"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ ||আমার পছন্দের পারফিউম//১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

প্রথমে আপনাদের সকলকে অন্তর অন্তর থেকে পারফিউমের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rme প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সুস্বাস্থ্য কামনা করছি তার সাথে সাথে তাদের পরিবারের বিশেষ করে শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল এডমিন মডারেটরসহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। যার যার অবস্থান থেকে সবাই যেন ভালো থাকে সেই প্রত্যাশা করছি।

আজ এত সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের মাঝে পারফিউম নিয়ে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে। আমার কথাগুলো অগোছালো‌। হয়তো পারফিউমের মতোন মনমুগ্ধকর সুগন্ধে আপনাদের হৃদয়ে মাতিয়ে তুলতে পারবে না। তবুও হয়তো আপনাদের ভালো লাগবে।

IMG_20220607_182303.jpg

source
source

সুন্দর সুঘ্রাণ কে ভালোবাসাটা মানুষের অভ্যাস। তাইতো ছোট কিশোর থেকে বয়স্ক লোক সবাই পারফিউম ব্যবহার করতে খুব ভালবাসে। যারা পারফিউম কে খুব বেশি ভালোবাসে ঐ শ্রেণীর লোকদের মধ্যে আমিও একজন।বলা যেতে পারে আমি একজন পারফিউম বা, সুগন্ধি প্রেমিক।

আমরা এখন বর্তমান আধুনিক সময়ে যেটিকে পারফিউম বা, বডি স্পে বলেছি। তা একসময় আতর, সুগন্ধি বা খুশবো নামে সবার কাছে বেশ পরিচিত ছিলো।

আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি গ্রাম অঞ্চলের বয়স্ক লোকেরা পারফিউম সম্পর্কে খুব কম জানে। তবে আপনি যদি পারফিউম কে আতর বলেন তাহলে তারা ঠিকই চিনে নিবে ‌। আতর বললে তারা সুগন্ধি কে বুঝে। আতর লাগাবেন বললে ব্যবহারের জন্য উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে যায়। আতরের জন্য তারা এতটাই আনন্দিত হয় যে দাঁড়ি পাকা বয়স্ক লোকের অট্টহাসির দৃশ্য অবশ্য আপনার হৃদয় ছুয়ে যাবে। পারফিউম বা সুগন্ধি ব্যবহার আজকের নয়। তা প্রাচীনকাল থেকে থেকে ব্যবহার হয়ে আসছে।

pexels-photo-3910068.jpeg

source

বাড়ির দাদি নানিদের হয়তো পারফিউম বা, বডি স্প্রে সম্পর্কে তাদের ধারণা কম। তারা পারফিউম এর পরিবর্তে আতর ব্যবহার করতে জানতেন। বিশেষ করে নামাজের সময় খুব সুগন্ধি ব্যবহার করতেন রান্না বান্না শেষ করে গোসল করার পর তাদের শরীরে সুগন্ধি ব্যবহার করতেন। প্রাচীনকাল থেকে বাংলার মানুষ বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে আসছে। বয়স্ক লোকদের মুখ থেকে শুনে যায় সুগন্ধি পবিত্রতা থাকার নির্দেশ করে। বর্তমান সময়ে সুগন্ধি পারফিউম ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সুগন্ধির ছোঁয়া হৃদয়কে খুব প্রশান্তি করে। আসলে পারফিউম এমন একটা জিনিস যা দেখতে পানির মতোন তবে শুধু মন মাতানো সৌরভ অনুভব করা যায়।

সুগন্ধি ব্যবহারের জন্য আগের দিনের একটি প্রবাদ লোকের মুখে বেশ প্রচলিত ছিল।:-

কেশে মাখো কুন্তলীন
রুমালেতে দেলখোস,
পানে খাও তাম্বুলীন
ধন্য হোক এইচ বোস!

সুগন্ধি বিক্রেতাগণ এর মুখে মুখে এই প্রবাদটি অনেক শুনা যেতো। পারফিউম শুধু সুগন্ধির জন্য ব্যবহার করা হয় তা নয়। মন মাতানো সুঘ্রাণে মনকে ভালো করে দিতে পারে। মন ভালো রাখার আরেকটি অন্যতম উপায় হলো নিজের পছন্দের ভালো লাগার পারফিউম ব্যবহার করা।

পারফিউম সম্পর্কে আলোকপাত ♥️💜:-

pexels-photo-8084464.jpeg

source

আমরা সকলেই অনেক ধরনের পারফিউম ব্যবহার করে থাকি। আগের দিনে ঘরোয়া ভাবে বিভিন্ন ফুল এবং ফলের নির্যাস থেকে সুগন্ধি তৈরি করা হতো। বিভিন্ন রাসায়নিক দ্রবণ মিশ্রন না করার কারণে ঘরোয়া ভাবে তৈরি সুগন্ধি অনেকদিন যাবত ব্যবহার করা যেত না। ‌ বিভিন্ন ধরনের ফুল‌। বিশেষ করে যে ফুল গুলোর সুগন্ধি মানুষকে খুব বেশি আকর্ষণ করে। ফুলের ঘ্রাণে মানুষের মন বিভোর হয় সে ফুলগুলো পারফিউম এর জন্য নির্বাচন করা হয়। সাধারণত গোলাপ, গন্ধরাজ, বকুল, চন্দন সহ আরো অনেক ধরনের ফুল ব্যবহার করা হয়। পারফিউম তৈরি করার জন্য প্রথমে ফুলের নির্যাস বের করা হয়‌‌। তারপর ফুলের নির্যাস এর সাথে এসেন্সিয়ল অয়েল মেশানো হয়। পারফিউম এর আরো মনমুগ্ধকর সুঘ্রাণ এবং ব্যবহারের পর অনেকক্ষণ যাবৎ সুগন্ধি বিদ্যমান থাকার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রবণ ব্যবহার করা হয়। পারফিউম তৈরির সময় ফ্লেভার উপর বিশেষ লক্ষ্য রাখা হয়।

তাছাড়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেক ধরনের ফলের রস থেকে অসাধারণ পারফিউম তৈরি করা হয়। একাধিক ফুল এবং ফলের মিশ্রণে পারফিউম তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আপনি একটি পারফিউম এর মাঝে অনেক ফ্লেভার অনুভব করতে পারবেন। পিএইচ এর মাত্রা ঠিক রেখে পারফিউম বোতল জাত করা। হয় যাতে পারফিউম ব্যবহারে ত্বকের কোনো সমস্যা না হয়।

pexels-photo-932577.jpeg

source

পারফিউম তৈরি করা এটি একটি শিল্পের অংশ। একজন শিল্পী যেমন রং তুলি আঁচলে দ্বিমাত্রিক সৃজনশীলতার মাধ্যমে
মনমুগ্ধকর নান্দনিক আট উপস্থাপন করে। ঠিক তেমনি যারা পারফিউম তৈরি করে সর্বোচ্চ দক্ষতা ভালোবাসার অনুভূতি ছোঁয়াতে পারফিউমের বিভিন্ন রকমের ফ্লেভার উপস্থাপন করে থাকে। পারফিউমের মূল আকর্ষণ হলো ফ্লেভার।

আমরা সবাই কমবেশি পারফিউম পছন্দ করে থাকি। বর্তমান বাজারে অনেক ধরনের পারফিউম পাওয়া যায়। কিছু কিছু পারফিউমের সুঘ্রাণ এতটাই মনমুগ্ধকর যে একবার লাগালে বারবার ব্যবহার করতে মন চায়। সুঘ্রাণে হৃদয় ব্যাকুল হয়ে পড়ে। পারফিউম ফ্লেভারের উপর আপনার রুচি এবং ব্যক্তিত্বকে প্রকাশ করে অন্যের নিকট। পারফিউমের সুগন্ধি মনকে হাসিখুশি রাখতে সহায়তা করে।

আমার পছন্দের পারফিউম।💙💖

pexels-photo-264950.jpeg

source

IMG_20220607_183049.jpg
ক্যামেরা :- Redmi note 7

আমার মামা যখন কুয়েত ছিলো তখন আমার আম্মুর জন্য কুয়েত থেকে গ্যাটসবি ডিওডোরেন্ট পারফিউমটি নিয়ে আসছিলো। আসলে ছোটবেলা থেকে আমি অনেক ধরনের পারফিউম ব্যবহার করতাম।গ্যাটসবি পারফিউম দেওয়ার পর থেকে কেন জানি মনের অজান্তে খুব পছন্দের পারফিউমে রূপান্তরিত হলো। সেই থেকে এখন পর্যন্ত একই ধরনের পারফিউম ব্যবহার করতেছি‌।

