আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago  (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেশ কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20230226_123507-01.jpeg

IMG20230302103150-01.jpeg

IMG20230302103134-01.jpeg

লোকেশন

তো আপনারা এই মুকুল দেখে বুঝতে পারছেন এটা কিসের মুকুল । অনেকের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে এটি আমের মুকুল। এ ফল আমাদের দেশের অর্থনীতিতে এক বড় ভূমিকা রাখে কিভাবে রাখে আপনাদের বলি শুনুন। পাকা আম মানুষ বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে। সে টাকা দিয়ে তারা নিজেদের পরিবারের অবস্থা ভালো রাখতে চেষ্টা করে। তারা এভাবেই নিজেদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনীতিতে যোগদান করে। আমের মুকুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20230301_135907-01-01.jpeg

লোকেশন

উপরের ফটোগ্রাফি টা দেখে আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন এটা লিচুর মুকুলের ফটোগ্রাফি। বাংলাদেশের অন্যতম ফলের নাম লিচু। লিচু খেতে প্রায় সবাই ভালোবাসে লিচু ধরার সূচনা শুরু হয় একটি মুকুল থেকে একটি ছোট লিচুর গুটি তৈরি হয় যেটি হয় সবুজ রঙের পরবর্তীকালে এটি লাল রং ধারণ করে ফুটে ওঠে আর লাল রং ধারণ করার মাত্রই সেটি খাবার উপযোগী হয়। যাইহোক লিচুর মুকুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230226_132023-01.jpeg

IMG_20230226_122731 (1).jpg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটাও একটি মুকুলের ফটোগ্রাফি। তবে এটা আম বা লিচুর মুকুলের ফটোগ্রাফি নয় এটা হচ্ছে মূলত সজনে গাছের মুকুলের ফটোগ্রাফি। এই সজনে গাছের মুকুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

IMG_20230301_141712.jpg

IMG_20230226_132448.jpg

লোকেশন

এবার আপনারা যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত একটা বন্যফুল। তো ফুলটার নাম আমার জানা নাই ফুলটা দেখতে অনেক সুন্দর আর এই ফুলটা আমাদের বাড়ির পাশের পুকুরের সামনে হয়েছিল। যাইহোক ফুলটা দেখতে অনেক সুন্দর ছিল বলে ফটোগ্রাফি করলাম। আপনাদের কাছে এই বন্য ফুলের ফটোগ্রাফি টা কেমন লাগলো,এটা কমেন্টের মাধ্যমে জানাবেন ।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@akash799
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃrealme narzo 50
ক্যামেরাঃ50mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আজকে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

এত সুন্দর মন্তব্যটি দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া

ফলের গাছে গাছে মুকুল এসেছে। চারপাশ ছেয়ে গেছে নতুন সাজে। বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠেছে নতুন ভাবে। আর অপরূপ সৌন্দর্য ভরা প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে করেছেন। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যটি করার জন্য

আসলেই আপনি চমৎকার চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য নিয়ে করেছেন। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। যদি ধৈর্য নিয়ে ফটোগ্রাফি না করা হয় তাহলে ফটোগ্রাফি গুলো দেখতেও তেমন ভালো লাগে না। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

আপনার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু

খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে বিশেষ করে আমার কাছে আমের মুকুল লিচুর মুকুল এবং বন্য ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যটি দেয়ার জন্য

আপনার ফটোগ্রাফি গুলো নিসন্দেহে অনেক ভালো ছিল ভাই। আপনার ফটোগ্রাফি গুলো ছিল একেবারে ক্লিয়ার। তবে আপনি আপনার ফটোগ্রাফিতে ব‍্যবহার করা ক‍্যামেরা এর ডিটেইস এবং ফটোগ্রাফির লোকেশন সময় দেওয়া উচিত ছিল। আশাকরি পরবর্তীতে এগুলো দেবেন। আপনার জন্য শুভকামনা।।

আমি নতুন ইউজার তাই আমার জানা ছিল না ভাইয়া। এখন দেখেন আমি ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য ‌‌‌।

আমের মুকুলের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ বছরে আমাদের দেশের প্রচুর পরিমাণে আমের মুকুল দেখা যাচ্ছে। আশা করি এ বছরে আম চাষিদের অনেক লাভ হবে।

ধন্যবাদ ভাইয়া আমাকে এত সুন্দর মন্তব্যটি দেয়ার জন্য