বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নাটক রিভিউ ঝামেলা আনলিমিটেড ৪০ থেকে ৪২ পর্ব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
নাটক সসম্পর্কে কিছু তথ্য :-
নাটকের নাম | "ঝামেলা আনলিমিটেড " |
---|---|
পর্ব | ৪০ থেকে ৪২ |
রচনা | আহসান আলমগীর |
চিত্রনাট্য পরিচালনা | শামীম জামান |
নির্বাহী প্রযোজক | মোঃ রফিকুল ইসলাম |
টাইটেল ও সম্পাদনা | মনির সরকার |
অভিনয়ে | মোশারফ করিম ছদ্মনাম (সোবাহান) , ফজলুর রহমান বাবু (বাতেন), আ.খ.ম হাসান (সবুজ) , ফারুক আহমেদ (মিজান), ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা (গোধূলি), সোনিয়া হোসেন (অনন্যা), কল্যাণ কুরাইশী, তারেক স্বপন (কপিল), নূরে আলম নয়ন, আমানুর হক হেলার (সেলিম), আকাশ রঞ্জন, ইফফাত তৃষা, শৈলি, এবং মামুনুর রশীদ। |
গানের কথা | রেজা শানূ |
সুর এবং সংগীত | যে.কে মজলিস |
কন্ঠ | সমরজিৎ রায় |
চিত্রগ্রহণ | মশিউর রহমান, কাউসার রাজিব |
মূল কাহিনী
আজ আপনাদের মাঝে আমি নাটকের ৪০ থেকে ৪২ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। নাটকটি হুট করে কয়েকটি পর্ব দেখলে তেমন কিছু বুঝা যাবে না। ধারাবাহিক ভাবে দেখলে বেশ ভালো লাগবে। যারা গত পর্ব গুলো দেখেছেন তারা আজকের পর্ব দেখে বেশ আনন্দ উপভোগ করবেন নিশ্চয়। নাটকের শুরুতে দেখা যাচ্ছে সোবাহানের বোন তাদের গ্ৰামের বাড়ি থেকে তার ভাইয়ের বাসা এসেছে। ঐ সময় তার ভাই বাসায় ছিলো না। সোবাহানের বোন বাসায় এসে তার ভাইকে দেখতে না পেয়ে সেই মনে করেছে বাসায় যারা আছে তারা তার ভাইয়ের বাসায় দখল করে আছে। এই নিয়ে বাসায় অন্যান্য লোকদের সাথে তার বোনের বেশ তর্ক হয়। তারপর দেখা যাচ্ছে সোবাহান হোটেলে ভাত খেতে গিয়ে তার ব্যাগ হোটেলে রেখে বাইরে চলে এসেছে। পরবর্তীতে সে আবার হোটেলে গিয়েছে তার ব্যাগ নিয়ে আসার জন্য।
সোবাহান হোটেলে গিয়ে তার ব্যাগের ব্যাপারে হোটেলের ওয়েটারের সাথে কথা বললো। ওয়েটার বললো একটি ব্যাগ পাওয়া গেলো তবে এখন বলতে হবে ব্যাগের রং কি? ব্যাগের ভিতরে কি আছে? সব ঠিকঠাক বলতে পারলে ব্যাগটি আপনি পাবেন। পরবর্তীতে সোবাহান ব্যাগের সম্পর্কে সব বলার পর ওয়েবার ব্যাগ ফিরিয়ে দিলো। পরে ঐ হোটেলে বাতেনসহ তাদের লোকজন খেতে এসেছে। তারপর দেখা যায় আন্টির বাসায় গোধূলি আর অনন্যার সাথে বেশ ঝামেলার সৃষ্টি হয়। কারণ হলো অনন্যা সোবাহানের বোনের কথা শুনে বিশ্বাস করলো এই বাসা তার আন্টির না। আর গোধূলি বলছে, এই বাসায় তার আঙ্কেল আন্টির। এই নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক হয়। আঙ্কেল যখন বাসা ফিরে এলো তখন আন্টি বলছে তুমি পুলিশে কেন খবর দিচ্ছ না?
