আমার বাংলা ব্লগঃবাংলাদেশের যানজট সমস্যা এবং আমার কিছু কথা

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশর যানজট সমস্যা এবং এর প্রতিকার বিষয়ক আমার কিছু মন্তব্য।তো চলুন কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক-
আমাদের দেশে যানজট একটি সাধারণ সমস্যাসাধারণ সমস্যা বলতে বোঝায়-যে সকল সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই ঘটে।যানজটের ফলে সবশ্রেণির মানু্ষেরই ভোগান্তি পোহাতে হয়।কিন্তু একবার আমরা ভেবে দেখেছি কি কেন এই যানজটের সৃষ্টি হয়?এই যানজটের জন্য কি শুধু অপরিকল্পিত দোকানপাট বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু যানবাহনই দায়ী? আসুন আমরা এসম্পর্কে এবার কিছু তথ্য জেনে আসি এবং অবশ্যই পোস্ট শেষে আপনার নিজস্ব মন্তব্য জানাতে ভুলবেন না।

বাংলাদেশের যানজট সমস্যা এবং আমার কিছু কথা

FB_IMG_16290075184828183.jpg

মেহেরপুর থেকে ঢাকাতে যতবারই গিয়েছি প্রায় প্রতিবারই এই ভোগান্তি মানে এদেশের সাধারণ সমস্যা যানজটের কবলে পড়েছি।তাছাড়া পেপার পত্রিকায় চোখ রাখলে কভার পেজে দেখা যায় দীর্ঘ গাড়ির লাইন সম্বলিত একটি ছবি এবং তার নিচে মোটা অক্ষরে লেখা থাকে যানজট সমস্যা।খবরটা পড়লে অনেক যুক্তিবাদী মানুষের কথা ও এখানে শোনা যায়।আর তাদের প্রথম এবং শেষ কথাই হলো- •ফুটপাতের উপর যত দোকানপাট আছে তা ভেঙ্গে দেওয়া হোক,
•রাস্তা ঘাট প্রশস্ত করা হোক
লাইসেন্স বিহীন গাড়িকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হোক আরো ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আমার প্রশ্ন হলো মাত্র এই গুটিকয়েক কাজ করেই কি এদেশের একটি জাতীয় সমস্যাকে আমরা সমাধান করতে পারবো?

সেদিন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম গরিব মানুষদের রাস্তারধারে যতো অস্থায়ী দোকানপাট আছে তা কোন রকম নোটিশ দেওয়া ছাড়াই ভেঙ্গে দেওয়া হচ্ছে কিন্তু আপনারা যদি কখনো হাইওয়ের দিকে খেয়াল করেন ওখানে দেখবেন লম্বা যানজট কই সেখানে তো ফুটপাতের পাশে নেই কোন দোকানপাট তাহলে কি সমস্যা শুধু গরিবরাই।তাই সমস্যার কেন্দ্রবিন্দু যখন এই গরিবরাই অর্থাৎ তথাকথিত এদেশের সাধারণ মানুষ তাই আমাদেরই সবার আগে এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভূমিকা অপরিসীম।সরকার যদি শুধু শহরেই না এর বাইরেও বিশেষ করে যেখানে থেকে যানজট সমস্যাটা সৃষ্টি হয় সেখানেও ট্রাফিক ব্যাবস্থাটা বহাল করে তবে এ সমস্যা অনেকাংশে লাঘব হবে।তাছাড়া দেশের সকল প্রধান সড়কের রাস্তাঘাট যদি প্রশস্ত এবং ট্রাফিক আইন মেনে সকল শ্রেণির যানবাহন চলাচল করে তাহলে এ সমস্যাটার প্রায় সমাধান হয় যায়।

কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের দেশে এটা কি আদৌ সম্ভব??পৃথিবীতে প্রকৃতির তৈরি নিয়ম ছাড়া সব নিয়মেই মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।তাই আমরা সকল শ্রেণির মানুষ যদি এ বিষয়ে সচেতন হয়, এ বিষয় নিয়ে সব জায়গায় আলোচনা, মিটিং এর বাবস্থা এবং সর্বোপরি সরকার যদি এ কাজে এগিয়ে আসে তাহলে খুব দ্রুততাত সাথে আমরা যানজট সমস্যার মোকাবিলা করতে পারি।

আমার ঢাকা থেকে আসার পথে সিরাগঞ্জের মাঝামাঝি রাস্তায় যানজট সমস্যার কিছু স্থির ছবি নিম্নে দেওয়া হলোঃ

FB_IMG_16290074939827542.jpgঅপরিকল্পিত যানবাহন এবং ট্রাফিক আইন না মানার ফলে সৃষ্ট সমস্যা

FB_IMG_16290075097995268.jpgযানজটের ফলে সাধারণ মানুষের কষ্টকর ভোগান্তি

FB_IMG_16290074996946348.jpgসরু রাস্তাঘাট

এই ছিল আমার আজকের মতো যানজট সমস্যা এবং তা নিরসনের কিছু উপায়।আশা করি আপনাদের ভালো লেগেছে।সবিশেষে আমি @rme ভাইকে ধন্যবাদ দিতে চায় আমাদের নিজ মাতৃভাষায় নিজের আবেগকে প্রকাশ করতে দেওয়ার জন্য এবং অন্যান্য সিনিয়র ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কমিউনিটি টাকে সুন্দরভাবে পরিচালনার জন্য।আমি প্রতিদিন আমার পোস্টের ধারাবাহিকতা বজায় রাখবো।ইনশাল্লাহ। আশা করছি আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমার কাজের অগ্রগতির জন্য এবং আমাকে সবসময় পাশে পাবেন।

ধন্যবাদ @abir10

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Thanks❤️

যানজট আমাদের দেশের গুরুতর একটি সমস্যা। এর জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। ঢাকা শহরে অনেক বেশি যানজট হয়।

জ্বী ভাই...আর গরমের সময় জ্যামে পড়লে তো আর কোন কথাই নেই😶

খুবই দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের যানজট অবস্থা নিত্যদিনের সঙ্গী।

জ্বী ভাই...ঠিক বলেছেন।