পাখির কলরবে ঘুমের ঘোরে
ভোরের আলো পড়ে চোখের পাতায়।
কুয়াশা ভেজা সকালে ঘাসের উপর
শিশিরের ঝলমলে মন হারায় সৌন্দর্যতায় ।
হৃদয়ের তৃপ্তিতে চায়ের কাপে চুমুকে
প্রিয়জনের ভালোবাসার ধোঁয়া লাগে মনেতে।
নতুন সকালে ভালোবাসার নতুন সম্ভাবনার
মিষ্টি গল্প রাঙিয়ে উঠে হৃদয়ে।
প্রতিটি সকালে অন্তরের মনিকোঠায়
নতুন আশার আলো জাগে ।
প্রিয়জনকে নিয়ে হৃদয়ে নতুন স্বপ্নের
রংবেরঙের অনুভূতির বাসা বুনে।