সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার খুবই ভালো লেগেছে দাদার পক্ষ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতাটি।আসলে দাদা সবসময় সেরা,দাদার প্রত্যেকটা কাজ আমার খুব ভালো লাগে। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দাদা খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ।যেখানে আমরা আমাদের ভিতরে সৃজনশীলতা দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করবো। নতুন নতুন জিনিস তৈরি করতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি। এখানে যতজন কাজ করে সবাই বেশ সৃজনশীলতা পূর্ণ।আমি আগে এত কাজ পারতাম ন কিন্তু এখন ডাই প্রজেক্ট,আর্ট রেসিপি হতে শুরু করে এখন অনেক কিছুই পারি।
আমার বাংলা ব্লগের ফাউন্ডার সকল এডমিন মডারেটর গণ এবং সদস্যগণ সবাই বেশ ভালো । সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে। সবার সাথে কথা বললে মনে হয় যেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। অ্যাডমিন এবং মডারেটর গন এতটাই বন্ধুত্ব স্বরূপ আচরণ করে সবার সঙ্গে যা বেশ ভালো লাগে।মনে হচ্ছে আমার বাংলা ব্লগে জয়েন করেছি এই তো কয়েকদিন হল, আসলে কাটতে কাটতে দুটি বছর কেটে গেল। কখন যে এই সময় গুলো পার হয়ে গেল বুঝতেই পারিনি। মনে হয় যেন আমার বাংলা ব্লগ কে নিয়ে আমরা গর্ব করি। কারন এই কমিউনিটির মাধ্যমে আমরা বাংলা ভাষায় স্বাচ্ছন্দে আমাদের ভাষা প্রকাশ করতে পারছি। নিজেদের ভাষায় ইচ্ছামতো ব্লগিং করতে পারছি। এই কমিউনিটি চালিয়ে যাওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ।এবং তার কাজের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
- আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দাদা যে কনটেস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, সেখানে আমি অংশগ্রহণ করার জন্য আমার বাংলা ব্লগকে নিয়ে একটি বাড়ি বানিয়েছি। যে বাড়িতে আমার বাংলা ব্লগ এর পরিবার-পরিজন থাকবে 🥰। আসলে অনেকদিন ধরে এখানে কাজ করছি কিন্তু কখনো আমার বাংলা ব্লগের জন্য কিছু বানানো হয়নি। আমার বাংলা ব্লগ কে উদ্দেশ্য করে কোন কিছু তৈরি করেনি। তাই ভাবলাম আমার বাংলা ব্লগকে উদ্দেশ্য করে কোন কিছু তৈরি করি যেখানে সবাইকে কল্পনার জগতে দেখতে পাবো।বাড়িটি বানানোর পর মনে হচ্ছে যদি কোন একদিন এরকম একটা বাড়িতে আমরা সবাই মিলে একসাথ হতে পারতাম বেশ ভালো লাগতো। বাড়িটির নাম দিয়েছি সুইট হোম। মানে হচ্ছে আমার বাংলা ব্লগের একটি মিষ্টি বাড়ি। বাড়িটি প্রাকৃতিক পরিবেশ এ করেছি। বাড়ির সামনে দিয়েছি কিছু গাছপালা ছোট একটি সুইমিং পুল,এবং উপরে একটি সেতু।
- দাদা সবসময় চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী সবার ইচ্ছা পূরণ করার । @rme দাদার কাছে আমার একটা অনুরোধ কোন একদিন আমার বাংলা ব্লগের সবাই এইরকম একটা বাড়িতে সম্মিলিত হব।অবশ্যই আমরা সবাই দাদাকে সহযোগিতা করবো সম্মিলিত হওয়ার জন্য,যদি দাদা কখনো মত দেয়।
- কার্ড বোর্ড
- প্লাসটিক উড
- গ্লিটার পেপার
- গ্লাস পেপার
- আঠা
- সুপার গ্লু
- এন্টি কাটার
- কেচি
- আর্টিফিশিয়াল ট্রি
- স্কেল
- প্রথমে আমি 25×17 সে.মি কার্ডবোর্ড কেটে নিয়েছি। এরপর সেই মেপে নেওয়া কার্ডবোর্ডের আমি হাফ ইঞ্চির মত করে স্কয়ারশিপে কেটে নেব।
- এরপর আবারো 25×17 সে.মি কার্ডবোর্ড কেটে নিব। নিয়ে সেই হাফইঞ্চির মেপে স্কয়ারশিপ যে কিবোর্ড কেটে নিয়েছিলাম ,একটির উপর আরেকটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব।
- এরপর আমি 27×26 সে.মি কার্ডবোর্ড কেটে নিব। কেটে সেই জোড়া লাগানো কার্ডবোর্ড টি এটার উপর জোড়া লাগিয়ে দিব।
- এরপর আমি ছোট এক টুকরো কাগজ নিয়ে সেটাতে পানির মত হালকা আকাশী রং করে নিব।
- এরপর আঠা দিয়ে সে কার্ডবোর্ডের এর উপরে জোড়া লাগিয়ে দেব।
- এরপর সেই সুইমিং পুলের চারপাশে কার্ডবোর্ড এবং প্লাসটিক উড দিয়ে বর্ডার করে দিব।
এরপর আমি সেতু তৈরীর জন্য ছোট একটি কার্ডবোর্ড নিয়ে নেব এবং সেটিতে কেচি দিয়ে হালকা হালকা করে কেটে নেব যাতে করে বাঁকা করলে এটি ভেঙ্গে না যায় বরং সেতুর মত সুন্দর দেখায়।
- এরপর আমি 10×18 সে.মি কার্ডবোর্ড কেটে নিব। এরপর সেই বড় কার্ডবোর্ড এর উপর জোড়া লাগিয়ে দেব।
- এরপর আমি 17×10 সে.মি কার্ডবোর্ড কেটে নিব। এরপর সে কার্ডবোর্ড এর মাঝখানে একটি দরজা এবং দুপাশে দুটি জানালা কেটে নেবে।
- এরপর আমি 10×9 সে.মি কার্ডবোর্ড কেটে নিব স্কয়ারশিপ দুটি।
- এরপর কোনাকুনি এবং অল্প রাউন্ড শেপে এটি কেটে নেব।এরপর দুটি ছোট ছোট জানালা কেটে নেব।
- এরপর আমি কার্ড বোর্ডের উপরে সবুজ রঙের গ্লিটার পেপার লাগিয়ে নিব।
- এরপর আমি কেটে রাখা সে জানালা গুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে বসিয়ে দিব। এবং উপরে ঘরের চাল দিয়ে দেব।
- এরপর আমি প্লাসটিক উড এর উপরে পেন্সিল দিয়ে দরজা ,জানালা এঁকে নেব। পরে এন্টি কাটার দিয়ে সেগুলো কেটে নেব।এরপর সুপার গ্লু দিয়ে গ্লাস পেপার এরসাথে জোড়া লাগিয়ে নিব।
- ঘরের সামনে চারপাশে দেওয়ার জন্য বেড়া কেটে নেব
প্লাসটিক উড দিয়ে
- এরপর আমি ঘরের সাথে দরজা এবং জানালাগুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। এবং প্লাসটিক উড দিয়ে পুরো বাড়ির মেঝের চারপাশে লাগিয়ে দেব।
- এরপর সেই বেড়াগুলো ঘরের চারপাশে লাগিয়ে দেবে।
- এরপর প্লাসটিক উড এ পেন্সিল দিয়ে কতগুলো মেঘ একে নেব এবং এন্টি কাটার দিয়ে কেটে নেব।
- এরপর আমি এগুলোতে আমার বাংলা ব্লগ এবং বাড়ির নাম আমি সুইট হোম লিখে নেব।
- এরপর আমি বাড়ির সামনে এবং আশেপাশে কতগুলো গাছ লাগিয়ে নে ব সুপার গ্লু দিব।
- এরপর আমি মেঘগুলোকে একটি ওয়ালের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। এবং বাড়ির উপরে বাড়ির নাম লিখে দেব। (পানি কালার গুলো খুব একটা কালারফুল দেখা যাচ্ছিল না, তাই আমি পরে গ্লিটার পেপার দিয়ে আবার পানি বানিয়েছিলাম)
বেশ সুন্দর হয়েছে আপু ঘরটা।ইশ আমার যদি এমন একটা ঘর থাকতো তাহলে বেশ ভালো হইতো।এমন টাইপের ঘর আমার বেশ ভালো লাগে।কালার কম্বিনেশন টা বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব ভালো লাগলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু চেষ্টা করেছি সুন্দর একটি ঘর তৈরি করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগবে, দোয়া করি যেন আপনার এরকম একটা ঘর হয় আপনি ঘরে শান্তিতে বাস করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু আমার বাংলা ব্লগ একটি বড় পরিবার ৷ আর দাদার এই বিশেষ কনটেস্টে আপনি আমার বাংলা ব্লগের একটি ঘর তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ ঘরটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিশেষ করে ঘরের সামনে লাল সবুজ ছোট গাছ গুলো কিন্তু দারুণ লাগছে ৷ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর একটি ঘর আমার বাংলা ব্লগ পরিবারের জন্য তৈরি করতে, আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ এর সুইট হোম অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে শিখাতে পেরে আমারও খুব ভালো লাগছে চেষ্টা করলে অবশ্যই পারবেন এমন ঘর তৈরি করতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেইসাথে চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখছি। খুবই চমৎকার ভাবে আপনি এটা তৈরি করেছেন বিশেষ করে বাড়ি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বস্ষ্য করতে উপলক্ষে চেষ্টা করেছি ভাইয়া সুন্দর একটি ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগছে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে এটা কিন্তু ঠিক বলেছেন, এরকম একটা বাড়িতে যদি পরিবারের সবাই মিলে থাকতে পারতাম তখন অনেক ভালো লাগতো। ঘরটির নাম খুবই সুন্দর দিয়েছেন সুইট হোম। ঘরের সামনের অংশে একটা সুইমিংপুল দিয়ে, তার উপর ব্রিজ দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে। সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে বাড়িটির। আমার বাংলা ব্লগ লেখাটা খুবই সুন্দরভাবে লিখেছেন। শেষের ছবিগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে আমার কাছে। আশা করছি প্রতিযোগিতায় খুবই সম্মানজনক একটা স্থান অর্জন করতে পারবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু সবাই মিলে যদি এরকম একটা বাড়িতে শুনতে পারতাম তাহলে খুবই মজা হতো প্রত্যেকটা দিন অনেক মজার ভাবে যেত, কথাগুলো যখন দেখি তখন মনে হয় যে সবাই একসাথে আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার ডাই প্রজেক্ট এর প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। আপনাকে অভিনন্দন জানাই। আপনি খুব সুন্দর একটি সুইট হোম করলেন।সত্যি ই অসাধারণ হয়েছে আপু। আমার কাছে এ ধরনের বাড়িগুলো খুব ভালো লাগে।সিম্পল কিন্তু অনেক অনেক ভালো লাগা, শান্তির ঘর।ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপু সুন্দর একটি সুইট হোম তৈরি করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটারে শেয়ার করলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! আমার বাংলা ব্লগ এর সুইট হোম দেখে তো এই বাড়িতে গিয়ে থাকতে ইচ্ছে করছে আপু 😂। এককথায় দুর্দান্ত লেগেছে আপনার ডাই প্রোজেক্টটি। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ ডাই প্রোজেক্টটি তৈরি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া চলে আসেন বাড়িতে খাট-পালন বিছানা আছে এসে শুয়ে পড়বেন আর ঘুমাবেন শুধু সুইট হোমে, চেষ্টা করেছি ভাইয়া সুন্দর একটি সুইট হোম তৈরি করে আপনার সামনে উপস্থাপন করার জন্য আপনাদের সুন্দর মন্তব্য দেখে খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit