শ্রদ্ধেয় ভাই,বোন ও বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে।আমার আজকের পোস্টের কন্টেন্টটি হলো-"আমার কলেজের হোস্টেল ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে"।আশা করি আপনারা বিষয়টি উপভোগ করবেন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের বাংলাদেশ।এদেশের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অতি মনোরম যা আমি ইট-কংক্রিটে গড়ে ওঠা শহুরে পরিবেশের মধ্যে কোনদিন খুঁজে পাই নি।তবে আমার ধারণাটির ভুল ভাঙ্গে আমার কলেজ ক্যাম্পাসে আসার পর।কলেজটি শহরের কেন্দ্রে হবার পরেও ১৭.২ হেক্টর বাউন্ডারির মধ্যে অবস্থিত কলেজ এবং হোস্টেল ক্যাম্পাসের আনাচে-কানাচে যেন সবুজের হাতছানি দেয়।আমি তো প্রথম দিন কলেজের এই প্রাকৃতিক সৌন্দর্যেই বিভোর ছিলাম।তো চলুন দেখে আসা যাক আমার কলেজ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য এর ফটোগ্রাফির কিছু মুহুর্ত-
ছবিগুলো আমার কলেজের বয়েজ হোস্টেলের সামনের অংশ।সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাইরে তাকিয়ে দেখি আকাশে মেঘ ও রৌদের খেলা শুরু হয়েছে আর তার প্রভাবে আমাদের আমাদের ক্যাম্পাসের প্রকৃতির সৌন্দর্যও যেন আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে।আর এই সৌন্দর্যকে সাক্ষী করে রাখার জন্য রুম থেকে ফোন নিয়ে এসে তুলে ফেললাম কয়েকটি ছবি।
দুপুরবেলা
সকালবেলায় আকাশে মেঘ দেখে গেলেও দুপুরে তা কেটে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এবং সেই সাথে বাড়তে থাকে প্রচন্ড রৌদ্রের তাপ।তাই গরমের হাত থেকে বাঁচতে সবাই মিলে নেমে পড়লাম আমাদের কলেজের পুকুরে।হোস্টেল বাথরুমের থেকেও পুকুরেই সবার গোশল করা হয় বেশি কারণ এখানে একসাথে বসে আড্ডাও দেয়া যায় আবার গোশলটাও খুব উপভোগ করে করা যায়।এবার গোশলের পর দুপুরের খাবার খেয়ে এক ঘুম দিলাম।
বিকেলবেলা
বিকেলে ঘুম থেকে উঠার পর রৌদের তাপটা একটু কমলে আবার বেরিয়ে পড়লাম ফটোগ্রাফির উদ্দেশ্যে।এই ছবিটা হলো আমাদের কলেজের "জিরো পয়েন্টের"।আমাদের কলেজ বাউন্ডারির মাঝ বরাবরে অবস্থিত বলে জায়গাটির নাম আমরা " জিরো পয়েন্ট" দিয়েছি।
আমাদের হোস্টেল থেকে কলেজ যাবার পথ।
ক্যাম্পাসে জন্মানো বুনো একটি ফুলের ফটোগ্রাফি।
বিকেলের শেষের দিকে আকাশ আবার ছেয়ে গেলো কালো মেঘে।
সন্ধ্যাবেলা
বিকেলে একটু হাটার পর ঠিক সন্ধ্যার আগে মূহুর্তে তোলা আমার হোস্টেলের ছবি।এই সময় হোস্টেলের পরিবেশ দেখলে মনে হয় কোন শিল্পীর জল তুলিতে আঁকা কোন মিনার সগৌরবে নিজ মহিমায় আলোকিত অবস্থায় প্রকৃতির মাঝে জেগে রয়েছে।
রাতেরবেলা
এখন প্রায় মধ্যরাত।হোস্টের বারান্দায় বসে উঠানো এই ছবিটি।আমাদের হোস্টেল থেকে সামান্য কিছু দূরে মেঘনা নদী হওয়ায় রাতের পরিবেশ কিছুটা শীতল থাকে এবং এর সাথে বহমান থাকে নির্মল বাতাস।সবমিলিয়ে রাতের পরিবেশটাও এক অপরূপ সাজে সেজে ওঠে।পরীক্ষার পর কত রাত যে বারান্দায় আড্ডা দিতে দিতে কাটিয়ে দিয়েছে তার সঠিক হিসাবটা আমারো অজানা।
আমাদের যেহেতু মাছ নিয়েই গবেষণা তাই আমাদের ক্যাম্পাসে ছোট বড় সব মিলিয়ে ৯০ টি পুকুর রয়েছে।বিকেলে পুকুরের পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য হয়ে ওঠে আরো নির্মল ও মনোরম।তো এই ছিল আমার আজকের হোস্টেল ক্যাম্পাস নিয়ে পোস্ট।আপনাদের সকলকে আমার কলেজ ক্যাম্পাসে ঘুরতে আসার আমান্ত্রণ রইলো।আর সর্বোপরি আমার পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️
শুভেচ্ছান্তেঃ@abir10
আমার কলেজ ক্যাম্পাসের What3words code:
location
ডিভাইস | samsung galaxy A50 |
লোকেশন | চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউট সংযুক্তি |
ফটোগ্রাফার | @abir10 |
ক্যাটাগরি | ক্যাম্পাস ফটোগ্রাফি |
আমার পরিচয়ঃ
আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই। মাক্রো শট গুলো আমার ভালো লেগেছে এবং প্রথম দিকে সকাল বেলার ফটোগ্রাফিও অস্থির লেভেলের ছিলো। সব মিলিয়ে অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ছবি আমার অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার সুন্দর মুহূর্ত গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার জন্যেও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি গুলো সুন্দর হলেও আমার মনের কাছে দৃষ্টিনন্দন এবং অতি চমৎকার লেগেছে রাতের ফটোগ্রাফি গুলো। সত্যিই রাতের ফটোগ্রাফির মধ্যে আপনার শহরের প্রকৃত রূপ লুকিয়ে ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া...আমারো রাতের পরিবেশ বারান্দায় বসে উপভোগ করতে খুব ভালো লাগে কারণ তখন চারিদিকে এক রকম নিস্তব্ধতা বিরাজ করে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনার সব মিলিয়ে পোস্টটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার ক্যাম্পাস টা অনেক সুন্দর। দেখে খুবই ভালো লাগল। কী সুন্দর পরিবেশ বান্ধব প্রকৃতি। এবং রাতের ক্যাম্পাসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং আপনার ক্যাম্পাসের আয়তন তো অনেক। সবমিলিয়ে অসাধারণ পোস্ট।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথা কিন্তু রেখেছি ভাইয়া😇।
চারিদিকে লাইটিং এর ব্যাবস্থা থাকার কারণে রাতের পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে।আর আমাদের ক্যাম্পাস বড় হলেও সব জায়গায় আমাদের প্রবেশের অনুমতি নেই।কারণ মহিলা হোস্টেল ও অফিসার'স জোন এই দুটো থাকার কারণে।ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ফটো গ্রাফি করেছেন।আপনার কলেজটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা চাইলে কত সুন্দর ঘুরতে পারেন। ছবি তুলতে পারেন। আমরা পারিনা 😥 আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর করে বর্ণনাও করেছেন। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ আপনারও একদিন সুযোগ আসবে আপু।শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit