"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | ডেঙ্গু মশার সাজ | ।

in hive-129948 •  11 months ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

IMG20231226131816.jpg

IMG20231226131843.jpg


ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন 👇👇

https://youtube.com/shorts/biHOmu9IRD0?si=iAThkCELFXmogUHi

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সম্পর্কে ডেঙ্গু মশার সাজ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত বেশ দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারও প্রতিযোগিতার জন্য খুবই দুর্দান্ত একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। যেমন খুশি তেমন সাজো এই বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG20231226131902.jpg

প্রতিযোগিতার জন্য যখন এই বিষয় টি দেখেছি তখন আমার নিজের কাছে খুবই আনন্দ এবং মনে মনে হাসি পাচ্ছে। শৈশবে এবং প্রাইমারি স্কুল থাকতে নানা রকম সাজে সেজেছি‌। বিশেষ করে প্রাইমারি স্কুল থাকতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস গুলোতে স্কুলে নানা ধরনের খেলাধুলার প্রতিযোগিতায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। তার মধ্যে যেমন খুশি তেমন সাজো অন্যতম ছিলো। আমার এখনো মনে আছে আমি চতুর্থ শ্রেণীতে থাকতে যেমন খুশি তেমন সাজে আমি পুরস্কার পেয়েছি। সবাই বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করতো।

IMG20231226131751.jpg

প্রতিযোগিতা দেখে ভাবছি কি সাজা যায়? প্রথমে ভাবছি মুখে নানা রকম পেইন্টিং করবো। অথবা মেকআপ করে নিজের মুখ পরিবর্তন করে ফেলবো। এজন্য অন্য কারো সহযোগিতা খুবই প্রয়োজন। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম ভাবছি নিজের কাজ নিজে করাটাই উত্তম। মনে মনে ভাবছি এমন কিছু করা যায় যাতে নিজের কাজ নিজেই করা যেতে পারে। আর সবাই যেন দেখে বেশ হাসা হাসি এবং আনন্দ উপভোগ করতে পারে। এজন্য সারা শরীরে কাদা মাটি মেখে ডেঙ্গু মশা সাজার সিদ্ধান্ত নিলাম। বিষয়টা আমার কাছে একটু অন্য রকম ছিলো।

IMG20231226131343.jpg

এই শীতকালে সারা শরীরের মধ্যে কাদামাটি মাখা বেশ কষ্টকর। হিম শীতল বাতাসে সারা শরীরে কাদা মাটি মেখে ফটোগ্রাফি করা পর্যন্ত অপেক্ষা করাটা আমার জন্য সত্যি বেশ কষ্টকর ছিলো। বিশেষ করে সারা শরীরে কাদা মাটি মেখে ডেঙ্গু মশা সাজার যখন গোসল করতে গেলাম তখন শরীর থেকে কাদা মাটি যেন উঠে চাইছে না। যত পানি দিচ্ছি ততোই চুইংগামের মতো শরীরে লেগে যাচ্ছে। সারা শরীরে কাদা মাটি মেখে ডেঙ্গু মশা সাজ দেখে পরিবারের সবাই বেশ আনন্দ করেছে। সারা শরীরে কাদা মাটি মেখে ডেঙ্গু মশা সাজা যারাই দেখেছে বেশ আনন্দ এবং হাসাহাসি করেছে।

IMG20231226131226.jpg

আসলে সবাই বেশ আনন্দ উপভোগ করেছে এইটাই ভেবে আমার কাছে খুব ভালো লাগলো। আমি শীতের মধ্যে শরীরে কাদা মাটি মাখা আমার জন্য সার্থকতা হয়েছে। যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি সেজেছি তা ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের সবার বেশ ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231228_062856.jpg

IMG_20231228_080953.jpg

১ - কাদামাটি
২ - পানি
৩ - কলা গাছের পাতা বা, খোল
৪ - গেঞ্জি বা, কাপড়
৫ - সুপারি পাতা
৬ - বাঁশের ঝুড়ি
৭ - জলরং এবং তুলি ইত্যাদি।

প্রয়োজনীয় বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

  • প্রয়োজনীয় যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

IMG20231226123009.jpg

  • সেজে নেওয়ার আগে প্রথমে একটি ফটোগ্রাফি করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1703723934947.jpg

  • মশার পা তৈরি করার জন্য প্রথমে আমি কলা গাছের খোল রশি দিয়ে গোল করে বেঁধে নিলাম। তারপর কলা গাছের খোলের মধ্যে কাদা মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG_20231228_064436.jpg

  • এখন আমি চোখের চারপাশে সাদা রং লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1703724753562.jpg

  • শরীরে কাদা মাখা আরম্ভ করছি‌। তাই প্রথমে দুই পায়ে কাঁদা মেখে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20231228_070043.jpg

  • এই পর্যায়ে একটি গেঞ্জির হাতা দুটি কেটে নিলাম। তারপর গেঞ্জির হাতা দুটি হাতে লাগিয়ে কাদা মেখে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20231228_070412.jpg

  • শরীরের পেটে এবং বুকে কাদা মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা কাঁদা শরীরে মাখার অনুভূতি একটু অন্যরকম ছিলো।

↘️ধাপ :- ৭↙️

IMG_20231228_070643.jpg

  • শরীরের সব জায়গায় ধীরে ধীরে কাদা মাখিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

IMG_20231228_070812.jpg

IMG_20231228_071041.jpg

  • এখন আমি সামনে দিয়ে একটি বাঁশের ঝুড়ি বেঁধে নিলাম। তারপর বাঁশের ঝুড়ির উপর কাদা মাখিয়ে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20231228_071408.jpg

  • শরীরের সব জায়গায় কাদা মাখা চলছে।

↘️ ধাপ :- ১০ ↙️

IMG_20231228_071657.jpg

  • মুখে এবং মাথায় কাদা মেখে নিলাম। আসলে মাথার সামনে অংশে চুলের মধ্যে কাদা মাখানো বেশ কষ্ট করছি আমার জন্য। যে চুল প্রতিনিয়ত শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই তা আজ নিজের হাতে কাদা মাখানো বেশ অন্যরকম ছিলো 😁।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20231226131739.jpg

  • পরিশেষে সুপারি পাতা দিয়ে দুটি কান তৈরি করে নিলাম। তারপর তৈরি করা কলা পাতার পা দুটি লাগিয়ে নিলাম।


আশা করি আমার কাঙ্খিত ডেঙ্গু মশার সাজ
সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি ডেঙ্গু মশার সাজ সেজে নিয়েছি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20231226131205.jpg

IMG20231226131226.jpg

IMG20231226131257.jpg

IMG20231226131332.jpg

IMG20231226131343.jpg

IMG20231226131514.jpg

IMG20231226131739.jpg

IMG20231226131751.jpg

IMG20231226131831.jpg

IMG20231226131902.jpg

IMG20231226131816.jpg

IMG20231226131843.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। যেমন খুশি তেমন সাজের এই প্রতিযোগিতায় আপনি বেশ ভালোভাবেই ডেঙ্গু মশার সাজ সেজে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সত্যি প্রথমে আপনার সাজ দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বেশ মজার একটি আইডিয়া নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ভাইয়া। আমি তো হাসতে হাসতে পুরো শেষ। ডেঙ্গু মশার সাজটা কিন্তু দারুণ হয়েছে। ডেঙ্গু মশার সাজটা দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন দেখে মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

হাসতে হাসতে আপনি আনন্দ উপভোগ করেছেন এটা যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করার জন্য।

সত্যি আপনি একটি গতানুগতিক সাজ নিয়েছেন ভাইয়া।কিছুদিন আগেই ডেঙ্গু মশার যে প্রকোপ পড়েছিল আমাদের ওপর সেটা কারোরই অজানা নয়।আর আমি আপনার পোস্ট টি পড়ে বুঝতে পারলাম যে বিষয় আপনি যদিওবা খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন,কিন্তু এটা সবার পক্ষে করাটা সহজ হবেনা।সব মিলিয়ে আপনার আজকের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃশ্যটি অসাধারণ হয়েছে ভাইয়া।আশা রাখি আপনার এই প্রচেষ্টাটি সার্থক হবে।

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর ভাবে মাটি দিয়ে সেজে ডেঙ্গু মশা আকৃতি ধারণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে এই সাজে আপনাকে বেশ মানিয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

পোস্টটি দেখে এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে আপনি শরীরে কাদা মাটি লাগিয়ে খুব সুন্দর করে ডেঙ্গু মশার সাজ সেজেছেন। সত্যি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে এটিই ঠিক স্কুল জীবনে অনেক ধরনের অনুষ্ঠানে এরকম সাজগোজ করা হতো। আপনি শুধু চতুর্থ শ্রেণীতে একবার অনুষ্ঠানে পুরস্কার পেলেন শুনে খুব ভালো লাগলো। তবে শীতকালে গায়ের মধ্যে কাদা মাটি লাগিয়ে সাজ করা অনেক কষ্টকর। তবে আপনার ডেঙ্গু মশার সাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাই আপনাকে অসাধারণ লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ডেঙ্গু মশার সাজ সেজে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রথমে আপনাকে প্রতিযোগিতার গ্রহণ করার জন্য ধন্যবাদ। সুন্দর ডেঙ্গু মশার সাজ সেজেছেন দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে কাউকে আবার কামড় দিয়েন না😄😄। দেখে বোঝা যাচ্ছে এর পিছনে অনেক পরিশ্রম করেছেন। আশা করছি ভালো একটা পজিশনে যেতে পারবেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডেঙ্গু মশার সাজ সেজে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রথমে ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ডেঙ্গু মশার সাজ দেখে অনেক ভালো লাগলো। তবে শীতকালে কাদা মাটি দিয়ে সাজ করা অনেক কষ্টকর। তবে আপনি অনেক কষ্ট করে ডেঙ্গু মশার সাজ সেজেছেন। সত্যি আপনার আইডিয়া প্রশংসা করতে হয়। তবে সামনে থেকে কেউ আপনাকে দেখলে অনেক ভয় পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ডেঙ্গু মশার সাজ সেজে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি ঠিক বলেছেন, শীতকালে কাদা মাটি দিয়ে সাজ করা অনেক কষ্টকর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ওয়াও ভাইয়া আপনার আইডিয়া টা জাস্ট ওয়াও।ডেঙ্গু মশার সাজ যে এত সুন্দর হয় আপনার পোস্টটি না দেখলে বুঝতেই পারতাম না।ইউনিক ছিল পোস্টটি একদম।শুভকামনা আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আরে ভাই কি সাজলেন। দাদা বুদ্ধির কারনে আমরা তো দারুন দারুন জিনিষ দেখতে পাচ্ছি। কেউ ডেঙ্গু মশার সাজে সাজবে সেটা তো কখনো চিন্তা করি নাই। আপনার সৃজনশীল চিন্তা ভাবনাটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সত্যি আপনি প্রশংসার যোগ্য, অনেক কষ্ট করেছেন এবং অনেক পরিশ্রম করেছেন আপনি এই সাজা সাজার জন্য, মন থেকে আপনার জন্য একটা স্যালুট।