# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি কাগজের তৈরি সুন্দর ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি করবঃ

আমার তৈরিকৃত ফুল এবং ফুলের ঝুড়ির ছবি শুরুতে দেখানো হলঃ

received_331629098294442.jpeg

উপকরণ সমূহ

received_1246413335870903.jpeg
  • রঙিন কাগজ
  • আঠা
  • কাচি

প্রথম ধাপ

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি এবং কাগজটির সামনের একটু অংশ কেটে নিয়েছি।
received_1346921339103632.jpegreceived_1088214415329636.jpeg

দ্বিতীয় ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজটির মাঝখানটা ত্রিভূজাকারে ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।
received_889896708583697.jpegreceived_1295786770842628.jpegreceived_2839158333053926.jpeg

তৃতীয় ধাপ

এই পর্যায়ে ভাজ করা কাগজ কলম দিয়ে গোল করে একে নিয়ে তা কাচি দিয়ে কেটে নিয়েছি।
received_2385101624953545.jpegreceived_480803643261029.jpeg

চতুর্থ ধাপ

এই পর্যায়ে ফুল তৈরী হয়েছে ফুলের সবগুলি পাতা ভাজ দিয়ে নিয়েছি।
received_433662165047338.jpegreceived_1121060948632078.jpegreceived_178966614451493.jpeg

পঞ্চম ধাপ

এই পর্যায়ে ফুলের একটি পাতা আরেকটি পাতার সাথে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_1726924560837862.jpegreceived_638344920868728.jpegreceived_3148234915419117.jpeg

ষষ্ঠ ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন লম্বা করে কাচি দিয়ে কেটে নিয়েছি এবং ঝুড়ির দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_196340342656754.jpegreceived_3071480349765766.jpegreceived_570667227364594.jpeg

সপ্তম ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট করে নিজের পছন্দ মত ডিজাইন করে নিয়েছি এবং তা ঝুড়ির পেছনটাই আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_986133068637535.jpegreceived_559608848447236.jpeg

অষ্টম ধাপ

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়েছি।
received_1281733275628023.jpeg

নবম ধাপ

এই পর্যায়ে কেটে রাখা চতুর্ভুজাকৃতির রঙিন কাগজের মাঝখানটা ভাজ করে নিয়েছি ;আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।
received_377290424146804.jpegreceived_420142333074392.jpegreceived_943667422906317.jpeg

দশম ধাপ

এই পর্যায়ে ভাজ করা রঙিন কাগজ গোল করে কেটে নিয়ে ফুল তৈরী করে নিয়েছি।
received_1076653256485563.jpegreceived_1103119273766978.jpegreceived_879873822681678.jpeg

একাদশ ধাপ

এই পর্যায়ে ৩ টি ফুলের একটি ফুল থেকে ১ পাতা আরেকটি ফুল থেকে ২ পাতা এবং আরেকটি ফুল থেকে ৩ পাতা কেটে নিয়ে তা হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি।
received_1179539309239484.jpegreceived_1062622464488606.jpeg

দ্বাদশ ধাপ

এই পর্যায়ে কেটে রাখা ফুল গুলি একটি পাতার উপর আরেকটি পাতা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_417382930041484.jpeg

ত্রয়োদশ ধাপ

এই পর্যায়ে প্রথমে বড় ফুল তারপর তার থেকে ছোট,,,,,,,,,,,,, এভাবে সবগুলি ফুল একের পর এক আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
received_419028809767553.jpegreceived_418342676594007.jpegreceived_1078236836270124.jpeg
received_433860385056480.jpegreceived_445217723659352.jpegreceived_610357106860830.jpeg

চতুর্দশ ধাপ

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরী হল।
received_331629098294442.jpeg

উপরোক্ত ধাপসমূহ অনুসরণ করে আমি রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি করলাম।আপনাদের সবাইকে কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও অসাধারন কাগজের ঝুড়ি তৈরি করেছেন ভাইয়া, একদম প্রফেশনাল ভাবে তৈরি করতে পেরেছেন। কেমন ক্রেটিভিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। শুভেচ্ছা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে কাগজে র ফুল তৈরি করার নিয়ম দেখানোর জন্য। সবথেকে বেশি ভালো লাগছে আপনার ঝুড়ি বানানোর নিয়ম টি দেখে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুব সুন্দর কালারফুল একটি ঝুড়ি আপনি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে ঝুড়িটি নিয়ে যেয়ে বাগান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে আসি ।কাগজ দিয়ে অনেক নিখুঁত করে আপনি ঝুড়িটি বানিয়েছেন। খুবই সুন্দর হয়েছে আপনার ঝুড়িটি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়িটি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি একটা ফুলের ঝুড়ির মধ্যে অনেকগুলো ফুল রাখা রয়েছে। কাগজের বলে মনেই হচ্ছেইনা।অনেক দক্ষতার সাথে আপনি ঝুড়িটি বানিয়েছেন। এবং প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে একটি ফুল এবং একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন সত্যিই আপনার মধ্যে অনেক প্রতিভা আছে যেটা আপনার কাজের মাধ্যমে ফুটে উঠেছে আপনি আপনার কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি করেছেন সেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি ডাই ইভেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলে নিজের দক্ষতা খাটিয়ে রঙিন কাগজ দিয়ে ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো।আপনার হাতের কাজ খুব পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

