প্রিয়,
আমার বাংলা ব্লগবাসি
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালই আছেন।আমিও মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। আমার আজকের পোস্ট এর জন্য প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সকলের প্রিয় এডমিন @hafizullah ভাইকে। সবার জীবনে মজার অনেক স্মৃতি থাকে। স্মৃতিগুলো কখনো ভুলবার নয়। এই মজার স্মৃতি গুলোর কিছু কিছু থাকে পারিবারিক মুহূর্ত, আবার কিছু কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্ত কিংবা রাতের আধারে বন্ধুদের সঙ্গে বিভিন্ন ফল চুরি করে খাওয়ার ঘটনার মুহূর্ত। আজকে আমি তেমনই একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব।
ছোটবেলা থেকে আমি শহরে বড় হয়েছি। বাবার চাকরির সুবাদে বিভিন্ন সময়ের পরিবর্তন করেছে বিভিন্ন স্কুল কলেজ। যার ফলে আমার বাল্যকাল গ্রামে না কেটে শহরেই কেটে গেছে। আর ছোটবেলায় বাড়ির বাইরে তেমন একটা ঘোরাফেরা করা হয়নি। যার ফলে শৈশবের গ্রীস্মকালীন ফল চুরি করে খাওয়ার স্মৃতি তেমন একটা নেই বললেই চলে। আমার সবচেয়ে মধুর সময় কাটছে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই সময়টাতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার ফল চুরি করে খাওয়ার মুহূর্ত নিয়ে আলোচনা শুরু করা যাক।
সালটা ২০২০ সাল। মার্চ মাসের ১৭ তারিখ থেকে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য সরকার সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করে। যার ফলে আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। ক্যাম্পাস বন্ধ করে দিলে সকল ছাত্র তাদের নিজ নিজ অঞ্চলে চলে যায়। আমার বাসা যেহেতু রংপুরে ছিল এবং ক্যাম্পাসের পাশেই। এজন্য আমাকে দূরে কোথাও যেতে হয়নি। আমার মত আরো কয়েকজন বন্ধুর বাসা রংপুরে ছিল। আমরা মাঝে মাঝে সময় সুযোগ হয়ে উঠলে ক্যাম্পাসে ঘুরতে যেতাম। কিছুদিন যাওয়ার পরে ক্যাম্পাসের আম, জাম, কাঁঠাল এবং লিচু গাছ গুলোতে লিচু ধরতে শুরু করেছিল। বন্ধুরা মিলে পরিকল্পনা করলাম ক্যাম্পাসের ফলগুলো বড় হচ্ছে। আমরা রংপুরের স্থানীয় বন্ধুরা মিলে ক্যাম্পাসের ফল গাছে হানা দিলাম। প্রথমে কাঁচা মিঠা আম এবং লিচু চুরি করে খেয়েছি। ক্যাম্পাসে গাছের পরিমাণ এতই বেশি ছিল। খেয়ে শেষ করতে পারিনি। আমাদের বন্ধুদের মধ্যে একজন আবার বেশ ভালই গাছে উঠতে পারত। গাছে উঠে দু বস্তা কাঁচা মিঠা আম এবং অনেক বেশি লিচু পেরেছিল। ওকে নিষেধ করা সত্ত্বেও এত গুলো ফল গাছ থেকে পেরেছিল। সেগুলো আমরা খেয়ে শেষ করতে পারিনি। পরবর্তীতে অবশ্য সবাই ভাগ করে নিয়ে যে যার মত বাড়িতেও নিয়ে গিয়েছিল। আমি আমগুলো বাসায় নিয়ে এসে পরবর্তীতে আচার করে খেয়েছিলাম।
এরপর আরো একমাস পর বেশ কয়েকবার বন্ধুরা মিলে পাকা আম, কাঁঠাল এবং জাম চুরি করে খেয়েছি। সব মিলে ওই এক বছরই আমি বন্ধুদের সঙ্গে চুরি করার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমার শেয়ার করা গল্পটি আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। গ্রীষ্মকালীন ফল নিয়ে আপনার কোন মজার স্মৃতি থাকলে, তা অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
ফটোগ্রাফি | আবু সালেহ নাহিদ |
---|---|
ডিভাইস | OPPO A-12 |
ছবি তোলার স্থান | লোকেশন |
আপনার পোস্টটি পড়ে অনেক মজা পেলাম। ছোটবেলায় এরকম বন্ধুরা মিলে আমরাও অনেক গাছের লিচু আম চুরি করে খেয়েছি । আসলে সেই দিনগুলোর সোনালী অতীত হয়ে থাকবে আমাদের জীবনে। এখন অনেক বড় হয়ে গেছি এখন সেই সব দিনের কথা মনে পড়লে অনেক হাসি পায় । সেইসাথে অনেক মিস করি । আপনার গল্পটি অনেক মজার ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা আসলে এই প্রতি যোগিতাটা না দিলে সবার সৈসব এর মজাদার কাহিনি গুলো জানতেই পারতাম না।আমাদের সবার অনুভুতিটা চুরি নিয়ে হাহাহা😁😁লজ্জাও লাগে কি বলবো অনেক দারুন গুছিয়ে উপস্থাপনা করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত প্রদান করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত কিছু চুরি করে খাওয়ার কি দরকার ছিল ভাই?জানা নেই চুরি করলে পরে হিসাব দেওয়া লাগবে। হয়তো বন্ধুদের সাথে আনন্দে এই কাজ করা হয়। তবে এর পরিণতি কী হবে সেটা কখনো ভেবে দেখেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাই আমাদের এজন্য এই ধরনের কাজ থেকে দূরে থাকা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাফিজুল্লাহ ভাইয়ের একটি মজার কনটেস্ট এর মাধ্যমে এত এত চোর দেখতে পাব ভাবতে পারিনি। ভালো ছিল আপনার সম্পূর্ণ গল্পটি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit