বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য। আমি @abb-school থেকে লেভেল ০২ এর ক্লাস শেষ করেছি।আজকে আমি লেভেল ০২ এর ক্লাসে যা যা শিখেছি সেগুলো নিয়ে আমার মতো করে বিস্তারিত বলার চেষ্টা করবো। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ আমার ভুল সংশোধন করার চেষ্টা করবো। তাহলে এবার শুরু করলাম।
১/ প্রশ্ন:Posting key এর কাজ কি ?
Posting key এর কাজ হলো:
*পোস্ট করা, কমেন্ট করা,
*পোস্ট ও কমেন্ট এডিট করা,
*ফলো করা,আনফলো করা,
*আপভোট দেওয়া এবং ডাউনভোট দেওয়া,
*কারো পোস্ট রিস্টিম করা ইত্যাদি।
২/ প্রশ্ন: Active key এর কাজ কি ?
Active key এর কাজ হলো:
*পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন দেওয়া,
*ট্রান্সাফারের কাজ করা,
*উইটনেস এ ভোট দেওয়া,
*নতুন ব্যবহারকারী তৈরি করা,
*প্রোফাইলের তথ্য পরিবর্তন করা ইত্যাদি।
৩/ প্রশ্ন: Memo key এর কাজ কি ?
Memo key এর কাজ হলো:
*এনক্রিপ্ট করা মেসেজ পাঠা এবং
*কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখা
৪/ প্রশ্ন: Owner key এর কাজ কি ?
Owner key এর কাজ হলো:
*একাউন্ট রিকভারি করা,
*উনার,এক্টিভ এবং, পোস্টিং কী রিসেট করা,
*ভোটিং অধিকার প্রত্যাখান করা ইত্যাদি।
৫/ প্রশ্ন: Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
মাস্টার পাসওয়ার্ড শুধু মাত্র মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার এ রাখলে হবে না। এই পাসওয়ার্ড টি কোন পার্সোনাল ডায়েরিতে লিখে রাখতে হবে অথবা গুগল ড্রাইভে সেভ করে রাখতে হবে।
৬/ প্রশ্ন: Master password এর কাজ কি ?
মাস্টার পাসওয়ার্ড আপনার একাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড। মাস্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে সকল কি জেনারেট করা হয়। মাস্টার পাসওয়ার্ড দিয়ে প্রায় সকল ধরনের কাজ করা সম্ভব। মাস্টার পাসওয়ার্ড কখনো কারো কাছে শেয়ার করা যাবে না। এমনকি আপনি যার রেফারেন্সে কাজ করছেন তার কাছে ও শেয়ার করা যাবে না।একথায় মাস্টার পাসওয়ার্ড সকল কী এর মুল।
৭/ প্রশ্ন:পাওয়ার আপ কেন জরুরী?
যেহুতু আমরা স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করবো, তাই আমাদের পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ বলতে লিকুইড স্টিম কে পাওয়ারে কনভার্ট করা।আর আপনি যত বেশি পাওয়ার আপ করবেন তত বেশি আপনার একাউন্টের ভ্যালু বৃদ্ধি পাবে।
৮/ প্রশ্ন: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
প্রথমে এক্টিভ কী দিয়ে লগইন করে স্টিম ওয়ালেট সেকশনে প্রবেশ করবো, তারপর প্রথমে লিকুইড স্টিম ব্যালেন্স সো করবে, সেখানে ক্লিক করলে পাঁচটি অপশন আসবে,সেখান থেকে আমরা পাওয়ার আপ অপশন টি বেঁচে নিবো, তারপর একটা পেজ আসবে সেখানে প্রথমে আমার ইউজার নেম এবং নিচে এমাউন্ট বসিয়ে দিয়ে পাওয়ার আপ বাটনে ক্লিক করবো তারপর একটিভ কি দিয়ে ওকে তে ক্লিক করলে পাওয়ার আপ হয়ে যাবে।
৯/ প্রশ্ন: সেভিংসে এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।
১০/ প্রশ্ন: মেমো ফিল্ড এর কাজ কি?
কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে।আমরা যদি কাউকে Steem/SBD সেন্ট করি তাহলে আমরা একটা মেসেজ সেন্ট করতে পারবো, আমরা যখন এক্সচেঞ্জ সাইটে Steem/SBD ডিপোজিট করি তাহলে সেখান থেকে একটা মেমো নিয়ে এসে পাঠানোর সময় মেমো ফিল্ড এর জায়গায় ওই মেমো বসিয়ে সেন্ট করতে হবে।
১১/ প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে ।
১২/ প্রশ্ন: ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তর: ৩০০ এস.পি লিখতে হবে।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এতো সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিট ব্লগারের জন্য লেভেলে দুই খুবই গুরুত্বপূর্ণ। লেভেল দুইয়ের মধ্যে স্টিমিট কী এবং নিরাপত্তার বিষয় গুলো খুবই সুন্দর ভাবে বুঝানো হয়। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল দুইয়ের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি নেভেল টু এর প্রশ্নগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উত্তর দিয়েছেন।দোয়া করি পরবর্তী নোভেলগুলো পাশ করে খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার ক্লাস, লেবেল 2 থেকে আপনি দেখতেছি বেশ দক্ষতার সাথে সব কিছু শিখে নিয়েছেন। আশা করি সবকিছু নিখুঁতভাবে বুঝে এবং শিখে নিয়েছেন। দোয়া করছি ভাই পরবর্তী ক্লাস গুলো ও সম্পূর্ণ করে আপনি যেন তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হতে পারেন। কিন্তু তারপরেও কিছু বিষয় যদি আপনি জেনে রাখেন আপনার জন্যই ভালো হবে। সেগুলো যেমন:
+কিভাবে কিউরেশন রিওয়ার্ড বেশি পাবেন আপনি?
+মেমো ফিল্ড এর আরো একটি কাজ কি?
+পাওয়ার ডাউন দিলে কোন প্রসেসে সেটি সম্পূর্ণ হবে?
+ডেডিগেশন এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি?
+কেন ডেলিগেশন করবো,কখন ডেলিগেট করবো না?কাদের কে ডেলিগেশন করবো? ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সম্ভব হলে এগুলো একটু দেখে নিয়েন। এতে আপনার জন্যই ভালো হবে।
সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং শুভেচ্ছা ও শুভ কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে কমেন্ট করছেন। এতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি হয়তো বা ইতিমধ্যেই জেনে গেছেন যে সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে তারপর কমেন্ট করতে হয়।আমার বাংলা ব্লগ এর প্রত্যেক মেম্বার এই কাজটি ভালোভাবেই করে থাকেন। ভালো দৃষ্টিকোণ থেকেই বললাম আর কি ভাইয়া, বিষয়গুলো একটু দেখে নিবেন হয়তো বা কাজে দিতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit