বাঙালি রেসিপি/ কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি।

in hive-129948 •  2 months ago 

IMG20241028174304 (1).jpg

IMG20241028174338.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিমাসে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারে খুবই চমৎকার সেরা মাছের রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতো সুন্দর রেসিপি প্রতিযোগিতার আয়োজন করার জন্য শ্রদ্ধেয় দাদা সহ এডমিন মডারেটর প্যানেলের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।

IMG20241028174304.jpg

এবারের প্রতিযোগিতা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের দুপুর এবং রাতের খাবার যেন পরিপূর্ণ হয় না। আমাদের আমিষের চাহিদা পূরণ হয় মাছ থেকে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়াতে এদেশে সারা বছর নদ নদীতে বিভিন্ন রকম ছোট বড় প্রচুর মাছ পাওয়া যায়। আমাদের মা- বোনেরা প্রতি নিয়ত বিভিন্ন রকম মাছের রেসিপি তৈরি করে থাকে। যে কোনো উৎসব অনুষ্ঠানের মাছ দিয়ে বিশেষ রেসিপি তৈরি করা হয়। আমাদের যে কোনো অনুষ্ঠানের খাওয়া-দাওয়ার কেন্দ্রবিন্দু মাছের রেসিপি হয়ে থাকে।

IMG20241028174537.jpg

এবারের প্রতিযোগিতা দেখে ভাবছি মাছ দিয়ে কি তৈরি করা যায়? পরে একটি বাঙালি রেসিপি তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তা হলো কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি। কলার পাতার ছোট মাছ পোড়া বাঙালি সমাজে অতি পরিচিত বেশ ঐতিহ্যবাহী খাবার। গ্রাম বাংলার আমাদের মা বোনেরা এই ধরনের রেসিপি প্রায় তৈরি করে থাকে। কলার পাতা মড়িয়ে মাছ পড়ানো হয়ে থাকে। কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি খাওয়ার স্বাদ খুবই অসাধারণ। এই রেসিপি শুধু দুপুর বেলা খাওয়া যায় তা নয়। এটি যে কোন সময় বিশেষ করে পড়ন্ত বিকেলে বা, গোধূলি সন্ধ্যায় খাওয়া যায়। নুডুলস আমাদের সকলের খুবই প্রিয়। মাছ পোড়া দিয়ে যদি খাওয়া হয় তাহলে খুবই অন্যরকম লাগে।

IMG20241028174431.jpg

এই ধরনের খাবারের স্বাদ খুবই দুর্দান্ত। কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি তৈরি করার পর পরিবারের সকলকে সাথে নিয়ে খেয়েছি। সত্যিই বেশ ভালো লেগেছে আমার। সবাই বলেছে স্বাদ অসাধারণ হয়েছে। আসলে শুধু আলোকচিত্র দেখে তো স্বাদ বোঝা যায় না। তাই আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আমি এই রেসিপি তৈরি করার পুরো প্রক্রিয়া আপনাদের মাঝে উপস্থাপন করছি। রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করা হয়েছে তা আপনাদের মাঝে নিম্নে শেয়ার করলাম।

IMG20241028174525.jpg

আসুন শুরু করি

কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20241029_202034.jpg

IMG_20241029_202133.jpg

নামপরিমাণ
ছোট মাছ২৫০ গ্ৰাম
নুডুলসএক প্যাকেট
টমেটোএকটি
ডিমএকটি
দুনিয়া পাতা কুচিপরিমান মত
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
কাঁচামরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
লেবুর রসপরিমান মত
মাছের মসলাপরিমান মত
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20241029_202133.jpg

1000051712.jpg

  • প্রথমে আমি ছোট মাছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর পেঁয়াজ কুচি হাত দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000051714.jpg

  • এই ধাপে আমি পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, দুনিয়া পাতা কুচি দিলাম। তারপর হাত দিয়ে সব কিছু মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000051715.jpg

  • এই পর্যায়ে পেঁয়াজ কুচির মধ্যে মাছ ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছের মসলা, লেবুর রস, টমেটোর ফেশ, এবং তেল দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000051716.jpg

  • এখন আমি মাছসহ সকল মসলা উপাদান ভালো করে হাত দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000051717.jpg

  • এখন আমি কলার পাতার মধ্যে মাছ মড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000051718.jpg

  • এখন আমি একটি তাবা চুলার উপরে বসায়। তার উপর গরম ছাই দিয়ে কলার পাতা মোড়ানো বসিয়ে দিলাম। তারপর চুলার আগুন হালকা বাড়িয়ে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000051560.jpg

  • আগুনের তাপে তাপে ধীরে ধীরে মাছ পোড়া বা, রান্না হচ্ছে।

↘️ধাপ :- ৮↙️

1000051719.jpg

  • কিছুক্ষণ পর পর আমি কলা মোড়ানো উল্টিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমার কাঙ্খিত ছোট মাছ পোড়া তৈরি হয়ে গেলো। এই পর্যায়ে কলার পাতা মোড়ানো খুলে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000051720.jpg

  • এখন আমি একটি পাতিল চুলার উপরে বসাই। পাতিল এর মধ্যে পরিবার মতো পানি দিলাম । তারপর নুডুলস ঢেলে দিলাম। নুডুলস সিদ্ধ করে নিচ্ছি।

↘️ধাপ :- ১০↙️

IMG20241028164359.jpg

  • নুডুলস সিদ্ধ হওয়ার পর প্লাস্টিকের জালির মধ্যে নুডুলস ঢেলে নিয়ে পানি সরিয়ে নিলাম ।

↘️ধাপ :- ১১↙️

1000051722.jpg

  • এখন আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম।

↘️ধাপ :- ১২↙️

1000051723.jpg

  • এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে ডিম ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ১৩↙️

1000051724.jpg

  • ডিম ভাজি মধ্যে নুডুলস এবং সামান্য হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম। তারপর মাছ পোড়া ঢেলে দিলাম। কিছুক্ষণ যাবৎ নাড়িয়ে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20241028170108.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর কাঙ্খিত মাছ পোড়া লুডুলস গেলো।

আমার কাঙ্খিত কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই কলা পাতার বাঙালি রেসিপি টি সম্পূর্ণ করি। রেসিপি টি খাবারের জন্য পরিবেশন করলাম। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241028174525.jpg

IMG20241028174431.jpg

IMG20241028174537.jpg

IMG20241028174304 (1).jpg

IMG20241028174338.jpg

IMG20241028174418.jpg

IMG20241028174411.jpg

IMG20241028174533.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এত সুন্দর করে আপনি রেসিপিটা তৈরি করেছেন এবং পরিবেশন করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

কলা পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি দারুন হয়েছে। একদম নতুন ধরনের একটি রেসিপি দেখলাম ভাইয়া। প্রতিযোগিতার জন্য খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লেগেছে ভাইয়া।

বাহ দারুন দুটি রেসিপি তৈরি করলেন আপনি। কলাপাতা দিয়ে ভিন্ন স্বাদের রেসিপিগুলো দেখে লোভ সামলাতে পারছি না। বিশেষ করে ছোট মাছ খেতে খুব ভালো লাগে। আর আপনি যে পদ্ধতিতে রান্না করলেন নিশ্চয় খেতে খুবই সুস্বাদু হবে। নুডুলসের রেসিপিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে।

রেসিপি পোস্ট দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অন্য রকম রেসিপি দেখলাম৷ নুডুলসে নিশ্চই চারকোলের গন্ধ ছিল? এই গন্ধটা কিছু কিছু খাবারে অপূর্ব লাগে। আমাদের দুই দেশ যেহেতু নদীমাতৃক দেশ তাই নানান মাছ পাওয়া যায়। ফলত আমরা নানান ধরণের রেসিপি করে থাকি। আপনার রেসিপিটাও সেই নানান ধরনের মধ্যে পড়ছে৷

আপনাকে শুভকামনা জানাই প্রতিযোগিতার জন্য।

আপনার জন্যও শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে আপু।

আপনার তৈরি করা রেসিপি ছিল অনেক বেশি ইউনিক। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার তৈরি এই রেসিপি। আপনি কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপি তৈরি করেছেন খুব সুন্দর করে। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। আমার তো দেখেই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে অংশগ্রহণ করার জন্য এই প্রতিযোগিতায়।

এত সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আপনার আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করা অনেক ইউনিক হয়েছে ভাই। আমি তো এত সুন্দর ভাবে রেসিপি উপস্থাপন করতে দেখে মুগ্ধ হয়েছি। রান্নার কৌশলটা এবং সাজানোর কৌশলটা দারুন। রান্নার পাশাপাশি পরিবেশন টা অনেক সুন্দর হয়েছে।

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকে আপনার রেসিপির পরিবেশন দেখে আমার অনেক ভালো লেগেছে। এত মজাদার এবং ইউনিক রেসিপি এর আগে কখনো তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপি ধাপগুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

ভাইয়া প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একদম ইউনিক একটি মাছের রেসিপি শেয়ার করেছেন। কলার পাতার ছোট মাছ পোড়ার নুডুলস রেসিপির নাম এই প্রথমবার শুনলাম। এভাবে যে নুডুলস রান্না করা যায় সত্যিই জানা ছিল না। আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। একদিন অবশ্যই বাসায় তৈরি করে দেখবো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

দারুন অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

একেবারে সুস্বাদু ও ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের রেসিপি এখানে শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে আজকে যেভাবে আপনি রেসিপি তৈরি করার পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

সুস্বাগত।