স্বাধীনতা দিবস উপলক্ষে গান কভার "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in hive-129948 •  3 years ago  (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট,গান কভার কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।


এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি গান কভার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার কভার করা গান এক সাগর রক্তের বিনিময়ে ---।

আজ মহান স্বাধীনতা দিবস।বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি। এদেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো শহীদের অবদান রয়েছে। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছায় যুদ্ধে গিয়ে জীবন দান করেছেন। মুক্তিযুদ্ধে নিহত হওয়া এসব শহীদদের অবদান আমাদের ভুলে গেলে চলবেনা। এজন্য আমাদের সকলের উচিত ২৬ শে মার্চের স্বাধীনতা দিবসে শুধুমাত্র উদযাপন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন না করে,বরং মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও স্মরণ করা উচিত। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করিয়ে দেয়ার জন্য আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি গান কভার করব।আমার কভার করার গানটি হল "এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।"



গানের শিরোনামএক সাগর রক্তের বিনিময়ে
গীতিকারগোবিন্দ হালদার
শিল্পীসাবিনা ইয়াসমিন
কথাআপেল মাহমুদ

গানের লিরিক্স:


এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।


গানের ইউটিউব লিংক:




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাধীনতা দিবস এ দারুণ একটি গান গেয়ে আমাদের উপহার দিয়েছেন। গান এর প্রতিটি লাইন গায়ে কাটা দিয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

খুব সুন্দর গেয়েছেন। ছোটবেলায় অনেক গাইতাম এই গানটা।যদিও বিভিন্ন দেশের ওকেশনে এই গানটি শুনা হয়।আপনি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো

আপনিও একদিন গানটি গেয়ে শুনাবেন।অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

খুব সুন্দর ও প্রিয় একটি গান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন স্বাধীনতা দিবস উপলক্ষে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত এই ভাবে সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবেন না এই কামনা করি।

অনেক সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আসলেই ভাই এই দেশকে স্বাধীন করতে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আপনার মুখে এই গানটি এক কথায় আমার অসাধারণ লেগেছে। বিশেষ করে দেশের গান আমার এমনিতেই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই।

ভাই আপনার উৎসাহমূলক মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দেশাত্মবোধক গান গুলোর মধ্যে এই গানটি আমার অন্যতম একটি প্রিয় গান। আপনি অনেক সুন্দর ভাবে গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া। গানটি আসলেই অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

সুন্দর মন্তব্য করেছেন ভাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে সাধিনতার দিবসের শুভেচ্ছা জানাই।আপনি চেষ্টা করেছেন।আশা করি সামনে আরো গান আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

"এক সাগর রক্তের বিনিময়ে"- গানটি আগে অনেক শুনতাম।গানটি আমার অনেক পছন্দের।আপনি খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন।আপনার গানের গলা সত্যিই অনেক সুন্দর।অসংখ্য ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান পরিবেশন করেছেন। এই গানটি শুনতে বেশ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনতে অনেক ভালো লেগেছে। এই গানের মাঝে অনেক কথা লুকিয়ে আছে। আমাদের মাঝে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

বাহ চমৎকার একটা গান গেয়েছেন ভাই। সত্যি আপনার গলায় গানটি অসাধারণ লেগেছে আমার কাছে। খুবই সুন্দর গান আপনি গেয়ে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি খুবই সুন্দর একটি দেশাত্মবোধক গান কভার করেছেন। গানটি আমার খুব প্রিয়। এই গানটি আপনার গলায় শুনতে খুব ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে গানটি গেয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।