আমার বাংলা ব্লগে প্রত্যায়নের জন্য পরিচিতিমূলক পোস্ট -যোবায়ের হোসেন @ahimadri

in hive-129948 •  3 years ago 

হ্যালো, আমি যোবায়ের হোসেন , ২৯ বছর, একজন বাংলাদেশী নাগরিক।

                 আমার কুমিল্লায় থাকি।আমি আইন বিষয়ে অনার্স শেষ করেছি।বর্তমানে ফ্রিলান্সিং করে যাচ্ছি টুকিটাকি।

পারিবারিকভাবে আমিই সবার বড় ,তাছাড়া আমার এক বোন ও ভাই আছে।বর্তমানে পরিবারের সাথেই বসবাস আমার।

IMG_20220212_000811.jpg

#পড়াশোনাঃ এসএসসি ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ,এইচএসসি ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে সমাপ্ত হয়।

#শখঃ আমার শখগুলোর মধ্যে ছিল ভ্রমন,লেখালেখির করা, বাগান করা কিংবা উদ্ভিদ নিয়ে কাজ এবং সামাজিক কার্যক্রম করা। ২০১৪ এ আমার গড়া একটি সংস্থা ছিল যার কাজ ছিল পথশিশুদের উন্নয়ন নিয়ে কাজ করা। সংস্থার নাম ছিল "রাস্তা"।আপাতত সংস্থার কার্যক্রম বন্ধ আছে কিছু ব্যক্তিগত কারণে।

a_himadri_42663924_750968668574490_956633429483361608_n.jpg

#স্কিলঃ পেমেন্ট গেটওয়ে সেট আপ,ফিনটেক, পেমেন্ট প্রসেসিং করা,ড্রপ্সশিপিং সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট, বিজনেস ফরমেশন ও ট্যাক্স সাপোর্ট, টেক সাপোর্ট ও ক্রিপ্টো এডভার্টাজিং ,কমিনিউটি মডারেশন,ভেরিফিকেশন সাপোর্ট ও সলিউশন,সোর্সিং এজেন্ট ফর ড্রপ্শিপিং।

#নিজস্ব ক্রিয়েটিভিটিঃ আমি তেমনভাবে ব্লগিং করিনি তবে লেখালেখি করতাম সোশ্যাল মিডিয়াতে।তাছাড়া কমিউনিটি বিল্ডাপ করা কিংবা বিভিন্ন দেশের লোকজনের সাথে কমিউনিকেশন করা একটা নেশার মত আমার।তাছাড়া আমি বিজনেস ফরমেশন নিয়ে কাজ করেছি দীর্ঘ ৫ বছর যেহেতু লিগ্যাল প্রফেশনাল এর ছাত্র ছিলাম। আমার মূলত ইউএস এ তে কোম্পানি ফ্রমেশন,ট্যাক্স সাপোর্ট নিয়ে দক্ষতা আছে। এবং পেমেন্ট গেটওয়ে সেটআপ ও ভেরিফিকেশন নিয়ে দক্ষতা আছে।

a_himadri_40256409_264661687489892_6697942002669852663_n.jpg

আমাকে মূলত এই কমিউনিটির সন্ধান আমি নিজেই বের করেছি ।
আমি এই কমিউনিটির নতুন সদস্য হতে খুবই আগ্রহী। কোণ পরকাশ ভুল হোলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তবে আমাকে ভেরিফিকেশন এর নিয়ম সম্পর্কে @tangera আপু তথ্য দিয়ে সাহায্য করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাগতম ভাইয়া। আপনার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা জেনে ভাল লাগলো। আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়ম মেনে আপনিও ভেরিফাইড ইউজার হবেন। অনেক অনেক শুভ কামনা রইল।

আমার পরবর্তী ধাপ কি হবে? কিভাবে স্টিম ডিস্কোর্ডের সাথে লিংক করবো। লেভেল আপ কিভাবে করবো?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম ভাইজান। আশা করি সকল নিয়ম মেনে আমাদের সাথে কাজ করবেন। ডিস্কোর্ডে জয়েন করুন আর abb-school এর ক্লাস করুন।

বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি সকল নিয়ম কানুন মেনে চলবেন এবং এবিপি স্কুলের ক্লাস গুলো নিয়মিত করবেন। তাহলে সব নিয়মকানুন গুলো ভালোভাবে জানতে পারবেন এবং ধীরে ধীরে সক্ষমতা অর্জন করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া আমার মনে হয় কি আপনার কমিউনিটির পিন পোস্ট গুলোর দিকে একটু লক্ষ্য করা উচিত। কারণ এই মুহূর্তে আমার বাংলা ব্লগ এ নতুন করে কোন মেম্বার নিচ্ছে না
যাই হোক তারপর আপনার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ এত সুন্দর করে আপনার পরিচয় উপস্থাপন করার জন্য।