ll স্বেচ্ছায় রক্তদান ll রক্তদানে উৎসাহিত করা ll আমার বাংলা ব্লগ ll মানবসেবা ৩/১১/২০২১

in hive-129948 •  3 years ago 

হ্যালো!বন্ধুরা


আশা করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।

@akash09

আজ আমি স্বেচ্ছায় রক্তদান নিয়ে কিছু কথা বলব। আশা করি সবার ভালো লাগবে।
অনেকের অনেক উপকার হবে এবং অনেকে এ রক্তদান করতে আগ্রহী হবে। আবার অনেকেই আছে যারা রক্তদান নিয়ে গুরুত্ব দেয় না।

দয়া করে সবাই আমার পাশে থাকবেন🙏

অনেকদিন হয়ে গেল আমি আর পোস্ট করিনা। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন নিয়মিত পোস্ট করব।

20210511_123036.jpg

আজ স্বেচ্ছায় রক্তদান দিবস। আজকের দিনে অর্থাৎ
১৪ ই জুন জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস ।
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেওয়াকে রক্তদান বলে।

রক্ত দানের উদ্দেশ্য:

জীবনের জন্য শুধু প্রয়োজন রক্ত। রক্তের কোন বিকল্প নেই। রক্ত এর বিকল্প শুধু রক্তই। আজ রক্তদাতা দিবস। স্বেচ্ছায় রক্তদান করা এবং অন্যকে উৎসাহিত করাই হল রক্তদান দিবসের উদ্দেশ্য। মূল্যবান রক্ত দিয়ে আমরা একজনের প্রাণ বাঁচাতে পারি। এবং অপরকে উৎসাহিত করতে পারি। যারা রক্তদান করছে তারা শুধু রক্ত দান নয় একজনের প্রাণ বাঁচাচ্ছে। এভাবে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন ও সাধারণ মানুষকে রক্ত দান করাই উৎসাহিত করছেন। কিন্তু প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করে। অথচ ৩৮ শতাংশ সংগ্রহ করা হয় উন্নত দেশে। এছাড়া এখনো বিশ্বের অনেক দেশে রক্তের প্রয়োজন হলে নির্ভর করা লাগে নিজের পরিবারের সদস্যদের ওপর অথবা বন্ধুদের ওপর।

রক্তের গ্রুপ নির্ণয়:

রক্তের গ্রুপ নির্ণয় করেছিলেন বিজ্ঞানী কাল ল্যান্ডস্টিনার। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ। তিনি এ,বি ও এবি, রক্তের এই গ্রুপগুলো আবিষ্কার করেছিলেন।

images.jpeg

Source

রক্তদানের উপকারিতা:


রক্তদানের প্রথম এবং প্রধান কারণ একজনের রক্ত আরেকজনের প্রান বাঁচাচ্ছে। রক্তদান করলে স্বাস্থ্য ভালো থাকে। রক্তদান করার পর শরীরের 'বোন ম্যারো' নতুন রক্ত কণিকা তৈরির জন্য উত্তেজিত হয়। এবং দুই সপ্তাহের মধ্যে রক্ত কণিকার সৃষ্টি হয়। এবং ৪৮ ঘণ্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট এ্যাটাকের ঝুকি অনেকটা কমে যায়। শরীরে কোন রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়। গবেষণায় দেখা গেছে বছরে দুইবার রক্তদান করলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। ১২০০ লোকের ওপর চার বছর ধরে এ গবেষণা চালানো হয়েছিল। এছাড়া রক্তদান করা ধর্মীয় দিক থেকে অত্যন্ত পূর্ণোর ও সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানবজাতির জীবন বাঁচানোর সমান।

আমি নিয়মিত রক্তদান করি। প্রতি চার মাস পর পর রক্তদান করা যায়। আমি প্রতি চার মাস পর পর রক্তদান করি। রক্তদান করা অনেক সওয়াব এর কাজ। আর নিজের রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচানোর যে আনন্দ এটা শুধু একজন রক্তদাতা অনুভব করতে পারে। কিছুদিন আগে অর্থাৎ ৯ সেপ্টেম্বর আমি রক্তদান করেছি। নিচে আমার কয়েকটি ছবি দিয়ে দিলাম।

20210909_175624.jpg

20210909_175621.jpg

20210909_175614.jpg

20210909_175600.jpg

আমার দেখা দেখি আমার কয়েকটা বন্ধু রক্তদান করছে। এবং তারা অনেক আনন্দিত হয়েছে। কারণ তারা একটি প্রাণ বাঁচিয়েছেন। আমি নিজে আমার একটি বন্ধুকে নিয়ে গেছি। প্রথমের দিকে এসে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু রক্ত দেওয়ার পর আমার বন্ধু রক্ত দেওয়া নিয়ে যে ভয় ছিল তা দূর হয়ে গেছে। আমার বন্ধুর দেখে তার আরো অনেক বন্ধু উৎসাহিত হয়েছেন। এবং তারাও রক্তদান করার জন্য আগ্রহী হয়েছেন।

20210923_192545.jpg

20210923_192818.jpg

20210923_192514.jpg

20210923_192430.jpg

20210923_192423.jpg

20210923_192309.jpg

আমাদের একটি ক্লাব রয়েছে। আমাদের ক্লাবের নাম সফলতার মন্স। প্রতিদিন এখানে ৮-১০ দশজন রক্তদান করে।এখানে দিন রাত ২৪ ঘন্টা সেবা দেওয়া হয়। জরুরিভাবে যদি কারো রক্ত প্রয়োজন হয় তবে এখানে যোগাযোগ করলে জরুরিভাবে সংগ্রহ করে দেওয়া হয়।

SmartSelect_20211102-233901_Facebook.jpg

আমি আপনাদের মাঝে আমার মত কয়েকটা ভাইদের ছবি তুলে ধরতেছি যারা আমাদের এই ক্লাবের ফেসবুক পেজে তানভীর ভাইয়ের মাধ্যমে রক্তদান করতে চায়। এবং তাকবীর ভাই ও কিছু ভাই ব্রাদার মিলে এদের ছবিগুলো সংগ্রহ করে এই গ্রুপটিতে এছাড়া হয়। জাতীয় উদ্যান উৎসাহিত হয় রক্ত দান করতে।

নিচে কয়েকটি ছবি দেওয়া হল। ছবিগুলো আগেই আমাদের এই ক্লাব থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি।

SmartSelect_20211102-233946_Facebook.jpg

SmartSelect_20211102-234314_Facebook.jpg

SmartSelect_20211102-234252_Facebook.jpg

SmartSelect_20211102-234211_Facebook.jpg

SmartSelect_20211102-234132_Facebook.jpg

SmartSelect_20211102-234111_Facebook.jpg

আমাদের এই ক্লাব অর্থাৎ ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলাম।

SmartSelect_20211103-000103_Facebook.png

Source

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রক্তদান নিয়ে অনেক ভালো হয়েছে ভাইয়া ❤️
আমিও রক্ত দান করেছি। আপনিতো নিয়ে গিয়েছিলেন আমাকে মনে আছে।

হ্যা মনে আছে। ধন্যবাদ

অনেক ভালো কাজ। মানুষ তো মানুষের জন্য। আর আপনি সেই কথাটি কে যথার্থ মূল্যায়ন করেছেন রক্তদানের মাধ্যমে। সুতরাং অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো এমন সুন্দর কাজে অংশগ্রহণ করার জন্য

ধন্যবাদ ভাইয়া❤️

রক্তদান করা আমাদের একটি মহৎ মানবিক গুণ। আর এই গুণ কে কাজে লাগিয়ে আমরা সহজেই মানুষের সেবা করতে পারি। রক্তদান করার মাধ্যমে হাজারো অসুস্থ মানুষ খুব সহজেই প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে পারে। বেঁচে যায় অসুস্থ মানুষের জীবন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

❤️

রক্ত দেয়া নিঃসন্দেহে একটি ভাল কাজ। মানবিকতা নিয়ে পরোপকারের কাজে ঝাঁপিয়ে পড়া একজন আদর্শ মানুষের পরিচয়। আপনার রক্তদানের মাধ্যমে বেঁচে যেতে পারে একটি জীবন। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

স্বাগত ভাইয়া

নিঃসন্দেহে আপনি একটি ভালো কাজ করেছেন ।আর যেই গ্রুপের মাধ্যমে কাজটি আপনি করেছেন আমি মনে করি তারা খুব ভালো একটি কাজ করেছে।সত্যি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আসলে যারা রক্ত দিয়েছে তাদের প্রশংসা করা উচিত না কারণ তাদের প্রশংসা করে শেষ করার মতো না ।তারা নিঃসন্দেহে একটি নতুন জীবন দান করেছে এটা বলতেই হবে।

ধন্যবাদ ভাইয়া

কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.shutterstock.com/image-photo/abbreviation-blood-type-stand-on-splash-1549343960

ভাইয়া আমি তো বুঝলাম না এটা কিভাবে কপিরাইট হলো। আমিতো সোর্স দিয়ে দিয়েছিলাম যেখান থেকে ছবিগুলো আমি নিয়েছি আমাদের গ্রুপের ।