বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব।আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ করবো, নাটকের নাম সুপার ওয়াইফ। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
ড্রামা | সুপার ওয়াইফ |
---|---|
কাষ্ট | মুশফিকুর রহমান (ফারহান) সাফা কবির আরো অনেকেই। |
স্ক্রিপ্ট | অনামিকা মন্ডল |
ডিরেক্টর | মোঃ তৌফিকুল ইসলাম |
ইডিট এন্ড কালার | আকাশ সরকার |
মিউজিক | নাসরিন অনি |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | এক ঘন্টা বিয়াল্লিশ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকটি শুরু হয় খাওয়া দাওয়া শুরু নিয়ে। তারা সবাই মিলে একসাথে খেতে বসে। খেতে বসে তারা অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে করতে তাদের খাওয়া শেষ হয়। তারপর তারা বউমার শাড়ি নিয়ে অনেক আলোচনা করা শুরু করলো যুথি তার ভাবির অনেক শাড়ি দেখে তো পুরাই অবাক,সে তার ভাবিকে বলতেছে যে এত্তো এত্তো শাড়ি এই জন্যই মনে হয় মেয়েরা বিয়ে করে তাই না ভাবী? এই কথা শুনে তো তার ভাবি হাসি দিয়ে বলতেছে যে একটা কাজ করি যুথি তোমারও বিয়ের ব্যবস্থা করি। না বর না হলেও চলবে আমরা একটা আয়োজন করবো অনেক মানুষ আসবে অনেক গিফট নিয়ে আসবে তোমার জন্য। এই কথা শুনে তো যুথি বলতে লাগলো কবুল কবুল কবুল আমি রাজি।
তারপর তার ভাবি বলতে লাগলো যে আমি আমার বিয়েতে যে গুলো গিফট পেয়েছি সেগুলো সব বিক্রি করে দিব, তার কারণ হচ্ছে এতো এতো গিফট দিয়ে আমি কি করবো।এর চেয়ে বরং আমার এই গিফট গুলো দিয়ে আমরা যখন কারো বাসায় দাওয়াত খাইতে যাবো সবাইকে একটা একটা করে গিফট দিব মা আপনি কি বলেন,,তার শাশুড়ি মা বলল যে ঠিক আছে তাহলে তো অনেক ভালো হয় ,, এতে আমি বুঝলাম যে আমার বউমা হিসাবি আছে একটু। এর পর জুই ছাদে আসে কাপড় শুকানোর জন্য। তারপর জিসান তার বউকে বলতে লাগলো যে আজকে ফ্যাক্টরিতে না জাই, জুই বলতে লাগলো যে আজকে না গেলে কালকে না গেলে পরশুদিন তো যেতেই হবে আর আপনি যে যাবেন না এই দুইদিন না গেলে লস হবে না। এরপর জুই বলতে লাগলো যে আপনি আপনার ফ্যাক্টরিতে কি বাইক নিয়ে যাবেন। জিসান বললো যে হ্যাঁ আমি তো বাইক নিয়ে ফ্যাক্টরিতে যাই।
এই কথা শুনে তো জুই সাথে সাথে বাইকের চাবি নিয়ে বলতেছে যে এই খান থেকে আপনার ফ্যাক্টরি কত দূর কয় টাকার তেল লাগে যাইতে? ফারহান বললো যে ১৫-২০ টাকার। ওহ তারপর জুই বললো যে বাইকে যাওয়া যাবে না। আপনি এই ফ্যাক্টরিতে যাবেন ওখানে গিয়ে বসে থাকবেন, আবার বাসায় আসার সময় বাইকে করে আসবেন বাসায় এসে আবার রেস্ট করবেন এরকম বসা আর বাইকে চড়াচড়ি করার মধ্যে আপনি হাঁটবেন কখন, হাঁটতে হবে না। প্রতিদিন একজন মানুষের জন্য ২০ মিনিট করে হাঁটা প্রয়োজন। আরো বললো যে এছাড়াও আমি বাইককে খুব ভয় পাই। জিসান বললো যে বাইকে এক্সিডেন্ট হয় এই জন্য? জুই বললো যে তেল বেশি খরচ হয় এই জন্য,, আরো বললো যে আসলেই আমি বাইকের এক্সিডেন্ট খুব ভয় পাই বাইক নিয়ে যাওয়া যাবে না। তারপর জিসান বললো যে ওকে আসি তাহলে। এই বলে সে হাঁটতে শুরু করল পথিমধ্যে তার বন্ধুর সাথে তার দেখা হয়।সে তার বন্ধুকে অনেক কিছু বললো তার বন্ধু ও তাকে অনেক কিছু বললো। অনেক কথা বলার পর জিসান তার বন্ধুকে বলল যে বন্ধু আমি আর হাঁটতে পারতেছি আর বেশি সময় ও নেই তুই তোর বাইকে করে আমাকে ফ্যাক্টরিতে নামাই দিয়ে আয়। তারপর তার বন্ধু বললো যে গাড়িতে ওঠ। তারপর জিসান বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো।ঐ মাছ পচা ছিল তাই জুই বাজারে গিয়ে মাছ ফেরত দিয়ে টাকা ফেরত তো নিয়েছে তার সাথে আবার মটর সাইকেল এর তেলের টাকাও নিয়েছে মাছের দোকানদারের কাছ থেকে।
হঠাৎ একদিন দুপুরে জুই ভাত নিয়ে যায় জিসানের জন্যে, গিয়ে দেখে যে জিসান ঘুমাচ্ছে। অফিসে জিসান জুইকে একটু বকাবকি করার কারণে সে মন খারাপ করে রুমে বসে ছিল। জিসান জুই এর রাগ ভাঙ্গানোর জন্য তার জন্য একটা গোলাপ ফুল ও নিয়ে গিয়েছিল। এরপর জুই এর বাবা তার মেয়ের বাড়িতে যায়। গিয়ে দেখে যে তার মেয়ে দরজা বন্ধ করে বসে আছে। তারপর জুই এর বাবা জুঁইকে ডাকলো তারপর জুই দরজা খুলল। এরপর তারা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করলো।জুই এর দাদা মূলত জমিদার ছিল। তার বাবা খুব টাকা অপচয় করতো বেশি বেশি খরচ করতো।ঐ রকম করে চলতে চলতে এক সময় জুই এর বাবার সব টাকা জমি জমা সব শেষ হয়ে যায়। হঠাৎ তার মা ক্যান্সারে আক্রান্ত হয়। তখন তো তার বাবার কাছে তেমন টাকা ছিল না। তাই তার বাবা তার মায়ের চিকিৎসা করাতে পারেন না। এর পরে তার মা মারা যায়। তখন থেকেই আসলে জুই হিসাব করে টাকা খরচ করে ।
