মাতৃভাষা ই ভালোবাসা!
মাতৃভাষার প্রতি মমত্ববোধ আর ভালোবাসা নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফেব্রুয়ারি ভাষার মাস । তাই ভাষার প্রতি ভালোবাসা আর গভীর শ্রদ্ধাবোধ থেকেই "আমার বাংলা ব্লগ" -এ আমার প্রথম পোস্ট দিয়ে আমার স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ শুরু করতে চাই।
অঙ্কন: এস আহমেদ
পেইন্ট: এডোবি ফটোশপ
বাংলা আমার মায়ের ভাষা
ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান এবং সহজ উপায়। আমরা মায়ের মুখ থেকে প্রথমে এই ভাষা শিখি। আধো আধো ভাঙা ভাঙা শব্দে প্রথম যে বাক্যটি উচ্চারণ করতে শিখি সেই শব্দটার মূল্য পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে, সেটি হলো- 'মা' । বাঙালি আমরা , আমাদের মুখের প্রথম শব্দটাই শুরু হয় ভালোবাসা আর মমতা মাখা একটা শব্দ দিয়ে অর্থাৎ 'মা' শব্দটি দিয়ে। তাই অন্য কোনো জাতির কথা বলতে পারবো না বাঙালি জাতির কাছে মাতৃভাষা যে একটা গভীর স্পর্শকাতর অনুভূতির জায়গা সেটা একজন বাঙালি হওয়ার কারণে অন্তর দিয়ে অনুভব করতে পারি এবং এটা বিশ্বাস করি যে বাংলা যাদের মাতৃভাষা তাদের সবার এই সমান অনুভূতি; একই রকম, একই ভালোবাসার! ধন্যবাদ সেই মাকে যার থেকে প্রথম এই ভাষায় কথা বলতে শিখেছি! বলতে শিখেছি 'মা'!
মাতৃভাষায় প্রাণের তৃপ্তি
একজন মানুষ মাতৃভাষার পাশাপাশি অন্য যতই ভাষা জানুক না কেনো মাতৃভাষায় কথা বলে সে যতটা তৃপ্তি, প্রাণের শান্তি বা স্বাচ্ছন্দ্যবোধ করবে অন্য কোনো ভাষায় কথা বলে কখনোই তা পাবে না।
গায়ক/কবি রামনিধি গুপ্তের ভাষায়:-
"নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা"
আমি একটি টিভি অনুষ্ঠানে ভারতের একজন জনপ্রিয় চিত্র তারকা 'রানী মুখার্জী' (বলিউড -এর বাঙালি অভিনেত্রী) কে বলতে শুনেছিলাম তিনি মাতৃভাষায় অর্থাৎ বাংলায় কথা বলতে চান কিন্তু তিনি যে স্থানে বসবাস করেন তাদের সাথে অন্য ভাষায় কথা বলতে হয়। তিনি বাংলা ভাষায় কথা বলার মতো কাউকে কখনো পেয়ে গেলে অনেক খুশি হন অথবা তিনি অনেক সময় নিজের সাথে নিজে বাংলায় কথা বলেন। এসব একজন বাঙালির তার নিজের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসার অনুভূতি ছাড়া আর কি হতে পারে?
পেন্সিল ও কলমে আঁকা মূল চিত্র
অঙ্কন: এস আহমেদ
আমরা সবাই বাংলাভাষী
কোনো এক সময় ঐতিহাসিক কারণে বাংলা মায়ের (বঙ্গভূমি) বুকে বসবাসকারী, বাংলাভাষী মানুষদের কাঁটাতারের বেড়ার মাধ্যমে আলাদা হতে হয়েছে। সেটা ইতিহাস। কিন্তু ভাষার প্রতি, বাঙালি সংস্কৃতির প্রতি মমতার কারণে বাঙালিদের প্রতি বাঙালিদের মমতা আগের মতোই রয়ে গেছে। তার প্রমাণ পাই যখন দেখি IPL এ Kolkata Knight Riders ফাইনাল খেললে বা ফাইনাল জিতলে দুইপারের বাঙালিরা সমান আনন্দ পায় কিংবা দুইপাড়ের বাঙালিরা যখন একই সময়ে বাঙালি উৎসব পার্বণ গুলো পালন করে । যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেডিও টেলিভিশন বা ইন্টারনেট এগুলো দেখার সুযোগ করে দিয়েছে তাই তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
পেন্সিল ও কলমে আঁকা মূল চিত্র
শেষ কথা...
সব শেষে একটাই কথা- বেঁচে থাকুক বাংলা ভাষা! বেঁচে থাকুক বাংলা ভাষার প্রতি বাঙালিদের ভালোবাসা!!
লেখার মধ্যে অনাকাঙ্খিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই সকলের।
সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা।
এই আর্ট গুলো আপনার নিজের ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া, আমার নিজের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্টটি সত্যিই খুবই চমৎকার অনেক সুন্দর ভাবে আপনি পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । তবে ভাইয়া আপনাকে পোস্ট রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি এ বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন।❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধনবাদ ভাই
অবশ্যই মাথায় থাকবে বিষয়টা।
আমি নতুন তাই ছোট খাটো ভুল হয়ে যেতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি জাতি তার মাতৃভাষা কে খুব ভালোবাসে। যেমনটি করে আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। আপনি অনেক সুন্দর করে মাতৃভাষার মায়া-মমতা, অন্তরে স্থাপন করার কিছু চিত্র, আমাদের সাথে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
চেষ্টা করতে চাই
লেখার মান সম্পর্কে ভেরিফায়েড মেম্বারগন মন্তব্য করে ভুল ত্রুটি সম্পর্কে ধারনা দিয়ে সহযোগিতা করলে খুশি হবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit