DIY-এসো নিজে করি:৷ জল রং দিয়ে আঁকা ফুল গাছ পেইন্টিং /১০% প্রিয় 💞 @shy-fox

in hive-129948 •  3 years ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের জল রং দিয়ে আঁকা ফুলের পেইন্টিং সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20220402_214104.jpg

IMG_20220402_214229.jpg

ফুলের পেইন্টিং

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220402_225155.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - রং সমূহ
৩ - রং করার তুলি
৪ - রংয়ের প্লেট
৫ - পানি
৬ - পেন্সিল ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20220402_204159.jpg

  • সকল উপকরণ জোগাড় করে পেইন্টিং করার জন্য বসলাম। একটি ফুল গাছ পেইন্টিং করা সিদ্ধান্ত নিলাম। তাই প্রথমে আর্টিস্ট খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটি ফুল গাছ অংকন করলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20220402_204615_1.jpg

IMG_20220402_205040.jpg

  • চিত্র আঁকা শেষ করার পর এখন রং করা শুরু করতেছি। প্রথমে বড় ফুলটি রং করবো । ফুলের মধ্যখানে অংশে গোলাপি রং করে নিলাম। এবং ফুলের পাপড়ি গুলো লাল রং করতেছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20220402_205553.jpg

  • সম্পূর্ণ ফুলটি লাল রং দিয়ে এঁকে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20220402_210040.jpg

  • এই পর্যায়ে আমি বড় ফুলের উপরে যে ছোট ফুল রয়েছে তার মধ্যে একটি ফুল গোলাপি রং করে নিলাম।

IMG_20220402_210423.jpg

  • এই ধাপে আমি আরো একটি ফুল হলুদ রং করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20220402_211007.jpg

  • এখন আমি ফুলের পাতা সবুজ রং করতেছি।

IMG_20220402_211618.jpg

  • এই ধাপে আমি পাতাগুলো সবুজ রং করে নিয়েছি।

↘️ধাপ :- ৬↙️

IMG_20220402_211951.jpg

IMG_20220402_212312.jpg

  • এই পর্যায়ে আমি কালো রং এর সাথে সাদা রং মিশিয়ে কালচে রং বানিয়ে নিলাম। গাছের কান্ড এবং ডালে কালচে রং করে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ ↙️

IMG_20220402_212756 (1).jpg

IMG_20220403_092049.jpg

  • এখন আমি গাছের ডালপালা, পাতা এবং ফুলের চারপাশে কালো রং করে নিলাম।

আশা করি আমার ফুল গাছ পেইন্টিং সম্পূর্ণ হয়েছে। আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এইভাবে আমি এই পেইন্টিং টি সম্পূর্ণ করি।

যা এখন আপনাদের কাছে দৃশ্যমান
পেইন্টিং এর কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG_20220402_212756.jpg

IMG_20220402_214104.jpg

IMG_20220402_212756 (1).jpg

IMG_20220403_092049.jpg

IMG_20220403_092920.jpg

IMG_20220403_092847.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জল রং দিয়ে আঁকা ফুল গাছ পেইন্টিং অনেক সুন্দর হয়েছে ভাইয়া। খুব ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে। এককথায় অনবদ্য। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

এত সুন্দর ভাবে কমেন্ট করে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

  ·  3 years ago (edited)

ভাইয়া আপনার জল রং দিয়ে আঁকা গাছটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে।আপনার এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই

আপনার ফুল গাছের পেইন্টিংটি খুব সুন্দর অঙ্কন করেছেন, দেখে খুবই ভালো লাগলো। আর ধাপে ধাপে বুঝিয়েছেন, কিভাবে ফুল গাছের পেইন্টিং তৈরি করতে হয়। আশা করি আরও সুন্দর সুন্দর পেন্টিং আমাদের মাঝে উপহার দিবেন ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

পোষ্টটি সম্পর্কে আপনার মনের অনুভূতি সুন্দর ভাবে প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আপনার একটি কথা আমার খুব ভালো লেগেছে আসলেই মানুষের উৎসাহ পেলে সামনে অগ্রসর হতে সহজ হয়। সত্যিই আপনার পেন্টিং করা ফুলের ছবিটা অনেক সুন্দর লাগছে বিশেষ করে অনেক কালারফুল হয়েছে।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জল রং দিয়ে আঁকা ফুল গাছ পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ। দেখে অনেক ভালো লাগলো। অনেক ভালো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

জল রং দিয়ে ফুল ও ফুল গাছের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং এর মাঝে আপনি ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

পোস্টটি দেখে এত সুন্দরভাবে আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

জল রং দিয়ে আঁকা ফুল গাছ বেশ ভালো হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।উপস্থাপন বেশ ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ রইল এত সুন্দর মনের অনুভূতি প্রকাশ করার জন্য।

ভাইয়া জল রং দিয়ে খুবই সুন্দর একটি ফুলের পেইন্টিং করেছেন। এ রকম ফুলের পেইন্টিং করা একটু কষ্টকর লাগে আমার কাছে। কারণ রং বাইরে ছড়িয়ে যায় । আপনি খুব নিখুঁতভাবে করেছেন যার কারণে দেখতে এত সুন্দর লাগছে।

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

অনেক সুন্দর করে জল রং দিয়ে একটি ফুল গাছের পেইন্টিং তৈরি করেছেন ভাইয়া, পেইন্টিং তৈরি করার পদ্ধতিটি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাই আপনি খুবই সুন্দর পেইন্টিং করতে পারেন
আপনার জল রং দিয়ে সম্পন্ন করা পেইন্টিং করা ফুলের চিত্রটা আমার কাছে অনেক ভালো লেগেছে।পেইন্টিং সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য।

আপনার চেষ্টাটি খুব ভালো ছিল ভাইয়া।আঁকাবাঁকা ফুল গাছটি সুন্দর হয়েছে ,আমার কাছে ভালো লেগেছে।এভাবে এগিয়ে যান,ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে, অতি চমৎকার ভাবে ফুলটি অঙ্কন করেছেন প্রতিটি ধাপে ধাপে। খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছেন। যা দেখে যে কেউ খুব সহজে বুঝতে পারবে।

এত সুন্দর করে মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

জল রং দিয়ে অনেক সুন্দর একটি ফুল গাছের পেইন্টিং তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে এবং ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ রইল পোস্টটি দেখে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।

জল রং দিয়ে আঁকা যে কোন কিছুই আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে এটি অঙ্কন করেছেন ।আপনার কাছ থেকে অনেক অংকন দেখলাম। খুব ভালো লাগলো।এভাবেই এগিয়ে যান।

এত সুন্দর ভাবে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, ভালো থাকবেন।

জল রং দিয়ে আপনি খুব সুন্দর করে একটি ফুলের পেইন্টিং করেছেন আসলেই ফুলের পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। আর খুবই সুন্দর হয় তার ধাপ গুলো খুব সুন্দর সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পেইন্টিং টা দেখে খুব সুন্দর লাগছে। আপনাকে দেখেই বুঝা যাচ্ছে ভাইয়া আপনি চেষ্টা করেছেন আমাদের মাঝে সুন্দর করে পেইন্টিংটি শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

এত সুন্দর ভাবে কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

ওয়াও অসাধারন একটি ফুল গাছের পেইন্টিং তৈরি করেছেন ভাইয়া। কালার টা বেশ চরম ভাবে ফুটে উঠেছে। দেখতে অসাধারণ লাগতেছে ভাইয়া। আমার কাছে খুবেই ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

অনেক অনেক ধন্যবাদ রইল সুন্দর মন্তব্য করার জন্য।

ফুল এবং ফল গাছের অসাধারণ একটি পেইন্টিং প্রস্তুত করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য।

জল রং দিয়ে গাছের পেইন্টিং মোটামুটি ছিল। আমি আশা করবো আপনি সামনে আরো সুন্দর কোন কিছু নিয়ে হাজির হবেন।নিজের চিন্তাধারা নিজের মেধার বিকাশ ঘটাবেন। শুভকামনা রইল আপনার জন্য

সুন্দর ভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনার জন্য।

অসাধারণ একটি ফুলের পেইন্টিং করেছেন আপনি। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার পেইন্টিং দেখে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পোস্টটি দেখে এত সুন্দরভাবে আপনার মনে অনুভূতি প্রকাশ করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি ভালো থাকবেন।

জল রং দিয়ে আঁকা ফুল গাছ খুবই সুন্দর লাগছে। দেখতে আমার কাছে আপনার প্রতিটি চিত্র অংকন অনেক ভালো লাগে। খুব দক্ষতার সাথে চিত্র অঙ্কন করে থাকেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এত সুন্দর ভাবে আপনার মনে অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

জলরং দিয়ে আকা ফুল গাছের পেইন্টিং টি খুবই দারুণ লাগছে ভাই। কালারটাও অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আর আপনার প্রতিটি ধাপের উপস্থাপনা বেশ ভালো লেগেছে।
শুভকামনা আপনার জন্য।

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর ভাবে মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

বাহ বেশ ভালো ছবি এঁকেছেন। ফুলের ছবি দেখতে আমার সবসময় ভালো লাগে। লাল হলুদ এবং সবুজ এর সুন্দর একটা কম্বিনেশন ছিল। এভাবে চেষ্টা চালিয়ে যান আরো সুন্দর হবে অনেক।

এত সুন্দর ভাবে পোস্টটি দেখে আপনার মনে অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জাস্ট অসাধারণ লাগছে আপনার আকা জল রং দিয়ে ফুলের গাছের ছবি। এতো সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জল রং দিয়ে আমি এখনও কিছু আঁকি নি। সবার এমন সুন্দর সুন্দর পোস্ট দেখে জল রং দিয়ে আকাতে ইচ্ছে করে। সময় করে একদিন জল রং কিনে আনব। অনেক সুন্দর হয়েছে আপনার ফুল গাছটি। রং করাতে বেশি ভালো লাগছে। ভালোবাসা রইল

অনেক অনেক ধন্যবাদ রইল সুন্দর মতামত প্রদান করার জন্য।

আপনি জল রং দিয়ে ফুল গাছ পেইন্টিংটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

পোস্টটি সম্পর্কে এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জল রং দিয়ে অংকিত ফুলের গাছের পেইন্টিংটি সত্যি চমৎকার লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।

জল রং দিয়ে অঙ্কন করা ফুল গাছের পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার পেইন্টিং এর প্রতিটা ধাপ উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

জল রং দিয়ে অসাধারন একটি ফুল গাছের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম একটি ফুল গাছের চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ রইল মতামত প্রকাশ করার জন্য।

জল রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ফুল গাছের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অঙ্কিত ফুল গাছের পেইন্টিং দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

এত সুন্দর মনে অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

জল রং ব্যবহার করে খুবই সুন্দরভাবে একটি ফুল গাছ অংকন করেছেন ভাইয়া। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে শেয়ার করেন আমার কাছে অনেক ভাল লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

জল রঙের কারুকার্য
আছে আপনার জানা,
সুন্দর করে এঁকে দেখালেন,
অনেক নিয়ম অজানা।

এত চমৎকার মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

বেশ ভালই এঁকেছেন এবং রঙের ছোঁয়া বেশ ফুটে উঠেছে । সর্বোপরি সুন্দর উপস্থাপনা ছিল ।

আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভাল আছেন? আমার পোস্টটি দেখে আপনার মূল্যবান সময় ব্যয় করে। এত সুন্দর ভাবে আপনার মনে অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আপনার কমেন্ট দেখে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ভাইয়া।