আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ || আমার শরতের সেরা ফটোগ্রাফি

in hive-129948 •  3 months ago 

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু আমার শরতের সেরা ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন। শরত কালের প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। শরত কাল মানে প্রাকৃতিক সৌন্দর্যের মন হারিয়ে যাওয়া। নীল আকাশে সাদা মেঘের বেলা আর কাশ ফুলের শুভ্রতা হৃদয় হারিয়ে যায়। বেশ সময়োপযোগী চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতো দারুন প্রতিযোগিতার আয়োজন করার জন্য শ্রদ্ধেয় দাদাসহ সকল এডমিন মডারেটরদের আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে ফটোগ্রাফি করতে খুব বেশি ভালো লাগে। ফটোগ্রাফি করাটা এক ধরনের শিল্প যা হৃদয়কে আনন্দিত করে।

1000049761.jpg

বর্ষার বিদায়ে ভাবুক মন
যখন আনচান তখনি
শরতের স্নিগ্ধ নীল
আকাশ সাজে সৌন্দর্যতায়।

শরতের সবুজ মনোরম
পরিবেশ নদীর বুকে পাল তোলা হাওয়া
হৃদয়কে রাঙিয়ে দেয়
সাদা কাশফুলের শুভ্রতায়।

রাতে হালকা শিশিরের ছোঁয়াতে
ঘাসের রূপ ছড়িয়ে পড়ে
প্রকৃতির অপার সৌন্দর্যে
নীলিমায় সাদা মেঘ হাসে শরতের রূপেতে।

নীল আকাশে তলে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা
রাশি রাশি পদ্ম ফুল
ফোটে মনে খুশির মেলায়।

চোখের পলকে সৌন্দর্যের হাতছানি
ছুঁয়ে যায় হৃদয়ের গহীনে
প্রকৃতির সৌন্দর্যের আলিঙ্গনে
মন মগ্ন হয় প্রকৃতির প্রেমেতে।

দক্ষিনে হাওয়াতে কাশফুলের দোলাতে
সবুজ দিগন্তে প্রাণ হাসে
মাধুরী কোমের অনিন্দ্য সুন্দরে
অপূর্ব নির্মল জ্যোতির শান্ত প্রকৃতির শরতে।

শরতের কাশফুলের সৌন্দর্য

IMG20241009100442.jpg
লোকেশন

IMG20241007120944.jpg
লোকেশন

IMG20241007121957.jpg
লোকেশন

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশে ছয়টি ঋতু বিদ্যমান। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে আমাদের বাংলাদেশের প্রকৃতি । এদেশের প্রত্যেক ঋতুতে প্রকৃত সাজে নতুন রূপে। প্রকৃতির সৌন্দর্য দেখে মিলে নতুন নতুন রূপে। ষড়ঋতুর মধ্যে শরৎকাল অন্যতম। শরৎকাল মানে প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারের বালুকোনায় সাদা কাশফুলের শুভ্রতা। কাশফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। শরৎ কালে সৌন্দর্য ফুটে ওঠে শুধুমাত্র কাশফুলের কারণে।

IMG20241007122007.jpg
লোকেশন

IMG20241007122038.jpg
লোকেশন

IMG20241007122137.jpg
লোকেশন

কাশফুল দেখতে সত্যি খুব ভালো লাগে। কাশফুল দেখতে পছন্দ করে না আসলে মানুষ খুঁজে পাওয়া যায় না। কাশফুলের অসাধারণ সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। কাশফুল যখন ফুটে তখন আমরা বুঝে নিয়ে থাকি শরৎকাল আমাদের মাঝে চলে এসেছে। কাশফুল কিন্তু অন্যান্য মৌসুমে দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র শরৎ কালে কাশফুল ফুটে থাকে। পড়ন্ত বিকেলে কাশফুল বাগানে সময় কাটানোর অনুভূতি বেশ দারুন হয়ে থাকে। কাশফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। শরৎ কালীন কাশফুলের সৌন্দর্য মন হারিয়ে যাই। কাশফুল দেখলে ফটোগ্রাফি করার জন্য মন আনচান করে।

IMG20241009094728.jpg
লোকেশন

IMG20241009094819.jpg
লোকেশন

শরৎ কালের ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য।

IMG20230919151509.jpg
লোকেশন

IMG20241009110746.jpg
লোকেশন

আমাদের বাংলাদেশে কৃষকেরা বর্ষাকালে ধান রোপণ করে থাকে। আর শরৎ কালে ধানের গাছ গুলো বেশ সতেজ এবং সবুজ ভাবে গজিয়ে উঠে। গ্রাম বাংলায় বাহিরে বের হলেই প্রকৃতির ধান ক্ষেতে অপরূপ সুন্দর চোখে পড়ে। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকেন। মাঠের পর মাঠ শুধু সবুজ আর সবুজ দেখতে পাওয়া যায়। এবং ফসলের মাঠ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য সত্যি খুব আনন্দের হয়ে থাকে। প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। শরৎ কালের ধান ক্ষেতের এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন হারিয়েছে বারবার।

IMG20231025115606.jpg
লোকেশন

IMG20241009095454.jpg
লোকেশন

এমন সৌন্দর্য উপভোগ করলে হৃদয়ে প্রশান্তি বয়ে আসে। দৃষ্টিনন্দন এমন মুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। এতো চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলে কি যে ভালো লাগে আসলে তা বলে বোঝানো সম্ভব নয়। যারা গ্ৰাম অঞ্চলে বসবাস করে তারা এমন প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছাকাছি থেকে উপভোগ করতে পারে। এমন সৌন্দর্য উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে। এতো দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখলে শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়।

IMG20241009104423.jpg
লোকেশন

IMG20230922170748.jpg
লোকেশন

শরৎকালের দুপুর বেলার প্রাকৃতিক সৌন্দর্য

IMG20241007121432.jpg
লোকেশন

IMG20231119101643.jpg
লোকেশন

IMG20231119142442.jpg
লোকেশন

IMG20240909141626 (1).jpg
লোকেশন

শরৎকাল মানে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। শরতের সাদা মেঘ যুক্ত আকাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। এমন সৌন্দর্য উপভোগ করতে খুবই অসাধারণ হয়ে থাকে। গ্রাম অঞ্চলে যে দিকে তাকায় সেদিকে প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করা যায়। আসলে শরৎ কালে দুপুর বেলায় বের হলেই প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য সত্যিই বেশ মুগ্ধ করে হৃদয়কে। শরৎকাল মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা।

IMG20240909141626.jpg
লোকেশন

IMG20240909141633.jpg
লোকেশন

শরৎ কালে গ্রাম বাংলার মাঠ ঘাট খাল বিল সব জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করা যায়। ফসলের জমিতে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ জন্ম নেয়। এসব জলজ উদ্ভিদে নানা রকম ফুল ফুটে। নীল আকাশে সাদা মেঘের ভেলার প্রতিচ্ছবি যখন পানির মধ্যে পড়ে তখন দেখতে খুব সুন্দর দেখায়। এমন সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে।

IMG20240927135050.jpg
লোকেশন

IMG20240927135057.jpg
লোকেশন

শরৎ কালের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম। নীল আকাশে সাদা মেঘের বেলা আর মাঠে-ঘাটে সবুজের সমাহার দেখতে খুবই ভালো লাগে। শরতের অনুপম সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই আলাদা হয়ে থাকে। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরত কাল। শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত-স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়।

IMG20241007120549.jpg
লোকেশন

IMG20241007120840.jpg
লোকেশন

এ দেশের মানুষ তখন উৎসবের আয়োজনে মেতে ওঠে। নবান্ন ধানের পিঠা, পায়েস এবং বিভিন্ন প্রকার উৎসব এই ঋতুতে সম্পন্ন হয়ে থাকে। শরৎকাল দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রকৃতির সাথে মিলেমিশে উৎসব আনন্দ ভাগাভাগি করে সবাই। শরৎকালের অসাধারণ আকর্ষণ অবারিত সবুজ মাঠ। সবুজের মাঠের পর মাঠ যেন এর শেষ নেই। মাঠের চতুর্দিকে সবুজের দূরের গ্রাম যেন হাতছানি দিয়ে ডাকে।

IMG20241007121549.jpg
লোকেশন

IMG20241007133848.jpg
লোকেশন

IMG_20241009_233723.jpg
লোকেশন

পড়ন্ত বিকেলে শরৎকালের গ্রাম বাংলা সৌন্দর্য

IMG20241009102857.jpg
লোকেশন

IMG20241009103215.jpgলোকেশন

বিকেল বেলা সবাই ঘুরতে বের হয়। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সুন্দর মুহূর্ত হলো পড়ন্ত বিকেল বেলা। পড়ন্ত বিকেলে নির্জন প্রকৃতির পরিবেশে বাদাম খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত খুবই দুর্দান্ত হয়ে থাকে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পরিবেশ যদি খুবই চমৎকার এবং নির্জন হয় তাহলে আড্ডা বেশ জমে উঠে। পড়ন্ত বিকেলে বন্ধুর সাথে কথা বলতে বলতে গ্রাম বাংলার মাঠ ঘাট ঘুরে দেখার আনন্দ খুবই অসাধারণ হয়ে থাকে। পড়ন্ত বিকেলে শরৎ কালের গ্রাম বাংলা সৌন্দর্য খুবই অসাধারণ । শরৎ কালের গ্রাম বাংলা সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। এমন সৌন্দর্য উপভোগ করলে মনে বেশ প্রশান্তি আসে।

IMG20241009103239.jpgলোকেশন

IMG20240925115307.jpg
লোকেশন

শরৎকালে নদ নদীর সৌন্দর্য

IMG20230908124047.jpg
source

IMG20241009110225.jpg
source

IMG20240220102524.jpg
source

শরৎকালে নদ নদীর সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের সব জায়গাতে কম বেশি নদ নদী রয়েছে। তাই সবাই শরতের চমৎকারভাবে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। নীল আকাশে সাদা মেঘের ভেলাতে নদ নদীর প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ হয়ে থাকে। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে। এমন নান্দনিক সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত খুবই অন্যরকম হয়ে থাকে।

IMG20240413085030.jpg
source

IMG20241009100211.jpg
source

IMG20241009101308.jpg
source

শরৎকালে কোন কোন নদীর পানি বেড়ে যায় আবার কোন কোন নদীর পানি কমে। জোয়ার ভাটার কারণে এমন হয়ে থাকে। শরতের নীল আকাশে নৌকা করে নদী ভ্রমণ অনুভূতি বেশি দারুন হয়ে থাকে। নীল আকাশের সাদা মেঘের ভেলার প্রতিচ্ছবি যখন পানিতে দেখা যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। এদেশের অসংখ্য নদ নদী রয়েছে। দৃষ্টিনন্দর নদ নদীর প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যায় বারবার।

IMG20241009101330.jpg
source

IMG20241009105636.jpg
source

আসলে শরৎ কালের প্রকৃতির এই ভিন্ন ভিন্ন রূপ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। শরৎ এর নদীও অনেক বেশি সুন্দর সব কিছুর মতো। আসলে নীল আকাশে সাদা মেঘ যখন ভেসে বেড়ায়, তখন এমনিতেই সুন্দর লাগে। শরৎকালে নদীর সৌন্দর্যের দৃশ্য ফটোগ্রাফি করতে খুব বেশি ভালো লাগে।

IMG20241009110156.jpg
source

শরত কালের কিছু ফুলের সৌন্দর্য

শাপলা ফুলের আলোকচিত্র

IMG20240912102526.jpg
লোকেশন

IMG20241009090809.jpg
লোকেশন

জবা ফুলের আলোকচিত্র

IMG20231204130851 (2).jpg
লোকেশন

IMG20240925115558.jpg
লোকেশন

IMG20241009090437.jpg
লোকেশন

আসলে শরৎ কালে কত রকমের ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। শরৎকালে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ফুল দেখে থাকি। ফুলের সৌরভ এবং সৌন্দর্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ষড়ঋতুর মধ্যে সবচেয়ে বেশি ফুল ফোটে শরৎকাল এবং শীতকালে। শরৎ কালের বৈচিত্রময় বাহারি রঙের ফুলের সৌন্দর্য ফুল প্রেমিকদের কাছে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে । শরৎকালে অনেক বেশি ফুল ফুটে যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। গ্ৰাম অঞ্চলে বাইরে বের হলেই নানা রকমের ফুল দেখতে পাই।

কচুরিপানা ফুলের আলোকচিত্র

IMG20241009091113.jpg
লোকেশন

IMG20240905100437.jpg
লোকেশন

নয়ন তারা ফুলের আলোকচিত্র

IMG20240726162013.jpg
লোকেশন

লজ্জাবতী ফুলের আলোকচিত্র

IMG20241008091720.jpg
লোকেশন

শরৎকাল মানে প্রকৃতির দিকে তাকায় ফুল আর ফুল দেখতে পাই। সবুজ প্রকৃতি সাজে রংবেরঙের ফুল দিয়ে। শরৎ কালে নানা রকম ফুল ফুটে থাকে। তার মধ্যে কাশফুল, শাপলা, শিউলি, বুকুর, টগর, অপরাজিতা, জবা, কচুরিপানা মাধবীলতা ফুল অন্যতম। এই প্রতিটি ফুলের সৌন্দর্য দেখতে সত্যি খুব দারুণ হয়ে থাকে।