এই নাটক থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে মিতব্যায়ী হতে হবে। জুই এর দাদা কিন্তু বড় জমিদার ছিলেন।কিন্তু তার বাবা যদি অমিতব্যায়ী না হয়ে মিতব্যায়ী হতো তাহলে কিন্তু জুই এর মার চিকিৎসা করাতে পারতো। ঐ যে কথায় আছে না যে বসে খেলে রাজার রাজ্য টিকে না। এখন যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৯ দিব। আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
https://x.com/MdAbuBakarR1/status/1855809543152001479?t=DRgFdQ93AS4qq0_qgkpQLQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক রিভিউ পড়া মানেই হচ্ছে নাটকের সমস্ত বিষয়বস্তুগুলোকে বাস্তব ভাবে অনুভব করা। আপনার পুরো নাটক পোস্টটি পড়ে মনে হচ্ছিল আমি যেন চলন্ত নাটক দেখছিলাম। কেননা প্রত্যেকটা বিষয়কে আপনি খুবই নিখুঁত এবং সুক্ষ সুক্ষভাবে উপস্থাপন করেছেন। আমাদের সকলের উচিত অপচয় রোধ করা সঠিক ব্যয় করা। নাটকটি সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে রচনা করেছিলেন। যাই হোক সুপার ওয়াইফ নামের নাটক ভালোভাবে রিভিউ করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি অনেক সুন্দর করে সুপার ওয়াইফ নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে ফারহানের নাটক গুলো অনেক ভালো লাগে দেখতে। তার নাটকগুলো আমি মাঝেমধ্যেই দেখে থাকি। এই নাটকের পুরো কাহিনীটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি পুরোটা অনেক সুন্দর করে তুলে ধরলেন। সবাই পুরো কাহিনীটা ভালোভাবেই জানতে পারবে রিভিউর মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আমিও মাঝে মধ্যে নাটক দেখি কিন্তু আপনাদের মাঝে কোনদিন শেয়ার করিনি। কিন্তু কালকে ভাবলাম যে আপনাদের মাঝে একটা নাটক রিভিউ করি ঐ কারণে আর কি শেয়ার করা। আমি জানিনা ভালো ভাবে রিভিউ করতে পারছি কিনা। এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া বসে বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এজন্যই তো জুঁই এর মায়ের ক্যান্সার হওয়ার পর জুঁইয়ের বাবা তেমনভাবে চিকিৎসা করাতে পারেনি। আসলেই নাটকটি থেকে খুব চমৎকার একটি মেসেজ পাওয়া যায়। ভালো লাগলো নাটকের রিভিউ পড়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পোস্টে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটার কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম আমি। কিন্তু নাটকটা সম্পূর্ণভাবে দেখা হয়নি। নাটকটা সম্পূর্ণভাবে না দেখা হলেও, আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সহজেই নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারলাম। আর পুরো কাহিনীটা জানতে পেরে তো অনেক ভালো লাগছে। আর আমি যদি সময় পাই তাহলে নাটকটা দেখারও চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সময় করে নাটকটি দেখে নিয়েন আশা করছি বেশ ভালোই লাগবে। আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি আমার অনেক পছন্দের একটি নাটক রিভিউ শেয়ার করছেন ভাইয়া। মুশফিকের প্রতিটা নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটি কিছুদিন আগে দেখেছি। যাইহোক আপনার পোষ্টের মাধ্যমে নাটকের রিভিউ টা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ও খুব ভালো লাগে মুশফিক ভাই এর নাটক দেখতে। আমার পোস্টে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবারই মিতব্যায়ী হাওয়াটা প্রয়োজন। আপনার পোস্টে মিতব্যায়ী বানানটা ভুল এসেছে আশা করি ঠিক করে নেবেন। খুব ভালো লাগলো আপনার আজকের নাটক রিভিউ দেখে। নাটকে খুব সুন্দর একটা শিক্ষনীয় ব্যাপার ছিল। নাটকটা সময় করে দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু সময় করে নাটকটি দেখে নিয়েন খুব সুন্দর একটি নাটক। আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে নাটকের রিভিউ শেয়ার করার মাধ্যমে আপনার কাছ থেকে এই নাটকটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম৷ আমিও এই নাটকটি দেখার জন্য ডাউনলোড করে রেখেছিলাম৷ তবে এখনো দেখে নিতে পারিনি৷ তবে আমি অবশ্যই সময় করি নাটকটি দেখার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit