"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৬ || শেয়ার করলাম আমার সেরা স্বাদের - ইউনিক সেমাই রেসিপি

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আজ আমি" আমার বাংলা ব্লগ" কমিউনিটির এডমিন প্যানেল কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা- ১৬ , "শেয়ার করো তোমার সেরা স্বাদের ইউনিক সেমাই রেসিপি" এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির দাদা সহ সকল এডমিন মডারেটর বৃন্দ এবং হাফিজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

সামনে ঈদ। ঈদ হলো আমাদের মুসলমানদের সবথেকে বড় একটি ধর্মীয় উৎসব। ঈদের দিন প্রত্যেক মুসলমানদের বাড়িতে সেমাই রান্না করা হয়। বিভিন্নভাবে বিভিন্ন স্বাদের সব সেমাই তৈরি করা হয় এই দিনে। সেমাই হচ্ছে ঈদের দিনের একটি ঐতিহ্যবাহী খাবার। সব মুসলমানরা ঈদের দিন সেমাই মুখে দিয়ে নামাজ পড়তে যাই অথবা ঘুম থেকে উঠেই সেমাই দিয়ে মিষ্টিমুখ করে। আর আজকে আমার বাংলা ব্লগ পরিবার আমাদের এই ঐতিহ্যবাহী খাবার নিয়ে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। আমার বাংলা ব্লগ পরিবারের অনেক ভাই বোনেরা খুবই সুন্দর সুন্দর ইউনিক সব সেমাই রেসিপি শেয়ার করে চলেছেন। সত্যি এত ভিন্ন ভিন্ন ধরনের সব সেমাই রেসিপি দেখতে পারছি তা দেখে সত্যিই খুব ভালো লাগছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমিও সেমাইয়ের ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি লাচ্ছা সেমাই দিয়ে সেমাই সামুচা তৈরি করেছি। এই সেমাই সমুচা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। আশাকরি, রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20220427_105045.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক, লাচ্ছা সেমাই দিয়ে"সেমাই সামুচা" তৈরীর প্রস্তুত প্রণালী:

IMG_20220427_105312.jpg

উপকরণ সমুহপরিমাণ
লাচ্ছা সেমাইএক প্যাকেট
গুড়া দুধ১ প্যাকেট
চিনি১ কাপ
ডিম১ টি
লবণস্বাদমতো
তেলভাজার জন্য
বুন্দিয়াপরিমাণ মতো
ময়দাহাফ কাপ

ধাপ-০১

IMG20220426185545.jpg

প্রথমে একটি পাত্রে লাচ্ছা সেমাই নিয়েছি।

ধাপ- ০২

IMG_20220427_104012.jpg

এরপর অন্য একটি পাত্রে একটি ডিম ভেঙ্গে নিয়েছি।

ধাপ-০৩

IMG20220426185921.jpg

এরপর লাচ্ছা সেমাইয়ের মধ্যে ডিম অ্যাড করেছি।

ধাপ- ০৪

IMG20220426190117.jpg

এরপর অ্যাড করেছি চিনি ,গুড়া দুধ এবং সামান্য পরিমাণ লবণ।

ধাপ-০৫

IMG20220426190319.jpg

এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

ধাপ-০৬

IMG20220426190352.jpg

এরপর এর মধ্যে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ ময়দা।

ধাপ-০৭

IMG20220426190805.jpg

এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি।

ধাপ-০৮

IMG20220426191147.jpg

এরপর সেমাইয়ের ডো থেকে লেচি কেটে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20220427_105538.jpg

এরপর সেমাইয়ের লেচির সাথে ময়দা মাখিয়ে হাত দিয়ে চেপে বেলার মতো সেইপ দিয়ে নিয়েছি ।

ধাপ-১০

IMG_20220427_105548.jpg

এরপর রুটির মতো করে বেলে নিয়েছি।

ধাপ-১১

IMG_20220427_105600.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে রুটির মাঝখানের অংশ লম্বা করে কেটে নিয়েছি এবং এক সাইডে বুন্দিয়া দিয়ে দিয়েছি।

ধাপ-১২

IMG_20220427_105614.jpg

IMG20220426192803.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে এভাবে মুড়িয়ে সেমাইয়ের সামুচা তৈরি করে নিয়েছি।

ধাপ-১৩

IMG20220426193112.jpg

এভাবে আমি সবগুলো সেমাই সামুচা তৈরি করে নিয়েছি।

ধাপ-১৪

IMG_20220427_104323.jpg

এরপর সমুচা গুলো ভাজার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি।

ধাপ-১৫

IMG20220426193854.jpg

IMG20220426193922.jpg

তেল গরম হয়ে গেলে এর মধ্যে সেমাই সামুচা ভাজার জন্য ছেড়ে দিয়েছি।

ধাপ-১৬

IMG20220426194414.jpg

এভাবে সামুচার দুই পাশে বাদামি করে ভেজে নিয়েছি। এভাবে একটি একটি করে সবগুলো সেমাই সামুচা ভেজে নিয়েছি।

পরিবেশন

IMG_20220427_104524.jpg

এরপর সেমাই সমুচা গুলো একটি পাত্রে গরম গরম পরিবেশন করেছি। আর এই সেমাই সামুচা খেতে খুবই টেস্টি হয়েছে।

IMG_20220427_104553.jpg

IMG_20220427_104537.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

IMG_20220423_215646.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ইউনিক এক সেমাই রেসিপি দেখালেন। সমুচার শেপ এ ভালোই দেখতে হয়েছে। খেতেও আশা করি অনেক স্বাদের হয়েছে। ভালোই হলো রেসিপিটি দেখে। বাসায় একদিন চেস্টা করে দেখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

অবশ্যই ভাই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন অনেক মজাদার ও সুস্বাদু, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল।

@tipu curate

--
This is a manual curation from the @tipU Curation Project.

সেমাই দিয়েও যে সামুচা তৈরি করা যায় তা জানা ছিল না। এই প্রতিযোগিতার মাধ্যমে সেমাই দিয়ে অনেক আনকমন রেসিপি দেখতে পেলাম। আপনার তৈরি সমুচা দেখতে দারুন লাগছে। আশা করি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ

আমার তৈরি করার রেসিপি আপনার কাছে আনকমন লেগেছে জেনে খুশি হলাম, জি ভাই আপনি ঠিকই বলেছেন কনটেস্ট এর মাধ্যমে নিত্য নতুন রেসিপি দেখতে পেলাম, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

প্রথমেই স্বাগতম জানায় চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুবই সুন্দর ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার তৈরি করা কনটেস্টে অংশগ্রহণের রেসিপি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনার সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ইউনিক রেসিপি শেয়ার করেছেন সেমাই দিয়ে সামুচা। লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ভাই আমার রেসিপি পোস্ট এর মাধ্যমে আপনি শিখে নিতে পারলেন জেনে আমি সার্থক হলাম, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ওয়াও! কি চমৎকার আইডিয়া ভাই আপনার অনেক টেকনিক করে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সম্পূর্ণ ইউনিক মনে হচ্ছে আপনার রেসিপিটি আগে কখনো এভাবে চিন্তাও করিনি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি ভাই আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ইউনিক রেসিপি তৈরি করার, আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হলাম, সুন্দরতম মন্তব্যের মাধ্যমে পাশে থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ওয়াও ভাইয়া কি দেখালেন আপনি, আমার কাছে ইউনিক একটি পোস্ট। লাচ্ছা সেমাইয়ের অনেক রেসিপি খেয়েছি কিন্তু এভাবে আজ প্রথম দেখলাম। লাচ্ছা সেমাই বেলে রুটির মতো করে ভিতরে বুনিয়া দিয়ে এভাবে সেমাই এ সমুচা তৈরি করা যায় তা আমার ভাবার বাইরে ছিল। লাচ্ছা সেমাই এর সমুচা তৈরি ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার কাছে আমার রেসিপি ইউনিক লেগেছে জেনে আমি অনেক আনন্দিত, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য আমাকে আমার কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ বৃদ্ধি করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও কী অসাধারণ একটি রেসিপি ‌। খুবই ভালো লেগেছে আপনার এই রেসিপিটি। আপনি অনেক সুন্দরভাবে সেমাই এর পিঠা বানিয়েছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই সেমাই পিঠা খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে পিঠা তৈরির প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

ভাই আপনি আমার রেসিপি দেখে মুগ্ধ হয়েছেন তিনি আমি অনেক আনন্দিত ও খুশি হয়েছি, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনি আজকে আমাদের সাথে সেমাই সমুচা রেসিপি শেয়ার করেছেন। সেমাই রেসিপি আমার কাছে খুব ইউনিক লাগছে। এটি আগে আমার কখোনই খাওয়া হয়নি। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন রেসিপি সাথে পরিচয় হচ্ছি। ধন্যবাদ আপনাকে।

ভাই অবশ্যই অবসর সময়ে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন অনেক মজাদার ও সুস্বাদু, আপনার কাছে আমার রেসিপি তৈরি ইউনিক লেগেছে জেনে খুশি হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

বাপরে সেমাই সমুচা দেখেই আমি অবাক। আমি কখনোই এই রকম রেসিপি দেখি নাই। আপনি খুব সুন্দর ভাবে আপনার রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে সব মিলিয়ে অসাধারণ লেগেছে। দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।

আমার রেসিপি তৈরির মাধ্যমে আপনাকে অবাক করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, আমার সুন্দর মূল্যায়নের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

এবারের সেমাই রেসিপি প্রতিযোগিতায় দারুন দারুন সেমাই রেসিপি দেখতে পাচ্ছি। ভাইয়া আজকে আপনি খুব সুন্দর করে ইউনিক একটি সেমাই রেসিপি আমাদের মাঝে তুলে ধরলেন। আমি কখনো সেমাই রেসিপি খাইনি যেটা দেখে অনেক ভালো লাগলো।

জি ভাই কনটেস্ট এর মাধ্যমে নিত্য নতুন সেমাই রেসিপি পোষ্ট দেখতে পেলাম, আমার রেসিপি পোষ্ট আপনার কাছে ইউনিক লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি আনন্দিত আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

সেমাই দিয়ে সমুচা তৈরি দারুন হয়েছে ভাইয়া। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে এই মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

জি ভাই আপনি ঠিকই বলেছেন খেতে অনেক সুস্বাদু ও মজাদার, অবশ্যই আপনি বাসায় অবসর সময় বানিয়ে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

একদম ইউনিক রেসিপি ভাইয়া। আমি কখনো এরকম সেমাইয়ের সমুচা খাইনি। সমুচার ভেতরে আবার বুন্দিয়া যোগ করে দেওয়া হয়েছে। তাইএই রেসিপিটির স্বাদের মাত্রা অনেক বেড়ে গেছে বলে আশা করছি। খুবই ইউনিক একটি রেসিপি সেমাইয়ের সমুচা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আপনার কাছে আমার রেসিপি ইউনিট লেগেছে জেনে আমি অনেক খুশি হলাম, জ্বি ভাই আপনি ঠিক বলেছেন বন্দিয়া যোগ করে দেওয়ার কারণে স্বাদ মাত্রা অনেকটাই বেড়ে গেছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

সেমাই সমুচা ভীষণ ভালো হয়েছে খেতে মনে হয় 😋
এটা একটা ইউনিক রেসিপি ছিল 😋
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌
শুভ কামনা রইল 🥀

ভাই আপনার কাছে ইউনিক রেসিপি লেগেছে জেনে অনেক অনেক খুশি ও আনন্দিত হলাম, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

আজকে আপনার মাধ্যমে আমি ভিন্ন রকম একটি সেমাই এর রেসিপি দেখতে পেলাম। এরকম সেমাইয়ের সমুচা আমি কখনো খাইনি। কিন্তু আজকে আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি শিখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর হয়েছে এটি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই এটি তৈরি করতে পারব। আপনার জন্য রইল শুভকামনা।

জি ভাই আমার মাধ্যমে আপনি বিভিন্ন রকম একটি সেমাই রেসিপি দেখতে পেলেন জেনে খুশি হলাম, সুন্দর মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনার সেমাইয়ের রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । সত্যি আপনি খুব ইউনিক সেমাই রেসিপি তৈরি করেছেন দেখে আমি খুবই মুগ্ধ হলাম‌। আপনার রন্ধন প্রক্রিয়া অসাধারণ প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন । আশা করছি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন ।এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ভাই আমার রেসিপি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম, আমার রেসিপি পোষ্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি আমি অনেক আনন্দিত, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আপনি ইউনিক সেমাই রেসিপি তৈরি করেছেন। সেমাই দিয়ে সামুচা তৈরি দেখেই জিভে জল এসে যাচ্ছে।আমি নতুন একটি জিনিস শিখে নিলাম।আপনার ইউনিক সেমাই দিয়ে সামুচা তৈরি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো।

আমার রেসিপি তৈরি মাধ্যমে আপনি নতুনত্ব রেসিপি শিখাইতে পারলাম জেনে আমি গর্বিত, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

বাহ ভাইয়া আপনার তৈরি করার সময় সমুচা রেসিপি আগে কখনো দেখিনি। তবে আজকে দেখে অবাক হয়ে গেলাম আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

রেসিপি তৈরীর মাধ্যমে আপনাকে অবাক করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

অও,বুন্দিয়ার পুর দিয়ে সমুচা তৈরি।এতক্ষনে একটি ইউনিক রেসিপি দেখলাম ভাইয়া।সত্যি বলতে আমিও এমন কিছু তৈরি করেছি ভাইয়া।আপনার সমুচাগুলি খুবই লোভনীয় হয়েছে।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

দিদি আপনার কাছে আমার রেসিপি ইউনিক লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনি খুবই সুন্দরভাবে মন্তব্য প্রদানের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও শুভকামনা রইল দিদি আপনার জন্য।

এটা সত্যিই একটা ইউনিক বিষয় মনে হচ্ছে, আমি সমুচা অনেক খেয়েছি ছোটবেলা, স্কুলে টিফিনের সময় কিংবা ছুটির পর সিঙ্গারা সমুচা প্রচুর খাওয়াতো, কিন্তু কখনও সেমাই দিয়ে তৈরি সমুচা ভেবেও দেখিনি, চমৎকার একটি ইউনিক জিনিস শিখলাম আপনার কাছে, এটা একটা মজাদার খাবার হতে পারে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আমার রেসিপি পোস্ট এর মাধ্যমে আপনি খুবই সুস্বাদু ও মজাদার ইউনিক রেসিপি শিখতে পারলেন জেনে খুশি হলাম, আপনার সুন্দরতম মন্তব্যের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

জাতি যে এভাবে সেমাই দিয়ে সমুচা বানাতে জানে তা আমার কখনোই জানা ছিল না। তবে আপনার এই ব্লগের মাধ্যমে জানতে পারলাম, ভালো লাগলো আপনার এই কনটেস্টে অংশগ্রহণ দেখে।

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে অনেক অনেক আনন্দিত উৎসাহিত করেছেন, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া সেমাই হলো ঈদের দিনের একটি ঐতিহ্যবাহী খাবার। সেই ঐতিহ্যবাহী খাবার আপনি এত ইউনিক ভাবে উপস্থাপন করেছেন যে দেখতে খুবই চমৎকার লাগছে। এভাবে কখনো সেমাইয়ের রেসিপি তৈরি করা যায় তা চিন্তাই করিনি। আপনার রেসিপি সুস্বাদু হয়েছে তা আপনার বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে।

আপু আপনি আমার সাথে সহমত পোষণ করেছেন শুনে খুশি হলাম, সুন্দর সুন্দর মূল্যায়নের মাধ্যমে আমাকে আমার কাজের প্রতি আগ্রহ অনুপ্রেরণা জুগিয়েছে, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

দেখেই খেতে ইচ্ছে করতেছে সেমাই এর সমুচাগুলো। অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। সেমাই দিয়ে সমুচা খাইনি এখনও। ভালই হলো। বাসায় বানিয়ে খেতে পারব। ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন।

ভাই আমার রেসিপি আপনার কাছেই ইউনিক লেগেছে জেনে আমি অনেক খুশি হলাম, আপনার সুন্দর মূল্যায়নের মাধ্যমে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি, গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

অসাধারণ আপনার সেমাই সমুচা রেসিপি দেখতে অনেক দারুন লাগছে।আপনি একদম নতুন ইউনিক রেসিপি শেয়ার করছেন।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরছেন।কালার বেশ ভালো।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার কাছে আমার রেসিপি ইউনিক লেগেছে জেনে আমি সত্যি অনেক আনন্দিত হলাম, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

আপনি সেমাই রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

মিষ্টি জাতীয় খাবার লোভ লাগার মতন জিনিস, সুন্দর মূল্যায়নের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।

আসলেই এই রেসিপি টি একদম ইউনিক। সেমাই দিয়েও যে সামুচা বানানো যায় এটা আমার মাথাতেও আসেনি। নিশ্চয় এই সেমাই এর সামুচা অনেক মজাদার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইউনিক সেমাই এর রেসিপি আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

জি আপু সেমাই দিয়ে সমুচা বানানোর রেসিপি খেতে অনেক মজাদার ও সুস্বাদু, আপনার কাছে আমার রেসিপি ইউনিক লেগেছে জেনে খুশি হলাম, সুন্দর মূল্যায়নের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।