ভাতিজাকে নিয়ে নাগেরহাট ব্রিজে ঘুরতে যাওয়ার অনুভূতি

in hive-129948 •  5 months ago 

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000003702.jpg

আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে ভাতিজাকে নিয়ে নাগেরহাট ব্রিজে ঘুরতে যাওয়ার অনুভূতি । আশা করছি যে আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ভাতিজা মূলত তার পরিবারের সঙ্গে দীর্ঘ কয় বছর থেকে ঢাকায় থাকে।সে কালকে দেশের বাসায় আসছে কিছুদিন এখানে থাকবে আর আমার সাথে ঘুরতে যাবে এখানে ওখানে।সে ঢাকা থেকে বাসায় আসলে সর্বপ্রথম আমাক ফোন দিবে দিয়ে বলবে যে চাচা কই আছো তুমি, আমি তো বাসায় আসছি। তুমি যদি কালকে ফ্রি থাকো তাহলে চল কালকে কোথাও ঘুরতে যাই। আমি যদি ফ্রী থাকি তাহলে ওকে বলি যে ফ্রি আছি কালকে তোকে নিয়ে ঘুরতে যাবো । ঐ একই রকম ঘটনা ঘটছে কালকে ও আমাক ফোন দিয়ে বলতেছে চাচা আমি তো বাসায় আসছি পরশুদিন কালকে চল নাগেরহাট ব্রিজে ঘুরতে যাবো। আমি বললাম যে ঠিক আছে চল। তারপর আমরা বিকাল বেলা নাগেরহাট ব্রিজে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হলাম। কিছু দুর যাওয়ার পর দেখি রাস্তার পাশে অনেক মানুষ খেলা দেখতেছে তা আমি ভাতিজাকে বললাম যে ভাতিজা গাড়ি একটু দাড় কড়াও তো দেখি ওখানে কেন জানি অনেক মানুষ কি খেলা হইতেছে চল তো একটু দেখি। তারপর গাড়ি দাড় করিয়ে সামনে গিয়ে দেখি হা ডু ডু খেলা হইতেছে। কিছুক্ষণ দেখলাম বেশ ভালোই লাগলো। সেখানে খেলা দেখার জন্যে কত দুর দুরান্ত থেকে মানুষ আসছে তা বলার মতো না। মহিলা মানুষ ও আসছে অনেক।

1000003672.jpg

হা ডু ডু খেলা যদিও আমাদের বাংলাদেশের জাতীয় খেলা। কিন্তু এই খেলা আমরা খুবই কম খেলি,না খেলি বললেই চলে।এই ভিন্নধর্মী খেলার আয়োজন করছে শুকুরের হাট জুনিয়র ক্লাবের ছেলেরা।আর ওখানে সম্ভবত সিনিয়র জুনিয়র খেলা হইতেছিল।এই ভিন্নধর্মী খেলা দেখার জন্যে মনে হয় ওখানে ওতো মানুষ হয়েছিল। আমরা কিছুক্ষণ খেলা দেখে ওখান থেকে চলে যাই। আমরা নাগেরহাট ব্রিজে গিয়ে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম আমি ভাতিজার কিছু ছবি তুলে দিলাম ভাতিজা আমার কিছু ছবি তুলে দিলো আমরা বেশ ভালোই আনন্দ করলাম। তারপর ব্রিজের নিচে দেখতে পেলাম যে কিছু আদি বাসির লোক ওখানে তাবু টেনে রাত্রি যাপন করছে। আমরা ওদের সাথে কথা বললাম তা বুঝতে পেলাম যে ওরা ঐ রকম করে এখানে ওখানে তাবু টেনে থাকে, আবার অন্য জায়গায় যায়।

1000003676.jpg

1000003687.jpg

কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসলো তারপর আমি ভাতিজাকে বললাম যে ভাতিজ নাগেরহাট ব্রিজে যে ঘুরলা কেমন লাগলো সে আমাক বলতেছে যে অনেক ভালো লাগছে। আমি ওকে বললাম যে চল সন্ধ্যা নেমে আসছে আর এখানে বেশি দেরি করা আমাদের জন্যে ঠিক হবে না তারপর আমরা ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  5 months ago Reveal Comment

রংপুরের সুন্দর একটি জায়গায় ঘোরাঘুরি করতে গিয়েছেন এবং সেখানে হাডুডু খেলার আয়োজন দেখতে পারলাম। বেশ ভালো লাগলো অনেকদিন পর হাডুডু খেলার আয়োজন দেখে। অনেকদিন আগে আমাদের এলাকা থেকে এই খেলা বিলুপ্তি হয়েছে। বেশ ভালো লাগলো সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করতে দেখে। আশা করব পরবর্তী কারো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে উপস্থিত হবেন।

জি ভাইয়া এই হা ডু ডু খেলা আমাদের এলাকায় ও এখন প্রায় বিলুপ্ত। আমরা নাগেরহাট ব্রিজে ঘুরতে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম আমাদের জাতীয় হা ডু ডু খেলা। আমরা চাচা ভাতিজা হা ডু ডু খেলা বেশ ভালোই উপভোগ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য।

ভাই এই ব্রিজ এ ঘুরতে নদী দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি ও অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট করার জন্য।

জি ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।