আসসালামু আলাইকুম ।আপনারা সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি একটি ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। এই ছোট ডিজাইনগুলো
মেহেদী হিসেবে বা জামার ডিজাইন হিসেবে আবার পাঞ্জাবির ডিজাইন হিসেবেও ব্যবহার করা যাবে। এইসব ডিজাইন করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে আমার এই ভালোলাগা ডিজাইনগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে।
প্রথম ধাপ:
প্রথমে একটি সাদা কাগজে বৃত্ত এঁকে নিই।
দ্বিতীয় ধাপ :
গোল বৃত্তকে কেন্দ্র করে আরও দুটি বৃত্ত অঙ্কন করে নিই।
তৃতীয় ধাপ:
শেষ বৃত্তের চারপাশে ফুলের মত পাপড়ি করে অঙ্কন করে নেই।
চতুর্থ ধাপ :
ফুলটিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নেই।
পঞ্চম ধাপ :
বৃত্তের পাশে একইভাবে আরেকটি বৃত্ত অংকন করে নেই।
ষষ্ঠ ধাপ :
আবারও শেষ বৃত্তের চারপাশে ফুলের মত পাপড়ি অংকন করে নেই।
সপ্তম ধাপ :
পাপড়ি গুলোর চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলের আকার করে একটি ডিজাইন অংকন করে নিই।
#অষ্টম ধাপ :
কয়েলের আকার করা ডিজাইনের চারপাশে গোল গোল করে পাপড়ির মতো এঁকে নেই।
নবম ধাপ :
এভাবে পাপড়ি গুলোর উপরে আবারও একটি করে পাপড়ি অংকন করে নেই।
দশম ধাপ :
গোল গোল করা পাপড়ির ফাঁকে ফাঁকে ভি চিহ্ন এঁকে তার ভেতর একটি ফুটা দিয়ে ডিজাইন এঁকে নেই।
একাদশ ধাপ :
একইভাবে সব পাপড়ির ফাঁকে ফাঁকে ভি চিহ্ন এঁকে তার মধ্যে একটি ফোটা দিয়ে ডিজাইন করে নেই।
দ্বাদশ ধাপ :
গোল করা পাপড়ি কে কেন্দ্র করে চতুর্ভুজ এঁকে নেই।
ত্রয়োদশ ধাপ:
চতুর্ভুজটির এক কোণে কয়েলের আকার করে একটি ডিজাইন অঙ্কন করে নেই।
চতুর্দশ ধাপ :
ফুলের ডিজাইন কে কেন্দ্র করে দুটি করে পাপড়ি এঁকে নিই। সেই সাথে পাপড়ির ফাঁকে ফাঁকে ভি ডিজাইন করে ফুটা দিয়ে নেই।
পঞ্চদশ ধাপ :
চতুর্ভুজটির চারপাশে ইউ এর মত ডিজাইন করে নেই।
ষোড়শ ধাপ :
চতুর্ভুজটির অবশিষ্ট মাঝখানের জায়গাটি ফোঁটা ফোটা দিয়ে একটি ডিজাইন একে নিই।
বেশ ভালো লাগার মত ছিল সুন্দর একটি আর্ট। আশাকরি এভাবে আপনি সুন্দর সুন্দর ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করবেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পোস্ট তুলে ধরবেন। নতুন ইউজার হিসেবে আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিসদের স্বাগত জানাই। নিয়ম-শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit