DIY-এসো নিজে করি || কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @akash09
আজ রবিবার , ডিসেম্বর ২৬/২০২১❤️❤️


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20211225_173251.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের একটি DIY অর্থাৎ কাগজের ওয়ালমেট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা হয়তো সবাই জানেন যে গতকাল সার্ভার প্রবলেম হয় আমি কোন পোস্ট করতে পারি নাই। যাইহোক এই ওয়ালমেট তৈরি করার জন্য আমি বিভিন্ন ধরনের কাগজ ব্যবহার করেছি। ওয়ালমেটটি তৈরি করার জন্য শক্ত কাগজ এর প্রযোজনীয়তা অনেক। তাই আমি জুতার ঢোপ ব্যাবহার করেছি। কারণ ওই কাগজটি মোটা ও শক্ত। এই ওয়ালমেটটি তৈরি করার জন্য অনেক কিছুই প্রয়োজন কিন্তু শক্ত কাগজ ছাড়া এটি প্রস্তুত করা সম্ভব না। তো চলুন শুরু করা যাক।

কাগজের ওয়ালমেট তৈরি করতে যা যা লাগবে

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • শক্ত কাগজ

20211225_173523.jpg




এবার চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে আমি ওয়ালমেট তৈরি করলাম

ধাপ ১


প্রথমে একটি শক্ত কাগজ নিলাম ও কলম দিয়ে লাভ অঙ্কন করলাম।

20211217_173457.jpg

ধাপ ২


এবার শক্ত কাগজ টি সুন্দর ভাবে কেটে নিলাম

20211217_175112.jpg

ধাপ ৩


শক্ত কাগজ টি সাদা কাগজের উপরে বসিয়ে দিলাম।

20211217_175158.jpg

ধাপ ৪


তারপর কলম দিয়ে এঁকে নিলাম।
20211217_175430.jpg

ধাপ ৫


এরপর কাঁচি দিয়ে কেটে দিলাম ‌

20211217_175955.jpg

ধাপ ৬


শক্ত কাগজটি ও সাদা কাগজ সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

20211217_182649.jpg

ধাপ ৭


এরপর এই লাভ টির বিপরীত দিকে ওয়ালে ঝুলানোর ব্যবস্থা করলাম।

20211217_182637.jpg

ধাপ ৮


এরপর একটি রঙ্গিন কাগজে বৃত্তাকার করে নিলাম।

20211217_181017.jpg

ধাপ ৯


তারপর কাঁচি দিয়ে কেটে দিলাম।

20211217_184125.jpg

ধাপ ১০


বৃত্তাকার করে কেটে নেওয়া কাগজটি সুন্দর করে পেচিয়ে নিলাম

20211217_184302.jpg

ধাপ ১১


ছোট ছোট ফুল তৈরি করার জন্য অনেকগুলো কাগজ একইভাবে কেটে দিলাম।

20211217_190102.jpg

ধাপ ১২


ফুলটি বানানোর জন্য প্রতিটি স্টেপ তুলে ধরলাম।

20211226_212833.jpg

ধাপ ১৩


ব্যাস এভাবে ফুলকি হয়ে গেল।

20211226_213051.jpg

ধাপ ১৪


একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি।

20211217_192507.jpg

ধাপ ১৫


তারপর লাভটির সাথে একে একে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

20211217_192552.jpg

ধাপ ১৬


এবার ফুল গুলো আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি।

20211217_193503.jpg

শেষ ধাপ


দেখুন কি সুন্দর আমার ওয়ালমেট অলরেডি তৈরি হয়ে গিয়েছে।

20211225_142856.jpg

আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।



আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করি আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে নীল রঙের কাগজ ব্যবহার করা হয় এটি বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের ওয়ালমেট আশা করব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।

লাভ ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনার হাতের কাজ অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য