আঙ্কেল বললো তুমি চিন্তা করো না আমি পুলিশকে বলছি পুলিশ এখনি আসবে। এখন কেন আসতেছে না তা বুঝতেছি না? পরবর্তীতে আঙ্কেল আবার পুলিশকে ফোন দিলো। এদিকে অনন্যা আর সোবাহানের বোন দুজন মিলে কথা বলতেছে। অনন্যা বললো আপনার কাছে বাড়ির দলিল পত্র সব ঠিকঠাক আছে। সে বললো অবশ্যই আমার ভাইয়ের কাছে সব ঠিকঠাক দলিল পাত্র আছে। আমার ভাই আমাকে বলেছে এই বাড়িতে সেই থাকে। কোন চিন্তা নেই পলিশ আসলে আমি সব দেখিয়ে দিবো। এইদিকে বাতেনসহ তার লোকজন তাদের হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজতেছে। গাড়িতে করে পুরো শহর ঘুরে ঘুরে। কিন্তু কোন ভাবে টাকার ব্যাগ খুঁজে পাচ্ছে না।
নাটকের পরে দৃশ্যে দেখা যাচ্ছে সবুজ তার ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছে। কিন্তু ছাত্রী লেখাপড়া করতে মনোযোগী না। সবুজ পর্যায়ের ছাত্রীকে বললোএমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই গানটির গীতিকার কে? ততাতখন চাকরি বলল আমি জানি না। তখন সবুজ বলছে কি বলো তুমি এই গানের গীতিকার কে তুমি জানো না? তুমি কি লেখাপড়া করো তোমার দিয়ে কোন লেখাপড়া হবে না। এই নিয়ে সবুজ তার ছাত্রীর উপর বেশি লেগে গেল। কিছুক্ষণ পর তার সাথে তাকে বলল আর আমার একটা প্রশ্ন মাথায় এসেছে প্রশ্ন হল আমাদের দেশে যদি শহর দেশের রানী হয় তাহলে রাজাকে? এই এই নিয়ে সবুজ তার ছাত্রীর উপর বেশি রেগে গেল। কিন্তু তার উত্তর দিতে পারে নাই।
তারপর দেখা যায় সবুজের মোবাইলে একটা কল আসে। তার এক ছাত্রী বাবা অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে গেছে এজন্য তার কাছে ফোন করেছে । সেই যেন তার বাবাকে দেখতে তাদের বাসায় যায়। এদিকে সবুজের এই ছাত্রী তার স্যারকে শরবত দেওয়ার জন্য শরবতের ভিতরে মরিচের গুঁড়া দিয়ে এক গ্লাস শরবত তৈরি করে আনলো। এদিকে সবুজ তাড়াহুড়া করে প্রাইভেট ছুটি দিয়ে বাইরে বেরিয়ে এলো। নাটকের তার পরের দৃশ্যে দেখা যায় পুলিশ এসেছে আঙ্কেল বাসায়। পুলিশ এসে সোবাহানের বোনের সাথে কথা বলছে। নাটকের পরবর্তী পর্বে দেখা যাবে পুলিশ কি করে?
ব্যক্তিগত মতামত
নাটকের এই ফটো খুবই সুন্দর। ঝামেলা আনলিমিটেড নাটকের আজকের পর্ব বেশ চমৎকার। নাটকের মাঝে বাস্তব কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি বেশ হাসির। আপনারা দেখলে নিশ্চয় আপনাদের বেশ ভালো লাগবে । আসলে যে নাটকে মোশারফ করিম, আ.খ.ম হাসান, ফারুক আহমেদ অভিনয় করবে সেই নাটকে হাসি তো থাকবে। নাটকের প্রতিটি চরিত্র বেশ অসাধারণ। নাটকের আজকের পর্ব দেখে অনেক বিষয় উপলব্ধি করা যায়। যে কোনো কথা বলতে হলে বুঝে শুনে বলা প্রয়োজন। না হলে বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। যে কোন কাজ করতে হলে পূর্ব পরিকল্পনা করা খুবই প্রয়োজন। হঠাৎ সোবহানের বোন সবার সাথে এসে ঝামেলা সৃষ্টি করা শুরু করলো ।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের ভিডিও লিংক
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/MdAgim17/status/1847760706126696895?t=pUUah_N7jrezUTAR1ZDEBg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই সুন্দর নাটকটির রিভিউ। এ নাটকের মধ্যে সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাই, নাটক রিভিউ দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে এই নাটকের অনেকগুলো পর্ব শেষ হয়ে গেল। আর আপনি একে একে প্রত্যেকটা পর্বের রিভিউ আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করছেন। আজকে ৪০ থেকে ৪২ পর্ব শেয়ার করলেন দেখে ভালো লাগলো। এই পর্বের কাহিনীটা অনেক সুন্দর ছিল। আশা করছি অনেক তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু পরবর্তী পর্বের রিভিউ করবো। ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit