লেভেল ৩ হতে আমার অর্জন - By @afrinkhanupoma

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি।

আমার আজকের পোষ্টের বিষয় হচ্ছে লেভেল তিন থেকে আমার অর্জন। শ্রদ্ধেয় প্রফেসর @AlSarzilSiam ভাইয়া আমাদেরকে লেবেল ৩ ক্লাসের সকল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। আমি লেভেল তিনের ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে শিখতে পেরেছি তার ওপর ভিত্তি করে আজ আমি লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি।

IMG_20240124_203205_042.jpg

মার্কডাউন কি ?

গুছিয়ে কোন কিছু উপস্থাপন করার জন্য যে সকল কোডিং এর ব্যবহার করা হয় তাকে মার্ক ডাউন বলে।
নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে বা লেখাকে দৃষ্টি নন্দন করতে চাইলে আমাদের কিছু নির্দিষ্ট কোড ব্যবহার করতে হবে। আর এই কোড গুলোকে বলা হয় মার্ক ডাউন। তাহলে মার্ক ডাউন হল আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখার প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরমেট।

মার্ক ডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

আমরা প্রত্যেকেই চাই পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের লেখাগুলোকে সুন্দর করে উপস্থাপন করতে। আর সুন্দরভাবে উপস্থাপন করার জন্যই আমরা মার্ক ডাউন কোড ব্যবহার করে থাকি।
আমাদের পোস্টগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মার্ক ডাউন কোড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে মার্কডাউন কোডের ব্যবহার উল্লেখ করা হলো

• লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে পারব।

• নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড বা ইতালিক করতে পারবো

• লেখার হেডিং টা একটু বড় সাইজের করতে পারবো

• লেখার মাঝে ফটো যুক্ত করতে পারব

• ফটো ডানে কিংবা বামে নিতে পারব

আর তাই বলা যায়, মার্ক ডাউন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের নিজেদের লেখাগুলোকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারব। তাই ব্লগিং কিংবা কনটেন্ট এর জন্য মার্ক ডাউন খুবই গুরুত্বপূর্ণ টেক্সট ফরমেট।

পোষ্টের মধ্যে মার্ক ডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

সাধারণ মার্কডাউনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় । এটা খুব সহজ ।টেক্সট ফরমেট শুরু করার পূর্বে চারটা স্পেস দিতে হবে তাহলেই কোডটি দৃশ্যমান দেখাবে।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে ?
মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর :


|<b>User</b>|<b>Posts</b>|<b>Steem 
Power</b>|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000| 


সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর :
সোর্স উল্লেখ করতে হলে থার্ড ব্র্যাকেটের মধ্যে সোর্স শব্দটি লিখে কোন স্পেস না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিঙ্ক বসাতে হবে।
যেমন : [সোর্স](এখানে লিঙ্ক বসাবো)

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:

ইনপুট


 # খুবই বড় সাইজ
## বড় সাইজ 
### মিডিয়াম সাইজ 
#### ছোট সাইজ 
##### খুবই ছোট সাইজ 
###### টিনি সাইজ


আউটপুট

খুবই বড় সাইজ

বড় সাইজ

মিডিয়াম সাইজ

ছোট সাইজ

খুবই ছোট সাইজ
টিনি সাইজ

এখানে ( # )চিহ্ন দেওয়ার পর একটি স্পেস দিতে হবে।


টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন

উত্তর:


 <div class="text-justify"> text</div> 


কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত ?

কনটেন্টের টপিকস নির্বাচনে তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।
• অভিজ্ঞতা
• সৃজনশীলতা ও
• জ্ঞান

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কেন ?

যে বিষয়ের উপর আমাদের দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান ও সৃজনশীলতা রয়েছে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের উচিত সে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া। কারণ যে বিষয় সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা নাই সে বিষয়ে ভালো কিছু উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর যে বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা আছে সেই বিষয়টি নিয়েই আমাদের লেখা উচিত । এর ফলে আমরা সেই বিষয়টি নিয়ে ভালোভাবে লিখতে পারবো।

ধরুন প্রতি steem কয়েনের মূল্য $0.50 আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন তাহলে আপনি কত $ [ USD ] কিউরেশন রিওয়ার্ড পাবেন ?

উত্তর:
আমি একটি পোস্টে $7 এর ভোট দিলাম। এখন কিউটর হিসেবে আমি পাব $7 এর অর্ধেক অর্থাৎ($ 7 ÷2 )=$ 3.5 কিউরেশন রেওয়ার্ড। এখানে যেহেতু STEEM কয়েনের মূল্য $ 0.50সেহেতু আমি কিউরেশন রেওয়ার্ড পাব sp অর্থাৎ স্টিম পাওয়ার হিসেবে।
এখন এই 7 স্টিম অর্থাৎ যেটা স্টিম পাওয়ারে যাচ্ছে সেটা ডলারের কনভার্ট করলে হয় (7*0.5)=$ 3.5 $অর্থাৎ আমি একটি পোস্টে $7 ভোট দিলে USD হিসেবে $ 3.5 পাবো।

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি ?

উত্তর :
পোস্ট করার ৫ মিনিট পরে এবং ৬ দিন ১২ ঘন্টার আগ পর্যন্ত সময়ের মধ্যে ভোট দিলে সর্বোচ্চ কিউ রেশন রেওয়ার্ড পাওয়া যায়।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে ?

উত্তর :
@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

এই ছিল আমার লেভেল থ্রি থেকে অর্জন।

আমার পরিচয় :

IMG-20231213-WA0003.jpg

আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটি পোস্টের ক্ষেত্রে একটি পোস্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্ক ডাউনের বিকল্প নেই। মার্ক ডাউন যত সুন্দর হবে সেই পোস্টের কোয়ালিটি তত বেশি বৃদ্ধি পাবে। সত্যি আমাদের এডমিন মডারেটর গণ অনেক বেশি সহযোগিতা করেন সবকিছুর ক্ষেত্রে। আপনি লেভেল থ্রি হতে অনেক কিছু অর্জন করেছেন। যা আপনার লিখিত পরীক্ষার মাধ্যমে বুঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।