লেভেল ওয়ান হতে আমার অর্জন by :- @ahp93

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি। আমি এখন এবিবি স্কুলের লেভেল ওয়ান ওয়ান এর শিক্ষার্থী। এবিবি স্কুলে লেভেল ওয়ান এর ক্লাস গুলো খুব ভালোভাবেই বোঝানো হয়েছে এবং অনেক কিছুই শিখতে পেরেছি। লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা দিলাম এবং সব প্রশ্নের উত্তর দিলাম

IMG-20230502-WA0004.jpg

১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

স্প্যামিং বলতে অপ্রাসঙ্গিক বা অবাঞ্চিত কোন বিষয়কে বোঝায় যা বারবার করা হয়।

নিচে স্পাইমিং এর কিছু উদাহরণ দেওয়া হল:-

• যে কোন বিষয়কে কেন্দ্র করে বারবার লেখা এবং একই ছবি দিয়ে বারবার পোস্ট করাও স্প্যামিং এর মধ্যে পড়ে।

• অপ্রাসঙ্গিক কোনো ট্যাগ ব্যবহার করলে সেটা স্প্যামিং এর মধ্যে পড়ে।পোস্টের সাথে মিলিয়ে ট্যাগ ব্যবহার করতে হবে।

•বারবার একই কমেন্ট করলে অর্থাৎ বিভিন্ন পোস্টে
একই ধরনের কমেন্ট বার বার করলে সেটা স্প্যামিং এর মধ্যে পড়ে।

•অপ্রয়োজনে কোন ব্যক্তিকে অনুমতি ছাড়া পোস্টের মধ্যে বারবার মেনশন দিলে সেটা স্প্যামিং বলে গণ্য হয়।

২.ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

ফটো কপিরাইট বলতে অন্য ব্যক্তির ছবি নিজের বলে ব্যবহার করলে সেটাকে ফটো কপিরাইট বলে। এটি হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ফটো কপিরাইট একটি আইন। স্টিমিট থেকে আমরা ইনকাম করছি যদি কোন ব্যক্তি পরিশ্রম করে কোন ছবি তুলে সেই ছবি যদি আমরা কপি করে নিজে ব্যবহার করে ইনকাম করি তাহলে সেটা অনেক অন্যায়। সেজন্যই স্টিমিট এ ফটো কপিরাইট সমর্থন করে না।

৩.তিনটি ওয়েব সাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

কঁপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় এমন তিনটি ওয়েবসাইটের নাম হল:-

১. Pixabay
২. Pexels
৩. Free Images

৪.পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ হচ্ছে যেরকম পোস্ট করা হবে সেই বিষয়ের কিছু কীওয়ার্ড। যেরকম পোস্ট করা হবে তার সাথে মিলিয়ে ট্যাগ ব্যবহার করতে হবে।যেমন:-ফটোগ্রাফি পোস্টে photography ট্যাগ ব্যবহার করতে হবে। ট্রাভেল পোস্টে travel,tour, visit এই ট্যাগ গুলো করতে হয়। ট্যাগ trending হিসেবে ব্যবহার করা হয়। ট্যাগে নিউমেরিকাল সংখ্যা এবং বড় হাতের অক্ষর ব্যবহার করা যায় না। নগ্ন ছবি, প্রাণী হত্যা, দুর্ঘটনা, শুকর ও গরুর মাংসের রেসিপিতে nsfw(not safe for work) ট্যাগ ব্যবহার করতে হয়। আটটি ট্যাগ ব্যবহার করা যায় তবে প্রথম ট্যাগ ট্যাগ অটোমেটিক ভাবে কমিউনিটি ট্যাগ হয়ে যায়।

৫.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ সেগুলো নিচে দেওয়া হল:-

১. চাইল্ড পর্নোগ্রাফি যে কোন কনটেন্ট।
২. নারী নির্যাতনমূলক যেকোনো ধরনের পোস্ট।
৩. সামাজিক বর্ণ বৈষম্য ও সমর্থন মূলক কোনো পোস্ট।
৪. ধর্মীয় এপ্লিয়েশনের উপর কোন পোস্ট।
৫. কোন ধর্ম ,ব্যক্তিত্ব , জাতিসত্তাকে হেয় করে কোন পোস্ট।
৬. উদ্দেশ্য প্রাণোদিতভাবে কোন ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞা সূচক কোন পোস্ট।
৭. রাজনৈতিক সমালোচনা সূচক কোন পোস্ট।
৮. অবৈজ্ঞানিক, গুজব ও কুসংস্কার সমর্থিত কোন পোস্ট।
৯. পশুপাখি নির্যাতনমূলক কোনো পোস্ট এর ছবি বা ভিডিও শেয়ার করা।
১০. শিশু‌ শ্রম মূলক পোস্ট।
১১. nsfw ছাড়া কোন ধরনের অশ্লীল যৌনতা বিষয়ক পোস্ট।
১২. অপরাধমূলক কোন পোস্ট।

৬.প্লাগারিজম কি?

কোন লেখাকে কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া কে প্লাগারিজম বলে। অন্যের কোন লেখাকে ভালো লাগলে বা পোস্ট করার জন্য কিছুটা পরিবর্তন করে নিজের মত সাজিয়ে পোস্ট করলে সেটাও প্লাগারিজম বলে। কোন লেখাকে কপি করে এনে নিজের বলে চালিয়ে দিলে সেটা প্লাগারিজম । কারো লেখা উদ্বুদ্ধ হয়ে লিখলে তার মধ্যে নিজের ৭০% এবং অন্যের ৩০% নেওয়া যেতে পারে।

৭.re-write আর্টিকেল কাকে বলে

যদি আমাকে কোন লেখা লিখতে হয় বা কোনো ওয়েবসাইট দেখে নিজের মতো সাজিয়ে লিখতে হয় তখন re-write আর্টিকেল বলে। সেই ক্ষেত্রে লিখার মধ্যে ৭৫% নিজের লেখা হতে হবে এবং অবশ্যই সোর্স ব্যবহার করতে হবে।

৮.ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

re-write আর্টিকেলে রেফারেন্স সোর্স অবশ্যই ব্যবহার করতে হবে। ৭৫% থেকে ৮০% অবশ্যই নিজের লেখা হতে হবে। সব তথ্য ইনভাইটেড কমার মধ্যে হতে হবে। কোন ইমেজ ব্যবহার করলে সেটি অবশ্যই কপি রাইট ফ্রি হতে হবে। ইমেজ সোর্স অবশ্যই দিতে হবে।

৯.একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে ২৫০ টি ওয়ার্ড অবশ্যই থাকতে হবে। তবে ১০০ ওয়ার্ডের কম লিখে পোস্ট করা হলে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়। একটি বা দুটি ছবি ব্যবহার করে এবং কয়েক লাইন লিখা দিয়ে পোস্ট করলে সেটা ম্যাক্রো পোস্টের মধ্যে পড়ে।

১০.প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি এবিবি স্কুলের আআওতাধীন থেকে লেভেল ওয়ানের ক্লাস করে বেশ ভালোই বুঝেছেন। আপনি অনেক সুন্দর করে লেভেল ওয়ান এর পরীক্ষা দিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল এভাবে যেন সব লেভেল অতিক্রম করতে পারেন এবং ভেরিফাইড মেম্বার হতে পারেন

আপনি এবিবি স্কুলের লেভেল ওয়ানের ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনি সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আশা করবো যেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমার বাংলা ব্লগে ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনের লেভেল ভালো ভাবে উর্ত্তীণ হতে পারেন।