[ইলিশ মাছের জীবনচক্র](Life cycle of hilsa fish)//১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আজ

২০ই আশ্বিন, ১৪২৮
6th Oct.-2021 🍂

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট করতে যাচ্ছি।এই প্রথম আমি মাছ নিয়ে লেখালেখি শুরু করলাম।জানিনা আপনাদের কেমন লাগবে।তবে আপনাদের পূর্ণ সমর্থন পেলে আমি এই ধারাটি অব্যাহত রাখতে পারবো।

ইলিশ আমাদের জাতীয় মাছ।এই মাছ জীবনে একবারও খায় নি এমন বাঙালি হয়তো একটাও খুজে পাওয়া যাবে না।মাছটি স্বাদ,গন্ধ পুষ্টিগুণে সকল মাছের সেরা।এজন্যই তো এটি আমাদের জাতীয় মাছ।তো মাছ তো আমরা সবাই খেলাম কিন্তু আমরা কি জানি এই মাছের জীবনচক্রটা কেমন?এরা জীবনের কোন সময় কোথায় অবস্থান করে এবং কখনই বা আমাদের এই মাছটি খাওয়া উচিত?চলুন তাহলে প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার মাধ্যমে আমার আজকের পোস্টটি শুরু করা যাক-


চিত্রের মাধ্যমে ইলিশ মাছের জীবনচক্র

20211005_000048.jpg


জেনে রাখা ভালো ইলিশ মাছ হচ্ছে মহীমুখী(anadromus) মাছ।কারণ এরা প্রজননের জন্য সমুদ্র থেকে নদীতে আসে।সৃষ্টিকর্তার কি নেয়ামত দেখেছেন,শুধুমাত্র নদীতে আসার জন্যই ইলিশ মাছ আমাদের কাছে সহজলভ্য হয়েছে।এবার চলুন ইলিশ মাছের উপরের জীবনচক্রের ছবিটি ধাপে ধাপে খুব সহজেই বুঝে নেওয়া যাক-

পরিপক্ব ইলিশঃ

FB_IMG_16334172638309614-1-1.jpg
location

আমি আগেই বলেছি ইলিশ মাছ মহীমুখী মাছ।এরা জীবনের একটা অংশ সমুদ্রে কাটালেও প্রজননের মিঠা পানির নদীতে চলে আসে।কারণ ইলিশ মাছের ডিম লবণাক্ত পানিতে অভিস্রবণিক চাপের কারণে নষ্ট হয়ে যায়।ইলিশ মাছ আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় ডিম ছাড়ে এবং ডিম ছাড়ার সময়সীমা হয় ২২ দিন।এই ২২ দিন নদীতে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে।একটি মা ইলিশ এক মৌসুমে ২ থেকে ২২ লক্ষ পর্যন্ত ডিম ছাড়ে।

ডিম

FB_IMG_16334316499826300-2.jpg
location

ইলিশ মাছ নদীর তীব্র স্রোতযুক্ত স্থানে ডিম ছাড়ে।ডিম ছাড়ার পর এই মাছের (parental control) থাকে না।তাই লক্ষাধিক ডিমের মধ্যে মাত্র কয়েকহাজার ডিমই অক্ষত অবস্থায় থাকে।এগুলো থেকেই পরবর্তী সময়ে ছোট ইলিশ তৈরি হয়।

জাটকা

FB_IMG_16334318617340144.jpg

Location

ডিমের পরবর্তী পর্যায় হলো জাটকা।সাধারণত ৯ ইঞ্চি বা ২৩ সে.মি. এর থেকে কম আকৃতিবিশিষ্ট ইলিশের পোনাকে জাটকা বলে।এরা নদীর আধালবণাক্ত পানি অর্থাৎ মোহনাতে ৫-৬ মাস অতিবাহিত করার পর নদী থেকে আবার সমুদ্রে পাড়ি জমায়।উল্লেখ্য,এই ৫-৬ মাস সময় ব্যাপীও নদীতে ইলিশ ধরা নিষেধ থাকে।তখন প্রশাসন থেকে জাটকা সংরক্ষণের জন্য লোকবল নিযুক্ত করে।কারণ-আজকের জাটকাই হবে আগামী দিনের বড় ইলিশ।

অপরিপক্ব ইলিশ

অপরিপক্ব ইলিশ জাটকারই প্রতিলিপি।তবে এদের মধ্যে একটি সাধারণ পার্থক্য হলো জাটকা আধা লবণাক্ত পানি মোহনায় থেকে সমুদ্রে চলে যাবার পর এগুলোর নাম হয়ে যায় অপরিপক্ব ইলিশ।নদী থেকে সমুদ্রে জাটকাগুলো যাবার পর এক বছর সময় পর্যন্ত সেখানে অবস্থান করে এবং এই সময়ের মধ্যেই ইলিশ পরিপক্বতা লাভ করে।পরিপক্বতা লাভের পর এরা আবার লোনা পানি ছেড়ে নদীর মিঠা পানির দিকে রওনা হয়।আর এভাবে একটি ইলিশের জীবনচক্র চলতে থাকে।

এই ছিল আমার আজকের পোস্ট ইলিশ মাছের জীবনচক্র অর্থাৎ এই মাছ জীবনের কোন সময় কোথায় অবস্থান করে।বছরে দীর্ঘ সময় ইলিশ ধরা বন্ধ থাকে প্রায় আট মাস সময়(জাটকা ও ডিম ছাড়ার আগে) পর্যন্ত।ইলিশের ডিম ছাড়ার ২২ দিন পর যখন ঝাকে ঝাকে ইলিশগুলো আবার সমুদ্রের দিকে গমন করে তখন জেলেরা তাদের জাল দিয়ে এদের ধরে বাজারে বিক্রি করে।

FB_IMG_16334318035877408-1.jpg
Location

তাদের এই ইলিশ ধরা অব্যাহত থাকে ডিমগুলো ফুটে ইলিশের পোনা(জাটকা) হবার আগে পর্যন্ত।


সর্বোপরি আমার আজকের পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমার পোস্টে আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।

🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️


শুভেচ্ছান্তেঃ@abir10

আমার পরিচয়ঃ

FB_IMG_16326465518590940.jpg

আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশের জীবনচক্র সুন্দর করে তুলে ধরেছেন। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ভাই আপনি ইলিশ মাছের জীবন চক্র নিয়ে অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক অজানা তথ্য জানা হয়ে গেলো ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া❤️

ইলিশ মাছের জীবন চক্রটা খুবই ভালোভাবে বর্ণনা করেছেন। আমাদের অনেক ভাগ‍্য যে এইদেশে এতো পরিমাণ ইলিশ পাওয়া যায়। এজন্য আমাদের এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যেমন সরকার এখন ইলিশ মাছ ধরাই নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা অবশ‍্যই ইলিশ যেন বংশবৃদ্ধি করতে পারে এইজন্যই আইন টা পালন করা উচিত।

ইলিশ আমাদের দেশের সম্পদ।এই দিক বিবেচনায় নিয়ে আমাদের আইনগুলো মানা উচিত।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।❤️

বিষয়টি পুরো ক্লিয়ার। খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।

ধন্যবাদ ভাইয়া ❤️

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

ইলিশ মাছের জীবনচক্রটা বেশ সুন্দর ছিল। অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার জন্যেও শুভকামনা রইলো।

আপনার পোস্টটি পড়ে ইলিশ মাছ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। প্রায় প্রতিটি জিনিস আমার জন্য নতুন ছিল। অজানা জিনিস জানতে পেরে ভালো লাগলো৷ ইলিশ মাছ খাওয়ার প্রতি বাঙালিদের আলাদা ভালো লাগা কাজ করে !

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাই আপনি অনেক সুন্দর করে ইলিশ মাছের চক্রটি আর্ট করছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

ইলিশ মাছের জীবনচক্রটি আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া।
এই পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেলাম।
তাই জন্য সবার পক্ষ থেকে জানাই আপনাকে ধন্যবাদ। সুন্দর হয়েছে পোস্টটি।

আপনারা বিষয়টি বুঝতে পারলেই আমি আমার পোষ্টের স্বার্থকতা খুজে পাই।ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/privacy-policy-last-updated-privacy-policies-of-amar-bangla-blog-community-30-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

Source : https://www.google.com/imgres?imgurl=https://lookaside.fbsbx.com/lookaside/crawler/media/?media_id%3D208947940977015&imgrefurl=https://www.facebook.com/moflbd/posts&h=960&w=540&tbnid=pf-U2tQ7craWqM&tbnh=300&tbnw=168&usg=AI4_-kSbn57skrQzCJ6bTP-SGiuU3d6G4A&vet=1&docid=sz0u7rZ5gDGqmM&itg=1&hl=bn