#আসসালামু-আলাইকুম।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমি@ আলামিন ইসলাম আছি আপনাদের সাথে।
আল্লাহ অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।
##আমি আপনাদের সামনে অনেকগুলো ফুলের ছবি নিয়ে হাজির হয়েছি তা আপনাদের কে দেখানোর জন্য, এমন কোনো মানুষ নেই যে ফুল পছন্দ করেনা ,সকল মানুষের ফুল পছন্দ করে। ফুল প্রকৃতির রানী, ফুল মানুষের মনকে স্বতঃস্ফূর্ত করে। আপনারা এই ফুলের ছবিগুলো দেখলে আশা রাখি আপনাদের মন ভালো হয়ে যাবে। ফুলের ছবি গুলা কেমন হয়েছে এবং ছবিগুলো দেখার পর আপনাদের অনুভূতি গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন।
###এই ফুলের ছবিগুলো তুলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র নামে শেখ রাসেল শিশু পার্ক থেকে তোলা হয়েছে। এই শেখ রাসেল শিশু পার্কটি কুষ্টিয়া জেলার ,ভেড়ামারা থানা ,ধর্মপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত এবং তার পাশে আমার বাসা। আমার নানা শেখ রাসেল শিশু পার্ক এর বিভিন্ন ফুল ও ফলের গাছ দেখাশোনা করে । করোনাকালীন শাটডাউনের মধ্যে পার্ক টি বন্ধ ছিল কিন্তু আমার নানা প্রতিদিন পার্কের মধ্যে যাতায়াত করতো এবং পার্ক দেখাশোনা করতো সেই সুবাদে আমি নানার সাথে যেয়ে অনেক গুলো ছবি তুলে তার মধ্যে আপনাদের সাথে কিছু ফুলের ছবি শেয়ার করলাম।
ছবি নং ০১
ছবি নং ০২
ছবি নং ০৩
ছবি নং ০৪
ছবি নং ০৫
ছবি নং০৬
ছবি নং ০৭
ছবি নং০৮
ছবি নং০৯
ছবি নং১০
Device | Note 8 |
---|---|
Camera | 48mp |
Photo by | Al-Amin |
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিকাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ওদশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি,আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
অনেক সুন্দর ছবি তুলেছেন। ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit