয়ালগুলো সহজে ভেঙ্গে না পড়ে। মাঝখান থেকে তাকালে চারপাশে শুধু একই ডিজাইনের ছোট ছোট ঘর দেখা যায় ধারণা করা এই ঘর গুলোতে ভিক্ষু শিক্ষার্থীরা থাকতো।আবাসিক ঘর ছিল এগুলো । অবশ্য এ অঞ্চলে এখনো ভিক্ষুরা বসবাস করে আমরা যে দিন গিয়েছিলাম সেখানে অনেক ভিক্ষু দেখেছি। আসলে ভিক্ষু বলা হয় মূলত বৌদ্ধদের সন্ন্যাসীদের বা পুরোহিতদের । যারা ধর্ম চর্চা মাধ্যমে জ্ঞান অর্জন করত।শালবন বিহারে পাশেই ঐতিহাসিক একটি বৌদ্ধ মন্দির ছিল সমম স্বল্পতার কারনে দেখা যায়নি। তাই এক অতৃপ্তি নিয়েই চলে আসা।

20220318_161647.jpg

siam,.png

20220318_161620.jpg

siam,.png

20220318_161817.jpg
siam,.png

20220318_161357.jpg

20220318_161439.jpg
w3w

siam,.png

20220318_161417.jpg
w3w

siam,.png

শালবন বিহারের বিভিন্ন ধরনের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিহারটির কত সুন্দর।এখানে কতগুলো কত ছোট ছোট ঘর এছাড়াও এ বিহারে বৌদ্ধ মন্দির ছিল। বেশ রোদ ছিল তাই বেশিক্ষণ না থেকে যে জায়গাটি খুব ছোট ছিল এক ঘণ্টার মধ্যে আমরা বিহারে ঘুরে চলে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর লেগেছে পাহাড়ের উপরে একটি বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুভূতিও ভালোলাগা নিয়ে আপনাদের সাথে আরেকটি পর্ব শেয়ার করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কুমিল্লায় শালবন বিহার ময়নামতি ঘুরতে গিয়ে সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে কিছু দৃশ্য পটভূমি আমাদের সাথে শেয়ার করলেন। যেটা দেখে খুবই ভালো লাগলো আমার অনেক শখ জায়গাটিতে গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার। আমাদের সাথে আপনার ভ্রমণ কাহিনী গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার ভালো করে শুনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কুমিল্লা ভ্রমণ করতে বেশ অভিজ্ঞতা অর্জন করছেন দেখে খুব ভালো লাগলো । তাছাড়া আপনি বেশ কিছু ফটোগ্রাফি আমাদের আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টে এসে ময়নামতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে নিলাম। ময়নামতির অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যা আমি অনেক কিছু জেনেছি, দেখেছি।এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আমি কুমিল্লার ময়নামতি গিয়েছিলাম অনেক অনেক দিন আগে। আজ আবারো আপনার পোস্টে দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জায়গাটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল। আমার বিশ্বাস আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগার মুহূর্তটুকু ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমারও অনেক পছন্দ হয়েছে ভাইয়া। আপনিও গেছেন দেখে ভালো লাগল। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনি আজকে চমৎকার ভাবে শালবন বিহার বা ময়নামতি ভ্রমণ করতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এবং সাথে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার ভালো লাগল শুনে আমিও খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

একবার স্কুল থেকে পিকনিকে নিয়েছিল ময়নামতিতে। জায়গাটি আসলেই অনেক সুন্দর। শালবন বিহার, ময়নামতি জাদুঘর ছাড়াও আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম। সবকিছু থেকে এই শালবন বিহার এবং জাদুঘরে অনেক ভালো লেগেছিল। অনেক পুরানো জিনিস গুলো জাদুঘরের দেখে খুবই ভাল লেগেছিল। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজকে আবার শালবন বিহার দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ আপু এবং শুভকামনা রইল।

হ্যা আপু জায়গা অনেক সুন্দর। আপনার মন্তব্য দেখে অনেক ভালো লাগল।

শালবন বা ময়নামতি বিহার ভ্রমণের অংশটুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হবে আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার পড়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কুলের মধ্যে খুব অসাধারণ একটি জায়গার নাম হল শালবন বিহার। আমি কয়েকবার গিয়েছিলাম দেখার জন্য। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই জায়গাতেই। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার।

হ্যা ঠিক বলেছেন। অনেক সুন্দর জায়গা।ধন্যবাদ আপনাকে।

ময়নামতি শালবন বিহারের কথা অনেক পড়েছি অনেক জেনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে আপনার উপস্থাপন আইডি থেকে অনেক কিছুই ধারনা পেলাম আর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

আপনি যাবেন অনেক ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকে আপনি আমাদের মাঝে কুমিল্লার ময়নামতি শালবন বিহারের ভ্রমণ করার কিছু অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। প্রায় তিন বছর আগে আপনি এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা সত্যিই অনেক সুন্দর এবং এখানে লুকিয়ে আছে প্রাচীন যুগের সুন্দর সুন্দর কিছু ঐতিহ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর ঐতিহ্যবাহী কিছু জায়গার ফটোগ্রাফি আমাদেরকে পুনরায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

একদম ঠিক বলেছেন সত্যি জায়গাটি অনেক সুন্দর। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার কুমিল্লায় শালবন বিহারের পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আমিও এখানে গিয়েছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর। আমরা গিয়ে ছিলাম কয়েক বছর হচ্ছে। অনেক জায়গায় ঘুরে ছিলাম। আপনার পোস্ট দেখে আমার কাছে ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর ভ্রমণকাহিনী শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

হ্যা আপু জায়গা অনেক সুন্দর। আপনি গেছেন দেখে ভালো লাগল।ধন্যবাদ আপনাকে।

যখন হাই স্কুলে পড়তাম তখন পাঠ্যবইয়ে ময়নামতি সম্পর্কে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে অনেক কিছু জানতে পেরেছিলাম। তবে বাস্তবে কখনো যাওয়া হয়নি কিন্তু আপনার এই পোস্ট থেকে যেন বিষয়গুলো আবার নতুনভাবে দেখতে পেলাম। ফটোগ্রাফির মাধ্যমে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কুমিল্লায় এ জায়গা গুলে আসলেই খুবই সুন্দর। সেটা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। আপনার এই সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম। জায়গাগুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি এই জায়গায় কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে

হ্যা কুমিল্লা অনেক সুন্দর। জায়গা গুলো আমারো অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আমি কুমিল্লায় শালবন বিহার ময়নামতি অনেকবার গিয়েছি। সেখানে প্রাচীন নির্দেশনা সমূহ দেখে খুব ভাল লাগতো।আপনি কুমিল্লায় শালবন বিহার ময়নামতি ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ফটোগ্রাফির আমাদের সাথে শেয়ার করলেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনি অনেক বার ঘুরতে গেছেন শুনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।