রঙিন পেপার দিয়ে আপনি সুন্দর একটি ফুল ঝুড়ি তৈরি করেছেন। আর এরকম ফুলঝুড়ি দেখে খুবই ভালো লাগলো। তাই আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

রঙিন কাগজ দিয়ে ফুল অথবা অন্যান্য উপকরণ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করতে দেখেছি। তবে এই দুইটা সৃজনশীলকে আপনি একটি জায়গায় পুনরায় উপস্থাপন করেছেন এটি সত্যিই চমৎকার লেগেছে।

অনেক পরিশ্রম এবং অনেকগুলো পর্যায় পার করার পর সুন্দর বিষয়টি আমাদের মাঝে তুলে নিয়েছে সেটি সত্যিই আশ্চর্যজনক বিষয়।

প্রতিনিয়তঃ সুন্দর সুন্দর সৃজনশীল চিন্তা ধারা গুলো শেয়ার করার জন্য রইল আবারো অভিনন্দন

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো আপনার জন্য। সুন্দর হোক আগামীর পথ চলা

বাহ ভাইয়া রঙিন কাগজ দিয়ে একসাথে ফুল ও ফুলের ঝুড়ি অনেক সুন্দরভাবে বানিয়েছেন আপনি। আসলেই অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন আপনি। একসাথে দুইটি কাজ সম্পন্ন করা সত্যি আশ্চর্য জনক। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও আজকের পোস্ট টি খুব সাজানো গুছানো, আমার দেখেই খুব ভালো লাগলো ভাইয়া। ফুলের ঝুরি এবং ফুল গুলো দারুণ হয়েছে। বরাবরই অনেক নিখুঁত ভাবে কাজ করেন আপনি। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার বানানো কাগজের ফুলঝুড়ি টি। প্রথমে বোঝাই যাচ্ছিল না যে এটি কাগজ দিয়ে বানানো। অনেক সুন্দর হয়েছে বেশি সুন্দর হয়েছে আপনার ঘরের ভিতরে বানানো গোলাপ ফুল গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার উপস্থাপনা টা দারুন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করলেন। ঝুড়ির মধ্যে আবার ফুল ও তৈরি করে দিয়েছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। যদিও দেখতে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু তৈরি করাটা যতটা সহজ নয়। সময়ের প্রয়োজন রয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল এবং ফুলের ঝুড়ি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ছোট ফুলের ঝুড়ি টি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি ও ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে।আপনি নিপুণ হাতে এগুলো তৈরি করেছেন।ধাপ ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন।যা বুঝতে আমার অনেক সুবিধা হয়েছে।শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার তৈরি করা ফুল এবং ফুলের ঝুড়ি অনেক সুন্দর হয়েছে। ধাপ আকারে সম্পুর্ণ পোস্টটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এছাড়াও আপনার পোস্টের মার্ক ডাউন এর ব্যবহারও যথেষ্ট ভালো ছিল।ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

বাহ,ফুল ও ফুলের ঝুড়িটি দারুণ হয়েছে।👌খুবই মনমুগ্ধকর।আপনি খুব যত্নসহকারে দক্ষতার সঙ্গে তৈরি করেছেন এটি।দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সুন্দর মতামতের জন্য।

আপনার ফুলে ঝুড়িটি ভীষণ সুন্দর হয়েছে।
বিশেষ করে ঝুড়িটি অনেক আকর্ষণীয় দেখতে হয়েছে। আসলে পরিশ্রম ছাড়া এরকম সুন্দর জিনিস তৈরি করা যেতো না। আপনার জন্য শুভকামনা রইল, এগিয়ে যান।

কি যে সুন্দর লাগছে, কাগজের তৈরি ঝুড়ি। দেখে তো পুরাই পাগল হয়ে গেলাম।

ওয়াও!সুন্দর মন্তব্য করেছেন।ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজের সাহায্যে দারুন একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুবই কালারফুল লাগছে জিনিসটা। প্রতিটি ধাপ আপনি কালো ব্যাকগ্রাউন্ড এর উপরে উপস্থাপন করেছেন বলে খুবই ভালো লাগছে। সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।