আমার মেরুদন্ডে আঘাতের ( Spinal Cord Injury)দুর্ঘটনা।

in hive-129948 •  2 years ago 
সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন, আমিও আছি কিছু রকম ভালো আছি জীবনের সাথে যোদ্ধ করে বেচে আছি। আজ আমি “আমার বাংলা ব্লগ” এসেছি আমার জিবনের কিছু কথা বলতে।

DSCN5378.JPG

আমার জিবনের দুর্ঘটনাঃ

সময়টা ছিলো ২০১১ সাল যখন দশম শ্রেণী উঠি ৫/৬ মাস যাবার পরে আমার জিবনে দুর্ঘটনা হয়। দুর্ঘটনা হয়েছিলো গাছ থেকে।এক দিন বিকাল বেলা ১০/১২ জন মিলে জাম খাবার জন্য জাম গাছে উঠি সবাই দূরভাগ্য ক্রমে আমি গাছ থেকে পড়ে মেরুদন্ডয় আঘাত পায়।

DSCN5031.JPG

আমার কি কি সমস্যা!

প্রাথীবিতে একজন মানুষের বেচে থাকতে হলে হাটাচলা করতে হবে । যে হাটতে পারেনা সেই যে কোন কাজ করতে পারবেনা। যেমন আমি সব কাজ করি বা করতে যায় অন্যের সহযোগিতা নিতে হয়। ছোট ছোট কাজ গুলোউ অন্যের সহযোগিতা নিতে হয় যেমনঃ গোসল করা,খাওয়া দাওয়া, কোন জায়গাই যেতে হলে অন্যের সহযোগিতা লাগে।

DSCN3873.JPG

প্রতিবছর অনেক মানুষ মেরুদন্ড আঘাত পাওয়ার কারণে শারীীরক ভাবে অক্ষম হয়। মেরুদন্ডে আঘাত থেকে পক্ষঘাত থেকে শুরু করে জীবন সংশয় পর্যন্তহতে পারে। মেরুদন্ডে আঘাত পেলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া।

DSCN7002.JPG

মেরুদন্ডে আঘাত প্রাপ্ত ব্যাক্তির সাধারণত যে সম্যসা গুলি দেখা দেয়ঃ

১. হাতের ও পায়ের অনুভূতি থাকবে না।

২. মেরুদন্ডে আঘাত প্রপ্ত রোগীর শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়।

৩. মেরুদন্ডে আঘাত প্রপ্ত রোগীর ঘাড়ে আঘাত পেলে চার হাত পা অবশ হয়।

৪.মেরুদন্ডে আঘাত প্রপ্ত রোগীর প্রসাব ও পায়খানার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

আমার বা আমাদে জীবনের র্ঘটনা এই পর্যন্তই না অনেক ঘটনা আছে আজ এই পর্যন্ত আমি সবার কাছে দুয়া চায় এবং “আমার বাংলা ব্লগ” কমিউনিটির সকল সদস্য আমাকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে সাহার্য করবেন এই অনুরুধ সবার কাছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দুর্ঘটনা তো বলে আসে না। আমাদের জীবনে দুর্ঘটনা আসবে এটাই স্বাভাবিক। আসলে মেরুদন্ডে আঘাত মানে শুধু শরীরের না জীবনের চলার মেরুদন্ডেও আঘাত পরে। যাই হোক দোয়া রইল আপনার জন্য আপনি যেন সুস্থ হতে পারেন।

ধন্যবাদ ভাইয়া