শীতকালীন প্রাকৃতিক দৃশ্য - প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ ১০% প্রিয় 💞 @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে হাজির হলাম। আমি আপনাদের শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য কিছু আলোকচিত্র সম্পর্কে বলতে চাই।

*আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rme প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সুস্বাস্থ্য কামনা করছি তার সাথে সাথে তাদের পরিবারের বিশেষ করে প্রিয় বৌদি টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল মডারেটরসহ সকলের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। যার যার অবস্থান থেকে সবাই যেন ভালো থাকে সেই প্রত্যাশা করছি।

শীতকাল মানে কৃষকের মুখে হাসি নবান্নের উৎসব
শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা খাওয়া আনন্দ।

শীতকাল মানেই মায়ের হাতে সাজ সকালে নানান রূপে নানান ধরনের অফুরন্ত স্বাদে পিঠে খাবার ধুম।

শীতকাল মানেই কনকনে শীতের মধ্যে একটুখানি সূর্যের আলো পাওয়ার আকুতি একটু উষ্ণ পাওয়ার চেষ্টা।

শীতকাল মানে খেজুর রস মাস্তি করে খাওয়া প্রতিযোগিতা
শীতকাল মানে অফুরন্ত সবজির সমাহার

শীতকাল মানে পুকুর জলাশয় নদীতে পানি শুকিয়ে যাওয়াই মাছ ধরার মহা আনন্দ।

শীতকাল মানে কৃষকের মুখে হাসি নানান ধরনের সবজি করার মহাব্যস্ততা

শীতকাল মানেই শিশু ও বয়স্কদের বাড়তি কষ্টের কারণ
শীতকাল মানে ত্বক ভালো রাখার অতিরিক্ত প্রসাধনী ব্যবহার

শীতকাল মানেই গাছের পাতা ঝরানোর প্রাকৃতিক রুক্ষতা
শীতকাল মানেই সরিষা ক্ষেতের সাথে নিজের কয়েকটি ফটোগ্রাফি নেওয়া।

শীতকাল মানেই দিনের সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা। শীতকাল মানে এক কাপ চায়ের উষ্ণ ধোঁয়া।

শীতকাল মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সৃষ্টি। শীতকাল মানে গ্রামীণ জনপদ দিয়ে হেঁটে যাওয়াই প্রাকৃতিক সৌন্দর্য দুই নয়ন দিয়ে অবলোপন।

↘️ আমার দেওয়া ফটোগ্রাফি গুলো তে কোন প্রকার এডিট করা হয়নি শতভাগ প্রাকৃতিক ↙️ :-

IMG_20220201_080840.jpg

IMG_20220201_080724.jpg

IMG_20220201_080756.jpg

IMG_20220201_080946.jpg

IMG_20220131_080952.jpg

IMG_20220201_074305.jpg

IMG_20220201_081147.jpg

IMG_20220201_074829.jpg

IMG_20220201_073347.jpg

IMG_20220131_074030.jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

মাকড়সা জালের উপর যখন কুয়াশা পড়ে তখন সকালে মাকড়সার জাল এগুলো দেখতে বেশ সুন্দর দেখায়। প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠে। কুয়াশা যখন গাছের পাতা। দূর্বাঘাস, যেকোনো গাছের শাখা-প্রশাখা এবং পাতার উপর পড়ে তখন শিশিরকণা গুলোকে দেখতে খুবই সুন্দর দেখায়।

IMG_20220201_072644.jpg

IMG_20220201_072340.jpg

IMG_20220131_081156.jpg

IMG_20220201_071903.jpg

IMG_20220201_073624.jpg

IMG_20220201_073600.jpg

IMG_20220131_073649.jpg

IMG_20220131_074724_1.jpg

IMG_20220131_074601_1.jpg

IMG_20220131_072936.jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

শীতকালে সূর্য উঠার জন্য অধীর আগ্রহে লোকজন প্রহর গুনে বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন যারা কৃষিকাজ করে বা অন্যের লোকের কাজ করে থাকে তারা সূর্য উঠার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে। কারন সূর্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সম্পর্ক জড়িত। সূর্য না উঠে তারা কাজ করতে পারে না বা অন্য লোকের কাজ দেয় না
সেই প্রতীক্ষীত সূর্যকে বিভিন্ন ভাবে উঁকি দিচ্ছে আমাদের মাঝে।

IMG_20220131_081949.jpg

IMG_20220131_081921_1.jpg

IMG_20220131_081917.jpg

এই ফুলগুলো হচ্ছে মুলার ফুল। শীতকালে মুলা একটি জনপ্রিয় সবজি। সাদা আর গোলাপি রঙের কারণে ফুল গুলোকে দেখতে খুব ভালো লাগছে।

IMG_20220131_081229.jpg

IMG_20220131_081849.jpg

IMG_20220131_081406.jpg

IMG_20220131_081247.jpg

শীতকালে ফুলের মধ্যে অন্যতম আকর্ষণ হলো সরিষার ফুল। সরিষা ক্ষেত যখন সরিষা গাছ একটু বড় হয় তখন সরিষা ফুলে সারা মাঠ ছেয়ে যায়। সরিষা ফুলের সুবাসিত ঘ্রাণে চারদিকের অন্যরকম পরিবেশ সৃষ্টি করে।

IMG_20220131_073245.jpg

IMG_20220131_073312.jpg

IMG_20220131_073421.jpg

এই ফুল গাছগুলো দেখতে বেশ সুন্দর এগুলো সাধারণত বর্ষাকালে জন্মে। শীতের শুরুতে এই গাছ গুলোর ফুল ফুটে থাকে। ফুল গুলো তুলার মত সাদা রঙের হয়ে থাকে।

IMG_20220131_080817.jpg

IMG_20220131_080812.jpg

IMG_20220131_080804.jpg

এই ফুলগুলো কে আমাদের আঞ্চলিক ভাষায় বাইট ফুল বলা হয়ে থাকে। এই ফুলগুলো এখনো শতভাগ ফুটে উঠে নাই। পুরাপুরি ভাবে যখন এ ফুলগুলো ফুটবে তখন দেখতে অত্যন্ত সুন্দর দেখাবে।

IMG_20220131_081755.jpg

এই ফুলগুলোকে আপনার দেখে চিনে গেছেন এগুলো হচ্ছে লাউয়ের ফুল।

সাধারণত শীতকালে লাউ বেশি উৎপাদন হয়। সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয় লাউ।

এগুলো হচ্ছে ক্ষিরার ফুল । এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর ক্ষিরা শীতকালে উৎপাদন হয়। সালাদ হিসেবে ক্ষিরা ব্যাপক জনপ্রিয়

শীতকালীন সবজি মধ্যে টমেটো অন্যতম টমেটো ছাড়া যে কোন তরকারি স্বাদ পাওয়া যায় না। বিশেষ করে টমেটো ভর্তা হিসেবে অধিক জনপ্রিয়। বিভিন্ন ধরনের টমেটোর ভর্তা করে খাওয়া হয়। সালাত হিসেবেও টমেটো জনপ্রিয়তা কম নয়।

সিমের সাথে আমরা সকলেই পরিচিত। কারণ সকল জায়গাতে সিম কমবেশি উৎপাদন করা হয়। সিম ও সিমের বীজ সবজি হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে।

এটি হচ্ছে বেগুনের ফুল। এই ফলটি দেখতে অত্যান্ত সুন্দর দেখাচ্ছে সারা বছর ধরে পাওয়া গেল শীতকালে বেশি উৎপাদন করা হয় । বেগুন সবজি হিসেবে এবং বিভিন্ন ভর্তা করে খাওয়া হয়।

মরিচ এবং মরিচ গাছ সম্পর্কে আমরা সবাই জানি তাই আর কিছু বললাম না

এগুলো হচ্ছে ভেন্ডি গাছের ফুল।

আমাদের এদিকে খেজুর গাছ নেই বললেই চলে। এই গাছটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমি খেজুর গাছের ফটোগ্রাফি করার জন্য অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কোনভাবে গাছ দেখলাম না। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম এবং ফটোগ্রাফি করে নিলাম।

তবে দুঃখের বিষয় হল কোন খেজুর গাছ রসের জন্য কাটা হয়নি। বা রসের জন্য প্রস্তুত করা হয়নি

শীতকালে নদীতে পানি শুকিয়ে যাওয়ায় চর জেগেছে। সেখানে ছোট ছোট ছেলেরা খেলতেছে।

শীতকালে নদীর বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি

নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারণে একজন জেলে নদীতে যার মারছে।

