# DIY-এসো নিজে করি (নিউ ইয়ার উপলক্ষে) "রঙিন কাগজ দিয়ে নিউ ইয়ার কার্ড তৈরী"

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি কাগজ দিয়ে নিউ ইয়ার কার্ড তৈরি করবঃ

আমার তৈরিকৃত নিউ ইয়ার কার্ড এর ছবি শুরুতে দেখানো হলঃ

received_668209697508262.jpeg

প্রয়োজনীয় উপকরন:

received_1151933922233259.jpeg
  • সাদা কাগজ।
  • রঙিন কাগজ।
  • কাঠি।
  • কলম।
  • কালার পেন/জল রং।
  • কাচি।
  • আঠা।

প্রথম ধাপ:

received_1146148039523470.jpegreceived_442031594188723.jpegreceived_329399315510599.jpeg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি এবং কাগজটির মাঝখানটা ভাজ করে নিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ:

received_620742292589428.jpegreceived_2993976214147299.jpeg

এই পর্যায়ে সাদা কাগজ রঙিন কাগজের মাপে কেটে নিয়ে তা রঙিন কাগজের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ:

এই পর্যায়ে রঙিন কাগজের নিচের অংশে কলম দিয়ে একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ:

received_1115782848963486.jpegreceived_1595760284102410.jpeg

এই পর্যায়ে সাদা কাগজ চতুর্ভূজাকৃতির করে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ:

received_4602664033184897.jpegreceived_2858885521069681.jpegreceived_659801271695357.jpeg
received_1203399670186767.jpegreceived_344858057070698.jpeg

এই পর্যায়ে চতুর্ভূজাকৃতির মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং তা গোল করে কাচি দিয়ে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ:

received_590123838722835.jpegreceived_1097719324362449.jpeg
received_1249919638807469.jpegreceived_973117030310178.jpeg

এই পর্যায়ে ফুলের পাতা গুলি হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি এবং একটি পাতা কাচি দিয়ে কেটে নিয়েছি এবং আঠা দিয়ে একটি পাতা আরেকটি পাতার উপর লাগিয়ে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি।

সপ্তম ধাপ:

received_317499456951945.jpegreceived_319690930018512.jpeg

ফুলের উপর আঠা দিয়ে কাঠি লাগিয়ে নিয়েছি এবং নিচের অংশে আঠা লাগিয়ে কার্ডে লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ:

received_627220345085244.jpegreceived_979293259360223.jpeg

এই পর্যায়ে সাদা কাগজ ছোট গোলাকার করে কাচি দিয়ে কেটে নিয়ে তা আঠা দিয়ে কার্ডে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ:

received_888367251839964.jpegreceived_3052085191709323.jpegreceived_454117569649152.jpeg

এই পর্যায়ে প্রজাপতি একে নিয়ে তা কাচি দিয়ে কেটে নিয়েছি (২ টি প্রজাপতি) বড় প্রজাপতির উপর ছোট প্রজাপতি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে তা কার্ডে লাগিয়ে নিয়েছি।

দশম ধাপ:

received_624895982097324.jpeg

এই পর্যায়ে কার্ডে আঠা দিয়ে কাঠি লাগিয়ে নিয়েছি এবং রং দিয়ে happy new year 2022 লিখেছি।

একাদশ ধাপ:

received_668209697508262.jpeg

চূড়ান্ত পর্যায়ে happy new year 2022 কার্ড তৈরী হল।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার আজকের নিউ ইয়ার কার্ডটি সম্পন্ন করলাম।আপনাদের সবার কেমন লাগলো, অবশ্যই মন্তব্য করে জানাবেন।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাপি নিউ ইয়ার 🌸🌸নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া

আর তাছাড়া আপনার তৈরিকৃত নিউ ইয়ারের কার্ডটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল।

নিউ ইয়ার উপলক্ষে আপনার তৈরি করা কার্ড দিয়ে অনেক সুন্দর হয়েছে ভাই। নতুন বছরের শুরুতেই নতুন কার্ড তৈরি করার আইডিয়াটি খুবই ভালো ছিল। কার্ডটি তৈরি করার পদ্ধতি ও ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইলো।শুভ নববর্ষ।

ওয়াও আপনিতো খুব সুন্দর ভাবে নববর্ষের কার্ড বানিয়েছেন । আপনার কার্ড বানানোর আইডিয়া আমার খুব ভালো লেগেছে আরো ভালো লেগেছে আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে কার্ড বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি কার্ড বানানোর জন্য আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই।এত সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া আপনার হ্যাপি নিউ ইয়ার এর জন্য তৈরি পেপার কার্ডটি চমৎকার লাগছে দেখতে। সুন্দর করে আপনি এই কার্ড তৈরি করেছেন এবং তা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে এত সুন্দর একটি পেপার কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।আপনার প্রতি নববর্ষের শুভেচ্ছা রইল।