জীবন একটাই(১০শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)

in hive-129948 •  3 years ago 

received_3242642765968864.jpeg

received_293721005850235.jpeg

আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই জীবন কোন দিক দিয়ে চোখের পলকে চলে যাবে তা বলা যাবে না। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনে, দুঃখ-কষ্ট, হতাশা সব ভুলে গিয়ে সুন্দরভাবে জীবন যাপন করাই শ্রেয়। সুন্দরভাবে জীবন যাপন করা বলতে নিজের মনের চাহিদা, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা গুলো পূরণ করে চলা। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এতে করে যাতে অন্যের কোনো ক্ষতি না হয়।

আমাদের মাথার উপর প্রতিদিন অনেক ধরনের চিন্তাভাবনা এসে ভর করে। এটা করব,ওটা করতে পারব কিনা, ভবিষ্যৎ জীবন কেমন হবে, অন্যজন কে কি মনে করলো এসব বিষয় নিয়ে প্রায় সময়ই বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করি। এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত চিন্তা ভাবনা করার ফলে এক সময় এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়। তখন যেকোনো কিছু ঘটলেই সেগুলোর সমাধান না করে চিন্তাভাবনা করি। আর অতিরিক্ত চিন্তা-ভাবনার ফলে একসময় মনের মধ্যে একাকীত্ব এবং হতাশা এসে ভর করে।

দুই দিনের এই দুনিয়ায় নিজের ভাললাগার বিষয় গুলোকেই প্রায়োরিটি দিতে হবে। সমাজে কে কি মনে করলো সেটা ভেবে অযথা সময় নষ্ট করা যাবে না। আবার সমাজের লোকজনের বিভিন্ন ধরনের কটুক্তি মূলক কথা শুনেও মন খারাপ করে বসে থাকা যাবে না। বরং সবকিছু বাদ দিয়ে নিজের মনের প্রশান্তির বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। যেমন: আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে। আমার বাবা-মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারলে অন্যের উপকারে নিজেকে কাজে লাগাতে পারলে মনে শান্তি লাগে।এখন এই কাজগুলোকে কেউ যদি লোক দেখানো কিংবা কটু কথা বলে সমালোচনা করে তাহলে কিবা যায় আসে। আর আমার মনের প্রশান্তিকর এই কাজগুলোর মাধ্যমে অন্যের তো কোনো ক্ষতি সাধিত হচ্ছে না। সুতরাং এই কাজ গুলো আমি করতেই পারি। শুধু আমার ক্ষেত্রেই না, বরং সবার ক্ষেত্রে নিজের মনের সেটিশফিকশনকেই প্রাধান্য দিতে হবে।

IMG-20211014-WA0000.jpg

w3w

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই ঠিক বলেছেন জীবন টা খুব ছোট। এই ছোট জীবনে বর্তমান কে সুন্দর রাখাই উচিত। আমরা ফিউচার ঠিক রাখতে যেয়ে বর্তমান সব সময় নষ্ট করে দেই। আপনার জন্য শুভ কামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

হ্যাঁ এটা সত্য। যে আমাদের জীবনে দুঃখ-কষ্ট আসবে এবং এভাবেই মানিয়ে নিতে হবে
এটাই জীবন কথাটি খুবই মূল্যবান কথা ভাই। আসলে আমরা বাড়তি চিন্তাভাবনা করি মানে লোকের এটা ভাবার কথা সেটা আমরা ভেবে ফেলি যে কে কি বলল এটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে ভাই। এটা থেকে আমরা বিরত হতে পারছি না এবং আমাদের বেরোনো উচিত এবং আমাদের মন-মানসিকতা ভালো করা উচিত এবং অনেক সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দুই দিনের এই দুনিয়ায় নিজের ভাললাগার বিষয় গুলোকেই প্রায়োরিটি দিতে হবে। সমাজে কে কি মনে করলো সেটা ভেবে অযথা সময় নষ্ট করা যাবে না।

এই লাইনগুলো একদম ই যথার্থ লিখেছেন আপনি। আমাদের চারপাশের এমন অনেক আলো নিভে যায় শুশুমাতে আশেপাশে কে কি ভাব্বে তাই ভাবতে ভাবতে।

জি আপু।আপনি বুঝতে পেরেছেন আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের এই স্বল্প জীবনে নিজের মনের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে।কিন্তু তা হতে হবে সঠিক কোনো বিষয়ে।অন্যের কথা না শুনে নিজের লক্ষ্য স্থির করতে হবে।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

আপনি বেশ ভালো কিছু কথা লিখেছেন । আপনার পোস্ট থেকে কিছু অনুপ্রেরণা মূলক কথা পেয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছে। নিজের ভালোলাগাকে এই সব সময় প্রাধান্য দিতে হবে। লোকে কি বলল সেটা তো আমাদের কান দেওয়ার দরকার নেই। ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।