বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিলীয়ান তারকা পেলের চিত্র অঙ্কন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
"আমার বাংলা ব্লগ" অন্যান্য কমিউনিটি থেকে সম্পূর্ণ আলাদা। এই কমিউনিটি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কনটেস্টের আয়োজন করে । সাধারণ ইউজারেরা তাদের মনের অনুভূতি এবং নিজের দক্ষতা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। যার কারণে আমার বাংলা ব্লগ কমিউনিটি হৃদয়ের মাঝে জায়গা করে নিয়েছে। প্রতিবারের মতন এবারে ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে চমৎকার একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। এত সুন্দর কনটেস্টের আয়োজন করার জন্য শ্রদ্ধেয় দাদা সহ সকল এডমিন মডারেটরদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি কয়েক সপ্তাহ যাবৎ অনেক অসুস্থ। অসুস্থতার মাঝেও এত সুন্দর কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমার ফুটবলের প্রিয় তারকা পেলের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। আসলে মানুষের স্কেচ তৈরি করা খুবই কষ্ট সাধ্যের ব্যাপার। যারা দক্ষ আর্টিস্ট তারা ছাড়া মানুষের স্কেচ অন্য কেউ তৈরি করা অসম্ভব।
যারা ফুটবলকে ভালবাসেন ফুটবল খেলা দেখেন তারা অবশ্যই পেলের কথা শুনেছেন । পেলেকে বলা হয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি। ফুটবল ইতিহাসে পেলেকে বলা হয় সেরাদের সেরা। যদিও আমি এই প্রজন্মের তারপরেও ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র পেলের সফলতার গল্প শুনে সত্যিই হৃদয় ভরে যায়। আমি পেলেকে খুবই ভালোবাসি। পেলের পুরো নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু। তিনি একজন ব্রাজিলীয়ান তারকা। তিনি ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জয় করেছেন। বিশ্বকাপ ট্রফি ছাড়াও ছোট বড় অন্যান্য অনেক ট্রফি অর্জন করেছে। যার কারণে ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে পেলেকে অবহিত করা হয়।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
১ - একটি আর্টিস্ট খাতা
২ - পেন্সিল
৩ - রবার
৪ - স্কেল
৫ - পেন্সিল কম্পাস ইত্যাদি।
চিত্র আঁকার বিবরণ :-
↘️ধাপ :- ১↙️
- চিত্র আঁকার জন্য আমি যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।
- প্রথমে আমি একটি ফুটবল খেলার মাঠ অঙ্কন করবো। তাই আমি পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে ফুটবল খেলার মাঠ আঁকছি।
↘️ধাপ :- ২↙️
- এখন আমি ফুটবল মাঠের মধ্যখানের বৃত্ত এবং এক পাশের পোস্ট বারের এর চিত্র এঁকে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- পেন্সিল দিয়ে ফুটবল মাঠ অঙ্কন করা সম্পূর্ণ করেছি।
↘️ধাপ :- ৪↙️
- এই পর্যায়ে আমি পেলের স্কেচ তৈরি করবো। তাই প্রথমে পেলের চোখ, চোখের পাতা এবং চোখের উপরে ভ্রু পেন্সিল দিয়ে ধীরে ধীরে এঁকে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এখন আমি পেলের নাক এঁকে নিলাম।
↘️ধাপ :- ৬↙️
- এই পর্যায়ে আমি পেলের ঠোঁট দুটি, মুখের নিচের অংশ এবং একটি কান এঁকে নিলাম।
↘️ধাপ :- ৭↙️
- পেলের মুখ আঁকা শেষ হইছে।
↘️ধাপ :- ৮↙️
- এই ধাপে আমি পেলের গলা এবং বুকের অংশ এঁকে নিলাম। তারপর পেন্সিল দিয়ে মুখের কিছু কিছু অংশ হালকা ঝাপসা কালো করে নিলাম।
↘️সর্বশেষ ধাপ :-↙️
- এখন আমি পেন্সিল দিয়ে পেলের মাথায় আঁকছি। তারপর পেন্সিল দিয়ে মাথার চুল এঁকে নিলাম।
আশা করি আমার কাঙ্খিত পেলের চিত্র অঙ্কন শেষ হয়েছে। এইভাবে আমি ব্রাজিলীয়ান তারকা পেলের চিত্র অঙ্কন সম্পূর্ণ করি।
যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।