# DIY-এসো নিজে করি (একজন জোকারের চিত্র অঙ্কন) 10% beneficiaries for @shy-fox

in hive-129948 •  3 years ago 

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আজ আমি আপনাদের সামনে এমন একজনের ছবি শেয়ার করব যার অভিনীত সিনেমার খুব আলোড়ন তুলেছিল। জোকার মুভিতে অভিনয় করেছেন তিনি জোকার হিসাবে। এই মুভিতে একজন জোকারকে সমাজ কত অবহেলার চোখে দেখে সেই দৃশ্যগুলো ফুটে তোলা হয়েছে। এক পর্যায়ে তিনি তার অপমানের বদলা নেন। চলুন দেখি আমি কিভাবে আর্টটি করেছি।

IMG-20211018-WA0037.jpg

উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল

ধাপ-১

IMG-20211018-WA0016.jpg
প্রথমে থুতনি ও গাল এঁকে নিয়েছি।

ধাপ-২

IMG-20211018-WA0045.jpg
এই পর্যায়ে মাথায় চুলের দাগ করে নিয়েছি।

ধাপ-৩

IMG-20211018-WA0044.jpg
এই পর্যায়ে নাক একটু এঁকে নিয়েছি।

ধাপ-৪

IMG-20211018-WA0043.jpg
এই পর্যায়ে শার্টের কলার এবং টাই এঁকে নিয়েছি।

ধাপ-৫

IMG-20211018-WA0042.jpg
এই পর্যায়ে একটু চুল ও শার্টের কলার গাঢ় করেছি ।

ধাপ-৬

IMG-20211018-WA0041.jpg

ধাপ-৭

IMG-20211018-WA0040.jpg

এই পর্যায়ে মাথায় চুল আঁকানো শেষ করেছি।

ধাপ-৮

IMG-20211018-WA0039.jpg
এই পর্যায়ে তার ভয়ংকর চোখ অঙ্কন করেছি।

ধাপ-৯

IMG-20211018-WA0038.jpg
এই পর্যায়ে তার ঠোঁট অঙ্কন করেছি।

ধাপ-১০

IMG-20211018-WA0037.jpg
যেহেতু মুভিতে তাকে ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া দেখা যায় তাই আমিও দিয়েছি এবং এর মাধ্যমে আমার জোকারের আর্ট সমাপ্ত হলো।

ফাইনাল চিত্র

IMG-20211018-WA0017.jpg

DIYজোকারের চিত্র অঙ্কন
আর্ট@abidatasnimora
DeviceSamsung galaxy S6

received_1699772656872624.jpeg

আমি @abidatasnimora একজন শিক্ষার্থী। স্বাধীনচেতা,মুক্তচিন্তা, বাকস্বাধীনতায় বিশ্বাসী। বই পড়া, ব্লগিং করা ও ভ্রমণ করতে ভালবাসি। নিজের উপর বিশ্বাস রেখে অগ্রসর হই। @amarbanglablog কমিউনিটি আমার পরিবার এটি সম্পূর্ণভাবে মনে ধারণ করি।

আমার অঙ্কন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে আপু আপনার আর্টটি।সুন্দর ভাবে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

আপনাকেও ধন্যবাদ আপু

বাহ্, আপনি ও জোকার ড্রয়িং করেছেন! অনেক সুন্দর হয়েছে। আমি ও ভেবেছিলাম এটা অংকন করবো। আপনার জন্য শুভ কামনা রইলো।

হা হা হা আপনার আগেই করে ফেললাম

কাল সিয়াম ভাইয়া জোকারের ছবি আঁকলো।
আর আজকে আপনি আঁকলেন।
ভাবছি আমিও এঁকে ফেলবো আপু। 😛
অনেক সুন্দর হয়েছে কিন্তু আপু।

হুম এঁকে ফেলেন😊😊

ওয়াও আপু চোখ আমার কাছে সব থেকে বেশি ভয়ংকর মনে হয়েছে। আপনি হুবাহু জোকার এর ছবি এঁকেছেন। তা দেখে সত্যিই আমি শিহরিত। লাল রঙের ঠোঁট ও বেশ ভালো ছিলো। প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন।

আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

বাহ অনেক সুন্দর করে জোকারের ছবি অঙ্কন করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার অংকন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনার অংকনটি দেখতে অনেক অদ্ভুত হয়েছে। তাই আপনার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ

জোকারের প্রকৃত রুপ আপনার চিত্র অংকনের মধ্যে ফুটে উঠেছে। জোকারের তাকানোর দৃশ্য বেশি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এক কথায় অসাধারণ হয়েছে। আপনার উপস্থাপন গুলো চমৎকার। শুভকামনা রইল আপনার জন্য আপু।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

বাহ্,,,অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা জোকারটা। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে ছবিটা প্রথমে দেখে আমি একটু ভয় পেয়েছিলাম।

আপনার জন্য শুভ কামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপু আপনি খুবই সুন্দরভাবে জোকারের ছবি অঙ্কন করেছেন। আপনার প্রতিটি অংকনই সব সময় মনমুগ্ধকর হয়। আপু শুভকামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ।

ওয়াও!!!কি সুন্দর একখান জোকার এঁকেছেন আপু।অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেওঅসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর এবং দক্ষতার সাথে জোকারের চিত্রটি অঙ্কন করেছেন।প্রথমে দেখে মনে করেছিলাম কোন ছবি হতে পারে।পরে বুঝতে পারলাম আপনি জোকারের ছবি অংকন করেছেন। সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে জোকারের ড্রয়িং। এছাড়াও আপনি খুব সুন্দর এবং ধাপে ধাপে অংকটি উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য

আপনাকও অসংখ্য ধন্যবাদ

আপনার আর্ট করার পদ্ধতি এবং আর্ট এর মান অনেক ভালো। আমি আপনার আরও আর্ট দেখেছি সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার তৈরি স্কেচ গুলো বেশি ভালো হয়। যাইহোক আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবসময়।

আপনার গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার জোকার এর চিত্র অংকন টি দেখতে অসাধারণ লাগছে। প্রশংসার দাবিদার। আগামী দিনের জন্য শুভকামনা

আপনাকে অসংখ্য ধন্যবাদ

হুবুহু জোকার এর মতো করে একেছেন আপু।আপনার আর্ট দক্ষতা খুবই দারুন।বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

আপু জোকারের ছবি টি ধাপে ধাপে দারুন ভাবে এঁকেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।এভাবেই নতুন নতুন অঙ্কন আমাদের মাঝে শেয়ার করবেন। শুভেচ্ছা রইলো আপু

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপু আপনি অনেক সুন্দর করে জোকারের ছবিটি অংকন করেছেন। আসলে জোকার বলতে আমরা কি বুঝি। কোন মানুষকে হেয় প্রতিপন্ন করে মজা নেওয়া এবং কি তাকে নিয়ে তৃরিষ্কার করা এগুলো আসলে কোনটাই ঠিক না। কিছু মানুষ আছে তাদের কথায় মানুষ আনন্দ পেয়ে থাকে। কিছু মানুষ আছে সে কথা বলে এবং কি মজার ছলে মানুষকে আনন্দ দিতে পছন্দ করে। সত্যিকার অর্থে আমি জোকার এর কোন অর্থ জানিনা বা মেনিং জানিনা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

অস্থির একটা চিত্র অংকন করছেন। সত্যিই অনেক সুন্দর লাগতেছে

আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি আপনার জোকারয়ের অংকনটি দেখে।আপনি খুবই সুন্দর ভাবে জোকার অঙ্কন করেছে। একদম হুবহু আসল জোকারের মতো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল

ওয়াও!!!এটা একটা ইউনিক আইডিয়া ছিল।দেখতে খুব সুন্দর লাগছে জোকারের চিত্রটি। সুন্দর করে উপস্থাপন করার জন‍্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন‍্য।

ওয়াও....!দারুন আপু দারুন। সত্যিই আপনি অনেক সুন্দর আর্ট করেন। বরাবরের মতো এবারও আপনার আর্ট অনেক সুন্তর হয়েছে। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

খুব খুব সুন্দর হয়েছে একজন জোকারের চিত্র অঙ্কন)।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু

অসাধারণ হয়েছে আপু।
প্রতিটা স্টেপ আপনি খুব সুন্দর ভাবে , ফুটিয়ে তুলেছেন।

শুভকামনা