মাধবীলতা ফুলের আলোকচিত্র

IMG20240722180131.jpg
লোকেশন

IMG20240530093547.jpg
লোকেশন

গ্রাম অঞ্চলে মাঠে-ঘাটে, রাস্তা দুই পাশে, বসতবাড়ি রাঙিনায়, জলাশয়ের ধারে, বনে জঙ্গলে নানা রকম ফুল আমাদের চোখে পড়ে। কিছু কিছু ফুল প্রাকৃতিক ভাবে জন্মে থাকে । আবার কিছু কিছু ফুল খুব পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়ে থাকে। বৈচিত্রময় বাহারি রঙের ফুলগুলো আমাদের আনন্দ দেয়।

অপরাজিতা ফুলের আলোকচিত্র

IMG20241009091801.jpg
লোকেশন

কেও ফুলের আলোকচিত্র

IMG20240925121053.jpg
লোকেশন

ধুন্দুল ফুলের আলোকচিত্র

IMG20241009093947.jpg

লোকেশন

আসলে শরৎকালে কত জাতের ফুল আছে তা সঠিকভাবে বলাটা খুব মুশকিল। তবে গ্রামাঞ্চলে শরৎকালে যে ফুলগুলো আমার চোখে পড়েছে তার ফটোগ্রাফি আমি করে নিয়েছি। এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার জানামতে শরৎকালে আরো কিছু ফুলের ফটোগ্রাফি করা বাকি রয়েছে। সময় স্বল্পতার কারণে ফুল গুলো ফটোগ্রাফি করতে পারে নি। আসলে ফুল দেখলে হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। ফুলের সৌন্দর্য আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়।

কামরাঙ্গা ফুলের আলোকচিত্র

IMG20240927103828.jpg
লোকেশন

বাগান বিলাস ফুলের আলোকচিত্র

IMG20240630114058.jpg
লোকেশন

IMG20240630114217.jpg
লোকেশন

IMG20240726160343.jpg
লোকেশন

IMG20240726162308.jpg
লোকেশন

রংবেরঙের নানা বৈচিত্রের ফুলগুলো দেখতে কি যে ভালো লাগে তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আসলে শহরের তুলনায় গ্রামে বসবাস করলে নানা রকম ফুল দেখতে পাওয়া যায়। গ্রামাঞ্চলে অনেক রকমের বুনো ফুল ফুটে থাকে। যে গুলো শহরে দেখা যায় না। শহরে শুধু বাগানে চাষ করা ফুলগুলো দেখা যায়। এই বুনো ফুল গুলো গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে দেখতে পাওয়া যায়।

রঙ্গন ফুলের আলোকচিত্র

IMG20240726162343.jpg
[লোকেশন]( https://w3w.co/sequenced.rehearsa

IMG20240726162455.jpg
লোকেশন

মাইক ফুলের আলোকচিত্র

IMG20240530094152.jpg
লোকেশন

শরৎকাল মানে নানা এরকম ফুলের সমাহার। শরৎ কালের বিশেষ করে কাশ ফুলের সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। তাছাড়া অন্যান্য ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগে। ফুল প্রেমিকদের কাছ থেকে প্রত্যেকটি ফুলের সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ালে অনেক রকমের ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়।

কানাই ফুলের আলোকচিত্র

IMG20241008091858.jpg
লোকেশন

কিছু বুনো ফুলের আলোকচিত্র

1000049741.jpg
লোকেশন

শরতের এক পশলা বৃষ্টি

IMG20241004122845.jpg
লোকেশন

IMG20241004122557.jpg
লোকেশন

IMG20241004122325.jpg
লোকেশন

শরৎকাল এই রোদ এই বৃষ্টি । কখনো রোদ বেশি পড়ে। কখনো আবার হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়। মুহূর্তে প্রকৃতির পরিবর্তন হয়ে যায়। বৃষ্টিতে প্রকৃতি অন্যরকম দেখায়। আবার রোদ উঠতে প্রকৃতি অন্যরকম হয়ে যায়। মাঝে মাঝে বৃষ্টি হলে খুব ভালো লাগে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম ভাবে সাজে। শরতের এক পশলা বৃষ্টিতে সবকিছু মিজিয়ে দেয়। আবার তার প্রকৃতির রোদে শুকিয়ে যায়। বলা যায় যে শরৎকালে রোদ-বৃষ্টি খেলা হয়।

IMG20241004122910.jpg
লোকেশন

IMG20240925124232.jpg
লোকেশন

IMG20240925122331.jpg
লোকেশন

বৃষ্টি হওয়ার পর প্রকৃত ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। গাছপালা লতাপাতা উপর বৃষ্টির ফোঁটা দেখতে পাওয়া। বিভিন্ন ধরনের লতা পাতার উপর বৃষ্টির ফোঁটা দেখতে খুবই সুন্দর লাগে। এমন চমৎকার বৃষ্টি ফোটার দৃশ্যের ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। বৃষ্টি ফোঁটা থেকে মুক্ত দানার মতো হাসি ফুটে। বৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অন্যরকম হয়ে থাকে। বিশেষ করে সবুজ লতা পাতা এবং ঘাসের উপর যখন বৃষ্টি ফোঁটা জমে থাকে। তখন দেখতে খুবই দারুণ লাগে। বৃষ্টিস্নাত মুহূর্ত গুলো দেখে অনেক বেশি ভালো লাগে। বলা যায় যে সবুজ লাবণ্যময় দৃশ্য তরুণ হৃদয়ে সৌন্দর্যের পশরা সাজিয়ে দোলা দেয় নতুন উচ্ছ্বাসে।

IMG20240819174752.jpg
লোকেশন

IMG20240925122120.jpg
[লোকেশন](https://w3w.co/subsistence.elation.lifts

শরতের সূর্যাস্তের দৃশ্য

IMG20240303072414.jpg
লোকেশন

IMG20240302173653.jpg
লোকেশন

শরতের সূর্যাস্তের দৃশ্য দেখতে কি যে ভালো লাগে তাছাড়া বলে বুঝানো সম্ভব নয়। প্রকৃতির সৌন্দর্য এক অপূর্ব মুহূর্ত অতিবাহিত হয় । সূর্যাস্তের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে । সূর্যাস্ত দেখতে বেশ চমৎকার লাগে । । লাল টুকটুকে সূর্য দেখতে যেমন চমৎকার লেগে তার আভাও তেমনি চারিদিকে ছড়িয়ে পড়েছিল অসাধারণ ভাবে। সত্যি প্রকৃতির এক অসাধারণ দৃশ্য হয়েছিলো। পড়ন্ত বিকেলের আকাশে লাল এবং কমলায় রাঙিয়ে সূর্য
ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্ত যায়।

IMG20231024172556.jpg
লোকেশন

IMG20240831182051.jpg
লোকেশন

সূর্যাস্তের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মত দৃশ্য। অস্ত যাওয়া পৃথিবীর অন্যতম সেরা নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত দৃশ্য চোখে পড়ে। বিভিন্ন রং কমলা থেকে টুকটুকে লাল হয়ে গিয়ে নানা রঙের বর্ণচ্ছটা ছড়িয়ে দিগন্তে হারিয়ে যায় সূর্য। কমলা-গোলাপি-বেগুনি রঙের সেই ছোঁয়ায় রাঙে মেঘেরা রাঙে আকাশ, রাঙে তার চারপাশ। প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যের মুহূর্ত গুলো নিজ চোখে উপভোগ করতে খুব ভালো লাগে। আসলে নিজ চোখে এমন সুন্দর হোক না করলে মুখে বলে তা প্রকাশ করা সম্ভব হয় না। আজ আমি আপনাদের মাঝে একটি শরতের দিনের প্রতিটি মুহূর্ত ফটোগ্রাফার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে আশা করি আপনাদের ফটোগ্রাফি ভালো লাগবে।

IMG20240831182048.jpg
লোকেশন

IMG20240831182042.jpg
লোকেশন

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। আর সেই সাথে চমৎকার সব ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যি ভাই আপনি অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে খুব ভালো লেগেছে আমার। শরৎকালের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আজকের এই পোস্টের মাঝে। যেখানে শরতের আকাশ কাশফুল অন্যান্য ফুল সব মিলিয়ে দারুণ একটি পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আশা করবো বিজয়ীদের একজন হবেন আপনি।

এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

বৃষ্টি ভেজা জবা ফুলটা কিন্তু দারুন হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে আপনি ফটো ধারণ করেছেন। কনটেস্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলো কাশফুলের সুন্দর সুন্দর ফটো গুলো দেখে। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি আমাদের মাঝে জাস্ট অসাধারণ শরতের ফটোগ্রাফি শেয়ার করছেন।এতো সুন্দর ফটোগ্রাফি গুলো শুধু তাকিয়ে ছিলাম ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

শরতের ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। শরৎকালীন সৌন্দর্য দেখতে আমি অনেক পছন্দ করি। সবকিছুর ক্যামেরাবন্দি দারুন ভাবে করেছেন। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

আসলে আপনার পোস্টটি যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ফটোগ্রাফির মেলা বসেছে আপনার পোস্টে। অর্থাৎ আপনি এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে দেখতে প্রায় আমার দুই মিনিট কেটে গেল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সময় নিয়ে ফটোগ্রাফি গুলো দেখার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পারলাম। মুগ্ধ হয়ে গেলাম আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। সুন্দর আকাশ, কাশফুল, বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

শরতের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শরতের সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। আর শরৎকালে ফুল এবং আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু অসাধারণ থাকে। আপনি দেখতেছি ফটোগ্রাফির মধ্যে খুব সুন্দর করে মনের অনুভূতি দিয়ে শরৎ নিয়ে কবিতার মতো করে কিছু লাইন লিখেছেন। ভালো লাগলো আপনার শরৎকালের ফটোগ্রাফি পোস্ট দেখে।

জি আপু শরতের প্রকৃতি নিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

ভাইয়া আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে শরতের প্রতিটা দৃশ্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এমন চমৎকার সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্ৰাফির পাশাপাশি আপনার লেখা পড়েও খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লাগছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এ ধরনের ফটোগ্রাফি গ্রামীণ পরিবেশেই ভালো পাওয়া যায়।শহরে এমন ফটোগ্রাফি পাওয়া খুবই দুষ্কর।আপনি আপনার ফটোগ্রাফিতে শরৎকালের মেলা বসিয়ে দিয়েছেন দেখলাম।অনেক ধন্যবাদ জানাচ্ছি।

জি আপু আসলে শহরে গ্রাম বাংলার এমন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

প্রতিটা ফটোগ্রাফি প্রশংসা করার মত নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর সৌন্দর্যটা অনেক ভালো লেগেছে সেই সাথে শাপলা ফুলের সৌন্দর্যটা আকৃষ্ট করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

জি ভাই, নীল আকাশের সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য খুবই চমৎকার। ধন্যবাদ আপনাকে ভাই।

শরতকালের সৌন্দর্যে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। যতই ফটোগ্রাফি গুলো দেখছিলাম ততই চোখ জুড়িয়ে যাচ্ছিল।আর কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে।শরতকালের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মত ছিল। বেশ দারুণভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ ভাই অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । আর ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

ভাই আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কবিতা এক কথায় অসাধারণ হয়েছে। আপনি শরতের যে দৃশ্যগুলো শেয়ার করেছেন প্রত্যেকটি দৃশ্য মাস্টারক্লাস। গতকালকে আপনি এই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন এটা দেখে ভীষণ ভালো লেগেছিল। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনাকে ভাই ধন্যবাদ জানাই এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

শরৎকালের ফটোগ্রাফি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনার ফটোগ্রাফির মধ্যে পুরো শরৎকালটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কাশফুল নীল আকাশের ফটোগ্রাফি গুলো দেখি অনেক বেশি সুন্দর লাগছে। তাছাড়া সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফির মাধ্যমে পুরো শরৎকালটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য।

ফটোগ্রাফি গুলো দেখে এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

ভাইয়া আপনার শরতের সেরা ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক সুন্দর ছিল। আপনার ফটোগ্রাফির দক্ষতা আপনাকে উচ্চা পর্যায়ে নিয়ে গেছে। যার ফলে প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হয়েছে। ধন্যবাদ।

আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। শরৎকালের সৌন্দর্য ও ফুটিয়ে তুলেছেন আজকের এই পোষ্টের মাধ্যমে। খুব সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। বিশেষ করে অনেক বেশি ভালো লাগলো ও কাশফুলের ফটোগ্রাফি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমার শেয়ার করা অনুভূতি আপনি উৎসাহিত হয়েছেন জেনে খুবই খুশি হলাম।