আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।গত পোস্টে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে আমি আজকে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন চিত্র নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-
চিত্রটি আঁকানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদি নিম্নে দেওয়া হলোঃ
১.স্কেল
২.রাবার
৩.কাটার
৪.পেন্সিল(2B)
৫.রঙ পেন্সিল(ডায়মন্ড রঙ)-{সবুজ,খয়েরী,হলুদ,টিয়া,লাল,আসমানি,বাদামি,বেগুনি}
৬.A4 সাইজের অফসেট পৃষ্ঠা
চিত্রকর্মটি তৈরি প্রক্রিয়াগুলো নিম্নে ধাপে ধাপে দেওয়া হলোঃ
প্রথম ধাপঃ
সর্বপ্রথম A4 সাইজের অফসেট পৃষ্ঠাটির চারিপাশে পেন্সিল দিয়ে এক স্কেল পরিমাণ বর্ডার তৈরি করে নিতে হবে।এরপর নিম্নের চিত্রের ন্যায় নদীর পাড় এবং আকাশের অংশটা অঙ্কন করে নিতে হবে।
ধাপঃ২
এবার নদীতে দুটি পাল তোলা নৌকার ছবি এঁকে নিতে হবি।
ধাপঃ৩
এবার নদীর পাড়ে বিশাল এক গাছ,নদীর ওপারে দিগন্তজোড়া উদ্ভিদ এবং কলসি কাখে গ্রামীণ দুই বধূর চিত্র আঁকতে হবে।
ধাপঃ৪
এবার নদীর পাড়ে কাশফুল,আকাশে অস্তমিত যাওয়া সূর্য এবং ঘরে ফেরা পাখিগুলোর চিত্র আঁকতে হবে।
এখানে পেন্সিল দিয়ে আঁকানোর কাজ শেষ হলো এবার চিত্রটিতে রঙ করার পালা।
ধাপঃ৫
আমি সর্বপ্রথম নদীর পাড়ে গাছ, দিগন্ত বিস্তৃত উদ্ভিদ,কাশফুলের পাতা এবং নৌকার পাটাতনের রঙ করে নিয়েছি।
(রঙের ব্যাবহারঃসবুজ এবং খয়েরী।রঙ করার সময় সাবধানতা অবলম্বন করা লাগবে যেন রঙ নির্দিষ্ট চিত্র হতে বাইরে বের না হয়ে যায়)
ধাপঃ৬
এবার নৌকার ছাউনি,পাল এবং নদীর জলের রঙ করে নিতে হবে।
(রঙের ব্যবহারঃলাল,হলুদ,বাদামী,আকাশী)
ধাপঃ৭
এবার গ্রামীণ দুই বধূর শাড়ি,কলস,ঘাসফুল এবং অস্ত যাওয়া সূর্যের রঙ করে নিতে হবে।
(রঙের ব্যাবহারঃবাদামি,খয়েরী,লাল এবং বেগুনি)
ধাপঃ৮
এবার নদীর পাড়ে দূর্বা ঘাসের রঙ করে নিতে হবে।
(রঙের ব্যাবহারঃটিয়া)
ধাপঃ৯
এবার গোধূলি বেলার আকাশের রঙ করতে হবে।সূর্য অস্ত যাওয়ার সময় পানিতে যেমন সূর্যের হালকা প্রতিচ্ছবি সৃষ্টির জন্য সূর্যের নিচে বেগুনী রঙের হালকা রেখা টেনে দিতে হবে।
(রঙের ব্যবহারঃআকাশি,সবুজ এবং বেগুনি)
এভাবেই সম্পন্ন হলো আমার আজকের চিত্রকর্মটি।চিত্রটির সর্বশেষ আউটপুট নিচে দেওয়া হলো-
উপরোক্ত চিত্রটিও আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশের।যেখানে দুই গ্রামীণ বধূ নদী থেকে তাদের গৃহস্থালির কাজকর্মের জন্য পানি আনতে যাচ্ছে।মাঝি তার নৌকা পাড়ে ফেরাতে ব্যস্ত।আর পাখিগুলো দিনশেষে ফিরে যাচ্ছে তাদের বাসায়।আর গোধুলি সময়।আসলে এই সময়ের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে সবথেকে প্রিয়।তাই আজকে আমার চিত্রকর্মের ভিতরেও তা এঁকে ফেললাম।
আজকে এই পর্যন্তই।সবিশেষে আমি ধন্যবাদ দিতে চায় আমার বাংলা ব্লগ কমিউনিটির অ্যাডমিন @rme দাদা,মডারেটরসহ আমার শ্রদ্ধের সকল ভাই এবং বোনকে এই কমিউনিটির জন্য অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে কাজ করার জন্য।আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।আর পোস্ট শেষে কমেন্ট করে অবশ্যই আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না।
বাংলা আমার গর্ব এবং অহংকার
ধন্যবাদ @abir10
আকাআকি করা আসলেই একটা আর্ট। অনেকেই এটা পারে না। আমিও এই না পারার দলেই।
ধন্যবাদ, সুন্দর এই চিত্র টা অংকন পদ্ধতিসহ আমাদের সামনে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া....আমি সবসময় চেষ্টা করি নতুন কোন বিষয় নিয়ে পোস্ট এবং তা সুন্দরভাবে উপস্থাপনের জন্য।এর মাঝেও অনেক ভুল হয় তবে আপনারা এগুলো শুধরিয়ে দিলে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকমটা শুধু আমি বইয়ের পাতায়ই দেখেছি। বাস্তবে এখন বধূরা কী নদীর ঘাটে কলসিতে পানি আনতে যায়। সুন্দর একেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া...এখনো যেসব অঞ্চলে গভীর নলকূপের পানিতে আয়রনের সমস্যা আছে সেখানের মানুষ নদীর পানি ফুটিয়ে খায়।চিত্রটা সম্পুর্ণ আমার কল্পনায় তৈরি তবুও ওসব গ্রামাঞ্চলে এটি নিত্যদিনের একটি প্রতিচ্ছবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও আচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামীণ জীবনের অনন্য প্রতিফলন হচ্ছে কলসি কাঁধে নিয়ে নদীর ঘাটে পানি আনতে যাওয়া যেটা আগের অর্থাৎ গ্রামীণ জীবনের সাধারণত দৃশ্য হিসেবে অনেক চিত্রকর ফুটিয়ে তুলেছেন। আপনি অনেক সুন্দর করে রেখেছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া...চিত্রগুলোর ভাবার্থ বোঝার জন্য।আসলে গ্রামীণ পরিবেশের উপর আমার বরাবরই টান। তাই চিত্রের মাধ্যমে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit