|| চিংড়ি মাছ ও ডিম দিয়ে নুডুলসের স্পেশাল রেসিপি। ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে।
  • রেসিপি টা হল চিংড়ি মাছ ও ডিম দিয়ে নুডুলসের স্পেশাল রেসিপি। নুডুলস আমার খুব পছন্দের একটি রেসিপি। তাই আমি প্রায় সময় বাসায় বিকালে নাস্তা হিসেবে নুডুলস রান্না করি। চিংড়ি মাছ ও আমার খুব পছন্দ তাই ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে নুডলস তৈরি করি।এটি খেতে খুবই ভালো লাগে।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাহলে শুরু করা যাক।

Screenshot_20220910-201549_Collage Maker - GridArt.jpg

Screenshot_20220910-201326_Collage Maker - GridArt.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • নুডুলস
  • ডিম
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • মরিচের গুঁড়া
  • তেল
  • সস
  • সয়া সস

GridArt_20220915_224809566.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি নুডুলসগুলোকে পাঁচ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। এবং সিদ্ধ করে নেওয়ার পর ছেঁকে নেব।

GridArt_20220915_090610360.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর অন্য একটি পাতিলে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজগুলো।

GridArt_20220915_222904934.jpg

তৃতীয় ধাপ:
  • পেঁয়াজগুলো সামান্য ভাজা হলে দিয়ে দেব মরিচের গুড়া এবং চিংড়ি মাছ গুলো।

GridArt_20220915_223230871.jpg

চতুর্থ ধাপ:
  • চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দেব নুডুলসের মসলাগুলো এবং ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।

GridArt_20220915_223417261.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর দিয়ে দেব সস এবং সয়া সস দিয়ে মসলাগুলোর সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব।

GridArt_20220915_223528233.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর দিয়ে দিব ডিম। ডিম টাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব নুডুলস গুলো।

GridArt_20220915_223612633.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর আমি পাঁচ মিনিট ভালোভাবে নুডুলস গুলোকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব।

GridArt_20220915_223713259.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

Screenshot_20220910-201510_Collage Maker - GridArt.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

সবাই নুডুলস ভীষণ পছন্দ করে কিন্তু আমার কেন যেন ভালো লাগে না খুব এক টা 🤪। তবে হ্যাঁ চিংড়ি দিয়ে নুডুলস তৈরি করলে আমি খুব মজা করে খাই। বলা চলে চিংড়ি মাছ খাওয়ার লোভে খেয়ে ফেলি। সয়া সস দিয়ে রান্না করায় খুব সুন্দর কালার এসেছে দেখছি। অনেক দিন পর চিংড়ি দিয়ে এভাবে নুডুলস রান্না করতে দেখে বেশ ভালই লাগলো।

ভাইয়া আমার কাছে অবশ্য নুডুলস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে, আপনি চিংড়ি খাওয়ার লোভে নুডুলস খান শুনে খুবই মজা পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

নুডুলস আমারও খুব ফেভারিট আজ সকালেও নাস্তা হিসেবে নুডলস প্রস্তুত করে খেয়েছি তবে শুধু ডিম দিয়ে।। বাসায় চিংড়ি মাছও আছে।। আগে যদি জানতাম চিংড়ি মাছ দিয়ে নুডুলস এর রেসিপি প্রস্তুত করলে খেতে খুব সুস্বাদু হয় তাহলে আমিও আজ সকালে ট্রাই করতাম।। তবে আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।। এইবার বাসায় ট্রাই করতে হবে চিংড়ি মাছের সাথে।।

ভাইয়া এবার তো জানলেন নেক্সট টাইম অবশ্যই নুডুলস এর সাথে চিংড়ি মাছ দিবেন তাহলে দেখবেন অন্যরকম একটি টেস্ট পাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চিংড়ি মাছ ও ডিম দিয়ে নুডুলসের স্পেশাল রেসিপি। এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করে। আমিও এভাবে রান্না করে খেতে অনেক ভালোবাসি। আপনার রেসিপি আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই বাসায় তৈরী করবো। ধন্যবাদ আপনাকে

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এমন রেসিপি দেখে লোভ সামলানো আসলেই মুশকিল তাইতো আমি রেসিপি তৈরি করে আগে খেয়ে নিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

নুডুলস আমার খুব একটা পছন্দ না। তবে যতবার খেয়েছি সেটা হয় ডিম না হয় সবজি দিয়ে তৈরি। চিংড়ি দিয়ে তৈরি নুডুলস কখনো খাইনি। চিংড়ির জন্য নুডুলস এর মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যাবে সেটা বোঝাই যাচ্ছে। চিংড়ি এবং ডিম দিয়ে নুডুলস টা বেশ ভালো তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাইয়া আপনি অবশ্যই চিংড়ি দিয়ে নুডুলস তৈরি করে খাবেন আশা করি আপনি নুডুলস খেতে খুবই পছন্দ করবেন, চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করে খেলে অন্যরকম একটা মজা লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি একদম সত্য কথা বলেছেন নতুন নতুন রেসিপি খেতে সকলের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এ ধরনের রেসিপি দেখলে জিভে জল এসে যায় চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্নার রেসিপি এর আগে একবার খেয়েছিলাম খুবই সুস্বাদু লেগেছিল। অনেকদিন বাদে রেসিপিটি দেখে জিভে জল এসে গেল।

ভাইয়া আমি যখনই লুডুস রান্না করি চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এতে অন্যরকম একটি স্বাদ পাওয়া যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু আপনার মত আমিও নুডুলস খেতে ভীষণ পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। নুডুলস পছন্দ করো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। অনেক লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। এভাবেই এগিয়ে যান, পাশে রইলাম।

আপু আপনি আমার মত নুডুলস খেতে ভীষণ পছন্দ করেন শুনে খুবই ভালো লাগবে, আপনি ঠিকই বলেছেন আপু নুডুলস পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না আমি দেখেছি প্রায় সকল মানুষই নুডুলস খেতে পছন্দ করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

সন্ধ্যায় বাসায় নাস্তার জন্য নুডলস খুব কমন একটি খাবার। নুডলস খেতে আমার খুব ভালো লাগে। আমি বাসায় সাধারণত চিকেন অথবা ভেজিটেবল দিয়ে নুডলস খেয়ে থাকি। আপনি চিংড়ি আর ডিম দিয়ে নুডলস রান্নার ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করেছেন। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি দেখিয়েছেন। ধন্যবাদ আপু।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রেসিপি প্রশংসা করার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

ডিম দিয়ে নুডুলস এর রেসিপি তৈরি করে অনেক খেয়েছি। কখনো চিংড়ি মাছ সাথে নুডুলস রেসিপি তৈরি করিনি। আজকে আপনি খুবই সুস্বাদু এবং মজাদার নতুন একটা রেসিপি আমাদের সাথে পরিবেশন করলেন। এর ধাপগুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করে দেখবো কতটা মজা হয়।

ভাইয়া অবশ্যই নেক্সট টাইম চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্না করে খাবেন আশা করছি এই স্বাদ ভুলবেন না, অনেক মজাদার চিংড়ি মাছ দিয়ে নুডুলস খেতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চিংড়ি মাছ দিয়ে এভাবে যে নুডুলস রান্না করা যায় তা আমি কখনোই জানতাম না। কিছুদিন আগে তিন প্যাকেট নুডুলস নিয়ে এসেছি রান্না করে নেওয়ার জন্য,কেউ রান্না করে দিচ্ছে না। আমি রান্না করতাম কিন্তু রাইস কুকার টা নষ্ট হয়ে যাওয়ায় আর গ্যাস ফুরিয়ে যাওয়ায় আকার পাড়ে যেতে ইচ্ছা করছে না। দেখি কি করা যায়। তবে আপনার রেসিপিটা দেখে আমার আরো লোভ সৃষ্টি হলো মনের মধ্যে।

ভাইয়া অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্না করে খাওয়ার জন্য আশা করছি অনেক টেস্ট পাবেন, খুবই মজাদার এই রেসিপিটি আমরা মাঝে মাঝে তৈরি করে খাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চিংড়ি মাছ আমার তেমন একটা পছন্দ না। তবে আপনার চিংড়ি মাছ ও ডিম দিয়ে নুডুলসের স্পেশাল রেসিপি দেখে খুব‌ই ভালো লাগলো। বিশেষ করে নুডুলসের কালার টা খুব লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু আপনার চিংড়ি মাছ পছন্দ না হলে সমস্যা কি নুডুলস যেকোনোভাবে রান্না করা যায়, তবে আমার কাছে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

নুডুলস আমারও খুব পছন্দের ।আর আমিও বেশিরভাগ সময় নুডলস তৈরি করি বিকেল বেলায় ।আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই মাঝে মাঝেই বলে নুডুলস তৈরি করতে ।তবে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নুডুলস বের হওয়ার কারণে অনেক নুডুলস এর স্বাদ একদমই ভালো লাগে না ।কিন্তু যখন বিভিন্ন রকম সবজি ,মাংস অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন অসাধারণ লাগে ।আমি বেশিরভাগ সময় মাংস দিয়ে রান্না করি ।এই নুডুলস দেখতে দারুণ দেখাচ্ছে ,লোভ লাগিয়ে দিলেন তো।

আপু আমিও মাংস দিয়ে নুডুলস রান্না করে খাই তবে আমার কাছে সবচাইতে চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

চিংড়ি মাছ ও ডিম দিয়ে লুডুলস তৈরি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বাসায় এটা তৈরি করি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার আজকের রেসিপি ও আমার উপস্থাপনার প্রশংসা করার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো মজাদার মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনার জন্যও রইল শুভকামনা।

নুডুলস এর সাথে চিংড়ি মাছ এবং ডিম দিয়ে রান্না করলে আমার কাছে কেমন যেন খেতে খুবই বাজে লাগে। যদিও আপনি ডিম ও চিংড়ি মাছের সমন্বয়ে নুডুলস রান্না টি মজাদার বলে উল্লেখ করেছেন। তবে আপনার রেসিপি প্রক্রিয়াটি অতি চমৎকার ছিল। কিন্তু এ ধরনের খাবার আমি একেবারেই পছন্দ করি না।

একচুলি ভাইয়া রান্নার উপরে ডিপেন্ড করে যে রান্নাটা মজা হবে কি হবে না, আপনি আমার উপস্থাপনা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমার রান্না অনেক মজা হয়েছে, আশা করছি আপনি আমার দেখানো স্টেপ অনুসারে রান্না করলে খেতে অনেক মজা পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বিকেলের নাস্তা হিসেবে নুডুলস খেতে আমার খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না হলে তো কথাই নেই। চিংড়ি মাছ দিয়ে নুডুলস রান্না খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তবে আমি গুড়ে মরিচের পরিবর্তে নুডুলসের কাঁচামরিচটা ব্যবহার করি। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমি সব সময় নুডুলসে গুড়া মরিচ দিয়ে রান্না করি নুডুলসের সাথে কাঁচামরিচ আমার ভালো লাগেনা, আপনি ঠিকই বলছেন বিকেলের নাস্তা হিসেবে চিংড়ি দিয়ে নুডুলস হলে আর কথাই নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রেসিপি প্রশংসা করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।