DIY || পাঞ্জাবি ডিজাইন

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম । আমার বাংলা ব্লগের সকল মেম্বাররা কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন ।আল্লাহর রহমতে আমিও বেশ ভাল আছি

আজ আমি আপনাদের মাঝে একটি পাঞ্জাবির ডিজাইন উপস্থাপন করছি ।

IMG_20231219_132307_903.jpg

প্রথম ধাপ :

প্রথমে পাঞ্জাবির আকার করে এঁকে নিয়েছি। পাঞ্জাবির ডান পাশে প্যাঁচ দিয়ে একটি বৃত্ত একে নিয়েছি।

IMG_20231219_125633_459.jpg

দ্বিতীয় ধাপ:

বৃত্তের চারপাশে ফুলের মত পাপড়ি করে এঁকে নিয়েছি।

IMG_20231219_125717_278.jpg

তৃতীয় ধাপ:

তারপর দুটি অর্ধেক বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_20231219_125801_468.jpg

চতুর্থ ধাপ :

বৃত্তের চারপাশে লাভের আকারে পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231219_125853_145.jpg

পঞ্চম ধাপ :

পাপড়ি থেকে একটি ডাল টেনে পেঁচিয়ে বৃত্তের আকার করে নিয়েছি। একইভাবে আরেকটি ডাল টেনে নিয়েছি।

IMG_20231219_130153_834.jpg

ষষ্ঠ ধাপ :

পাপড়ি ও ডালের মাঝখানে অবশিষ্ট জায়গাটি পেচিয়ে গোলাকার বৃত্তের মতো করে নিয়েছি।

IMG_20231219_130258_926.jpgIMG_20231219_130228_379.jpg

সপ্তম ধাপ :

একইভাবে তিনটি বৃত্ত পেঁচিয়ে তার ওপর ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231219_130334_739.jpg

অষ্টম ধাপ :

লতাকে কেন্দ্র করে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি।

IMG_20231219_130525_390.jpg

নবম ধাপ :

লতার পেঁচানো বৃত্তের চারপাশে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231219_130621_243.jpgIMG_20231219_130727_759.jpg

দশম ধাপ :

চতুর্ভুজটির তিন পাশে ইউ এর আকার করে ডিজাইন করে নিয়েছি।

IMG_20231219_130802_123.jpg

একাদশ ধাপ :

চতুর্ভুজের মাঝখানে পাপড়ির পাশে পেঁচিয়ে পেঁচিয়ে বৃত্তাকার করে একটি ডিজাইন করে নিয়েছি।

IMG_20231219_130823_714.jpgIMG_20231219_130859_355.jpg

দ্বাদশ ধাপ:

আবারো পেঁচানো বৃত্তের সাথে ফুলের মত পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231219_131247_490.jpg

ক্রয়োদশ ধাপ :

চতুর্ভুজের নিচে আবার একটি লতা টেনে বৃত্তাকারে এঁকে নিয়েছি।

IMG_20231219_131908_562.jpg

চতুর্দশ ধাপ :

আবারো লতার ফাঁকা জায়গাটিতে কয়েলের আকারে ডিজাইন করে নিয়েছি।

IMG_20231219_132109_549.jpgIMG_20231219_132133_519.jpg

আমার পরিচয় :

আমি আফরিন খান উপমা।
একজন ব্লগার উদ্যোক্তা আমি গান গাইতে এবং নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পেন্সিল দিয়ে দারুন একটি পাঞ্জাবী ডিজাইন করেছেন। আগে কখনো এই ধরনের ডিজাইন দেখিনি। যেটা আপনার মাধ্যমে দেখতে পেলাম । দারুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া।

পাঞ্জাবির ডিজাইনটি বেশ সুন্দর দেখাচ্ছে। এমন ডিজাইনের পাঞ্জাবি হলে দেখতে মন্দ লাগবে না। আপনি খুব সুন্দর ভাবে আপনার ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া।

পাঞ্জাবি ডিজাইন দেখতে বেশ সুন্দর লাগতেছে আপু। নিখুঁত ভাবে আর্ট করার চেষ্টা করেছেন। আপনার হাতের দক্ষতার পরিচয় দিয়েছেন। এধরনের পোস্ট গুলো আপনার থেকে আরো চাই। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য।

আপনার করা পাঞ্জবাইর ডিজাইন টা খুবই চমৎকার হয়েছে প্রতিটা ধাপ সুন্দর ভাবে আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি খুব সুন্দর একটি পাঞ্জাবি ডিজাইন শেয়ার করেছেন। এই ধরনের ডিজাইন করতে আমার কাছেও অনেক ভালো লাগে। এই ডিজাইন রঙিন সুতা দিয়ে পাঞ্জাবির উপর করতে পারলে দেখতে খুব সুন্দর লাগবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

পাঞ্জাবির ডিজাইন টি বেশ সুন্দর হয়েছে। এইরকম ডিজাইন পাঞ্জাবির মধ্যে দেখা যায়। আপনি চমৎকার ভাবে ডিজাইন টি আমাদের মাঝে তুলে ধরছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।