1654605201629.jpg
ক্যামেরা :- Redmi note 7

এই গ্যাটসবি ডিওডোরেন্ট পারফিউমটা আমার ভীষণ পছন্দের। এইটি আমি অনেক বছর পূর্ব থেকে ব্যবহার করে আসছি। এই পারফিউম টার ফ্লেভার হলো বকুলপুরের ফ্লেভার। বকুল ফুলের ফ্লেভার আমার খুব পছন্দের। আমার আম্মু এই পারফিউম ব্যবহার করতেন। আমার আম্মুর কাছে বকুল ফুলের পারফিউম খুব ভালো লাগতো। তাই আমি আমার আম্মুর মতোন একই পারফিউম ব্যবহার করে থাকি। এই পারফিউমের সুঘ্রাণ নাকের কাছে আসলেই মনে হয় বকুল ফুলের বাগানে হারিয়ে গেছি। এই পারফিউম একবার লাগালে অনেকক্ষণ যাবৎ এর সুঘ্রাণ বিদ্যমান থাকে। আসলে এটি যত বার ব্যবহার করি ততো বার ফুলের কোমলতার মোহনীয় সুবাসে আচন্নীত হয় । আসলে যখন এই পারফিউম টি ব্যবহার করি তখনই নিজের কাছে খুব অন্যরকম অনুভূতি কাজ করে।

পছন্দের পারফিউমের ফ্লেভার।🖤💞

pexels-photo-8450250.jpeg

source

IMG_20220604_190001 (1).jpg
ক্যামেরা :- Redmi note 7

আমার সবচেয়ে পছন্দের পারফিউমের ফ্লেভার হলো বকুলপুরের ফ্লেভার। তাছাড়া আরও কয়েকটি ফ্লেভার আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই পারফিউম গুলো ব্যাবহার করে থাকি। ‌ তা হলো চকলেট ফ্লেভার এবং হালকা মিষ্টি ফ্লেভার । এসব পারফিউমের ফ্লেভারে সত্যি আমি খুব মুগ্ধ হয়। মন মাতানো সৌরভের এইসব সুগন্ধি গায়ে মাখলে কি যে আনন্দ অনুভূতি হয় তা বলে বোঝানো সম্ভব নয়।

পারফিউম নিয়ে আমার অনুভূতি।💚💛

pexels-photo-672051.jpeg

source

আসলে পারফিউম কে আমি খুব ভালোবাসি। আসলে আমি যেদিন শরীরে পারফিউম ব্যবহার করি না । সেদিন আমার কাছে কেমন যেন শূন্যতা মনে হয়। ঘরে অথবা ঘরের বাহিরে আমি পারফিউম ব্যবহার করে থাকি। বিশেষ করে ঘর থেকে বাহির হওয়ার সময় তো অবশ্যই পারফিউম ব্যবহার করা হয়ে থাকে। পারফিউম আমার নিত্যদিনের সঙ্গী। আমি বিলাসিতার জন্য যে জায়গা গুলোতে টাকা খরচ করি তার মধ্যে অন্যতম হলো পারফিউম ক্রয়ের জন্য। আসলে পারফিউম নিয়ে আমার অনুভূতিগুলো আপনাদের মাঝে বলে বোঝানো সম্ভব নয়। আসলে নিজের পছন্দের পারফিউম ব্যবহার করার অনুভূতি অন্যরকম হয়ে থাকে। আমার প্রিয় কিছু মানুষ কে এই পারফিউম উপহার দিয়েছি। তারা পারফিউম পাওয়ার পর খুব খুশি হয়েছে এবং পারফিউমের ফ্লেভার তাদের অনেক পছন্দ হয়েছে।

পারফিউম গিফট পাওয়ার অনুভূতি💓💙:-

pexels-valeria-boltneva-1961785.jpg

source

যারা আমার কাছের মানুষ যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি। যাদের উপর মায়া-মমতা ভালোবাসার আস্থা রেখেছি তাদের কাছ থেকে আমার পছন্দের কয়েকটি জিনিস উপহার পাবো এটাই স্বাভাবিক। আমার কয়েকটি অনুষ্ঠানে আমার প্রিয় মানুষদের কাছ থেকে তিনটি পারফিউম উপহার পেয়েছি। পারফিউম গুলো যখন ব্যবহার করতাম তখন তাদের কথা খুব মনে পড়তো‌। আসলে পারফিউম ব্যবহারের কারণে যতই কমতেছে তাদের ভালোবাসা আরো বৃদ্ধি পাচ্ছে। পারফিউম উপহার দেওয়ার পরে তাদের প্রতি কেমন যেন অন্যরকম মমত্ববোধ মনের মধ্যে জাগ্রত হলো। আসলে প্রিয় জিনিস গিফট পাওয়ার খুশিতে খুব আত্মহারা হয়ে উঠলাম। আমি মনে করি কোন কারনে যদি কারো সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়‌।তাহলে সে যদি আমাকে আমার পছন্দের পারফিউম উপহার দেয় তাহলে তার সাথে আবার পুনরায় সুসম্পর্ক গড়ে উঠবে।

পারফিউম লাগানোর উপকারিতা ❣️💕

pexels-photo-755992.jpeg

source

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সুগন্ধি ব্যবহার ব্যবহার করা সুন্নত। এইটি প্রিয় নবী (সঃ) খুব বেশি পছন্দ করতেন। পারফিউম ব্যবহারের ফলে মন মেজাজ খুব ভালো থাকে। সুগন্ধির সৌরভে মন প্রশান্তিতে থাকে। মন শান্ত করতে পারফিউম খুব বেশি ভূমিকা পালন করে। পারফিউম অন্যের নিকট ব্যক্তিত্ব বোধ এবং আকর্ষনীয় করে তুলতে সহায়তা করে। ভালো পারফিউম ব্যবহারের পরে আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে। পারফিউম ব্যবহার করে মনতান্ত্রিক উন্নয়নের পাশাপাশি কিছুটা হলেও স্বাস্থ্যের উন্নয়ন হতে পারে। কারণ মন ভালো তো স্বাস্থ্য ভালো। বিশেষ কিছু সুগন্ধির প্রভাবে রাতের ঘুম ভালো হতে পারে। সুগন্ধির দ্বারা রাতে শান্তিপূর্ণ ঘুম উপভোগ করতে সহায়তা করে। সর্বোপরি মন এবং স্বাস্থ্য ভালো রাখতে পারফিউম এর গুরুত্ব অনেক।

পারফিউম নিয়ে আমার মনের সুন্দর অনুভূতি গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি । জানি না কতটুকু ভালো হয়েছে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

সবাইকে শুভ বিকাল
আপনারা সবাই ভালো থাকবেন।

আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পারফিউমের সম্পর্কে লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন গ্রামের বয়স্ক লোকেরা পারফিউম বললে কিছুই চিনতে পারবে না কিন্তু আতর বললে অবশ্যই চিনতে পারবে। তাছাড়া আপনি একটি প্রবাদ বাক্য লিখেছেন আমি প্রবাদ বাক্যটির শব্দগুলোই বুঝতে পারিনি। অথবা এর মানেটা অনেক বড়। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

পোস্টটি র সম্পর্কে চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সত্যি বলতে পারফিউম লাগাতে কোন বয়স লাগে না। যে কেউ পারফিউম ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে পারফিউম সম্পর্কে অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান সময় ব্যয় করে। পোস্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভালো পোস্ট এ সময় দিতে নিজেরই ভাল লাগে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেয়ার জন্য।

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন পারফিউম এর ঘ্রানে এত ভালো লাগে যে যতবারই লাগায় তারপরেও লাগাতে ইচ্ছে করে। পারফিউমের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে আপনার পারফিউমটি দেখে এবং পারফিউমের বিস্তারিত সবকিছু শুনে মনে হচ্ছে এটি অনেক ভালো। আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার পারফিউম সম্পর্কে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মতামত শেয়ার করার জন্য।

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভাইয়া আপনার পারফিউম বিষয় নিয়ে অনেক কিছু জানতে পেলাম। আজকে আপনার পোস্ট না পড়লে হয়তো এগুলো মিস করতাম। অনেক ভালো লাগলো ভাইয়া পুরো বিষয়টি পরে।

আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল সুন্দর মতামত উপস্থাপন করার জন্য

আপনি পছন্দের পারফিউম নিয়ে সুন্দর একটি অনুভূতির গল্প লিখেছেন । খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে , আসলে পারফিউম নিয়ে আমাদের সবাই মোটামুটি গল্প থাকে , আপনার গল্পটি বেশ ভালো লাগছে। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

আতর আমার ও খুব ভালো লাগে। আমি সব সময় আতর ব্যবহার করতে পছন্দ করি। আমার কাছে আতর এর অনেক কালেকশন আছে।

ধন্যবাদ রইল ভাই।