শীতকালে পানি কমে যাওয়ার কারণে ছোট ছোট নৌকাগুলোকে উপরে রাখা হয়েছে। অর্থাৎ নদীর পাড়ে( চর যে জায়গায় জেগেছে।)

মহিষ সাধারণত পানিতে থাকে শীতকালে পানি কমে যাওয়ার কারণে জলাশয় গুলোতে এবং নদীতে মহেশ থাকতে বেশ কষ্ট হচ্ছে। কারণ এরা পুরা শরীর পানিতে ডুবিয়ে রাখতে পারে।

একটি মহিষ পানিতে নামার দৃশ্য

শীতকালে গ্ৰামের দৃশ্যপট অনেক পরিবর্তন হয় আপনাদের মাঝে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি।

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ সুন্দর কিছু ছবি ক্যাপচার করেছেন আপনি ভাইয়া। শিশির ভেজা ভোরের প্রকৃতিকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন ফটোগ্রাফির মাধ্যমে আপনি । শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

সুন্দরবনের মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও অসাধারন শীতকালের প্রাকৃতিক দৃশ্য গুলো আপনি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন এবং আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল মন জুড়ানো। আর এত সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বিবরণ দিয়েছেন, খুব সুন্দর করে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে শুনে, আমার কাছেও খুব ভালো লাগছে।

আপনার তোলা প্রতিটি ছবি অনেক সুন্দর ছিলো ভাই। খুব ধৈর্যের সাথে ছবি গুলো তুলেছেন। শিশির বিন্দু গুলোকে দেখতে অনেক ভালো লেগেছে। প্রতিটি ছবি আমার কাছে অসাধারন লেগেছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর ছবি গুলো উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার কমেন্ট খুবই ভালো লেগেছে আমার। এইতো চমৎকার ভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

পর্যাপ্ত আলো না থাকলে ভালো ছবি তোলা যায় না। আপনার প্রতিটি ছবি বেশ ভালো হয়েছে। সেই সঙ্গে শিশির এবং সূর্যের উপস্থিতি আপনার ছবিগুলোতে বেশি লক্ষ্য করলাম। অনেকগুলো ছবি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

কুয়াশা ভরা শিশির ভেজা শীতকালীন অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো।আপনার জন্য রইল শুভকামনা।

রায়হান ভাই অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

  • শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে শীতের সকালের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। শিশির ভেজা ঘাস গুলো দেখে খুবই ভালো লাগছে। আপনি একজন দক্ষ ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই। আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখলেই বোঝা যায় আপনি অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন। ভাই আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দরভাবে মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রত্যেকটা ফটো দেখি সেরা ছিল আমার কাছে। অসাধারণ ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন আপনি। বিশেষ করে শিশির কণা গুলো দারুন লাগছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সেটা সকালটাকে আপনি অনেক সুন্দর করে আপনার ক্যামেরাবন্দি করেছেন। ছবিগুলো দেখতে অসাধারণ লাগতেছে ভাইয়া। সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির জমা ভাবতেই অসাধারণ লাগতেছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার তোলা শীতকালীন ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন রইল।

এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনা জানায় । ভালো থাকবেন ভাই।

দারুন সব ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন আপনি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ফটোগুলো দেখে মনে হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার এর কাজ বিশেষ করে প্রথম তৃতীয় পঞ্চম নাম্বার ফটো সবথেকে বেশি ভালো লেগেছে দারুণ উপস্থাপনা করেছেন সাথে শুভেচ্ছা থাকলো আপনার জন্য

এত সুন্দর ভাবে গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। ভালো থাকবেন ভাই।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনার ফটোগ্রাফি দেখতে দেখতে মনেই হচ্ছিলো না আমি এখন রোমে শুয়ে আছি মনে হচ্ছিলো আমি যেনো প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অনেক ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আমার ফটোগ্রাফী গুলো দেখে আপনার খুব ভালো লেগেছে শুনে, আমার কাছে খুব খুশি লাগছে। এত সুন্দর মন ভালো করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।প্রতিটি ছবি অনেক সুন্দর ছিল।আর অনেকগুলো ছবি শেয়ার করেছেন।সব মিলে চমত্কার ছিল আপনার ফটোগ্রাফি পোস্টটি।শুভকামনা রইলো আপনার জন্য।

এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই।